রঙ তামাশা

রঙ তামাশা সাফল্য যতো দিন পর্যন্ত না আসছে,
ততোদিন অপমানই সঙ্গী !!😅
(2)

04/01/2025
04/01/2025
04/01/2025

রাস্তায় শুয়ে থাকা মানুষগুলো জানে, স্নিগ্ধ কনকনে ঠান্ডা বাতাস কতটা কষ্টের! হয়তো শীতের রাতগুলো তাদের জন্য নয়।🙂

😊🖤
28/04/2024

😊🖤

—ভালোবাসা কি...!?ভালোবাসা মানে..তার প্রতি আমার হৃদয়ে অঙ্কিত এক মায়া।যে দূরে থাকলেও মনে হবে...এইতো আমার ছায়ার পাশে'ই আছে ...
20/04/2024

—ভালোবাসা কি...!?

ভালোবাসা মানে..
তার প্রতি আমার হৃদয়ে অঙ্কিত এক মায়া।
যে দূরে থাকলেও মনে হবে...
এইতো আমার ছায়ার পাশে'ই
আছে যেন তার ছায়া।

ফুল বাড়িয়ে দিয়ে...
ভালোবাসি বললেই, ভালোবাসা হয় না।
শুধুমাএ একজনকেই ভালোবাসতে হয়।
আর তাকে'ই সবটুকু আস্থা,বিশ্বাস,
আর যত্ন নিয়ে আগলে রাখতে হয়..।

এমন ভাবে আগলে রাখতে হয়,
যেন সেই মানুষটার বুকে যদি,
হাজার অভিমান ও জমা হয়,
তবু তাকে'ই বলতে ইচ্ছে করে..,
ভিষণ ভালোবাসি তোমায়।

—মাহবুবা আফি

She's One in a million ❤️‍🩹🥹🫶
19/04/2024

She's One in a million ❤️‍🩹🥹🫶

চলো.....🌻
19/04/2024

চলো.....🌻

 #ফিলিস্তিন  #বাংলাদেশ
21/03/2024

#ফিলিস্তিন #বাংলাদেশ

21/03/2024

হযরত জিবরাঈল (আঃ) বলেন,

বৃষ্টি হলে পৃথিবীর বুকে কতো ফোঁটা পানি পরে তা আমি গুনতে পারি কিন্তু যৌ'বন কালের ইবাদতের নেকি আমি গুনতে পারি না.! 'সুবহানআল্লাহ' 🤲🌸

পেঁপে"খাবি ভালো'কথা কিন্তু পেঁপের বিচি খাওয়ার কি দরকার ছিলো 🤣🤣
20/03/2024

পেঁপে"খাবি ভালো'কথা কিন্তু পেঁপের বিচি খাওয়ার কি দরকার ছিলো 🤣🤣

_তু'মি ফুল প্রেমী হওও      আমি এই শহরে ফু'ল বিলা'সী হয়ে যা'বো 🥰🌺
10/01/2024

_তু'মি ফুল প্রেমী হওও
আমি এই শহরে ফু'ল বিলা'সী হয়ে যা'বো 🥰🌺

  একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন।প্লিজ সাপোর্ট করুন সবাই সবাইকে।সবাই মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে যাই...
22/12/2023

একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন।
প্লিজ সাপোর্ট করুন সবাই সবাইকে।
সবাই মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে যাই।✌️✌️✌️

“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”–
30/10/2023

“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”

উপরে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভিতরটা আজ বড্ড ক্লান্ত!
30/10/2023

উপরে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভিতরটা আজ বড্ড ক্লান্ত!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ১৯৪০ সালে যখন নির্যাতিত ইহুদিরা প্রথম ফিলিস্তিনে এসেছিল, তাদের পায়ে  না ছিলো জুতা,  তাদের ...
26/10/2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ১৯৪০ সালে যখন নির্যাতিত ইহুদিরা প্রথম ফিলিস্তিনে এসেছিল, তাদের পায়ে না ছিলো জুতা, তাদের শরীরে না ছিলো ভাল পোশাক, তারা না ছিলো সুঠাম দেহের অধিকারগত এবং শক্তিশালী , কিন্তু আজ ৮৩ বছর পরে তারা সবকিছু অর্জন করেছে!!! কত মজার 😄😆😅😂

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ১৯৪৫ সালে "হাগানা" জাহাজে করে সর্বপ্রথম ভূমধ্যসাগর পারি দিয়ে ইউরোপ থেকে স্বাধীন সার্বভৌমিত্ব ফিলিস্তিন ভূখন্ডে আসে ইহুদিরা এরপরে আবার দ্বিতীয় মেয়াদে ১৯৪৭ সালে "এক্সোডাস" জাহাজে করে একইভাবে ইউরোপ থেকে ফিলিস্তিনে আসে। দুই মেয়াদে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ইহুদি জনগোষ্ঠী আসে।

এরপরে ১৯৪৮ সালের ১৪ই মে জাতিসংঘে "বেলফোর" ঘোষণার মাধ্যমে স্বাধীন সার্বভৌম আরব মুসলিমদের ভূখণ্ডে ৬০ শতাংশ জমির মালিক হয়ে যায় ইউরোপ থেকে উদ্ভ্রান্ত যাযাবরের মতো ঘুড়ে বেড়ানো ইহুদিরা!!! জাতিসংঘের ঘোষণার পরেরদিন ১৫ই মে দখলদার সন্ত্রা/সী ইহুদিরা সেখানকার স্থায়ী ভাবে বসবাসরত আরব মুসলিমদের উৎখাত,উচ্ছেদ করতে থাকে এবং অপরদিকে নির্বিচারে গণহত্যা ও ঘরবাড়ি ভাংচুর,জ্বালিয়ে দিতে থাকে।

এইভাবেই আরবদের প্রকৃত ভূমির জমিতে উড়েএসে জুড়ে বসা একটা দখলদার রাষ্ট্র গঠিত হয় এবং ৭ঁ৫ বছর যাবৎ একেরপর এক জমি দখল করে উৎখাত,উচ্ছেদ করেই যাচ্ছে... আদৌও এর শেষ কোথাই তা পুরো বিশ্ব জানে না।

কিন্তু আজ বিশ্বনেতারা ফিলিস্তিনিদের অধিকারকে দোষারোপ করছে সবসময়ই.....

Address

Dakhalduar

Alerts

Be the first to know and let us send you an email when রঙ তামাশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রঙ তামাশা:

Share