প্রচার কর যদি একটি আয়াতও হয় - আল হাদীস

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • প্রচার কর যদি একটি আয়াতও হয় - আল হাদীস

প্রচার কর যদি একটি আয়াতও হয় - আল হাদীস ইসলাম প্রচারে আমাদের এগিয়ে নিয়ে যেতে ?

31/12/2024

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তাআলার এক শ রহমত আছে। তন্মধ্যে তিনি একটি রহমত গোটা সৃষ্টির মাঝে বণ্টন করে দিয়েছেন। এই একটি রহমতের কারণেই তারা একে অন্যকে ভালোবাসে, পরস্পরে সৌহার্দ্যভাব পোষণ করে, এমনকি বন্য জীবজন্তুও তার বাচ্চাদের আদর-সোহাগ করে।

অবশিষ্ট ৯৯টি রহমত আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাঁর বান্দাদের জন্য রেখে দিয়েছেন। তিনি তা দিয়ে তার বান্দাদের প্রতি কিয়ামতের দিন রহম করবেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪২৯৩)

শয়তান চায় বান্দাকে জাহান্নামে নিয়ে যেতে। পক্ষান্তরে আল্লাহ বান্দাকে চিরস্থায়ী জান্নাতে নিতে চান।

তাই আল্লাহ বান্দার অল্প আমলের সাওয়াব বহু গুণে দিয়ে থাকেন। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলা ভালো কাজ ও খারাপ কাজ চিহ্নিত করেছেন। এরপর সেগুলোর বর্ণনা দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করল, কিন্তু তা বাস্তবে পরিণত করল না, আল্লাহ তাআলা এর জন্য একটি সওয়াব লিপিবদ্ধ করেন। আর সে ইচ্ছা করল ভালো কাজের এবং তা বাস্তবেও পরিণত করল, তাহলে আল্লাহ তাআলা তার জন্য ১০ গুণ থেকে সাত শ গুণ পর্যন্ত—এমনকি এর চেয়েও অনেক গুণ বেশি সাওয়াব লিখে দেন। আর কোনো ব্যক্তি অসৎ কাজের ইচ্ছা করল, তা বাস্তবে পরিণত করেনি, আল্লাহ তাআলা তবু তার জন্য একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করেন। আর যদি সে ওই অসৎ কাজের ইচ্ছা করার পর বাস্তবেও তা করে ফেলে, তার জন্য আল্লাহ তাআলা মাত্র একটি গুনাহ লিখেন।’ (বুখারি, হাদিস : ৬০৪৭)

এ সম্পর্কে কোরআনেও আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘যে ব্যক্তি কোনো পুণ্য নিয়ে আসবে, তার জন্য অনুরূপ তার ১০ গুণ (সওয়াব) আছে। আর যে ব্যক্তি কোনো পাপ কাজ নিয়ে এলো, তাকে শুধু তার পাপের সমান প্রতিফল দেওয়া হবে।

আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।’ (সুরা আনআম, আয়াত : ১৬০)

আল্লাহ চান, বান্দা যেকোনো উপায়ে তাঁর দিকে ফিরে আসুক। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ‘যখন কোনো বান্দা এক বিঘত আমার দিকে অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যখন বান্দা আমার দিকে একহাত অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক কদম এগিয়ে যাই। আর বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, তখন আমি তার কাছে দৌড়ে যাই।’ (বুখারি, হাদিস : ৭৫৩৬)

বান্দা গুনাহ করতে পছন্দ করে আর মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ মোচন করতে ভালোবাসেন। তাই তো আল্লাহ তাআলা সর্বদা বান্দার জিহ্বার দিকে তাকিয়ে থাকেন, কখন বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা রাতে তাঁর ক্ষমার হাত প্রসারিত করেন, যেন দিনের গুনাহগার তাওবা করে। আবার তিনি দিনে তাঁর ক্ষমার হাত প্রসারিত করেন, যেন রাতের গুনাহগার তাওবা করে।’ (মুসলিম, হাদিস : ৬৮৮২)

পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা সর্বদা উন্মুক্ত থাকে। গুনাহ করার পর বান্দা যেন আল্লাহর রহম হতে নিরাশ না হয়ে যায়, এ জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার, আয়াত : ৫৩)

বান্দার প্রতি আল্লাহর মহব্বত ও ভালোবাসা কতটুকু, এটা যদি কোনো মানুষ জানত, তাহলে তার গোটা জীবন আল্লাহর গোলামিতে কাটিয়ে দিত। আফসোস! তবু মানুষ উদাসীন।

31/12/2024

ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, আল্লাহর সাহায্য আসবেই আল্লাহ তো বলেছেন জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে।

31/12/2024

🇧🇩ইস্তেগফার"আস্তাগফিরুল্লাহ"ফজিলতঃ

• ১.গুনাহ মাফ হয়ে যায়

• ২. এর মাধ্যমে বালামুসিবত দূর হয়।

• ৩. রিজিক প্রশস্ত হয়।

• ৪. পরিবারে শান্তি আসে।

• ৫. শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়।

• ৬. হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়।

• ৭. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।

• ৮. চিন্তা-পেরেশানি দূর হয়।

• ৯.রহমতের বৃষ্টি বর্ষিত হয়।

• ১০.সুসন্তান লাভ হয়।

• ১১.নদী-নালা প্রবাহিত হয়

• ১২.সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়।

• ১৩.আজাব-গজব থেকে রক্ষা পাওয়া যায়।

• ১৪.মুস্তজাবুদ দাওয়ার গুন অর্জন হয়।(অর্থাৎ, ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তায়ালা তা কবুল করবেন।)

• ১৫.পরকালে জান্নাত লাভ হয়

[ সূরা হুদঃ৫২,সূরা আনফালঃ৩৩,সুনানে আবু দাউদ,সুনানে নাসাই,সূরা নূহঃ১০-১২,সূরা হুদঃ৩ ]

(সুসংবাদ তার জন্য)

আল্লাহ্ সুবহানাহু ও তা’আলা সাধারণত তাওবা ও 🕋‘আস্তাগফিরুল্লাহ' 🕋এর মাধ্যমে ক্ষমা করেন কোরআনে আল্লাহ্ সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন—

নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই সকল
লোকদের ভালোবাসেন যারা তওবা করে।
(সুরাঃ আল বাকারা-২২২)
🕋আস্তাগফিরুল্লাহ

তওবা করে ফিরে আসলে, পূর্বের গুনাহ গুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ন করে দিবেন। সুবহান আল্লাহ
(সুরা ফুরকান:৭০)
🕋আস্তাগফিরুল্লাহ🕋

তোমরা কি কামনা কর না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। [সুরা নুর - ২৪:২২]
🕋আলহামদুলিল্লাহ 🕋

কিন্তু যারা অতঃপর তওবা করে নেবে এবং সৎকাজ করবে তারা ব্যতীত, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালূ। [সুরা ইমরান - ৩:৮৯]

এবার দেখি চলুন তাওবার ব্যাপারে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন জেনে নিই-
‘সুসংবাদ তার জন্য, যার হিসাবের খাতায় বেশি ইস্তিগফার পাওয়া যাবে’
( সুনানু ইবনি মাজাহ: ৩৮১৮)

সেদিন সেই ব্যক্তি নির্ভয়ে খুশি হয়ে বলবে, যার ব্যাপারে মহান আল্লাহ্ই বলেছেন।
অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ। [সুরা হাক্বকাহ - ৬৯:১৯]

হৃদয়কে ব্যাকুল করে রবের নৈকট্য অর্জনে একবার বলি 🕋‘আস্তাগফিরুল্লাহ'🕋

31/12/2024
27/12/2024

হযরত আত্বা বিন ইয়াসার রহঃ বলেন, কিয়ামতের আলামতসমূহের মাঝে রয়েছে যে, মসজিদে ফাসিক ফুজ্জারদের আওয়াজ উঁচু হবে। অর্থাৎ তারা দাপটের সাথে মসজিদে কথা বলবে। বৃষ্টি হবে কিন্তু ফসল হবে না। মসজিদকে রাস্তা বানিয়ে নেয়া হবে। জারজ সন্তানের বৃদ্ধি ঘটবে। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক, বর্ণনা নং-৫১৩৮]

"জুম্মার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত রাসূল পাক (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জ...
27/12/2024

"জুম্মার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত রাসূল পাক (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জুম্মার দিন আসর নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরিফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে" ।

দোয়াটি হলো: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়াসাল্লিম তাসলীমা।

27/12/2024

➡️হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,
রাসূলে কারীম সাঃ ইরশাদ করেছেনঃ

"কোন মুসলমান দুঃখ-যাতনা, চিন্তা-পেরেশানী এবং কষ্ট-যাতনা যাই পায়, এমনকি কোন কাঁটা বিদ্ধ হলেও তার কারণে আল্লাহ তা'য়ালা তার গুনাহ সমূহ ক্ষমা করে দেন।"

[সহীহ বুখারী, হাদীস নং-৫৩১৮, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২৯০৫, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৪২৪, মুসনাদে আবি ইয়ালা, হাদীস নং-১২৩৭, মুসনাদে আবদ বিন হুমাইদ, হাদীস নং-৯৬১]

Address

Cumilla
3530

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচার কর যদি একটি আয়াতও হয় - আল হাদীস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share