Dhampti Darbar Sharif ধামতী দরবার শরীফ

Dhampti Darbar Sharif ধামতী দরবার শরীফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhampti Darbar Sharif ধামতী দরবার শরীফ, News & Media Website, Dahmpti, Debidwar.

আওলাদ ওলী পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আজিম উদ্দিন আহমাদ পীর সাহেব (রহ) এর প্রতিষ্ঠিত এবং পীরে কামেল আল্লাহ ওলী আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আব্দুল হালিম পীর সাহেব (রহ) পরিচালিত ধামতী দরবার শরীফ
বর্তমান পীর সাহেব হযরত মাওলানা বাহাউদ্দীন আহমাদ

ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত পরিচালক ও ধামতী দরবার শরীফের বাহাউদ্দীন আহমদ পীর সাহেব হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে...
24/11/2025

ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত পরিচালক ও ধামতী দরবার শরীফের বাহাউদ্দীন আহমদ পীর সাহেব হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেন দোয়া নিতে আসেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।

(এডমিন পোস্ট)

ধামতী দরবার শরীফ পীর সাহেব হুজুর কেবলা আজ উপস্থিত থাকবেন স্থান: তালতলা দক্ষিণ পাড়া, আল মদিনা মসজিদ এর উদ্যোগে কবরবাসী মা...
21/11/2025

ধামতী দরবার শরীফ পীর সাহেব হুজুর কেবলা আজ উপস্থিত থাকবেন
স্থান: তালতলা দক্ষিণ পাড়া, আল মদিনা মসজিদ এর উদ্যোগে কবরবাসী মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সভাপতিত্ব করবেন:
আজিমিয়া কাফেলা বাংলাদেশ-এর সম্মানিত আমির
আলহাজ্ব বাহাউদ্দীন আহমাদ পীর সাহেব, ধামতী দরবার শরীফ

(সময়: এশার নামাজের পর)



ধামতী দরবার শরীফের মরহুম পীর সাহেব আব্দুল হালিম পীর রহ  (রহ.)— মুর্শেদ কেবলা  স্মৃতিচারণধামতী দরবার শরীফের মরহুম পীর সাহ...
10/11/2025

ধামতী দরবার শরীফের মরহুম পীর সাহেব আব্দুল হালিম পীর রহ (রহ.)— মুর্শেদ কেবলা স্মৃতিচারণ

ধামতী দরবার শরীফের মরহুম পীর সাহেব আব্দুল হালিম (রহ.) ছিলেন সত্যিকারের একজন আল্লাহভীরু, পরহেজগার ও মানবপ্রেমিক সুফি সাধক। তিনি ইসলামের খাঁটি দাওয়াতকে মানুষের হৃদয়ে ছড়িয়ে দিতে আজীবন নিরলস পরিশ্রম করেছেন। দরবার শরীফকে তিনি শুধু জিকির–আজকারের কেন্দ্র নয়, বরং একটি মানবিক ও সামাজিক উন্নয়নের বিদ্যালয়ে রূপান্তর করেছিলেন।

তিনি সর্বদা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পরস্পর শ্রদ্ধার বার্তা দিতেন। সমাজে অন্যায়, হিংসা, মিথ্যা ও স্বার্থপরতার বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিতেন এবং তরুণ প্রজন্মকে সত্য ও আদর্শের পথে চলার অনুপ্রেরণা দিতেন।

পীর সাহেব (রহ.)-এর দরবারে হাজারো মানুষ আত্মিক প্রশান্তি খুঁজে পেতেন। তাঁর দরবারের পরিবেশ ছিল শান্তি, জিকির ও ভালোবাসায় ভরপুর। তিনি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াতেন, সমাজের উন্নয়নে উৎসর্গ করতেন নিজের সামর্থ্য।

আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর শিক্ষা, আদর্শ ও দোয়া আজও সমাজে আলোর দিশা দেখায়। ধামতী দরবার শরীফ তাঁর উত্তরাধিকার আলহাজ্ব বাহাউদ্দীন আহমাদ পীর সাহেব ও মুরিদদের প্রচেষ্টায় এখনও তাঁর পথ অনুসরণ করছে—আল্লাহর সন্তুষ্টি ও মানবকল্যাণের জন্য কাজ করছে।

লিখেছেন হাফেজ হাবিবুর রহমান চট্টগ্রাম

ধামতী সবুজ গ্রাম ধামতী। শান্ত, নিরিবিলি, পাখির কলতান আর ভোরের আজানের সুরে জেগে ওঠে এই জনপদ।এই মাটিতেই জন্ম নেন এক মহামান...
17/10/2025

ধামতী সবুজ গ্রাম ধামতী। শান্ত, নিরিবিলি, পাখির কলতান আর ভোরের আজানের সুরে জেগে ওঠে এই জনপদ।
এই মাটিতেই জন্ম নেন এক মহামানব —
পীরে কামেল শাহ সুফী মরহুম আজিম উদ্দিন আহমাদ পীর সাহেব (রহঃ)।

তাঁর হৃদয়ে ছিল আল্লাহ ও রাসূল (সাঃ)-এর প্রতি অগাধ ভালোবাসা,
আর মানুষের প্রতি অফুরন্ত দয়া ও মমতা।
তিনিই ধামতী দরবার শরীফ প্রতিষ্ঠা করেন —
একটি এমন কেন্দ্র যেখানে মানুষ খুঁজে পেতো শান্তি, জ্ঞান ও আত্মিক প্রশান্তি।

তাঁর হাতে গড়ে ওঠে বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান —
ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা,
ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা হেফজ শাখা,
ধামতী ইসলামিয়া মহিলা মাদ্রাসা,
এবং আরও একাধিক স্কুল, কলেজ ও ইন্ডাস্ট্রি।
তাঁর স্বপ্ন ছিল — “ধর্ম ও শিক্ষার আলো একসাথে ছড়াবে সবার মাঝে।”

সময়ের পরিক্রমায় দায়িত্ব আসে তাঁর প্রিয় সন্তান
পীরে কামেল শাহ সুফী মরহুম আব্দুল হালিম পীর সাহেব (রহঃ)-এর হাতে।
তিনি দরবারের পরিচালনায় আনেন নতুন শৃঙ্খলা ও উন্নতি।
ধামতী দরবারের নাম ছড়িয়ে পড়ে দূরদূরান্তে।

এরপর তাঁর উত্তরসূরি
পীরে কামেল শাহ সুফী মরহুম মহিউদ্দিন আহমাদ পীর সাহেব (রহঃ)
তরিকত, শিক্ষা ও সমাজকল্যাণের কাজে আত্মনিয়োগ করেন।
তাঁর নেতৃত্বে ধামতী দরবার আরও প্রসার লাভ করে,
আর মানুষের হৃদয়ে আরও গভীরভাবে স্থান পায় এই পবিত্র দরবার।

আজ তাঁদের উত্তরাধিকার বহন করছেন
পীরে কামেল শাহ সুফী বাহাউদ্দীন আহমাদ পীর সাহেব,
বর্তমান পরিচালক, চেয়ারম্যান ও এমডি হিসেবে।
তাঁর হাতে দরবার আবার জেগে উঠেছে নতুন উদ্যমে।
শিক্ষা, সমাজসেবা, তরিকতের দাওয়াত — সব মিলিয়ে
ধামতী দরবার শরীফ আজ এক আধ্যাত্মিক আলোর মিনার।

ধামতীর মানুষ বিশ্বাস করে —
এই দরবার শুধু একটি স্থান নয়,
এটি এক ইতিহাস, এক প্রেরণা,
যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে
ইমান, প্রেম ও মানবতার আলো।
#ধামতী_দরবার_শরীফ

লিখেছেন ফয়েজ উল্লাহ
চট্টগ্রাম থেকে

Address

Dahmpti
Debidwar

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801748922286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhampti Darbar Sharif ধামতী দরবার শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhampti Darbar Sharif ধামতী দরবার শরীফ:

Share