RH Rafi

RH Rafi Personal blog, Daily life & works
Research & Analysis.

09/12/2024

নিজের ভিডিও নিজেই Editing করি capcut app দিয়ে laptop এ।।

“I WILL FIGHT FOR YOU BUT I WILL NOT COMPETE FOR YOU” 🤟
07/12/2024

“I WILL FIGHT FOR YOU BUT I WILL NOT COMPETE FOR YOU” 🤟

04/12/2024

কেনো সিন্ডিকেট ভাংগা হয় নাহ ? কারা জড়িত এই সিন্ডিকেটে?
আপনি এই সরকারের কাছে থেকে কি চান......?
#অন্তরবর্তীকালীনসরকার #ইউনুস #সিন্ডিকেট #হাসিনা #ডমোহাম্মদইউনুস #বাংলাদেশ

04/12/2024

5 Psychological Secrets About People: 🗿
1. Sleeping too much:
→ Likely unhappy
2. Crying over small things:
→ Pure and kind
3. Laughing a lot:
→ Probably lonely inside
4. Lying a lot:
→ Might be insecure
5. Talking a little:
→ Likely mentally strong.

Black vibe 🤟
02/12/2024

Black vibe 🤟

Naturalist 🫶
30/11/2024

Naturalist 🫶

ছবির দুইজনই হিন্দু ( সনাতনী)। আপনি কোন হিন্দুর পক্ষে নেবেন? ছবির ১ম জন  দীপ্ত দে, যে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জন্য প্...
29/11/2024

ছবির দুইজনই হিন্দু ( সনাতনী)।

আপনি কোন হিন্দুর পক্ষে নেবেন?

ছবির ১ম জন দীপ্ত দে, যে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছে ♥️

ছবির ২য় জন, চিন্ময় কৃষ্ণ দাশ ওরফে প্রভু যে দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রে লিপ্ত, ভারতীয় চর!!

আপনি হিন্দু বলে, শুধু হিন্দুর পক্ষে নিলেই হবে না! বুঝতে হবে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী!

এরা হচ্ছে সমুদ্র যাযাবর জাতি যারা কিনা হাঁটতে শেখার আগেই সাঁতার কাটা শেখে !!দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজাউ উপজাতিরা আমাদের ম...
29/11/2024

এরা হচ্ছে সমুদ্র যাযাবর জাতি যারা কিনা হাঁটতে শেখার আগেই সাঁতার কাটা শেখে !!

দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজাউ উপজাতিরা আমাদের মতোই মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তবে তাদের দেখা মেলে না পৃথিবীর স্থলভাগে। জন্ম থেকে মৃত্যু অবধি মাছের মতোই সমুদ্রে বাস করেন তারা। বাজাউদের দেখা মেলে ব্রুনেই, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়ার অন্তর্ভুক্ত বিভিন্ন উপসাগরে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এমন একটি জাতি বাস করে যারা কিনা বাস্তব অর্থে সমুদ্র শাসন করে ! বড় বড় সামুদ্রিক ঝড়, তুফান এবং সুনামি তাদের কিছুই করতে পারে না, বাস্তব অর্থের তারাই সমুদ্রের রাজা !!

সমুদ্রের প্রায় ৭০ মিটার (২৩১ ফুট) গভীরে ডুব দিয়ে নিজ হাতে মাছ ধরে এই উপজাতির লোকেরা ! এরা প্রায় ১৫ মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে যেখানে কিনা আধুনিক বিজ্ঞান বলে ৫-৬ মিনিটের বেশি অক্সিজেনের অভাবে বা শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্ক পুরোপুরি অকার্যকর (Brain Death) হয়ে যেতে পারে। এদের শারীরিক বৈশিষ্ট্য হোমো স্যাপিয়েন্স থেকে কিন্তু অনেকটাই আলাদা যেমন এদের প্লীহা (spleen) আমাদের থেকে অনেকটাই বড় যার কারণে এরা অধিক সময় শ্বাস আটকে রাখতে পারে !!

এই যে ছবিগুলো দেখছেন এগুলো এই উপজাতির লোকেদেরই ! এরা হচ্ছে বাজাউ Bajau উপজাতির সদস্য । বাজাউ উপজাতির লোকেরা বছরের বেশিরভাগ সময়েঈ সমুদ্রে ভাসমান নৌকায় বসবাস করে। অনেক বাজাউ জীবনে কখনো স্থলভাগে বা মাটিতেই বাস করেনি !

29/11/2024

আমলকির জুস কেনো খাবেন? কিভাবে বানাবেন?? ゚

26/11/2024

ডিলিভারি চার্জ ছাড়াই ১০২ টাকায় দারাজ থেকে পন্য নিলাম।। #দারাজ ゚

25/11/2024

হলুদ দুধ।

25/11/2024

কলেজে কলেজে সংঘর্ষ নিয়ে বলি শুনেন,,

কলেজে কলেজে শিক্ষার্থীদের মধ্যে মারামারি হানাহানি এইগুলা এখন শুরু হয়ে যাবে, প্রায় প্রতিদিন এ একটা নাহ একটা বিষয় নিয়ে মারামারি হবেই।৷ আর আইনশৃংখলা বাহিনী এতেই সম্পূর্ণ চুপ থাকবে, সেনাবাহিনী পুলিশের মতো আচরণ করবে।। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে।।

এর পিছনের মাস্টার মাইন্ড কে জানেন??

মেইন মাস্টার মাইন্ড হলো আওয়ামী বিএনপি।। জি হ্যা আওয়ামী বিএনপি।। কারন, বিএনপির আলরেডি ডিল হয়ে গেছে ইন্ডিয়া আওয়ামী এর সাথে।। এইগুলার ফলে যাতে দেশে নির্বাচন এগিয়ে আসে আর রাজনৈতিক সমাধান সামনে আসে।।

বুঝেন নাই ব্যাপারটা?

ইদানিং দেখবেন ড.ইউনুস এর ভাষনে বা অন্যান্য উপদেষ্টাদের ভাষনে অনেক কিছুই ইংগিত করে।

বিস্তারিত সব কিছুই বলবো ভিডিও তে।।

25/11/2024

দারাজ থেকে প্রথম অর্ডার ল্যাপটপ টেবিল।। #দারাজ

এখন আমার মনের মানুষকে খুইজ্জা দিব ?
23/11/2024

এখন আমার মনের মানুষকে খুইজ্জা দিব ?

23/11/2024

এই দৃশ্য বিটিভিতে প্রতিদিন একবার করে দেখানো হোক। প্রয়োজনে সরকারি বেসরকারী টেলিভিশন গুলোতেও।

গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এইগুলা কোথ...
23/11/2024

গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এইগুলা কোথাও ৩ টাকা কোথাও ৫ টাকা করে নেয়।
আমরা খেয়ে বিল দেয়ার সময় সে হিসাব করল ১০ টাকা করে।
ভাবলাম ভুলে বলছে। কয়েকবার জিজ্ঞেস করে শিউর হয়ে নিলাম। ১০ টাকা করেই রাখল।

তারপর অটোতে উঠলাম। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম এখানকার সিঙ্গারা পুরি কি ১০ টাকা করে?
সে বলল "না স্যার, এইগুলা ৫ টাকা পিস"!
নতুন মানুষ দেখে একটু ব্যবসা করে নিল!

অটোওয়ালা বলল যেখানে যাবেন সেখানকার ভাড়া ১৫ টাকা করে। ২ জনে ৩০ টাকা হয়। আপনি ৪০ টাকা দিয়েন।
১০ টাকা চেয়ে নিলাম।
তার সততায় মুগ্ধ হয়ে গেলাম। ভাবলাম নিক ৪০ টাকা। এটলিস্ট বলেতো নিচ্ছে।
পরে নামার পর বুঝলাম, এই যায়গার ভাড়াও কোনোভাবেই ১০ টাকার বেশি হবে না।

এর আগে কিশোরগঞ্জ নতুন নতুন আসার পর বহু রিক্সাওয়ালা ১০-২০ টাকা করে ভাড়া বেশি নিছে।
আর ভাংতি নাই বলে ১৫ টাকার যায়গায় ২০ টাকাতো কয়েকদিন পরপরই নিচ্ছে।

এক দোকানে একবার ২ জন মিলে ৭০ টাকা খেয়ে ৫০০ টাকার নোট দিয়ে তাড়াহুড়া করে বের হয়ে যাই। ১০ মিনিট পরে আবার এসে বলি যে বাকি টাকাটা নেয়া হয়নি। সে ডিরেক্ট অস্বীকার করে।

এমনকি ৩-৪ দিন আগে ভিখারিনী কে ৫ টাকা দিব, দোকানে ১০ টাকা দিয়ে বললাম ২ টা ৫ টাকার কয়েন দেন। মহিলা বলল আমার কাছে আছে আমি দিচ্ছি। দিলাম, সে টাকা হাতে নিয়ে বলল গরীব মানুষ ৫ টা টাকা বেশি নিলাম। বুঝলাম কথা বাড়িয়ে মান ইজ্জত নষ্ট করা যাবে না। ৫ টাকাইতো।

এক ক্লিনিকের মালিক আছে পরিচিত, সে করোনায় প্রায় মরেই যাচ্ছিল। কোনোমতে বেঁচে আসছে। এসে সে ভাল হয়ে গেছে, দাড়ি টারি রেখে নামাজ কালাম পড়ে নিয়মিত।
তারপর সে ঐ দোহাই দিয়ে কসম কেটে সারাদিন মিথ্যা কথা বলে রোগীদের গলা কাটে।
(এই বিষয়ক বিস্তারিত আরেকদিন লেখা যাবে।)

এইরকম ঘটনা আরো অনেক বলা যাবে।

এমন আগাগোড়া বাটপার একটা জাতি আশা করে তাদের দেশের মন্ত্রী-এমপি-উপদেষ্টা-চেয়ারম্যান এসব পোস্টে আল্লাহর ওলী আইসা বসবে, বইসা ১০ টাকা কেজি চাল খাওয়াবে আর সবাইরে বাড়ি বাড়ি যাইয়া টাকার বান্ডিল দিয়া আসবে!!

একদম ভিখারি থেকে শুরু করে এলিট ক্লাস পর্যন্ত সবার মেন্টালিটি যেখানে একই, সে দেশ একটা মাত্র বিপ্লবে বদলাবে?! কখনোই না।

-সংগ্রহীত
পিক কার্টেসী- গুগল

18/11/2024

দেশে পলিথিন নিষিদ্ধ করলেই তার সমাধান হয় নাহ।। ゚

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when RH Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share