Toma Bhuiyan

Toma Bhuiyan Assalamualaikom

01/01/2025

মৃত্যু আসবে!
উষ্ণ রক্ত, প্রাণ চাঞ্চল্য শরীর। শীতল হবে, হবে নিথর ; নিস্তব্ধ।
সেদিন হয়'তো আকাশ -বাতাস ভারী হয়ে উঠবে এক গভীর বিষাদে।
হয়'তো পাবো পরম শ্রদ্ধা, অম্লান ভালোবাসা ; পাবো অসংখ্যের চোখের জল।
দেখে মনে হবে কি সুন্দর মৃত্যু!

মানুষকে অনেক সময় একাই জীবনযুদ্ধ করতে হয়। যদিও সবাই জ্ঞানী কথাবার্তা বলে, কিন্তু যখন সাহায্য প্রয়োজন, তখন কেউ পাশে থাকে ন...
03/12/2024

মানুষকে অনেক সময় একাই জীবনযুদ্ধ করতে হয়। যদিও সবাই জ্ঞানী কথাবার্তা বলে, কিন্তু যখন সাহায্য প্রয়োজন, তখন কেউ পাশে থাকে না। আশপাশে শুধু একাকীত্ব এবং শূন্যতা দেখা যায়। জীবন চলতে হয় একাই, এটাই যেন আমাদের নিয়তি। আমরা সবাই চেয়ে দেখি আশপাশে, কিন্তু যখন প্রয়োজন হয় সহানুভূতির, তখন কেউ পাশে দাঁড়ায় না। একে অপরকে সমর্থন না দিয়ে, কেবল কথার মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা চলে, অথচ হাত বাড়িয়ে ধরার প্রয়োজনই সবচেয়ে বেশি।"

12/11/2024

কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো..!

ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত মানুষ..!

রংহীন, স্বপ্নহীন, মায়াহীন জীবন টা বয়ে বয়ে ক্লান্ত হয়ে নেতিয়ে গিয়ে আবার শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ানো যার রোজকার রুটিন..!

বিশুদ্ধ বাংলায় আমরা তাদের বলি খাঁটি সুখী মানুষ.!

এই মানুষ গুলোর জীবনে ঋতু তো বদলায় কিন্তু বসন্ত আসে না। দিন তো হয় কিন্তু সূর্য ওঠে না। রোজ নিয়ম করে সকাল তো হয় কিন্তু সেই সকালে শিউলি ফোটে না। সোনা রোদে মনের উঠোন ঝলমল করে চমকে ওঠে না..! চৌকাঠে সুখ এসে বাসা বাঁধে না।

এই মানুষ গুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা নয়নতারা বা অন্য ফুলগুলোর মত.!

অযত্নে ধূলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে.! যত্ন না পেলেও সৌন্দর্য বিলাতে ভোলে না.!

রেল লাইনের পাশে যুগের পর যুগ মাথা উচু করে দাঁড়িয়ে থাকা বকুল , কৃষ্ণচূড়া বা শিমুল গাছের মত..!

ঝড় ঝাপটা যতই হোক - নিজে ভেঙে গিয়েও অন্যকে ছায়া দিতে ভোলে না.!

এই মানুষ গুলো কখনও আকাশের মত দূর থেকে সঙ্গ দেয়, কখনও পাহাড়ের মত ঢাল হয়ে দাঁড়ায়, আবার বৃষ্টি হয়ে শীতল করে যায় মনমরা দিন গুলোতে..!

কারণে অকারণে এই মানুষগুলো রোদের মত হাসতে জানে.!

তুমি ওদের দুঃখ টের পাবে না..!

তবে আঘাত পেলে বা দরকার হলে এরাই আবার বিধ্বংসী হতে জানে.!

তুফান হয় তোলপাড় করে দিতে জানে.!

আগলে রাখা থেকে পিষে ফেলতে জানে.!

এরা যতটা ভালবাসতে জানে ততটা ঘৃণা করতে জানে.!

কাছে টানতে জানলে তাকে নিমিষে দূরে ঠেলতে জানে.!

এরা আঘাত সহ্য করতে জানে তবে বেইমানি না.!

ভুল মাফ করলেও বিশ্বাস ঘাতকের ক্ষমা নেই এদের কাছে.!

এদের জীবনে বেঈমানের না থাকে কোনো জায়গা আর না তো কোনো অস্তিত্ব.!

এই মানুষ গুলোর ঘৃণা আর ভালবাসা দুটোই অদ্ভুত রকমের ভয়ংকর সুন্দর..!

12/11/2024

আমিও যেতে চাই একাকি-
এমন কোথাও-যেখানে,
জীবনের বলাকারা উন্মুক্ত আকাশে
পাখা মেলে অনাবিল প্রসন্নতায়।🖇️🦋🤍

__রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ✍️

12/11/2024

🍂____রাত্রি সুন্দর....
রাতের ভাবনা সুন্দর !
তার থেকেও সুন্দর তুমি
তোমার ভাবনায় ভেবে ভেবে ঘুমিয়ে পড়লাম আমি!!
_____শুভ রাত্রি 🖤🌺🌿

10/11/2024

"এক কাপ চায়ের উষ্ণতায় তোমার সঙ্গটাই চাই, যেন প্রতিটি চুমুকে মিশে থাকে ভালোবাসার গভীরতা। তোমার পাশে বসে, এই শীতের সকালে চায়ে হারিয়ে যাই—তুমি আর আমি, ভালোবাসায় ভরা এক পৃথিবী।" ☕❤️

পৃথিবীর সবচেয়ে দামী দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা...!!💔😥
09/11/2024

পৃথিবীর সবচেয়ে দামী দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা...!!💔😥

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন ...
09/11/2024

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে-কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়।

মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না।

তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যাস্ততা তো থাকেই, তবুও ব্যাস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কী না জিজ্ঞেস করার মানে, আমি আছি। অহেতুক যে কোন ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো, তুমি আশে-পাশে থাকলে আমার ভালো লাগে।

সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যাক্তি সুঁই হয়ে ঢুকে কুড়োল হয়ে সম্পর্কের বুক ছিড়েখুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না।

সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের
চেয়ে কম দিলে ' সম্পর্ক' ভেঙেচুরে ধসে যায়।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

#পেত্নী ゚ #পেত্নী #

☕☕❤️❤️❤️
16/10/2024

☕☕❤️❤️❤️

Address

Debidwar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toma Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category