Al Quran বাংলা

Al Quran বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Quran বাংলা, Media, Cumilla.

29/04/2024

"তাদেরকে যখন বলা হয়, ‘পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না’, তারা বলে, ‘আমরাই তো শান্তি স্থাপনকারী’।"
_____[সূরা বাকারা আয়াত ১১]

"সাবধান! তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝে না!"
_____[সূরা বাকারা আয়াত ১২]

23/04/2024

প্রখ্যাত সাহাবি জাবির ইবনু আবদুল্লাহ (রা.) বলেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী (সা.) এর কাছে কিছু লোক এলো। (গরমের তীব্রতায়) তারা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন-

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏

উচ্চারণ: আল্লাহুম্মাস কিনা গাইসান মুগিসান মুরিয়্যান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন।

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো।

বর্ণনাকারী বলেন, এরপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)। (আবু দাউদ ১১৬৯, ইবনু খুযাইমাহ ১৪১৬)

হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে। আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন দান সদকা করতে বলেছেন, তেমনি দোয়াও শিখিয়ে গেছেন।

দোয়াটি হলো-

اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ উচ্চারণ: আল্লাহুম্মা আউজুবিকা মিন যাওয়ালি নি-মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি সাখাতিকা।

অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (মুসলিম ২৭৩৯, আবু দাউদ ১৫৪৫)

ঈদের দিনের সুন্নত সমূহ...
11/04/2024

ঈদের দিনের সুন্নত সমূহ...

06/04/2024

কদরের রাতে দোয়া করলে, ঐ দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না 🖤
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى

"আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুয়্যুন তুহিব্বুল আ'ফ ওয়া ফা'ফু আ'ন্নী।"
অর্থ-
“হে আল্লাহ্! নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আপনি আমাদের ক্ষমা করুন!"

06/04/2024

Beauty of ISLAM 🖤

01/04/2024

লাইলাতুল কদর বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। রমজানের শেষ দশকের কোনো এক রাতে এই পবিত্র রজনী। নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা হয়নি।
রাসূল (সঃ) বলেছেন, ‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করো।’ (বুখারি, হাদিস:২০১৭)

লাইলাতুল কদর রাতের বৈশিষ্ট্য ও চেনার উপায়

(১) এ রাত গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তায়ালা স্বপ্নে হয়তো জানিয়েও দিতে পারেন।
(৬) রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। দেখতে পূর্ণিমার চাঁদের মতো।

(ইবনু খুজাইমা, হাদিস: ২১৯০; বুখারি হাদিস: ২০২১; মুসলিম, হাদিস: ৭৬২)

01/04/2024

একদিন রোজা রাখলে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব তৈরি হয়!

(মুসলিম ২৭৬৯)

31/03/2024
🖤
30/03/2024

🖤

আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি 🖤
30/03/2024

আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি 🖤

নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি 🖤[সূরা ইনশিরাহ, আয়াত ৫]
30/03/2024

নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি 🖤

[সূরা ইনশিরাহ, আয়াত ৫]

আমিন 🖤
29/03/2024

আমিন 🖤

সুবহানাল্লাহ 🖤
28/03/2024

সুবহানাল্লাহ 🖤

28/03/2024

রাসূল ﷺ কে একবার আবু জাহেল বলেছিল, ‘মুহাম্মদ তুমি বড়ই কুৎ'সিত।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, ‘আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত আবু বকর (রা.) বললেন, ‘রাসূল ﷺ , আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?’

রাসূল ﷺ বললেন ‘মানুষ যখন কিছু দেখে, তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!’ অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়!
সুবহানআল্লাহ!🖤

28/03/2024

"ফা'ইন্নামা আল উসরি ইউসরা"
নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!

(সূরা আল-ইনশিরাহ)

25/03/2024

আল্লাহ যা জানেন, তোমরা তা জানো না!
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী!🖤

25/03/2024

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণঃ ‘রাব্বানা আতিনা ফিদ-দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আজাবান-নার।’

অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন। আর পরকালেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে (জাহান্নামের) আগুনের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা : আয়াত ২০১)

আরবি বর্ণমালা ২৯ টি 🖤Bless your timeline!
24/03/2024

আরবি বর্ণমালা ২৯ টি 🖤

Bless your timeline!

রাসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডল কে দোযখের আগুন হতে সত্তর বছরের...
24/03/2024

রাসূল (সাঃ) বলেন,
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডল কে দোযখের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন!

(সহীহ বুখারী, ২৮৪০)

শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ...
21/03/2024

শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ...

19/03/2024

যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তার জন্য সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব থাকবে। কিন্তু এর ফলে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।"

[তিরমিযী, হাদীস: ৮০৭]

19/03/2024

প্রায় প্রত্যেক মুসলমানকে যদি প্রশ্ন করা হয় যে, ইবলিসকে আল্লাহ্ কেন বিতাড়িত শয়তান করেছিল, তাহলে দেখবেন সবাই একটাই কথা বলবে - ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল তাই।

কিন্তু একটু মাথা খাটিয়ে দেখেন, আল্লাহর হুকুম আমাদের আদি পিতা হযরত আদম (আঃ) ও কিন্তু অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলেন। আমরাও প্রতিদিনই আল্লাহর হুকুম অমান্য করে যাচ্ছি! কিন্তু আল্লাহ্ শুধু ইবলিসকেই বিতাড়িত শয়তান করেছেন। কেন জানেন? সব প্রশ্নের উত্তর যে বইয়ে আছে আমাদেরকেও সেই বইয়েই ফিরে যেতে হবে এর উত্তর জানার জন্য। সেই বই হলো কুর’আন। খেয়াল করে পড়েন -

১. “এবং যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম যে, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করেছিল; সে অগ্রাহ্য করলো ও অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।” [ সূরা বাকারাহ (২), আয়াত ৩৪ ]

২. “আল্লাহ্‌ বললেন - "এ স্থান থেকে নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না; সুতরাং বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি নীচ ও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।” [ সূরা ‘আরাফ (৭), আয়াত ১৩ ]

একটা খুব সাধারণ ব্যাপার খেয়াল করেছেন কি যে, আল্লাহ্‌ যখন ইবলিসকে বিতাড়িত শয়তান করলেন, তখন কি বলে করেছিলেন? আল্লাহর কথা অমান্য করেছেন বলে ইবলিসকে শয়তান করেননি, তাকে শয়তান করেছেন অহংকার করার জন্য। কুর’আন ভালমত পড়ে দেখেন, দাম্ভিকতা, অহংকার, নিজেকে বড় মনে করা এসব আল্লাহর খুবই অপছন্দের জিনিস।

কত অপছন্দের জানেন? রাসূল (সঃ) বলেছেন - “তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না, আর তিল পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে দোজখে যাবে না।” ( জামে তিরমিযী ১৯৯৮ )

এই হাদিসের একটা ব্যাপার মনে হয় ধরতে পেরেছেন যে, সত্যিকারের ঈমানদার যারা, তাদের কোন অহংকার থাকে না!

সিয়াম ভঙ্গের কারণসমূহঃ
18/03/2024

সিয়াম ভঙ্গের কারণসমূহঃ

Address

Cumilla

Telephone

+8801566015758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Quran বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category