MD SUNNI MEDIA

MD SUNNI MEDIA লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাস

30/03/2023
"আল্লাহর আরশ?সে তো হলো মুহাম্মদ (সাঃ) এর হৃদয়।"__ জালালুদ্দিন রুমি রহ.
30/03/2023

"আল্লাহর আরশ?
সে তো হলো মুহাম্মদ (সাঃ) এর হৃদয়।"

__ জালালুদ্দিন রুমি রহ.

বসো, স্থির হও, আর খেয়াল করে শোনো,কারণ তুমি কিন্তু এখন মাতাল,আর আমরা আছি ছাদের একদম কিনারায়।~ জালালুদ্দিন রুমী
30/03/2023

বসো, স্থির হও, আর খেয়াল করে শোনো,
কারণ তুমি কিন্তু এখন মাতাল,
আর আমরা আছি ছাদের একদম কিনারায়।

~ জালালুদ্দিন রুমী

বিপদে ধৈর্য হারাবেন না’রাসূল ﷺ বলেছেন,“আল্লাহ্‌ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।   [বুখারী:৫...
29/12/2022

বিপদে ধৈর্য হারাবেন না’
রাসূল ﷺ বলেছেন,
“আল্লাহ্‌ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।

[বুখারী:৫৬৪৫]

আমিন
10/12/2022

আমিন

05/12/2022

"তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদৌস চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত "

[ সহিহ বুখারী-২৭৯০]

01/10/2022
26/09/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৯ অক্টোবর

25/09/2022

যৌবন কালের একটি সিজদাহ্
বৃদ্ধ বয়সের ৮০ বছরের ইবাদতের
সমান।

হযরত আলী (রা)

15/09/2022

পারলে ভুল ধরে দেখান।
ا ب ت ث ج ح خ د ذ ر ز

س ش ص ض ط ظ ع غ ف

ق ك ل م ن و ه ء ي

জানি ভুল ধরতে পারেননি। কেন লিখলাম জানেন ??
নেকির আশায়। প্রতিটা হরফে ১০ নেকি ।
তাহলে 10×29=290 নেকি। আলহামদুলিল্লাহ..

15/09/2022

একটা কথা মনে রাখবেন তাহলে দেখবেন জীবনে কোনো আফসোস থাকবেনা। সেটা হলো~

“আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনার জীবনে যা হয় সেটা আপনার জন্য কল্যাণকর ছিলো বলেই আপনি পেয়েছেন আর যা আপনি পাননি হয়তো কোনোভাবে সেটা আপনার জন্য কল্যাণকর ছিলোনা বলেই আপনার কপালে আসেনি।”

ব্যাস ! এইটুকু যদি নিজের মনকে বোঝাতে পারেন, জীবনে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ।♥️🌸

11/09/2022

৪টি সুন্দর শব্দঃ🌸

সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্, আল্লাহু আকবার!'🖤

10/09/2022

♦️ একটা সুন্দর মুনাজাত ♦️

⭕ইয়া আল্লাহ ...// আমি জানিনা অতীতে কত
টা পাপ করেছি...!! কতো ভুল করেছি জেনে-
না জেনে...!! কতো মানুষকে কষ্ট দিয়েছি...!!
কতো ওয়াক্ত নামাজ কাজা করেছি........!!
কার কার নামে গীবত করেছি....!!কার কার
নামে সমালচনা করেছি...!! কতো কি দেখে
হিংসা করেছি....// -[ আস্তাগফিরুল্লাহ ]••~••

⭕ ইয়া আল্লাহ...//আপনি এখন আমাকে এমন
ভাবে তৈরি করুন...!! যাতে এসব থেকে আস্তে
আস্তে মুক্তি পেতে পারি....!! আমাকে আলোর
পথ দেখান....আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে
দিন ......!! আমার মনে আল্লাহ ও তাঁর রাসূলের
প্রতি ভালবাসা এনে দিন....!!
ইসলাম কে জানার ইচ্ছা বাড়িয়ে দিন....!!

⭕ইয়া আল্লাহ ....// কোনো বিপদ আসার আগে
থেকে আমাকে তা থেকে রক্ষা করুন....!!
আমাকে বদনজর থেকে রক্ষা করুন.....!!
আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক
দান করুন........!!

⭕ইয়া আল্লাহ ...// আমার ঈমান বৃদ্দি করে দিন...!!
আমার মন কে নরম বানিয়ে দিন...!!
আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক
দান করুন....!!আমাকে হেদায়াত দান করুন....!!

---------(আমিন)---------✨✨✨•••

09/09/2022

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

মু’মিনদের বল তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, এটাই তাদের জন্য বেশি পবিত্র, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবেই অবগত।

রেফারেন্সঃ
সূরা আন-নূর:৩০

09/09/2022

"মা তার সন্তানের উপর যতটা দয়ালু, আল্লাহ তার বান্দার উপর তার চেয়েও বেশি দয়ালু!🌸
_সহীহ বুখারীঃ৫৯৯৯

সুবহানআল্লাহ🖤

Address

Cumilla Modern High School
Cumilla
01821

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD SUNNI MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category