Titas.news24/7

Titas.news24/7 সত্যের সন্ধানে
(1)

29/04/2024

সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকে সম্পদ বানিয়ে নিন!

এই তিব্র গরমে( ৪৩°) শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাটা কতো টা যুক্তিসংগত??
29/04/2024

এই তিব্র গরমে( ৪৩°) শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাটা কতো টা যুক্তিসংগত??

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ২য় দিন ক্লাস চলাকালীন সময় তীব্র গরমে মুরাদনগর  থানার "আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়" এ ৮জন শি...
29/04/2024

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ২য় দিন ক্লাস চলাকালীন সময় তীব্র গরমে মুরাদনগর থানার "আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়" এ ৮জন শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়ছে। প্রথমদিনও একজন অসুস্থ হয়ে পড়েছিল। বর্তমানে চিকিৎসার জন্য দুইজনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

 #১৯বছরের_দ্বন্ধের_নিষ্পত্তি দঃ বলরামপুর গ্রামের সরকার বাড়ি - ভূঁইয়া বাড়ির মসজিদের জায়গা নিয়ে দীর্ঘ ১৯ বছরের দ্বন্দ্বের ...
19/04/2024

#১৯বছরের_দ্বন্ধের_নিষ্পত্তি
দঃ বলরামপুর গ্রামের সরকার বাড়ি - ভূঁইয়া বাড়ির মসজিদের জায়গা নিয়ে দীর্ঘ ১৯ বছরের দ্বন্দ্বের নিষ্পত্তি করে দেয়ায় শাহিনুল ইসলাম সোহেল সিকদার ও সালিশদারদের ধন্যবাদ।

শাহিনুল ইসলাম সোহেল সিকদার এর নেতৃত্বে, সবুজ শিকদারের মধ্যস্থতায়, মুন্সি মজিবুর রহমান ও মহাসিন ভূঁইয়ার উপস্থিতিতে ১৩ সদস্য বিশিষ্ট জুড়ি বোর্ডের সর্বসম্মতিক্রমে দীর্ঘ ১৯ বৎসর পুরনো রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। জুরিবোর্ড এর সদস্যবৃন্দ হলেন
১-মুন্সি মুজিবুর রহমান।
২-মোঃ মহাসিন ভূঁইয়া।
৩-শাহিনুল ইসলাম সোহেল সিকদার।
৪-মুস্তফা কামাল মোল্লা।
৫-শের-এ-আলম
৬- আবুল হোসেন।
৭-হাবিবুর রহমান।
৮-মনোয়ার হোসেন মাস্টার।
৯-আল আমিন ভূঁইয়া।
১০-লেয়াকত মেম্বার।
১১-সবুজ সিকদার।
১২-মুকবুল মেম্বার।
১৩-কবির হোসেন কুতুব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,,বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন নিজাম,আওয়ামী লীগ নেতা জনাব দেওয়ান জাহাঙ্গীর সহ বলরামপুর গ্রামের শতাদিক জনতা।
দীর্ঘদিনের পুরানো এই রক্তক্ষযয়ী সংঘর্ষের সমাধান হওয়াতে উভয় পক্ষের মধ্যে স্বস্তি ও গ্রামবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ করা যায়।
এবং সেই সাথে বলরামপুর গ্রামবাসী শাহিনুল ইসলাম সোহেল সিকদার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

07/04/2024

তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা: আহত ২
তিতাস নিউজ, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ ইফতার বলরামপুর গ্রামে সরকার বাড়ির সুবিদ আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৫০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
হামলায় জাকির হোসেন গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছে। জাকির হোসেন এর শোর চিৎকারে সোহাগ মিয়ার স্ত্রী রেশমি আক্তার (২৫) ছুটাতে গেলে তাকেও আঘাত করে। বর্তমানে রেশমিও হাসপাতালে ভর্তি রয়েছে।
এবিষয়ে আহত রেশমির স্বামী সোহাগ মিয়া ও জাকির হোসেন এর বড় ভাই সওদাগর বলেন,
জাকির হোসেন বাতাকান্দি মেয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলো। বলরামপুর মসজিদের রাস্তার সামনে আসলে শেখ সাহেব এর স্ত্রী এবং জাহাঙ্গীর ভূইয়ার মেয়ে পলি সিএনজি থেকে নামায়। পরে শেখ সাহেব এর ছেলে ইয়ার হোসেন, বাবু, জাহাঙ্গীর ভূইয়ার ছেলে মেহেদি, রবিউলের ছেলে ফারুক, আনোয়ার আলীর ছেলে বিল্লাল, শেখ কামালের ছেলে সাইম, মতিউর রহমানের ছেলে আলাল, মুজাম্মল, রফিক মিয়ার ছেলে রুবেল মিলে জাকিরকে এসএস পাইপ এবং চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গিয়াসউদ্দিনের ছেলে জাহাঙ্গীর ভূইয়া অর্ডার দেয় তাকে যেন একেবারে মেরে ফেলা হয়।
এবিষয়ে জাহাঙ্গীর ভূইয়া বলেন, ভাই আমি দীর্ঘদিন অসুস্থ। আমি ঘর থেকেই বের হতে পারছি না। মারামারি হয়েছে রাস্তায় আর আমি হচ্ছি ঘরে। কিভাবে অর্ডার দিলাম? বুঝে আসে না।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য বিগত ১৫ বছর যাবত ভূইয়া ও সরকার বংশের মধ্যে ৮ শতক জায়গা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। হামলা পাল্টা হামলা, মামলা পাল্টা মামলা উভয় গোত্রের মধ্যে চলছেই। সকলের আশংকা যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। তবে এলাকায় চাউর আছে যে, তৃতীয় একটি পক্ষ বিষয়টিতে ইন্ধন দিচ্ছে।

17/02/2024

পীর শাহবাজ (রঃ) ওরস ও মেলা বন্ধ/ তারিখ পরিবর্তন না কারার দাবী এলাকার জনসাধারণ ও ব্যাবসায়ীদের।

29/01/2024

কুমিল্লায় তিতাস উপজেলা মাসিক সাধারণ সভা চলমান অবস্থায় বহিরাগতদের হামলার শিকার উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস-চেয়ারম্যান ফরহাদ ফকির, নুর নবী চেয়ারম্যান, শামসুল হক চেয়ারম্যান সহ অনেকে।

সোর্সঃ Fbnews

18/01/2024

#দঃ_বলরামপুর_তিতাস_কুমিল্লা

মসজিদের জায়গা নিয়ে ১৫বছের সংঘাত।

#সরকার_বাড়ি & #ভূঁইয়া_বাড়ি

চলছে হামলা-মামলা, ভাঙচুর..

এর শেষ কোথায়?? 🤔

29/10/2023

সবাই শুধু গরীবের সাথেই পারে...

রিকশা চালকের দূষ কি???

29/10/2023

বি এন পি ডাকা হরতালে,
কুমিল্লা, তিতাস এ আওয়ামী লীগ এর গৌরীপুর -হোমনা সড়কে অবস্থান

29/10/2023

বি এন পি ডাকা হরতাল,
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অবস্থা।

27/10/2023

মাননীয় সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরীকে তিতাসে গার্ড অফ অনারের মাধ্যমে বরণ করে নেওয়া হয় ও তিতাস ডায়াবেটিস হসপিটালের শুভ উদ্বোধন।
উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সাংসদ জনাব মেজর জেনারেল সুবেদ আলী ভূইয়া(অবঃ), দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী ভূইয়া, তিতাস উপজেলার চেয়ারম্যান জনাব পারবেজ হোসেন সরকার, ভাইস-চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন ফকির প্রমুখ।

27/10/2023

দাউদকান্দির সেই পাষণ্ড ছেলের বাড়িতে, সাংবাদিক ও এলাকার ব্যাক্তিবর্গ।

25/10/2023

চান্দিনায় প্রবাসীর স্ত্রী কে মারধর...

25/10/2023

দাউদকান্দিতে আপন মাকে নি /র্যা /ত/নে/র ভিডিও ভাইরাল।

24/10/2023

ভৈরব জংশন স্টেশনে, যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ।
সরন কালের এক ভয়াবহ ট্রেন দূর্ঘটনা।

20/10/2023

"দাউদকান্দির গৌরীপুর" এ ফিলিস্তিনের হামলার প্রতিবাদ ও ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

20/10/2023

ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের
"দাউদকান্দি--জিংলাতলী"
K K Travels বাস বেপোরোয়া গতিতে আসায় অটো রিক্সার সাথে,,,একটি মারাত্মক ভাবে এক্সিডেন্ট হয়!!!!
এতে ২/৩ নিহত,,,৩৫/৪০আহত হয়।

19/10/2023

বাঞ্চারামপুরে চাঞ্চল্যকর মা ও ২সন্তান হত্যা কান্ডের মূল আসামি গ্রেফতার।

17/10/2023

প্রবাসীদের এই আর্তনাদ শুনার কেউ নেই😢🙏

17/10/2023

গৌরীপুর-হোমনা সড়কে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধের দাবীতে "আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ" এর মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ইমাম হোসেন ইমন।

ভিডিওঃ এস এ ডিউক।

তিতাসে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার তিতাসে বেপরোয়া ...
17/10/2023

তিতাসে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গৌরীপুর হোমনা সড়কের জিয়ারকান্দি গোমতী ব্রিজের ওপর এই
মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৌরীপুর মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম সরকারের সভাপতিত্বে এবং ইংরেজি ভার্শনের প্রশাসনিক কর্মকর্তা ফখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধ ও অদক্ষ সিএনজি চালকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- কলামিস্ট ও কবি আলী আশরাফ খান,কড়িকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.ইমাম হোসেন ইমন,গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পরিচালক নজরুল ইসলাম,
বাংলা ভার্শনের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম,ইংরেজি ভার্শনের সহকারী বাংলা শিক্ষক আবদুল আহাদ,সাংবাদিক হানিফ খান প্রমুখ।সড়ক দুর্ঘটনায়
নি হত ফাহাদ আল মুহিতের সহপাঠী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে অভিনয় করেন।

15/10/2023

তিতাস এ সিএনজি - নসিমন সংঘর্ষে একজন নিহত ও অনেকে আহত।

ভিডিওঃ বিল্লাল মোল্লা।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল ছাত্রেরএকটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। সেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন-গৌরীপুর আ...
15/10/2023

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল ছাত্রের

একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। সেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন-গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ছাত্র ফহাদ।
দড়িকান্দি প্লাস শিবপুর মধ্যস্থ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফেলে যায় অন্য একটি সিএনজির ড্রাইভার বাচ্চাটিকে উপজেলা কমপ্লেক্স নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডাক্তার বলেন বাচ্চাটি মারাগেছে, ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহি রাজিউন।

08/10/2023

শিক্ষক দিবসে, ছাত্রের কাছ থেকে শিক্ষক এর উপহার 😡😡😢🙏

চুয়াডাঙ্গায় শিক্ষককে চড় মারলেন ছাত্র।😡

05/10/2023

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামে নির্মমভাবে স্বামীর হাতে স্ত্রী খুন ।। ঘাতক স্বামী সাইফুল ইসলাম মিন্টু‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

ভিডিওঃ রাসেল মুন্সি ভাই।

30/09/2023

#শোক_সংবাদঃ
অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি..
তিতাস উপজেলার উত্তর বলরামপুর সওদাগর বাড়ি নিবাসী,
মোঃ খালেক সওদাগর এর বড় ছেলে মোঃ হাবিবুল্লাহ সওদাগর(২৮)। বিদ্যুৎ শর্টের মাধ্যমে আনুমানিক সকাল ১০ ঘটিকায় মারা গিয়েছে।
(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

27/09/2023

কেন বিশ্বকাপের স্কোয়াড এ নাই তামিম ইকবাল?
জানালেন নিজেই..

গত এক যুগে বগুড়ার মুশফিক, নড়াইলের মাশরাফি, ময়মনসিংহের মাহমুদউল্লাহ রিয়াদ, মাগুরার সাকিব আর চট্টগ্রামের তামিম ইকবাল দেশ...
05/09/2023

গত এক যুগে বগুড়ার মুশফিক, নড়াইলের মাশরাফি, ময়মনসিংহের মাহমুদউল্লাহ রিয়াদ, মাগুরার সাকিব আর চট্টগ্রামের তামিম ইকবাল দেশের পতাকা বহির্বিশ্বে উঁচিয়ে রেখেছেন। এই মহারথীদের সাথে যুক্ত হয়েছে সাতক্ষীরার মুস্তাফিজও। দেশের বিভিন্ন জেলা থেকে প্লেয়াররা ফুটবল ক্রিকেটসহ অন্যান্য খেলায় জাতীয় দলে সুযোগ পায়। নিজেদের ছেলে জাতীয় দলে খেলা মানে ঐ জেলার মানুষজনের কাছে বিশাল গর্বের বিষয়।

আমি বাংলাদেশের গায়ক হলেও কুমিল্লারই ছেলে। পাশের জেলা ফেনী থেকে সাইফউদ্দীন, চাঁদপুর থেকে শামীম পাটোয়ারী জাতীয় ক্রিকেট দলে খেলছে, আছে উত্তরের ছোট্ট জেলা পঞ্চগড়ের শরীফুল, আছে লক্ষ্মীপুরের হাসানও। অথচ দীর্ঘদিন ঢাকার নিকটতম জেলা কুমিল্লার কোন খেলোয়াড় নেই জাতীয় দলে। আগের দিনে জমিদারদের লর্ড বা খান বাহাদূর বলা হতো। এখন আর সেই দিন নেই, অর্থ্যাৎ কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। তেমনি আমরা এখন পথিকৃৎ কুমিল্লা মেডাল গায়ে লাগিয়ে ঘুরছি, কাজের বেলায় ঠনঠন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থায় চলে সামন্তবাদী শাসন। শ্রদ্ধেয় ইউসুফ জামিল বাবু ভাই জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী থাকাকালীন সময় কিছু খেলাধুলা হতো, প্লেয়ার তৈরী হতো। উনার মৃত্যূর পর ধান্দাবাজদের কব্জায় চলে যায় জেলা ক্রীড়া সংস্থা। কুমিল্লার ছেলেমেয়েরা এখন খেলেনা, সুন্দর স্টেডিয়ামটিতে বাইরের দলগুলো খেলে আর তারা সেই খেলা দেখে।

আমার কাছে প্রশ্ন আসবে- আপনি কি করেছেন ! উত্তর- আমার একটা চ্যাম্পিয়ন ক্লাব ছিল, নাম বাংলা স্পোর্টিং ক্লাব। বর্তমান কর্মকর্তারা সেই ক্লাবটিকে খেয়ে ফেলেছেন ২০০৭ সালে, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। এখানে চাইলেও কেউ নতুন ক্লাব কিনতে বা গঠন করতে পারবেনা। সিস্টেমবাজদের নীল নকশায় নতুন ক্লাব কিংবা সংগঠক তৈরীর কোন সুযোগই নেই। জ্বী হুজুর গ্রুপ ছাড়া কিশোর তরুনরা স্টেডিয়ামে প্র্যাকটিস করার অধিকারও রাখেনা, খেলাতো অনেক দূরের আলাপ, শয়তানও এদেরকে ভয় পায়। একটা সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়- এটা জানার জন্য মেডালধারী লর্ড পথিকৃৎ কুমিল্লা জেলার গত একযুগের ইতিহাসই যথেষ্ট।
ভালবাসা অবিরাম…

মরহুম ইউসুফ জামিল বাবু ভাইয়ের সাথে একটি ফাইল ছবি।
( #মরহুম_ইউসুফ_জামিল_বাবু , বৃহত্তর দাউদকান্দির কৃতি সন্তান, তারই যোগ্য উত্তরসূরী জনাব Naim Yousuf Shain )
লেখক: কন্ঠশিল্পী আসিফ আকবর ❤️

Address

TITAS
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Titas.news24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Cumilla

Show All

You may also like