Al Qamar

Al Qamar play to win

23/06/2023

আল্লাহ তাআলা নারীকে একথা বলেননি:
‘তুমি হিজাব করো’!
‘তুমি বোরকা পরো’!
‘তুমি স্কার্ফ পরো’!
আল্লাহ তাআলা বলেছেন:
১: মুমিন নারীগণ যেন বেগানার কাছে সৌন্দর্য প্রকাশ না করে,
وَلَا یُبۡدِینَ زِینَتَهُنَّ
(নুর: ৩১)।
২. তোমরা আদি জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়ো না
وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَـٰهِلِیَّةِ ٱلۡأُولَىٰۖ
(আহযাব: ৩৩)।
৩. মূল নিষেধাজ্ঞা সৌন্দর্য প্রকাশ করার বিষয়ে। যে বোরকা-হিজাবের মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পায়, বলাবাহুল্য সেটাও নিষিদ্ধ। বোরকা-হিজাব এমন হওয়া জরুরী, যাতে সৌন্দর্য প্রকাশ না পায়। বলাবাহুল্য চেহারাতেই সমস্ত সৌন্দর্য কেন্দ্রীভূত থাকে। কখনো চোখেও। এজন্য দৃষ্টিও অবনত রাখতে বলা হয়েছে।

30/05/2023

এ পাঁচটি কাজের পরিনাম কখনও ভালো হয় না

১. মানী লোককে অসম্মান করা।
২. নিকৃষ্ট লোককে গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত করা।
৩. বোকা লোকের সাথে ঠাট্টা মশকরা করা।
৪. নিকট লোকজনকে অপমান করা।
৫. গরিব মানুষকে অবজ্ঞা করা।

29/05/2023

রিজিক দুই প্রকার
১. যে রিজিক আমাকে সন্ধান করে।
২. আমি যে রিজিক সন্ধান করি।
ক. যে রিজিক আমাকে সন্ধান করে, সেটা আমার শত অযোগ্যতা, দুর্বলতা সত্বেও আমার কাছে আসবেই।
খ. আমি যে রিজিকের সন্ধান করি, চেষ্টা-সংগ্রাম ছাড়া আমার কাছে আসবে না। আমি কষ্ট-পরিশ্রম করে যে রিজিক লাভ, সেটাও আল্লাহর দেয়া রিজিক।
— প্রথম রিজিক আল্লাহ তাাআলার বিশেষ অনুগ্রহ।
— দ্বিতীয় রিজিক আল্লাহ তাআলার আদল-ইনসাফ।

25/05/2023

❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞
▧ টাস্কঃ ১
ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।
▧ টাস্কঃ ২
৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।
▧ টাস্কঃ ৩
হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।
▧ টাস্কঃ ৪
গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
বেশি বেশি ইস্তিগফার পড়ুন।
▧ টাস্কঃ ৫
আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
▧ টাস্কঃ ৬
৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!
▧ টাস্কঃ ৭
মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।
▧ টাস্কঃ ৮
ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।
▧ টাস্কঃ ৯
প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।
▧ টাস্কঃ ১০
প্রতিদিন ১০০ বার করে
১. সুবহানাল্লাহ
২. আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
৫. আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।
আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।
▧ টাস্কঃ ১১
এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।
▧ টাস্কঃ ১২
প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।
▧ টাস্কঃ ১৩
যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।

🍁🍁🍁
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন , " যে ব্যক্তি মানুষকে হিদায়তের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমান সওয়ার রয়েছে , যে পরিমাণ পাবে তাকে অনুসরনকারীরা "
#কপিকৃত

13/05/2023

USA Navy তাদের অফিশিয়াল ওয়েব সাইট এ
বাংলাদেশের দিকে আসা ঘূর্ণিঝড় কে সুপার সাইক্লোন হিসেবে সনাক্ত করে ১১ নম্বর সতর্কতা জারি করেছে।

13/05/2023

ঘূর্ণিঝড় এর গতিপথ বেড়েই চলছে।
এটির বর্তমান গতিপথ ১৮০+ কিলোমিটার রয়েছে রয়েছে।

আল্লাহ সবাইকে রক্ষ্যা করুক।

11/05/2023

বর্তমান এই চরম তাপমাত্রায় মানুষের জীবন অস্থির হয়ে উঠেছে।

‘মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পায়। ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সূরা আর-রূম: ৪১)।

আল্লাহর নবী হজরত নূহ (আ.) উনার জাতিকে বলেছিলেন,

‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল’। ‘তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন।’ (সূরা নূহ: ১০-১৩)

09/05/2023

নবিজি নিয়মিত কমপক্ষে ৪০-রাকাত নামাজ পড়তেন। ১৭-রাকাত ফরজ। ১২-সুন্নত। ১১- তাহাজ্জুদ-বিতির। এছাড়া আরো পড়তেন। আমার ৪০ হয়? ইয়া রব!

06/05/2023

Atik ullah ভাই থে‌কে কুড়া‌নো মানিক

মাসিক সঞ্চয়
সঞ্চয় মানে সচেতনতা। সচেতন মানুষই সঞ্চয় করে। সচেতন মানে? ভবিষ্যত সম্পর্কে সতর্ক। বান্দার প্রকৃত ভবিষ্যত—আখেরাত। বুদ্ধিমান বান্দা দুনিয়ার সঞ্চয় নিয়েই শুধু ভাবে না, আখেরাত নিয়েও ভাবে। আখেরাতের শ্রেষ্ঠ সঞ্চয়—নেকআমল। আমি কি মাসিক অর্থ সঞ্চয়ের মতো, মাসিক নেকআমল সঞ্চয় করার প্রতি যত্নবান?

কিছু নেকআমল সেফ ডিপোজিটের মতো। ব্যাংকলকারে রাখা মহামূল্য গহনা-জহরতের মতো। কিছু নেকআমল একসাথে পাওয়া পেনশন, উত্তরাধিকার বা অন্য কোনও সূত্রে একসাথে পাওয়া ‘বিপুল সম্পদের’ মতো। এমন একটি আমল হলো ‘হাওকালা’। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আবু যর রা.কে বলেছেন,
ألا أدُلُّكَ على كَنْزٍ من كنوزِ الجنةِ؟ لا حَوْلَ و لا قوةَ إلا باللهِ
আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ‘কানয (ধনভাণ্ডার)-এর কথা বলব? তা হল-
লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো সহায় ও শক্তি নেই (ইবনে মাজা: ৩৮২৫)।

কানয (كَنْز): জান্নাতি ‘কানয’ মানে জান্নাতে সংরক্ষিত অকল্পনীয় পরিমানে মহামূল্যবান ‘সওয়াব’। এই কালিমা পাঠে এমন বিপুল সওয়াব কেন? এই কালিমা উচ্চারণ ও বিশ্বাসের মাধ্যমে বান্দা নিজেকে পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে সোপর্দ (تفويض) করে। সমর্পণ (استسلام) করে। বান্দা প্রকাশ করে, তার কিছুই নেই, তার কোনো ক্ষমতা নেই। আল্লাহ ছাড়া বান্দা পুরোপুরি অসহায়, সম্বলহীন। আল্লাহ তাআলা বান্দার কাছে এটাই চান। তিনি চান, বান্দা তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পিত থাকুক। ‘লা হাওলা...’ কালিমাটির মধ্যে পরিপূর্ণ আত্মসমর্পণের অকুণ্ঠ স্বীকারোক্তি আছে।

জান্নাতি সঞ্চয়: আমি কি চাই, প্রতিমাসে জান্নাতে সহস্রাধিক ‘কানয’ সঞ্চয় করতে?
আমাকে বেশি কিছু করতে হবে না। অত্যন্ত সহজ কয়েকটা কাজ করলেই মাসশেষে আমি বিপুল পরিমাণ জান্নাতি সঞ্চয়ের অধিকারী হয়ে যাবো,

১: আযানের জবাব দেয়া। বিশেষ করে ‘হাইয়া আলাস সলাহ’ ও হাইয়া আলাল ফালাহ-এর জবাব। এই দুই বাক্যের জবাবে ‘লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ’ বলতে হয়। প্রতি ওয়াক্তে চারবার এই কালিমা পাঠ করার সুযোগ হয়। ৫-ওয়াক্তে ২০ বার। আর তাহাজ্জুদের আজান হলে আলো ৪ বার। সর্বমোট ২৪ বার। চব্বিশটা ‘কানয’।
২ : একামতের জবাব দেয়া। একামতেও প্রতি ওয়াক্তে ৪-বার। ৫-ওয়াক্তে ২০ বার। দিনে বিশটা ‘কানয’।
৩ : প্রতিবার পানাহারের পর পড়ব,
الحَمْدُ للِه الذي أَطْعَمَنِيْ هَذا الطَّعامَ ورَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي ولا قُوَّةٍ
আলহামদুলিল্লাহিল্লাযি আতআমানী হাযা, ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুউয়াহ।
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন। আমার কোনো সহায় ও শক্তি ছাড়াই (সিলসিলা সহিহাহ: ২১৬৬)।

ইবরত : এই দোয়াতেও কিন্তু ‘লা হাওলা...’ আছে। সারাদিনে আমি কমপক্ষে তিনবার খাবার তো গ্রহণ করিই। তাছাড়া কতবার পান করি? সাতবার? সারাদিনে না হলেও ১০-বার দোয়াখানা পড়ার সুযোগ থাকে।

৪ : দৈনন্দিন জীবনে বিপদে, আপদে, সংকটে, সমস্যায় কালিমাটি পড়তে পারি। শারীরিক, মানসিক, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক সমস্যায় কালিমাটি পড়তে পারি।

খাতিমা বিল খাইর : ফেলে ছড়িয়ে ধরলেও সারাদিনে কমপক্ষে ৫০-বার কালিমাটি পাঠ করার সুযোগ হয়। মানে ১৫০০ বার। দিনে পঞ্চাশটা সেফ ডিপোজিট। মাসে পনেরশ। কল্পনা করা যায়? যত বেশি কালিমাটি পড়ব, ততবেশি জান্নাতি সঞ্চয়। অথচ আলাদা করে কোনো সময় করতে হবে না বললেই চলে।
রাব্বে কারিম তাওফিক দান করুন।
আমীন।

27/04/2023

কালবৈশাখী ঝড় শুরু হয়েছে!

27/04/2023

ভা°র°তের কর্ণাটকে সন্ত্রাসীদের সামনে আল্লাহু আকবার বলা সেই নির্ভয়া বোন ওই কলেজে দ্বাদশের পরীক্ষায় প্রথম।

এ কেমন বন্ধুত্ব!
26/04/2023

এ কেমন বন্ধুত্ব!

21/04/2023

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা!! 🥰

🌙 EID MUBARAK 🌙

সালাতুল ইস্তিসকার নামাজ- তীব্র গরমে বৃষ্টির আকাঙ্ক্ষায় নামাজে দাঁড়িয়েছেন বিশ্বাসী মানুষেরা। এই দৃশ্য কী যে সুন্দর; হে মহ...
17/04/2023

সালাতুল ইস্তিসকার নামাজ- তীব্র গরমে বৃষ্টির আকাঙ্ক্ষায় নামাজে দাঁড়িয়েছেন বিশ্বাসী মানুষেরা। এই দৃশ্য কী যে সুন্দর; হে মহান রব প্রশান্তির বৃষ্টি দিয়ে ঢাকাসহ সমগ্র দেশকে শান্ত করে দাও, আমিন।

16/04/2023
313 >> 1000Our glorious history.Battle of Badr,17th Ramadan.
09/04/2023

313 >> 1000
Our glorious history.

Battle of Badr,
17th Ramadan.

ইয়া আল্লাহ্ কবুল করুন আমাদের সবায়কে🥺🤲
07/04/2023

ইয়া আল্লাহ্ কবুল করুন আমাদের সবায়কে🥺🤲

বেশী বেশী ইস্তিকফার পাঠ করুন।।।
05/04/2023

বেশী বেশী ইস্তিকফার পাঠ করুন।।।

সুবহানাল্লাহ
05/04/2023

সুবহানাল্লাহ

ঈমান এক অদ্ভুত শক্তির নাম!!!
05/04/2023

ঈমান এক অদ্ভুত শক্তির নাম!!!

04/04/2023

বঙ্গবাজারে আগুন: অনেকেই পথে বসে যাবেন, সব শেষ তাদের!
৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের ভয়াবহ আগুন!

02/04/2023

#আতীক ভাইয়ের চমৎকার এক‌টি সংগ্রহ!
----------------------------------------
তাহাজ্জুদ পড়লে অনেক অনেক উপকার!

🎤 প্রথম লাভ: (عِبَادُ الرَّحْمَن) এবাদুর রহমান। রহমানের বান্দারা। তাহাজ্জুদগুজার মুমিনগণকে আল্লাহ ‘এবাদুর রহমান’ বলে আখ্যায়িত করেছেন। তাহাজ্জুদ পড়লে, এই দলভুক্ত হওয়া যাবে:
الَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا
যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে (কখনো) সিজদারত অবস্থায় এবং (কখনো) দন্ডায়মান অবস্থায়। (ফুরকান: ৬৪)

🎤 দ্বিতীয় লাভ: (المتَّقِيْن) মুত্তাকীন উপাধি প্রাপ্ত হওয়া।
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ * وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
মুত্তাকীগণ অবশ্যই উদ্যানরাজি ও প্রশ্রবনসমূহের ভেতর থাকবে....! তারা রাতে খুবই কম ঘুমাত এবং তারা সাহরীর সময় ইস্তিগফার করত। (যারিয়াত: ১৫-১৮)

🎤 তৃতীয় লাভ: (القَانِتُ وأُوْلِيْ الأَلْبَابِ) কানিত (অনুগত বিনতভাবে ইবাদতগুজার) ও জ্ঞানের অধিকারী এই দুই অসাধারণ লকব প্রাপ্ত হওয়া।
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ. يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
তবে কি (এরূপ ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য হতে পারে,) যে রাতের মুহূর্তগুলোর ইবাদত করে, কখনো সিজদাবস্থায়, কখনো দাঁড়িয়ে, যে আখেরাতকে ভয় করে এবং নিজ প্রতিপালকের রহমতের আশা করে? বলুন, যে ব্যক্তি জানে আর যে জানে না উভয়ে কি সমান? (কিন্তু) উপদেশ গ্রহণ তো কেবল বোধসম্পন্ন ব্যক্তিরাই করে। (যুমার: ৯)

🎤 চতুর্থ লাভ: বিশেষ সম্মানজনক অবস্থান প্রাপ্তি।
لَيْسُوا سَوَاءً مِنْ أَهْلِ الْكِتَابِ أُمَّةٌ قَائِمَةٌ يَتْلُونَ آيَاتِ اللَّهِ آنَاءَ اللَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ
(তবে) কিতাবীদের সকলে এক রকম নয়। কিতাবীদের মধ্যেই এমন লোকও আছে যারা সঠিক পথে প্রতিষ্ঠিত, যারা রাতের বেলা আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং তারা (আল্লাহর উদ্দেশে) সিজদাবনত হয়। (আলে ইমরান: ১১৩)

🎤 পঞ্চম লাভ: নেক আমল দ্বারা মন্দ আমল দূর করার সুযোগ প্রাপ্তি। এই সুযোগ লাভের অন্যতম শর্ত হলো, রাতের কিছু অংশে কিয়াম করা:
وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ
এবং (হে নবী!) দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে নামায কায়েম করুন। নিশ্চয়ই পুণ্যরাজি পাপরাশিকে মিটিয়ে দেয়। যারা উপদেশ মানে তাদের জন্য এটা এক উপদেশ। (হুদ: ১১৪)

🎤 ষষ্ঠ লাভ: মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থান পাওয়া।
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا
রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বেন, যা আপনার জন্য এক অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে ‘মাকামে মাহমুদে’ পৌঁছাবেন। (বনী ইসরাঈল: ৭৯)

🎤 সপ্তম লাভ: আল্লাহ তা‘আলার ওয়াদাকৃত বিশেষ রেযা বা সন্তুষ্টি অর্জন করতে পারা।
وَمِنْ آنَاءِ اللَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضَى
(হে নবী!) আর আপনি রাতের মুহূর্তগুলোতেও তাসবীহতে রত থাকুন এবং দিনের প্রান্তসমূহেও, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। (ত্বহা: ১৩০)

🎤 অষ্টম লাভ: কিয়ামকারীদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ আছে, সেটা অর্জন করা।
وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ * وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ
আর ভরসা রাখুন মহাপরাক্রমশালী, পরম দয়ালু (আল্লাহর)-এর প্রতি, যিনি আপনাকে দেখেন যখন আপনি (ইবাদতের জন্য দাঁড়ান। এবং দেখেন সিজদাকারীদের মধ্যে আপনার যাতায়াতকেও। (শু‘আরা: ২১৭-১৯)

তাহাজ্জুদের সালাত অন্তত দুই রাকাতও কি সম্ভব নয়? ইচ্ছা করলে অবশ্যই সম্ভব। আল্লাহ তা'আলা তৌফিক দান করুক, আ- মীন।

اللَّهُمَّ سَلِّمْنِي لرمضان، وسلم رمضان لي، وتسلمه مني مُتَقَبَّلاًহে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আম...
23/03/2023

اللَّهُمَّ سَلِّمْنِي لرمضان، وسلم رمضان لي، وتسلمه مني مُتَقَبَّلاً
হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। আমার জন্য রমজানকে শান্তিময় করে দিন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।
(তাবারানি)

23/03/2023

“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
[সূরা বাকারা: ১৮৩]

23/03/2023

اللَّهُمَّ سَلِّمْنِي لرمضان، وسلم رمضان لي، وتسلمه مني مُتَقَبَّلاً

হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। আমার জন্য রমজানকে শান্তিময় করে দিন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।

(তাবারানি)

22/03/2023

একাকীত্ব অনুভব করার মানে এই নয়—আমার সাথে কেউ নেই। বাস্তবে আমিই আমার সাথে নেই। আল্লাহও আমার সাথে নেই।

21/03/2023

পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ: রাতে শোয়ার আগে তাওবা না করেই ঘুমিয়ে পড়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।

11/03/2023

গুনাহ করার পর, ইস্তেগফার করার তাওফিক দিয়েছেন।

অনুতপ্ত হৃদয়ে ইস্তেগফার করতে পারা, আমার প্রতি রবের মহব্বতেরই বহিঃপ্রকাশ। আল্লাহ তার প্রিয়দের কলবকেই তাওবার জন্য জাগিয়ে দেন।

আস্তাগফিরুল্লাহ।

10/03/2023

তাওবা মানে নিজের অসুন্দর অতীত ঝেড়ে ফেলে, সুন্দর ভবিষ্যতের প্রতিজ্ঞা করা। আস্তাগফিরুল্লাহ। ইয়া রব! মাফ চাই।

শা'বান মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে আগামী ৬, ৭ এবং ৮ মার্চ (সোম, মঙ্গল ও বুধবার)। রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে...
05/03/2023

শা'বান মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে আগামী ৬, ৭ এবং ৮ মার্চ (সোম, মঙ্গল ও বুধবার)। রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবার রোজা শুরু করতে হবে। এরপর যথাক্রমে মঙ্গলবার ও বুধবার সহ মোট তিনটি রোজা রাখতে হবে। সাথে বৃহস্পতিবার সুন্নাহ সিয়াম পালনেরও সুযোগ থাকছে।

আইয়ামে বীজের রোজার কিছু হাদিসঃ

★আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন , আমার বন্ধু (রাসূল ﷺ) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন , প্রতি মাসে তিন দিন করে সাওম পালন করা এবং দু’রাকআত সালাতুদ দুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

[বুখারী, হাদিস ১৯৮১]

★রাসূল ﷺ বলেছেনঃ

কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো।

[তিরমিযী, হাদিস ৭৬০]

★ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে ইয়াওমিল বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। তিনি (ইবন মালহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।

[আবু দাউদ, হাদিস ২৪৪১]

28/02/2023

যুবকটি নিজের দেশ থেকে পালিয়ে এসেছেন।

অনিশ্চয়তা, আশ্রয়হীনতা ক্লান্তি, ক্ষুধা - সব মিলিয়ে এটা তার জীবনের একটি চরম দুর্যোগময় মুহুর্ত। কি করবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন কিছুই তার জানা নেই।

এই সময় তিনি রাব্বে কারীমের নিকট একটি দোয়া করলেন। সেই দোয়া আল্লাহর নিকট এতই পছন্দনীয় হলো, আল্লাহ তা পবিত্র কুরআনে বিশ্ববাসীর জন্য রেখে দিলেন।

দোয়াটি হচ্ছে -
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير

শাব্দিক অর্থ হচ্ছে - আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহই দান করবেন, আমি তারই মুখাপেক্ষী।

এখানে তিনি নিজের ইচ্ছাকে নয় আল্লাহর ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহ যেভাবে চাইবেন সে অবস্থাকেই সন্তোষ্টচিত্তে মেনে নিয়েছেন।

যুবকের এই দোয়ার পর আল্লাহ অজানা অচেনা বিদেশ বিভুইয়ে তাকে কি দিয়েছিলেন জানেন?

আল্লাহ তাকে একজন উত্তম গার্জিয়ান দিয়েছিলেন। একজন সৎকর্মশীলা স্ত্রী দিয়েছিলেন। এবং একটি সাজানো গোছানো পরিবার দান করেছিলেন।

এই যুবকের নাম, নবী মুসা আলাইহিসসালাম।

যাকে তার অভিভাবক হিসেবে পেলেন, তিনি নবী হজরত শোয়াইব আলাইহিসালাম।

শুধুই কি গার্জিয়ান? তিনি বয়োবৃদ্ধ এই নবীকে নিজের শশুর হিসেবে পেলেন। শোয়াইব আলাইহিসালাম তার মেয়েকে মুসা আলাইহিসসালাম এর নিকট বিয়ে দিলেন এবং নিজের গৃহে আশ্রয় দিলেন।

সুরা কাসাসে আল্লাহ তার প্রতি নির্ভরশীলতার এই কাহিনী তুলে ধরেছেন, এই পবিত্র দোয়া বিবৃত করেছেন।

আপনার জীবনে কি কখনো ঘোরলাগা অন্ধকার নেমে এসেছে? অভাব, আশ্রয়হীনতা ইত্যাদি সমস্যা অতিক্রম করেছেন? যদি এমন হয় উপরের দোয়াটি পড়বেন। দুই হাত তুলে বলবেন, রাব্বে কারীম, আপনি আমাকে যা-ই দান করবেন আমি তারই মুখাপেক্ষী।

দোয়াটি আবারও লিখে দিচ্ছি, মুখস্থ করে নিতে পারেন।

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير

চাকরি, বিয়ে, আশ্রয় ও অন্যান্য সমস্যা থেকে উত্তরণের জন্য এই দোয়া পাঠের পরামর্শ দেন উলামায়ে কেরাম।

যুবক মুসা আলাইহিসসালামের মত একটি গাছের নিচে বসে আকাশের দিকে হাত তুলে দোয়াটি পাঠ করুন এবং নিজেকে সোপর্দ করুন আল্লাহর নিকট।

এক অজানা অচেনা অপরিচিত উপলব্ধি ও অনুভবের উপত্যকায় উপস্থিত হবেন ইনশাআল্লাহ।

কারণ রবের কাছে যেতে হবে💔
18/02/2023

কারণ রবের কাছে যেতে হবে💔

দ্বীনের খাতিরে সবার সাথেই কথা হয় কিন্তু কেউ আপন নয়:')
18/02/2023

দ্বীনের খাতিরে সবার সাথেই কথা হয় কিন্তু কেউ আপন নয়:')

প্রেম তো করবো বিয়ের পর বউয়ের সাথে🌸
08/02/2023

প্রেম তো করবো বিয়ের পর বউয়ের সাথে🌸

07/02/2023

ভূমিকম্পে তুরস্ক–সিরিয়ায় মৃত্যু ৩৮০০ ছাড়িয়েছে

17/01/2023

দ্রুত বিয়ের আমল!

১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।

২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

৩. সুরা কাসাসের ২৪ আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি,
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
এই দোয়ায় বিয়ে, বিবিবাচ্চা, চাকুরি, ঘরবাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ইন শা আল্লাহ।

৪. বেশি বেশি দোয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়াবিহীন না যায়।

৫. আমল-দোয়ার পাশাপাশি হালাল পন্থায় পাত্র/পাত্রীর খোঁজ করাও জরুরী।

৬. অনেক সময় জাদু-সিহর করে বিয়ে আটকে রাখা হয়। এজন্য রুকইয়া করা।

৭. নিয়মিত সদকা করা।

৮. অন্য মুসলিম ভাইবোনের জন্য বিয়ের দোয়া করা।

৯. মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখাও জরুরি।

অর্পাকে চেনেন? আরে অর্পা! আপনার বোন। চেনেন না ওকে? আচ্ছা চিনিয়ে দেই। নাম অর্পা সাহা। ময়মনসিংহের মেয়ে। বয়স ১৯/২০। আল্লাহ ...
24/12/2022

অর্পাকে চেনেন?
আরে অর্পা! আপনার বোন। চেনেন না ওকে?
আচ্ছা চিনিয়ে দেই।
নাম অর্পা সাহা। ময়মনসিংহের মেয়ে। বয়স ১৯/২০। আল্লাহ যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা হিদায়াত করেন। অর্পা তাওহীদের চিরন্তন সত্যকে চিনতে পারে কিছু ইসলামী বই পড়ে । আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)-কে ভালোবেসে অর্পা ইসলাম গ্রহণ করে।
ডিসেম্বরের ৫ তারিখ ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাফিডেভিট করে অর্পা আনুষ্ঠানিকভাবে নিজের নাম ও ধর্ম পরিবর্তন করে। ওর নাম এখন ফাতেমা রাহমান।
কিন্তু অর্পা তার পরিবারের পক্ষ থেকে বাঁধার সম্মুখীন হয়। ওর ওপর নির্যাতন করা হয়। শিরক ছেড়ে তাওহীদ গ্রহণ কারণে পরিবারের কাছে নির্যাতিত হওয়া...সাহাবী (রাদ্বিয়াল্লাহু আনহুম) এর সময়ের মতো পরীক্ষা।
১০-ই ডিসেম্বরে অর্পা জিডি করে। পরিবারের পক্ষ থেকে শারীরিক অত্যাচার ও হত্যার আশঙ্কার কারণে। তারপর মুসলিম বোনের ঘরে আশ্রয় নেয় ও।
সেই বাসা থেকে অর্পাকে “জিজ্ঞাসাবাদের জন্য” থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে জোর করে অর্পাকে তুলে দেয়া হয় তার বাবা-কাকার কাছে। সেই বাবা-কাকা যাদের অত্যাচার থেকে বাঁচতে অর্পা জিডি করেছিল!
পুলিশের কাছে বাবা-কাকা লিখিত দেয়, অর্পাকে স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করতে দেয়া হবে। সবার সাথে যোগাযোগ করতে দেয়া হবে। সে একজন মুসলিম হিসেবে থাকবে।
অর্পার বান্ধবীর ভাষ্যমতে, বাসায় নিয়ে যাবার পর অর্পাকে পর্দা করতে দেয়া হয়নি। ইসলাম পালন করতে দেয়া হয়নি। বন্ধ করার চেষ্টা হয়েছে সব রকম যোগাযোগও। সেই সাথে চলছে ইসলাম ছেড়ে আসার জন্য মানসিক নির্যাতন।
অর্পার বান্ধবী ১৩ ডিসেম্বর তাকে উদ্ধারের জন্য মামলা করেন। কিন্তু ওয়ারেন্ট আসার পরও প্রশাসন তাকে উদ্ধারের কোন ব্যবস্থা নেয়নি। সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে মনে হয়, এমন কোন ব্যবস্থা নেয়ার সম্ভাবনাও নেই।
এই হল অর্পার গল্প।
১১ তারিখ থেকে, আজ প্রায় দু সপ্তাহ আমাদের বোনটা বন্দী। এই দুই সপ্তাহ সে সালাত আদায় করতে পেরেছে কি না, জানি না। এই দিনগুলো, এই রাতগুলো কিভাবে কেটেছে মেয়েটার?
অর্পার জন্য আমার, আপনার কিছু কি করার নেই? একটা মানুষকে নির্যাতন করা হচ্ছে কারণ সে বলছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ – এই মানুষটা কি আমাদের সাহায্য পাবার যোগ্য না? সাহায্য করা কি আমাদের দায়িত্ব না?
হ্যাঁ, আপনার সামর্থ্য কম। আমি জানি। আমার সামর্থ্যও কম। কিন্তু কম হলেও কিছু তো সামর্থ্য আছে। আর কিছু না হোক, আপনি অর্পার খবরটা নিজের পরিচিত সবার কাছে পাঠাতে পারবেন। সবাইকে এ নিয়ে কথা বলতে বলতে পারবেন। আমার সবাই মিলে চাইলে পুরো বাংলাদেশকে ওর কথা জানিয়ে দিতে পারবো।
মসজিদের মিম্বরে, ওয়াজের মঞ্চে, বন্ধুদের আড্ডায়, ফেইসবুকের পোস্টে কিংবা লাইভে অর্পার কথা বলতে পারেন। যারা পত্রিকাতে কাজ করেন, তারা নিউস করতে পারেন। ইউটিউবাররা তারা ভিডিও বানাতে পারেন। ইউটিউবারদের পরিচিতরা তাদেরকে এব্যাপারে কথা বলতে উৎসাহিত করতে পারেন। সেলিব্রিটিও বক্তা এবং দা’ঈরা একটা ৫ মিনিটের ছোট্ট ভিডিও রেকর্ড করতে পারেন। এতো লাইক, ভিউস, ফলোয়ার আর বই দিয়ে কী হবে, যদি আমরা একজন মুওয়াহ্হি‌দাহর জন্য এতোটুকু করতে না পারি?
সাধারণ মানুষদের মধ্যে যাদের প্রভাবশালীদের সাথে যোগাযোগ আছে, তারা অর্পাকে আইনী বা অন্য কোন ভাবে সাহায্য করার ক্ষেত্রেও কাজ করতে পারেন। এর কোন কিছু না পারলে, অন্তত দুআকরতে পারবেন।
সীমিত হলেও এই সামর্থ্যগুলো তো একেবারে কম না, তাই না?
আল্লাহ এমন কোন বোঝা দেন না, যা আমাদের সামর্থ্যের বাইরে। যা আপনার পক্ষে করা সম্ভব না, তা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে না। কিন্তু যতোটুকু আপনার দ্বারা করা সম্ভব, সেটুকু আপনি করেছেন কি না – সেটা নিয়ে অবশ্যই আমাকে এবং আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে।
আসুন, আমরা অর্পাকে; আমাদের বোনটাকে, সাহায্য করি। এই উম্মাহর অনেক বড় অংশের জন্য আমরা কিছু করতে পারি না। আমাদের সেই সক্ষমতা নেই। সেটা নিয়ে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। কিন্তু অর্পার জন্য কিছু করা সম্ভব। আমরা অন্তত সেই চেষ্টাটা করি। আসুন অর্পার জন্য আওয়াজ তুলি।
আল্লাহ ফাতিমাকে তাওহীদের ওপর, দ্বীনের ওপর দৃঢ় রাখুন। তাকে শিরক এবং কুফর থেকে হেফাযত করুন। আল্লাহ আল-কাহির, আল-কাহির, তিনি সকল কিছুর ওপর শক্তিশালী। যদি আমরা আমাদের চেষ্টাটুকু করি, তাহলে তিনি চাইলে অবশ্যই সফল হওয়া সম্ভব।

লেখা : আসিফ আদনান

19/12/2022

নিশ্চয় সালাত অশ্লীল এবং মন্দকাজ হতে বিরত রাখে।
©️ Peaceful Soul

17/12/2022

দ্বীনের সকল বিধানই আমাদেরকে মুক্তির পথ দেখায় ও কল্যানের দিকে ডাকে>💙
.
সকল অশ্লীলতার পথ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ হলেন পরম দয়ালু ও ধৈর্য্যশীল। তিনিই আমাদেরকে কল্যানের দিকে ডাকেন।🌸

Send a message to learn more.

12/12/2022

অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।

Address

Debidwar
3510

Alerts

Be the first to know and let us send you an email when Al Qamar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Qamar:

Videos

Share

Category