15/01/2025
সাংবাদিকতার মহান পেশায় তথাকথিত সাংবাদিকদের অপব্যবহার : প্রতিরোধের প্রয়োজন
সাংবাদিকতা একটি মহান পেশা, যার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা হয়। কিন্তু দুঃখজনকভাবে কিছু তথাকথিত সাংবাদিক এই পেশার অপব্যবহার করছেন। যারা প্রাইমারির গন্ডি পেরুতে না পারলেও নিজেদেরকে বড় সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন।
তারা থানার ও বিআরটিএ অফিসে দালালি করছেন এবং নিজের লাইসেন্সবিহীন গাড়ি ছাড়িয়ে আনতে সাংবাদিকতার কার্ডের অপব্যবহার করছেন। যে সব মিডিয়ার পরিচয় বহন করে সেই পত্রিকা কোথাও বিক্রি হতে দেখা যায় না। আবার অনেকেই ভূঁইফোড় অনলাইন পোর্টালের কার্ড নিয়ে মাঠে দাবড়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ফেসবুক পেইজ খুলেও নিজেকে টিভির চেয়ারম্যান বা সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের সাথে অশালীন আচরণ করছেন।
এই পরিস্থিতিতে পেশার মর্যাদা রক্ষায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রকৃত সাংবাদিকদের উচিত এই তথাকথিত সাংবাদিকদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা, যাতে তারা আর এই মহান পেশার অপব্যবহার করতে না পারে।
** #সাংবাদিকতা #সত্য_ও_ন্যায় #পেশার_মর্যাদা #তথাকথিত_সাংবাদিক #প্রতিরোধ #সাংবাদিকতার_অপব্যবহার #সাংবাদিকদের_ঐক্য**