10/07/2024
যে মানুষগুলো আপনাকে অকারণে আঘাত করে তারা মূলত আপনাকে আঘাত করতে চায় বলেই আঘাত করে।
যাদেরকে মূল্যায়ন করার পরেও আপনাকে অবহেলার চাদরে মুড়িয়ে দেয়? তারা ইচ্ছে করেই আপনাকে অবহেলা করে।
যে মানুষগুলো আপনাকে এক ঘণ্টা হাসিয়ে পুরো একটা দিনের হাসি কেড়ে নেয় তারা চায় না আপনি হাসুন।
আপনার প্রবল ভরসার জায়গায় যারা দ্বিধার জন্ম দেয় তারা আসলে আপনার ভরসার যোগ্যই ছিল না।
কিছু মানুষ জেনে-বুঝেই আপনার সাথে এমন করে; কারণ, তারা জানে আপনি ভীষণ সস্তা; তারা জানে আপনাকে চাইলেই পাওয়া যায়; তারা জানে আপনি সহজেই মিশে যান; তারা জানে আপনার ইগো নেই। তারা আপনার সব দূর্বলতার সাক্ষী।
মাঝেমধ্যে ধাক্কা খাওয়া ভীষণ জরুরী। প্রচন্ড অবহেলায় জর্জরিত হওয়া জরুরী; ভরসা করে ঠকে যাওয়া জরুরী; সারাদিন একটিবারের জন্যেও না হেসে কাটিয়ে দেয়া জরুরী শুধু ওই মানুষগুলোকে চেনার জন্য।
আপনার ভরসার হাত দু'টো যারা দুমড়েমুচড়ে ভেঙে দিয়েছে তাদের কৃতজ্ঞতা জানান।🥀
_নুজুম বিনতে তালুকদার
১৯জুন, ২০২২খ্রিঃ