18/12/2024
দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত জেলা চোর চক্রের দুই সদস্য আটক ;চুরির মালামাল উদ্ধার
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে দেবিদ্বার থানার পরিদর্শক(তদন্ত) শাহিনুর ইসলামের দিকনির্দেশনায় উপপরিদর্শক মোঃ মাসুদের নেতৃত্বে আন্ত জেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো, হাবিবুর রহমান প্র জুয়েল, পিতা- কামাল হোসেন, সাং-দক্ষিন ভিংলাবাড়ি, স্বর্নকার বাড়ি, দেবিদ্বার পৌরসভা ও আবু মুছা, পিতা-মৃত জলিল সরকার, সাং-ইউসুফপুর, হারুন মেম্বরের বাড়ি, ইউসুফপুর ইউনিয়ন দেবিদ্বার উপজেলা।
আটককৃত মালামাল গুলো ০১টি Unitec কোম্পানীর লাল রংয়ের ফ্রিজ, ০১টি সিঙ্গার কোম্পানীর ৪৩ ইঞ্চি স্মার্ট এল.ই.ডি টিভি, আরএফএল কোম্পানীর হলুদ রংয়ের চেয়ার ০৮টি, ০৩টি সিলিং ফ্যান (ন্যাশনাল ০২টি ও বিআরবি ০১টি), ৬) ০১টি গ্যাসের চুলা, ০২টি বিদেশী কম্বল, ২১টি শাড়ি, ০৫টি ব্যাট সিট, ০২টি লুঙ্গি, পেটিকোট ০৪টি, সীতের চাঁদর ০১টি, থ্রি-পিছ ০৩টি, ০১টি পেশার কোকার, ০১টি টিফিন বক্স, ০১টি ওয়াটার হিটার ও ০২টি হটপট, মুন্নু সিরামিক্স এর সাদা ভাতের প্লেইট ১২টি, প্লাষ্টিকির ড্রাম ০১টি, পেষ্ট কালারের বালতি ০২টি, পাইরেক্স এর বিরিয়ানী প্লেট ০৬টি, ফিন্নির বাটি ৩১টি, চায়ের কেটলি ০১টি, কাপ ১০টি, নরমাল বাটি ০৩টি, ০৮টি কাচের মগ, কাচের গ্লাস ৪৭টি, স্টিলের বল ০৫টি, স্টিলের সচম্যান ০১টি, মেলামাইন এর বল ০৫টি, কাচের বাটি ০৩টি, ০৩টি রেকক্সিন, কাচের প্লেইট ০৫টি, ষ্টিলের ছোট বাটি ০৮টি, সিলভারের পাতিল ০১টি, নাস্তার প্লেইট ০৬টি (শাহিন পুকুর), পাইরেক্স এর নাস্তার প্লেইট ০৪টি।