"তাদেরকে যখন বলা হয়, ‘পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না’, তারা বলে, ‘আমরাই তো শান্তি স্থাপনকারী’।"
_____[সূরা বাকারা আয়াত ১১]
"সাবধান! তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝে না!"
_____[সূরা বাকারা আয়াত ১২]
"ফা'ইন্নামা আল উসরি ইউসরা"
নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!
(সূরা আল-ইনশিরাহ)
আল্লাহ যা জানেন, তোমরা তা জানো না!
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী!🖤
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ ‘রাব্বানা আতিনা ফিদ-দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আজাবান-নার।’
অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন। আর পরকালেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে (জাহান্নামের) আগুনের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা : আয়াত ২০১)
মা-বাবা নিয়ে সারা জীবন মনে রাখার মত কিছু কথা!
মহান আল্লাহ তায়ালা সবার মা-বাবাকে সুস্থ রাখুক, আমিন!
The Power Of 'Surah Mulk' 🖤
মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু তাঁরা আসছে না কেন! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আ*জাবেরও কোনো চান্স নাই।' অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এগিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।🖤
[তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে]
রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং মিথ্যা আচরণ থেকে বিরত হলো না, তার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। ’
যেসব কারণে রোযা ভাঙে না...
আল্লাহ পা'ক আমাদের রমাদান দিয়েছেন কেন, জানেন..?
আল্লাহর কাছে আসার জন্য..!
হে আল্লাহ, আমাদের সবাইকে এই রমজান মাসের ওছিলায় মাফ করে দেন এবং হেদায়েত দান করেন!
খুবই সুন্দর অনূভুতি,
কখনো এরকম সৌভাগ্য হয়েছিলো???
আল্লাহর উপর ভরসা রাখুন; নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা (তার উপর) ভরসা করে। (আল-ইমরান : ১৫৯ )
চেষ্টা না করে তাকদিরের দোষ দিবেন না...
মানুষ তাই পায়, যা সে চেষ্টা করে! 🖤
আল্লাহ আপনি আমাদের এইভাবে চলার তৌফিক দান করুন!
রাসুলুল্লাহ(সাঃ) এর শেষ কথা...
তওবা করে ফিরে আসাকে আল্লাহ তায়ালা বড্ড ভালোবাসেন! 🖤
আমাদের পরিবার, বন্ধু-বান্ধব যদি এমন হতো, মন চাইলেই নিভৃতে মহিমান্বিত কুরআন তিলাওয়াত করে অন্তর শীতল হতো!
আহা! কতই না মাধুর্যতার সেই অনুভূতি!