RIAD AHMED 2.0

RIAD AHMED 2.0 bed luck

30/10/2024
11/09/2024

কি নিয়ে বাঁচি জীবন, সময় নাকি স্মৃতি?কি জানি! বুঝতে গেলে মস্তিষ্ক ফাপা হয়ে যায়, আবার জানতে গেলে চোখে মৃত্যু ভাসে!😓😓

10/09/2024

😥😥😥😥😥

10/09/2024

এখানে ফেরা আর হবে না জানি...😥

17/07/2024

মেধাবীরা মুক্তি পাক ...

10/07/2024

যে মানুষগুলো আপনাকে অকারণে আঘাত করে তারা মূলত আপনাকে আঘাত করতে চায় বলেই আঘাত করে।

যাদেরকে মূল্যায়ন করার পরেও আপনাকে অবহেলার চাদরে মুড়িয়ে দেয়? তারা ইচ্ছে করেই আপনাকে অবহেলা করে।

যে মানুষগুলো আপনাকে এক ঘণ্টা হাসিয়ে পুরো একটা দিনের হাসি কেড়ে নেয় তারা চায় না আপনি হাসুন।

আপনার প্রবল ভরসার জায়গায় যারা দ্বিধার জন্ম দেয় তারা আসলে আপনার ভরসার যোগ্যই ছিল না।

কিছু মানুষ জেনে-বুঝেই আপনার সাথে এমন করে; কারণ, তারা জানে আপনি ভীষণ সস্তা; তারা জানে আপনাকে চাইলেই পাওয়া যায়; তারা জানে আপনি সহজেই মিশে যান; তারা জানে আপনার ইগো নেই। তারা আপনার সব দূর্বলতার সাক্ষী।

মাঝেমধ্যে ধাক্কা খাওয়া ভীষণ জরুরী। প্রচন্ড অবহেলায় জর্জরিত হওয়া জরুরী; ভরসা করে ঠকে যাওয়া জরুরী; সারাদিন একটিবারের জন্যেও না হেসে কাটিয়ে দেয়া জরুরী শুধু ওই মানুষগুলোকে চেনার জন্য।

আপনার ভরসার হাত দু'টো যারা দুমড়েমুচড়ে ভেঙে দিয়েছে তাদের কৃতজ্ঞতা জানান।🥀

_নুজুম বিনতে তালুকদার
১৯জুন, ২০২২খ্রিঃ

10/07/2024

সব ব্যথা লুকিয়ে চুপিয়েও আমার বারবার হেরে যাওয়া! কাছের মানুষদের দেওয়া শত ব্যথা আপন করে নেওয়া! কান্নায় ভেজা চোখে হাজার রাতের ভোর হয়ে যাওয়া! তবুও তো বেঁচে আছি! থাকতে হয়, এ-ই জীবন। 🙂

08/07/2024

29/06/2024

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বছরের পর বছর।

তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না
এক জন্ম ।

Address

Cumilla
COMILLA

Alerts

Be the first to know and let us send you an email when RIAD AHMED 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category