
20/07/2025
দেবিদ্বারে প্রবাসীর গাড়িতে ডাকাতি, দুইজন আটক
কুমিল্লার দেবিদ্বারে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।আটক দুই ডাকাত হলেন নবিয়াবাদ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ হোসেন (২৮) এবং শফিকুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৪৫) রবিবার (২০ জুলাই) দুই ডাকাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
১৬ জুলাই ভোরে প্রবাসী আশিক বাড়ি ফেরার পথে নবিয়াবাদ এলাকায় গাড়ি গতিরোধ করে ১০-১২ জন ডাকাত তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণ, ১০ হাজার ডলার, ল্যাপটপ ও মোবাইলসহ ২৬ লাখ টাকার মালামাল লুট করে।
দেবিদ্বার থানার ওসি ইলিয়াস জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় দুই ডাকাতকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হবে।