MD Roton

MD Roton Assalamualaikum
I'm beginner freelancer and bigital Creator
(1)

24/02/2023

কিভাবে কথা বলতে হয় তা না জানলে, অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও ।
— অজানা

17/12/2022

হতাশা একটি চরম মানসিক ব্যাধি, এটি নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই নয়।

বিষয়ঃ মোবাইল ফিন্যান্স শুভসন্ধ্যা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সুন্দর এবং ডিজিটাল যুগের সাথে সম্পৃক্ত একটি বিষয় "মোবাই...
24/10/2022

বিষয়ঃ মোবাইল ফিন্যান্স

শুভসন্ধ্যা,
আসসালামু আলাইকুম।
আজকে আমরা সুন্দর এবং ডিজিটাল যুগের সাথে সম্পৃক্ত একটি বিষয় "মোবাইল ফিন্যান্স " সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সবাইকে সানন্দে স্বাগতম জানাচ্ছি।

বর্তমান যুগে মুঠোফোন সবার হাতে হাতে। ঘুম থেকে জেগে উঠে সর্বপ্রথম মোবাইল ফোনটিকে খুঁজতে থাকি সবাই। আর এর ইতি ঘটে দিন শেষে অথবা ঘুমানোর আগ পর্যন্ত। কারনে অকারনে মুঠোফোনটিকে হাতের কাছেই রাখে সবাই। স্মার্টফোন হোক বা বাটন টাইপ এনালগ মোবাইল যে কেউই এটিকে নজরহারা করতে চায় না।

খুব মূল্যবান সম্পদের মতোই এটিকে আগলে রাখে সবাই। কেমন হয় যদি এই মূল্যবান বস্তুটিকে আরো মূল্যবান করে তোলা যায় মোবাইল ফিন্যান্স এর মাধ্যমে।
হ্যাঁ ঠিকই শুনেছেন, মোবাইল ফিন্যান্স। যেকোন আর্থিক লেনদেন সংঘটিত কার্যক্রমই হচ্ছে মোবাইল ফিন্যান্স। তবে হ্যাঁ, আর্থিক লেনদেন বলতে কিন্তু শুধু মাত্র ব্যাংকিং লেনদেনকে বুঝলে ঘাটতি রয়ে যাবে। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক, ব্যাংকিং বা স্বেচ্ছাপ্রণোদিত যেকোন ধরনের আর্থিক লেনদেন ঘটলেই তাকে মোবাইল ফিন্যান্স বলা যায়। ব্যাংকে টাকা জমা, লেনদেন, উত্তোলন, জমা, লেনদেন খসড়া যাচাই, টাকা প্রেরণ যাবতীয় তথ্যাদি মোবাইলের মাধ্যমে আজকাল পাওয়া যায়। অধিকাংশ ব্যাংকসমূহ তাদের সেবাসমূহ ব্যাংকের একাউন্টের সাথে যুক্ত করে দিয়েছে। এতে ঘরে বসেই নিজের একাউন্টের তথ্যাদি পেতে পারছে মোবাইলের মাধ্যমে। এসবি মোবাইল ফিন্যান্সের অংশ।

এছাড়া ব্যাংকিং খাত ছাড়াও অপ্রাতিষ্ঠানিক আর্থিক লেনদেনে মোবাইল ফিন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে বিকাশ, রকেট, শিওরক্যাশ, নগদ এর মাধ্যমে মোবাইলে আর্থিক লেনদেন হয়ে থাকে। ৭০ ভাগ মোবাইল লেনদেন বিকাশের মাধ্যমেই হয়ে থাকে।

বর্তমানে হাতের মোবাইলটিকেই ই-ওয়ালেট তৈরির প্রক্রিয়াকরন চলছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসকে কেন্দ্র করে বিশ্বে দরিদ্র, উন্নয়নশীল ও উন্নত দেশগুলোতে এর বহু কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোবাইল ফিন্যান্স এর মাধ্যমে মানি ট্রান্সপোর্টেশন বা অর্থ প্রেরণ এখন সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। মোবাইলকে ই-ওয়ালেট হিসেবে ব্যবহার করছে। ইতোমধ্যে কেনিয়া মোবাইল এর মাধ্যমে আর্থিক সেবা এম-পেসা, ফিলিপাইনে স্মার্ট-মানি চালু করেছে। এছাড়া ভারতেও পে-টিএম , গনচীনে "আলী" মোবাইলে আর্থিক সেবা চালু করেছে।

মোবাইল ফিন্যান্স এর মাধ্যমে য

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা 🤺🤺🤺যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করত...
24/10/2022

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা 🤺🤺🤺

যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন💸💸

এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো
কাজ করতে পারবেন দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না 🖋️🖋️🖋️

যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।📝📝📝

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনো একটি সার্ভিস প্রদান করে থাকেন।✅✅
freelancing

19/10/2022

দুনিয়াতে ভালো মানুষ এর দাম অনেক তাই ভালো হয়া দরকার

Address

Dakshin Khan

Telephone

+8801966477177

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Roton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Roton:

Share

Nearby media companies