সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকে সম্পদ বানিয়ে নিন!
তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা: আহত ২
তিতাস নিউজ, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ ইফতার বলরামপুর গ্রামে সরকার বাড়ির সুবিদ আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৫০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
হামলায় জাকির হোসেন গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছে। জাকির হোসেন এর শোর চিৎকারে সোহাগ মিয়ার স্ত্রী রেশমি আক্তার (২৫) ছুটাতে গেলে তাকেও আঘাত করে। বর্তমানে রেশমিও হাসপাতালে ভর্তি রয়েছে।
এবিষয়ে আহত রেশমির স্বামী সোহাগ মিয়া ও জাকির হোসেন এর বড় ভাই সওদাগর বলেন,
জাকির হোসেন বাতাকান্দি মেয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলো। বলরামপুর মসজিদের রাস্তার সামনে আসলে শেখ সাহেব এর স্ত্রী এবং জাহাঙ্গীর ভূইয়ার মেয়ে পলি সিএনজি থেকে নামায়। পরে শেখ সাহেব এর ছেলে ইয়ার হোসেন, বাবু, জাহাঙ
পীর শাহবাজ (রঃ) ওরস ও মেলা বন্ধ/ তারিখ পরিবর্তন না কারার দাবী এলাকার জনসাধারণ ও ব্যাবসায়ীদের।
কুমিল্লায় তিতাস উপজেলা মাসিক সাধারণ সভা চলমান অবস্থায় বহিরাগতদের হামলার শিকার উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস-চেয়ারম্যান ফরহাদ ফকির, নুর নবী চেয়ারম্যান, শামসুল হক চেয়ারম্যান সহ অনেকে।
সোর্সঃ Fbnews
#দঃ_বলরামপুর_তিতাস_কুমিল্লা
মসজিদের জায়গা নিয়ে ১৫বছের সংঘাত।
#সরকার_বাড়ি & #ভূঁইয়া_বাড়ি
চলছে হামলা-মামলা, ভাঙচুর..
এর শেষ কোথায়?? 🤔
সবাই শুধু গরীবের সাথেই পারে...
রিকশা চালকের দূষ কি???
বি এন পি ডাকা হরতালে,
কুমিল্লা, তিতাস এ আওয়ামী লীগ এর গৌরীপুর -হোমনা সড়কে অবস্থান
বি এন পি ডাকা হরতাল,
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অবস্থা।
মাননীয় সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরীকে তিতাসে গার্ড অফ অনারের মাধ্যমে বরণ করে নেওয়া হয় ও তিতাস ডায়াবেটিস হসপিটালের শুভ উদ্বোধন।
উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সাংসদ জনাব মেজর জেনারেল সুবেদ আলী ভূইয়া(অবঃ), দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী ভূইয়া, তিতাস উপজেলার চেয়ারম্যান জনাব পারবেজ হোসেন সরকার, ভাইস-চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন ফকির প্রমুখ।
দাউদকান্দির সেই পাষণ্ড ছেলের বাড়িতে, সাংবাদিক ও এলাকার ব্যাক্তিবর্গ।
চান্দিনায় প্রবাসীর স্ত্রী কে মারধর...
দাউদকান্দিতে আপন মাকে নি /র্যা /ত/নে/র ভিডিও ভাইরাল। #reelsfb #reelsvideo #viral #NewsUpdate
ভৈরব জংশন স্টেশনে, যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ।
সরন কালের এক ভয়াবহ ট্রেন দূর্ঘটনা।
"দাউদকান্দির গৌরীপুর" এ ফিলিস্তিনের হামলার প্রতিবাদ ও ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।
ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের
"দাউদকান্দি--জিংলাতলী"
K K Travels বাস বেপোরোয়া গতিতে আসায় অটো রিক্সার সাথে,,,একটি মারাত্মক ভাবে এক্সিডেন্ট হয়!!!!
এতে ২/৩ নিহত,,,৩৫/৪০আহত হয়।
বাঞ্চারামপুরে চাঞ্চল্যকর মা ও ২সন্তান হত্যা কান্ডের মূল আসামি গ্রেফতার।
প্রবাসীদের এই আর্তনাদ শুনার কেউ নেই😢🙏
গৌরীপুর-হোমনা সড়কে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধের দাবীতে "আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ" এর মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ইমাম হোসেন ইমন।
ভিডিওঃ এস এ ডিউক।
তিতাস এ সিএনজি - নসিমন সংঘর্ষে একজন নিহত ও অনেকে আহত।
ভিডিওঃ বিল্লাল মোল্লা।