17/10/2025
ধামতী সবুজ গ্রাম ধামতী। শান্ত, নিরিবিলি, পাখির কলতান আর ভোরের আজানের সুরে জেগে ওঠে এই জনপদ।
এই মাটিতেই জন্ম নেন এক মহামানব —
পীরে কামেল শাহ সুফী মরহুম আজিম উদ্দিন আহমাদ পীর সাহেব (রহঃ)।
তাঁর হৃদয়ে ছিল আল্লাহ ও রাসূল (সাঃ)-এর প্রতি অগাধ ভালোবাসা,
আর মানুষের প্রতি অফুরন্ত দয়া ও মমতা।
তিনিই ধামতী দরবার শরীফ প্রতিষ্ঠা করেন —
একটি এমন কেন্দ্র যেখানে মানুষ খুঁজে পেতো শান্তি, জ্ঞান ও আত্মিক প্রশান্তি।
তাঁর হাতে গড়ে ওঠে বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান —
ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা,
ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা হেফজ শাখা,
ধামতী ইসলামিয়া মহিলা মাদ্রাসা,
এবং আরও একাধিক স্কুল, কলেজ ও ইন্ডাস্ট্রি।
তাঁর স্বপ্ন ছিল — “ধর্ম ও শিক্ষার আলো একসাথে ছড়াবে সবার মাঝে।”
সময়ের পরিক্রমায় দায়িত্ব আসে তাঁর প্রিয় সন্তান
পীরে কামেল শাহ সুফী মরহুম আব্দুল হালিম পীর সাহেব (রহঃ)-এর হাতে।
তিনি দরবারের পরিচালনায় আনেন নতুন শৃঙ্খলা ও উন্নতি।
ধামতী দরবারের নাম ছড়িয়ে পড়ে দূরদূরান্তে।
এরপর তাঁর উত্তরসূরি
পীরে কামেল শাহ সুফী মরহুম মহিউদ্দিন আহমাদ পীর সাহেব (রহঃ)
তরিকত, শিক্ষা ও সমাজকল্যাণের কাজে আত্মনিয়োগ করেন।
তাঁর নেতৃত্বে ধামতী দরবার আরও প্রসার লাভ করে,
আর মানুষের হৃদয়ে আরও গভীরভাবে স্থান পায় এই পবিত্র দরবার।
আজ তাঁদের উত্তরাধিকার বহন করছেন
পীরে কামেল শাহ সুফী বাহাউদ্দীন আহমাদ পীর সাহেব,
বর্তমান পরিচালক, চেয়ারম্যান ও এমডি হিসেবে।
তাঁর হাতে দরবার আবার জেগে উঠেছে নতুন উদ্যমে।
শিক্ষা, সমাজসেবা, তরিকতের দাওয়াত — সব মিলিয়ে
ধামতী দরবার শরীফ আজ এক আধ্যাত্মিক আলোর মিনার।
ধামতীর মানুষ বিশ্বাস করে —
এই দরবার শুধু একটি স্থান নয়,
এটি এক ইতিহাস, এক প্রেরণা,
যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে
ইমান, প্রেম ও মানবতার আলো।
#ধামতী_দরবার_শরীফ
লিখেছেন ফয়েজ উল্লাহ
চট্টগ্রাম থেকে