Times of Debidwar

Times of Debidwar দেবিদ্বারের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন...!
(1)

দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত জেলা চোর চক্রের দুই সদস্য আটক ;চুরির মালামাল উদ্ধার কুমিল্লার দেবিদ্বার থানা প...
18/12/2024

দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত জেলা চোর চক্রের দুই সদস্য আটক ;চুরির মালামাল উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে দেবিদ্বার থানার পরিদর্শক(তদন্ত) শাহিনুর ইসলামের দিকনির্দেশনায় উপপরিদর্শক মোঃ মাসুদের নেতৃত্বে আন্ত জেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো, হাবিবুর রহমান প্র জুয়েল, পিতা- কামাল হোসেন, সাং-দক্ষিন ভিংলাবাড়ি, স্বর্নকার বাড়ি, দেবিদ্বার পৌরসভা ও আবু মুছা, পিতা-মৃত জলিল সরকার, সাং-ইউসুফপুর, হারুন মেম্বরের বাড়ি, ইউসুফপুর ইউনিয়ন দেবিদ্বার উপজেলা।
আটককৃত মালামাল গুলো ০১টি Unitec কোম্পানীর লাল রংয়ের ফ্রিজ, ০১টি সিঙ্গার কোম্পানীর ৪৩ ইঞ্চি স্মার্ট এল.ই.ডি টিভি, আরএফএল কোম্পানীর হলুদ রংয়ের চেয়ার ০৮টি, ০৩টি সিলিং ফ্যান (ন্যাশনাল ০২টি ও বিআরবি ০১টি), ৬) ০১টি গ্যাসের চুলা, ০২টি বিদেশী কম্বল, ২১টি শাড়ি, ০৫টি ব্যাট সিট, ০২টি লুঙ্গি, পেটিকোট ০৪টি, সীতের চাঁদর ০১টি, থ্রি-পিছ ০৩টি, ০১টি পেশার কোকার, ০১টি টিফিন বক্স, ০১টি ওয়াটার হিটার ও ০২টি হটপট, মুন্নু সিরামিক্স এর সাদা ভাতের প্লেইট ১২টি, প্লাষ্টিকির ড্রাম ০১টি, পেষ্ট কালারের বালতি ০২টি, পাইরেক্স এর বিরিয়ানী প্লেট ০৬টি, ফিন্নির বাটি ৩১টি, চায়ের কেটলি ০১টি, কাপ ১০টি, নরমাল বাটি ০৩টি, ০৮টি কাচের মগ, কাচের গ্লাস ৪৭টি, স্টিলের বল ০৫টি, স্টিলের সচম্যান ০১টি, মেলামাইন এর বল ০৫টি, কাচের বাটি ০৩টি, ০৩টি রেকক্সিন, কাচের প্লেইট ০৫টি, ষ্টিলের ছোট বাটি ০৮টি, সিলভারের পাতিল ০১টি, নাস্তার প্লেইট ০৬টি (শাহিন পুকুর), পাইরেক্স এর নাস্তার প্লেইট ০৪টি।

17/12/2024

দেবিদ্বার থানায় নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোঃ ইলিয়াস এর যোগদান।

16/12/2024

মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী....

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

14/12/2024

যে চাঁ"দা দাবি করবে তাকে বেঁধে রেখে পুলিশে ধরিয়ে দিবেন। চাঁ-দা"বা-জি, টে"ন্ডা"রবা-জি, সি-ন্ডি"কেটের কোন স্থান দেবিদ্বারে হবে না -হাসনাত আব্দুল্লাহ !!

14/12/2024

জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবী দিবস

08/12/2024

কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জে দুই যুবকের লা"'শ ফসলি জমি থেকে উদ্ধার করছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাং এর ছুড়িকাঘাতে দেবিদ্বারের সুলতানপুর গ্রামের সজিব নামের একজন নিহত হয়েছে।গত রাত ১টায় কুমিল্লা অশোকতল...
04/12/2024

কুমিল্লায় কিশোর গ্যাং এর ছুড়িকাঘাতে দেবিদ্বারের সুলতানপুর গ্রামের সজিব নামের একজন নিহত হয়েছে।
গত রাত ১টায় কুমিল্লা অশোকতলা রেলগেইটের সাথে লন্ডন হাউজের পাশে তাকে ছুড়িকাঘাত ও পিটিয়ে হ-ত্যা করা হয়।

কুমিল্লার দেবিদ্বার মুক্ত দিবস আজ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেবিদ্বার মুক্ত...
04/12/2024

কুমিল্লার দেবিদ্বার মুক্ত দিবস আজ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেবিদ্বার মুক্ত হয়েছিল। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতা ঘোষণার মাত্র ৫ দিনের মধ্যে অর্থাৎ ৩১ মার্চ কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা সেনানিবাসে (তৎকালীণ পূর্ব পাকিস্তানের প্রধান সেনা ছাউনি) এসে আধুনিক অস্ত্রে সুসজ্জিত ১৫ জনের একটি হানাদার দল ভোরে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি নামক স্থানে জনতাদের দ্বারা অবরুদ্ধ হয়। এ যুদ্ধে ৩৩ বাঙালি শহীদ হন। ৬ সেপ্টেম্বর পাকহানাদারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে দেবিদ্বারের বারুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, বাচ্চু মিয়া, শহীদুল ইসলাম, আলী মিয়া, আ. ছালাম, সফিকুল ইসলাম, মো. হোসেনসহ ৭ জন শহীদ হন।১৭ সেপ্টেম্বর শক্র সেনারা মুরাদনগরের রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকা থেকে ২০ বাঙালিকে ধরে এনে দেবিদ্বার উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতির সামনে গর্ত খুঁড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। এসময় ভাগ্যক্রমে একজন বেঁচে গেলেও বাকি ১৯ শহীদকে সেখানে মাটিচাপা দেয় পাকবাহিনী। মাটি চাপা দেওয়া ওই স্থানটি বর্তমানে গণকবরে স্মৃতি ফলক স্থাপন করা হয়েছে। একাত্তরের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমণ চালায়। এদিন মুক্তিবাহিনী কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ ব্রিজটি মাইন বিস্ফোরণে উড়িয়ে দেয়। মিত্র বাহিনীর ২৩ মাউন্টেড ডিভিশনের মেজর জেনারেল আরডি বিহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মিত্রবাহিনীর একটি ট্যাংক বহর বুড়িচং ও ব্রাক্ষণপাড়া হয়ে দেবিদ্বার আসে। পাক হানাদাররা এ রাতে পিছু হটে এবং দেবিদ্বার ছেড়ে কুমিল্লা সেনা ছাউনীতে পালিয়ে যায়। পরে ধীরে ধীরে মুক্তিবাহিনীর গ্রুপ সেনা সদরের দিকে অগ্রসর হতে থাকে। এরই মধ্যে মিত্র বাহিনীর ট্যাংক বহরটি দেবিদ্বার থেকে চান্দিনা হয়ে ঢাকা অভিমুখে রওনা হলে মোহনপুর এলাকায় ভুল বুঝাবুঝির কারণে দুই মিত্র গ্রুপে গুলাগুলি হলে ৬ মিত্র সদস্য নিহত হন। এভাবেই ৪ ডিসেম্বর দেবিদ্বার শত্রুক্ত হয় এবং জনতা স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য স্থানীয় প্রশাসন, দেবিদ্বার প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দেবিদ্বার মুক্ত দিবস ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেবিদ্বার মুক্ত হয়েছিল।কিন্ত...
03/12/2024

দেবিদ্বার মুক্ত দিবস ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেবিদ্বার মুক্ত হয়েছিল।
কিন্তু আজ ৩ ডিসেম্বর ময়লার ভাগারে' মুক্তিযোদ্ধা চত্বর
লোকেশন - (নিউ মার্কেট চত্বর) দেবিদ্বার, কুমিল্লা!

03/12/2024

🔴Live: দেবিদ্বারে অবৈধভাবে দখলে রাখা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মহামান্য হাইকোর্ট মামলা থেকে খালাস দেওয়ায়,আনন্দ ম...
01/12/2024

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মহামান্য হাইকোর্ট মামলা থেকে খালাস দেওয়ায়,আনন্দ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি। রবিবার বিকালে উপজেলা পরিষদ থেকে আনন্দ মিছিলটি বের দেবিদ্বার থানা গেইট পর্যন্ত পদক্ষিন করে।

30/11/2024

বিভাগ হলে কুমিল্লা নামেই হবে - উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজ এলাকা মুরাদনগরে গণসংবর্ধনা অনুষ্ঠানে যা বলেন বিস্তারিত ভিডিওতে। ভিডিও, ইশহাক হাসান।

কুমিল্লা ভৌগোলিক বিবেচনায় বিভাগের দাবি রাখে। তাই কুমিল্লাকে অচীরেই বিভাগ ঘোষণা করা হবে - উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়...
30/11/2024

কুমিল্লা ভৌগোলিক বিবেচনায় বিভাগের দাবি রাখে। তাই কুমিল্লাকে অচীরেই বিভাগ ঘোষণা করা হবে
- উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে  মাদক সহ একজন আটক কুমিল্লার দেবিদ্বার সেনা ক্যাম্পের বিশেষ অভিযানে শুক্রবার  ভোরে মুরাদনগর...
29/11/2024

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ একজন আটক

কুমিল্লার দেবিদ্বার সেনা ক্যাম্পের বিশেষ অভিযানে শুক্রবার ভোরে মুরাদনগরের উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে ১৯ বোতল ভারতীয় মদ ও ১০ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক কারবারী মোঃমাসুক(৪০) কে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত ঐ মাদক কারবারী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

বাংলাদেশে ইস'কনের সকল কার্যক্রম নিষিদ্ধ, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি'সহ চট্টগ্রামের লোহাগড়া...
28/11/2024

বাংলাদেশে ইস'কনের সকল কার্যক্রম নিষিদ্ধ, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি'সহ চট্টগ্রামের লোহাগড়ায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাক চাপায় হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিখোঁজ বার্তা.…... শেয়ার করে ছেলেটিকে ফিরে পেতে সহযোগিতা করার অনুরোধ করছি মোঃ জিসানপিতাঃ মোঃ হুমায়ন গত ২৫/১১/২০২৪ তারিখ ...
27/11/2024

নিখোঁজ বার্তা.…... শেয়ার করে ছেলেটিকে ফিরে পেতে সহযোগিতা করার অনুরোধ করছি
মোঃ জিসান
পিতাঃ মোঃ হুমায়ন
গত ২৫/১১/২০২৪ তারিখ বিকলে কুমিল্লা সাওতুল কোরআন হিফজুল মাদ্রাসায় যাওয়ার উদ্যোশ্যে সাইলচর থেকে বের হয়, কিন্তু মাদ্রাসায় যায় নি।
নাম মোঃ জিসান
পিতা মোঃ হুমায়ন
গ্রামঃ সাইলচর, থানাঃ দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা
এই ছেলেটির সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
যোগাযোগ
📞 01999434176

Address

Debidwar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times of Debidwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share