![এ ছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন আওয়ামী...](https://img4.medioq.com/017/734/122146315220177346.jpg)
25/05/2024
এ ছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
উনার এসব বক্তব্যের সাথে অনেক রাজনীতি বিষয় জড়িত তা আপনারা ভালো করেই জানেন। আমরা সে দিকে যাবো না।
কিন্তু এই পূর্ব তিমুরের কথা শুনেই আটকে গেলাম কারণ পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে পৃথক হওয়ার আগেই শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ ঠিক একই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আপনারা অচিরেই দেখবেন পশ্চিমারা পূর্ব তিমুরকে ইন্দোনেশিয়া থেকে পৃথক করে ছাড়বে আর ঠিক একই চক্রান্ত হচ্ছে আমাদের পার্বত্য এলাকাগুলো নিয়ে। আপনারা সতর্ক হন। আলেমদের কাজ করতে দিন।
উনার এই মন্তব্যের সম্ভবত পাঁচ বছর পর পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে পৃথক হয়ে যায় খ্রিষ্টান রাষ্ট্র হিসাবে আর তার ২৫ বছর পর বাংলাদেশেও তা বাস্তবায়িত হতে যাচ্ছে। অথচ আলেমরা খেয়ে না খেয়ে এই সব জায়গায় দাওয়াহ পোঁছে দিচ্ছিলেন কিন্তু এরাই আবার তাদের জেলে পুড়েছে জঙ্গি বলে । এই জাতি একদিন আলেমদের কদর ঠিকই বুঝবে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে।