Zakir Hossen

Zakir Hossen আসসালামু আলাইকুম কেমন আছেন আমার পেইজ ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
(8)

কোক-পেপসি’র বাংলাদেশে বিরাট বড় বাজার। কোকের ব্যবসা চলছে প্রায় ৬০ বছর ধরে, পেপসির প্রায় ২৫ বছর। বাংলাদেশে কোমল পানীয়’র বা...
12/06/2024

কোক-পেপসি’র বাংলাদেশে বিরাট বড় বাজার। কোকের ব্যবসা চলছে প্রায় ৬০ বছর ধরে, পেপসির প্রায় ২৫ বছর। বাংলাদেশে কোমল পানীয়’র বাজারে তারা মাফিয়ার মতো। দেশীয় বা বিদেশী, অন্য কোনো বেভারেজ ব্র্যান্ডকেই তারা এ দেশে টিকতে দেয় না। তাদের মার্কেটিং আর ব্র্যান্ডিং পলিসি এত স্ট্রং, অন্য কোনো ব্র্যান্ডকে তারা তাদের সাম্রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতেই দেয় না। এর বহু উদাহরণ রয়েছে।

আমি সাম্প্রতিক দুটো উদাহরণ দেই।

এক
ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন কোক-পেপসি বয়কটের ঢেউ উঠল বাংলাদেশে, তখন ‘মোজো’ হঠাৎ করে ফিলিস্তিনের প্রতি নিজেদের সহমর্মিতা স্বরূপ ঘোষণা দিল, তারা প্রতি বোতল থেকে এক টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য পাঠাবে। অল্প দিনেই মোজোর এই প্রচারণা ব্যাপক সমর্থন পায় এবং মোজোর বিক্রি হু হু করে বাড়তে থাকে।

যেখানে কোক-পেপসি বেভারেজ মার্কেটের ৮০-৯০% দখল করে রেখেছিল, আর বাকি ১০-২০% মার্কেট ছিল বাকি সব বেভারেজের, সেখানে মোজো মাত্র দুই-তিন মাসে সেই মার্কেটের ৩৫-৪০% দখল করে ফেলে। এবং দিন দিন এই মার্কেট রেশিও বাড়তে থাকে।

মার্কেট চাহিদা বাড়ার কারণে মোজো পড়ে যায় উৎপাদন সমস্যায়। কারণ মোজোর ফ্যাক্টরি ক্যাপাসিটি তো এত বিশাল নয় যে কোক-পেপসির বিরাট মার্কেটকে চাহিদা পূরণ করতে সক্ষম হবে। ফলে মোজো দ্রুত ‘দেশীয় একটি বেভারেজ কোম্পানি’র সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তাদের ফ্যাক্টরিতে মোজোর ইনগ্রিডিয়েন্টস (কাঁচামাল) উৎপাদন শুরু করে। মোজো সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা শতভাগ পূরণ করতে না পারলেও, এই ‘দেশীয় বেভারেজ কোম্পানি’র ফ্যাক্টরি সাপোর্টে বেভারেজ মার্কেটে নিজেদের আধিপত্য জোরদার করতে থাকে।

কিছুদিন যাওয়ার পর হঠাৎ এই ‘দেশীয় কোম্পানি’ থেকে মোজোকে জানানো হয়, তারা তাদের ফ্যাক্টরিতে আর মোজোর ইনগ্রিডিয়েন্টস উৎপাদন করবে না। কেন? সেই কেন’র কোনো জবাব নেই। বালেগ ব্যক্তি মাত্রই এর কারণ অনুধাবন করতে পারবেন। আর এই ‘দেশীয় বেভারেজ কোম্পানি’টি বাংলাদেশের যেন তেন কোনো কোম্পানি নয়, বাংলাদেশের টপ ফাইভের একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। শত শত প্রোডাক্ট আছে তাদের। নাম বলছি না। বাংলাদেশ ছাড়াও তাদের প্রোডাক্ট বিশ্বের প্রায় ৫০টি দেশে এক্সপোর্ট হয়।

তো, এই সিচুয়েশনে এসে মোজো পড়ে যায় দারুণ গ্যাঁড়াকলে। একদিকে পানীয়’র ব্যাপক চাহিদা, আর ওদিকে তাদের উৎপাদনে ঘাটতি। ফলে মার্কেটে পড়তে থাকে বিরূপ প্রতিক্রিয়া। চারদিকে মোজো মোজো বলে হাহাকার। তাছাড়া নানা জনের নানা বিরূপ মন্তব্য তো আছেই! মোজোকে নিয়ে তৈরি হয় নানা রিউমার, নানা কন্সপিরেসি থিউরি।

তাই বলে মোজো বসে থাকেনি। মোজো তাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি বাড়াতে ত্বরিত জার্মানির সঙ্গে যোগাযোগ করে। ফ্যাক্টরি মেশিনারিজে বিশ্বে সবচেয়ে আধুনিক ও টেকসই প্রযুক্তির মেশিন সাপ্লাই দেয় জার্মান কোম্পানি। তাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন তৈরির অর্ডার দেয়া হয়। কেননা এসব মেশিন ইন্সট্যান্ট কেনা যায় না। অর্ডার করার পর সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধাপে কাস্টমাইজ করে তৈরি করতে হয়। বেভারেজ তৈরির একটি মেশিন তৈরিতে ব্যয় হয় ২০০-২৫০ কোটি টাকা।

মোজোর এই মেশিন জার্মানিতে তৈরি হয়ে শিপমেন্টে বাংলাদেশে আসতে এবং সেটি ফ্যাক্টরিতে ইন্সটল করতে সময় নেয় আরও দুই-তিন মাস। এই বিরাট কর্মযজ্ঞ শেষ করে মোজো দ্রুত তার নতুন উৎপাদনে ফিরে আসছে।

দুই
মোজোকে মার্কেট-আউট দেখাতে কোক-পেপসি এখন একযোগে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বেভারেজ কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ফ্রিজিং করতে নিজেরাই দোকানদারদের জন্য ফ্রিতে ফ্রিজ প্রোভাইড করে। যাতে এই ফ্রিজে দোকানীরা এসব কোম্পানির বেভারেজগুলো রাখতে পারে। কোক যেমন তার কোকাকোলা, মিরিন্ডা, কিনলে ইত্যাদি প্রোডাক্ট রাখার জন্য ফ্রিজ দেয়, তেমনি পেপসিকো তাদের পেপসি, ফান্টা, অ্যাকুয়াফিনা রাখার জন্য ফ্রিজ দেয়। তবে শর্ত থাকে, এসব ফ্রিজে দোকানীরা অন্য কোম্পানির প্রোডাক্টও রাখতে পারবে বটে, কিন্তু তাদের কোম্পানির প্রোডাক্টগুলো দর্শনীয়ভাবে রাখতে হবে এবং প্রতি মাসে তাদের নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতে হবে।

বিগত কয়েক মাস ধরে কোক-পেপসি সম্মিলিতভাবে তাদের ডিলার, হোলসেলার ও ডিস্ট্রিবিউটরদের বলে দিয়েছে, যে দোকানে আমাদের ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজে দোকানদার অন্য সব সফট ড্রিংকস রাখতে পারবে কিন্তু মোজো রাখা যাবে না। কোকের ফ্রিজে পেপসি রাখো, পেপসির ফ্রিজে কোক রাখো, সমস্যা নেই, কিন্তু কোক-পেপসির প্রোভাইড করা কোনো ফ্রিজে মোজো রাখা যাবে না।

এখন মোজোর পক্ষে তো হুট করে সারা বাংলাদেশে লাখ লাখ দোকানে ফ্রিজ প্রোভাইড করা সম্ভব না। কাজেই মোজোকে থাকতে হবে ফ্রিজের পেছনে বা তাকের পেছনের গোডাউনে। ফলে দেখা যায়, অনেক দোকানদার ফ্রিজিং করতে না পারার কারণে মোজোর চাহিদা কমিয়ে দিয়েছে।

তারপরও বহু দোকানদার ফিলিস্তিনকে ভালোবেসে বা দেশীয় প্রোডাক্টের প্রসারে মোজোকে ফ্রিজে জায়গা করে দিচ্ছে, নয়তো ফ্রিজ ছাড়াই বিক্রি করে চলেছে।

পরিশেষ
গত মাসে আকিজ ভেঞ্চার লিমিটেড-এর (মোজোর মাদার কোম্পানি) পক্ষ থেকে আমাদের তিন দিনের একটি ওরিয়েন্টেশন ছিল। ওরিয়েন্টেশনের শেষদিন ছিল মার্কেট রিসার্চ। যার যার এলাকার বাজারে গিয়ে বিভিন্ন দোকানে আকিজের প্রোডাক্ট সম্পর্কে দোকানীদের কী মতামত সেটা জানা ও নোট করা। এই মার্কেট রিসার্চ প্রোগ্রামে গিয়েই আমার কয়েকজন কলিগ এমন তথ্য জানতে পারেন।

তা ছাড়া মোজোকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ছড়ানোর চেষ্টা তো আছেই। অনলাইনে মোজোকে নিয়ে বহু গুজব ঘুরতে দেখবেন। এসব গুজব মোবিলাইজ কারা করছে, আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

আগেই বলেছিলাম, কোক-পেপসি হলো আমাদের দেশের বিরাট বিরাট ব্যবসায়ী মাফিয়া। এরা আপনার মাথায় পিস্তল ঠেকিয়ে বলবে না যে কোক খাও। এরা এদের মার্কেট পলিসিকে এমনভাবে প্রয়োগ করবে, আপনার তখন কোক খাওয়া ছাড়া উপায় থাকবে না। হয়তো কোক খাও, নয়তো সফট ড্রিংকস না খেয়ে থাকো। কিন্তু বিরিয়ানী খাওয়ার পর ঠাণ্ডা খেতে চাইলে তোমাকে কোক খেতেই হবে বাছা! উপায় নাই!!

এটাই ওদের মাফিয়া স্ট্র্যাডেজি। এখন আপনি আমি মোজোকে নানাভাবে কটাক্ষ করতে পারি, নানা কন্সপিরেসি থিউরিতে বিশ্বাস করতে পারি, মোজোর ব্যাপারে গুজব-সত্য নানা কথায় দোষ ধরতে পারি; কিন্তু মনে রাখতে হবে, মোজো কর্পোরেট সকল আশংকা আর ভয়কে তুচ্ছ করে একাই দাঁড়িয়েছিল এই মাফিয়াদের বিরুদ্ধে। লাখো-কোটি তরুণের প্রাণের আওয়াজের প্রতিনিধিত্ব করেছিল তাদের উদ্যোগ। সুতরাং এত সহজে তারা ময়দান থেকে পিছু হটবে না।

©সালাহউদ্দীন জাহাঙ্গীর ভাই

ছবিটা আমি মাত্রই তুললাম। দোকানে দোকানে দিতে এসেছে। কী আনন্দের সংবাদ, মোজো এসেছে!

মাসিক বাজেট প্ল্যানারঃসবার এক সমস্যা, যতোই বাজেট করি, খরচের সময় সব এলোমেলো হয়ে যায়। এর জন্যে দরকার একটু অনুশীলন, নিজের উ...
10/06/2024

মাসিক বাজেট প্ল্যানারঃ

সবার এক সমস্যা, যতোই বাজেট করি, খরচের সময় সব এলোমেলো হয়ে যায়।
এর জন্যে দরকার একটু অনুশীলন, নিজের উপর নিয়ন্ত্রণ। সাথে কিছু ফ্রেমওয়ার্ক দরকার। সেটা দিয়ে দিচ্ছি এই পোস্টে।

মাসের বাজেট করবেন কিভাবে? আসুন শুরু করি।

আপনারা বাসায় চারজন মানুষ। তাহলে মাসের শুরুতে, বাজার প্ল্যান করতে পারেন। মাসকে আসুন সপ্তাহে ভাগ করি। এবার সপ্তাহ প্রতি হিসাব করি।

সপ্তাহে ২ দিন গোস্ত, ৩ দিন মাছ (একদিন ছোটমাছ, একদিন বড় মাছ, একদিন সামুদ্রিক মাছ), এক দিন ভর্তা ভাজি, আর একদিন ডিম।

মাসে একদিন পোলাও, একদিন গরুর গোস্ত।
বাসার কোন খাবার আনলিমিটেড হবে না। দুই পিস গোস্ট, এক পিস আলু। বা একপিস মাছ, সবজি, ডাল। এই দিয়ে ভাত খেতে হবে।

কেউ খেতে না চাইলে বা অস্বীকৃতি জানালে তাকে সরাসরি উপবাস করতে হবে। একদিকে সওয়াব চলে আসবে, অন্যদিকে সেভিং। তার ভাগের খাবার হেল্পিং হ্যান্ডকে দেয়া যেতে পারে।

মাসে একদিন সপরিবারে বাইরে খেতে যেতে পারেন।

মাসে একটি দাওয়াত অ্যাটেন্ড করতে পারেন। একাধিক দাওয়াত হলে বাকিগুলোয় যাবেন না। আপনি না গেলে কারো জন্মদিন, খতনা বা বিয়ে থেমে যাবে না।

মাসে একদিন বাসায় গেস্ট আসতে পারবে। শুধুমাত্র বাবা-মা, পরিবার, শ্বশুর শাশুড়ি হলে এটা লম্বা সময় হতে পারে বাট আর কারো জন্যে এগুলা এলাউ করা ঠিক না।

মেসে যে স্টাইলে খাবার পরিবেশন করা হয়, সেই স্টাইলে খাবার খেতে হবে।

এভাবে প্রথমে খাওয়ার বাজেট হয়ে গেলো।

কিছু ফিক্সড খরচ আছে। যেমন,

১। বাচ্চার স্কুল খরচ
২। স্কুল ও অফিসের যাতায়াত
৩। টিফিন ও টিউটর
৪। বাসার ইন্টারনেট
৫। কারেন্ট, পানি ও গ্যাস বিল
৬। বাসা ভাড়া

এই ফিক্সড খরচ গুলো শুরুতে দিয়ে দিতে হবে।

কাপড় বছরে ৩-৪ সেট কেনা উত্তম। বাকিটা ওয়েস্টেজ। শো অফের জন্যে। এগুলার কোন দরকার পড়ে না।

প্রতি মাসে উপার্জন থেকে ৬০% এর মধ্যে মাসিক বাজেট বানিয়ে নিন।
বাকিটা সেভিং, ইনভেস্টমেন্ট, ইমারজেন্সি ফান্ড ও দানকাজে ব্যয় করুন।

বাৎসরিক কিছু ইস্যু আছে, বছরে একবার রিফ্রেশমেন্টের জন্যে বের হতে পারেন।
তিন মাসে একদিন কোথাও ঘুরতে যাওয়া যেতে পারে। এর জন্যে একটা বাজেট থাকবে।

আমার এই দিক নির্দেশনা অনুসরণ করলে, আপনি স্বল্প আয়ের মানুষ হলেও আপনার পক্ষে ফাইনান্সিয়াল ফ্রিডম পাওয়া সম্ভব হবে।

ঠিক যেমন, আপনার বাবা স্কুল মাস্টার হয়েও ৫টা বাচ্চা লালন পালন করে ফেলেছেন। আর এদিকে আপনি এক বাচ্চা নিয়ে খরচে অন্ধকার দেখছেন।

পোস্টটা আমার মনে হয়, সবাই শেয়ার করে রাখবেন। আপনার নিজের মতো করে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করান। আপনার জীবনের হিসাব নিকাশ বদলে যাবে।

বেহিসাবি খরচ বা বেহিসাবি জীবন যাপন মানুষকে ধ্বংস করে দেয়।
আপনাকে আমাকেও হয়তো সাইলেন্টলি দিচ্ছে।
🖌 নিয়াজ ভাই

কাঠাল খাওয়ার পর হটাৎ অসুস্থ হয়ে ছেলেকে শাহরাস্তি মেহের হাসপাতালে এবং মেয়েকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ক...
08/06/2024

কাঠাল খাওয়ার পর হটাৎ অসুস্থ হয়ে ছেলেকে শাহরাস্তি মেহের হাসপাতালে এবং মেয়েকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😭😭😭

ঘটনাটি ঘটে বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাঁট পুকুরিয়া গ্রামে।
হে আল্লাহ আপনি এই শোকাহত পরিবারকে ধৈর্য দরার তৌফিক দান করিন। আমিন।

03/06/2024

কথা গুলো শুনে যাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিন

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেচল্লেচতেদ   এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে। অত্যন্ত এটা...
02/06/2024

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেচল্লেচতেদ এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে।
অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা। সকাল থেকে বিকেল পর্যন্ত অই বিরক্তিকর কোড গুলো অনেকেই রিচার্জ করতে ব্যর্থ হয় 😡
১. ধরুন আপনি ৫/৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রুব্য পচে যাবে।
২. ধরুন এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই/তিন দিন পরে আপনার টাকা হবে। তাহলে এই দুই/তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে। এতে আপনার পারসোনালিটি ক্ষতিগ্রস্ত হবে।
৩. ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো তখন আপনার বিকাশে/নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরেরদিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে।
অন্ধকার রুমে আপনি বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পারেন।
৪. ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে।
৫. রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য। অন্যায়। জুলুম।
একটা রাষ্ট্র, রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না।
তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগত ভাবে অধিকার থাকাও অনুচিত।
এটা অন্যায়।
এটা জুলুম।
এই জুলুম বন্ধ হোক---বিঃদ্রঃ -আমাদের পেজ টা ফলো করে আমাদের প্রতিবাদী এই পেজ কে আরো শক্তিশালী করে তুলুন, ধন্যবাদ 🤲
collected

31/05/2024

আসসালামু আলাইকুম সবাইকে জুমআ মোবারক

27/05/2024

The Cafe Rio
বৃষ্টির মধ্যে খাওয়াটা অন্য রকম স্বাদ ছিলো

Power Source: BatteryWoofer Size/Full-Range Size: 3"Set Type: SpeakerMaterial: PlasticPMPO: 5WSupport Memory Ca...
26/05/2024

Power Source: Battery
Woofer Size/Full-Range Size: 3"
Set Type: Speaker
Material: Plastic
PMPO: 5W
Support Memory Card: Yes
Output Power: 5W
Cabinet Material: Plastic
Frequency Range: 100HZ-20KHZ
Use: Portable Audio Player, Mobile Phone, COMPUTER, Outdoor
Special Feature: Wireless, PORTABLE, Mini
Place of Origin: Guangdong, China
Style: 3 Inch Loudspeaker
Brand: Original GTS brand
method: USB, FM radio, TWS, TF
Speaker size & Unit: 3 Inch x 1pc
Battery capacity: Rechargeable Li battery 500mAh
Accessories: USB cable x 1pc
Function: USB/TF/FM RADIO/TWS

*আপনি কতো টাকা ইনকাম করতে চান তা খাতায় লিখে কাজ শুরু করুন ৬ মাসের মধ্যে রেজাল্ট আপনার হাতে।**আর না বুঝলে আমাদের গ্রুপ সা...
25/05/2024

*আপনি কতো টাকা ইনকাম করতে চান তা খাতায় লিখে কাজ শুরু করুন ৬ মাসের মধ্যে রেজাল্ট আপনার হাতে।*
*আর না বুঝলে আমাদের গ্রুপ সাপোর্টতো আছেই।*
01609438997 Whatsapp

🔴📡🔴 *কি কাজ? কিভাবে কাজ করবেন?  কিভাবে ইনকাম করবেন? এই সকল বিষয় নিয়ে বিস্তারিত লাইভে আলোচনা করা হবে..!!  যারা ইনকাম করতে...
25/05/2024

🔴📡🔴 *কি কাজ? কিভাবে কাজ করবেন? কিভাবে ইনকাম করবেন? এই সকল বিষয় নিয়ে বিস্তারিত লাইভে আলোচনা করা হবে..!! যারা ইনকাম করতে চান তাঁরা অবশ্যই নিচে দিয়া লিংকে ক্লিক করে জয়েন করুন ধন্যবাদ*..!! 👇
💥🌏💸🌏💥💥🌏💸🌏💥💥

🔴🔴 *প্রযু‌ক্তির স‌ঠিক ব‌্যবহা‌রের মাধ‌্যমে পৃ‌থিবী ব‌্যাপী বিজ‌নেস করার সু‌যোগ গ্রহণ কর‌তে নি‌ম্নোক্ত দি‌ন ও সম‌য়ে জু‌মের মাধ‌্যমে প্রোগ্রা‌মে জ‌য়েন করুন।*

🎥 *TOPIC : LiveGood Business Presentation____*Financial Freedom Opportunity* 💫💰👇👇

🤵‍♂ Presenter 💎 *TOPU SARKAR* 👑🎀
💁‍♂Host💐 *TOPU SARKAR* 👑👑

*TODAY* 🤝🤝🤝🤝
*BD🇧🇩 TIME : Day : 🕘09:00 PM-10:00 PM*

⚙ ORGANISED BY : 💎CHALLENGER TEAM 💫🧚‍♀
300 Participant
Learn+Time= Money 🌏💸🌏

Traveling hand bagকোথাও বেড়াতে যাওয়ার জন্য আমরা সবসময় ইজিলি ক্যারি করা যায় এবং অনেক জিনিস একসাথে নেয়া যায় এরকম ব্য...
25/05/2024

Traveling hand bag

কোথাও বেড়াতে যাওয়ার জন্য আমরা সবসময় ইজিলি ক্যারি করা যায় এবং অনেক জিনিস একসাথে নেয়া যায় এরকম ব্যাগ খুঁজি। তাই আপনাদের জন্য নিয়ে এলাম সেরকম একটি ট্রাভেল ব্যাগ।

ট্রলি ব্যাগ এর সাথে চাইলে এডজাস্ট করে নিতে পারবেন।

এক সাথে অনেক জিনিস নিতে পারবেন।স্পেস চাইলে নিজের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন।

🍁imported from china

★Material: telescopic two-layer Oxford cloth
★Foldable travel bag

★Waterproof

👉অর্ডার করতে পেজ এ ইনবক্স করুন

♦️Dress name : moriyom borkha (full set)♦️Fredric  : imported dubai cherry 🍒 ♦️Body size : 44+(free-size fita add)♦️Long...
24/05/2024

♦️Dress name : moriyom borkha (full set)
♦️Fredric : imported dubai cherry 🍒
♦️Body size : 44+(free-size fita add)
♦️Long:52/54/56

👉Note: koti adjust back part plan.

♦️Colour : available 3 colour (black,marron,bottle green

Fast delivery
Price :1750 taka

কাপল ড্রেস ১ শাড়ী ও ২ পাঞ্জাবীবি. দ্র : বাচ্চাদের পাঞ্জাবীর টাকা অগ্রীম পরিশোধ করতে হবে!!কনফিউজড❓বিশেষ দিন বা অনুষ্ঠানে...
24/05/2024

কাপল ড্রেস ১ শাড়ী ও ২ পাঞ্জাবী

বি. দ্র : বাচ্চাদের পাঞ্জাবীর টাকা অগ্রীম পরিশোধ করতে হবে!!

কনফিউজড❓

বিশেষ দিন বা অনুষ্ঠানে কি পোশাক পড়বেন কিংবা কি গিফট দেয়া যায় তা নিয়ে❓

🎇 আমরা নিয়ে এসেছি নিউ কাপল সেট শাড়ী-পাঞ্জাবী কালেকশন 🎉

বাজেটের চিন্তা ভূলে হয়ে উঠুক উৎসব মুখর প্রতিটি মুহূর্ত 💝

বিশেষ দিনগুলোতে প্রিয় মানুষের সাথে ম্যাচিং করে কোন পোশাক পড়ার অনুভূতি টাই অন্যরকম ❤️

💥কাপল ড্রেস এর বিস্তারিতঃ

🔳মেটারিয়ালঃ

🔳শাড়িঃ হাফ সিল্ক /ধুপিয়ান সিল্ক/রেশম সিল্কে মিশ্রিত,ব্লক প্রিন্ট এর কাজ। ১৩ হাত শাড়ি।

🔳 কাজের ধরনঃ শাড়ী তে স্ক্রীনপ্রিন্ট/ কাঠ ব্লক এর কাজ।

🔳 পাঞ্জাবিঃকোটা কটন /ধুপিয়ান এবং মিক্স কটন পাঞ্জাবী

🔳কাজের ধরনঃ ব্লক প্রিন্ট

🔳পাঞ্জাবীর সাথে পায়জামা নেই।

🔳সাইজঃ 16-46 পর্যন্ত
অর্ডার করতে কল করুন :01609438997 অথবা ইনবক্সে মেসেজ করুন

22/05/2024

যারা ফজরের পর ঘুমান ভিডিও টা তাদের জন্য

বাচ্চাটার বয়স কত হবে? দেড়, দুই বা তিন?সঠিক বয়সটা বলার সাধ্য কারও নাই। বাবার কথা কেউ বলতে পারে না। তবে মা ছিলো। মাকেসহ এ...
16/05/2024

বাচ্চাটার বয়স কত হবে? দেড়, দুই বা তিন?
সঠিক বয়সটা বলার সাধ্য কারও নাই।

বাবার কথা কেউ বলতে পারে না। তবে মা ছিলো। মাকেসহ এই বাচ্চাকে দুদিন আগে ভর্তি করানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। কে বা কারা তাদের নিয়ে এখানে ভর্তি করিয়ে দিয়ে যান সেটা অজানা।

ধারণা করা একটা দুর্ঘটনার পরই তাদের হাসপাতালে আনা হয়। কিন্তু কোনো কিছু ঠিকঠাক বলতে না পারার বয়সে মা কে হারায় ছেলেটা। দুদিন হলো হাসাপাতালের কর্মীদের কাছেই আছে এই নাম পরিচয়হীন বাচ্চাটা।
তার সঙ্গী শুধু কান্না। যাকে দেখছে তার কোলে গিয়েই কাঁদছে এই ছোট্ট শিশু।

সে জানেও না পাশেই নিথর দেহ নিয়ে মর্গে শুয়ে আছে তার মা। আর বাবা?
যতদূর জানা গেছে ওই একই দুর্ঘটনায় মারা গেছে বাবাও। তাদের মোবাইল আর টাকা নিয়ে চম্পট দিয়েছে দূস্কৃতকারীরা।

অথচ দিন কয়েক আগেও শিশুটি ছিলো বাবার কলিজা, মায়ের বুকের ধন। শিশুটির হাসিমুখ ছিলো ওই দম্পতির দিনশেষে যাবতীয় ক্লান্তি ঝরে ফেলার রসদ।

আজ!

সৃষ্টিকর্তা মাঝে মাঝে এমন দ্বিধায় ফেলে দেন, মনে হয় এত নির্মমতার পৃথিবীতে আমাদের বেঁচে থাকার কোনো কারণ নেই। কোনো কারণ নেই!

✍️কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চড়ানল গ্রামে বাহির থেকে এসে ধান কাটার সময় তাদের একজন (অজ্ঞাত ব্যাক্তি) হিট স্ট্রোক...
06/05/2024

✍️কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চড়ানল গ্রামে বাহির থেকে এসে ধান কাটার সময় তাদের একজন (অজ্ঞাত ব্যাক্তি) হিট স্ট্রোক করে মৃত্যুবরন করেছে।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
অজ্ঞাত ব্যক্তির সঠিক সন্ধানদাতা কে রাজাপুর ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

[বিদ্র:ওনার পরিচয়টা এখনও জানা যায়নি সবাই শেয়ার করে ছড়িয়ে দিন।]

✅মধুময় বাদাম (হানিটাট) প্রচুর পরিমাণে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনিও হয়ে যাতে পারেন আমাদের নিয়মিত কাস্টমার ১০/১২ টা আইট...
04/05/2024

✅মধুময় বাদাম (হানিটাট) প্রচুর পরিমাণে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনিও হয়ে যাতে পারেন আমাদের নিয়মিত কাস্টমার ১০/১২ টা আইটেম আছে।
🚛সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রী
✅বিশ্বস্ততায় নিশ্চিত পণ্য✅
☑️বিস্তারিত জানতেঃ
আমাদের পেজ-এ মেসেজ করুন
অথবা কল করুনঃ 📞01609438997 whatapps এই নাম্বারে


দীর্ঘ ৩বছর পর বাবাকে পেয়ে সন্তানদের মুখে চাঁদের হাসি ❤️
03/05/2024

দীর্ঘ ৩বছর পর বাবাকে পেয়ে সন্তানদের মুখে চাঁদের হাসি ❤️

আলহামদুলিল্লাহ আল্লামা মা*মু*নু*ল হক সাহেব ৩ বছর ২ মাস পর  মুক্তি পেয়েছেন।আলহামদুলিল্লাহ
02/05/2024

আলহামদুলিল্লাহ
আল্লামা মা*মু*নু*ল হক সাহেব ৩ বছর ২ মাস পর মুক্তি পেয়েছেন।
আলহামদুলিল্লাহ



02/05/2024

আলহামদুলিল্লাহ কুমিল্লা বৃষ্টি হচ্ছে,
আর কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে বলুন?

পাশেই পড়ে আছে স্কুল-ব্যাগসাথে হা*য়*নার করে যাওয়া ক্ষ*ত*বিক্ষ*ত নিষ্পাপ শিশুর দেহ-😥😥,কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারা "সোনালী...
30/04/2024

পাশেই পড়ে আছে স্কুল-ব্যাগ
সাথে হা*য়*নার করে যাওয়া ক্ষ*ত*বিক্ষ*ত নিষ্পাপ শিশুর দেহ-😥😥
,
কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারা "সোনালী শিশু বিদ্যা নিকেতন,কিন্ডারগার্টেনের ৩য় শ্রেনীর এক শিক্ষার্থীকে,কেবা কারা ধ*র্ষ*ণের পর
,খিল পাড়া-লক্ষিপুর সড়কের পাসে,ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়,সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খিল পাড়া গ্রামের "প্রবাসী "জাকির হোসেন(কালন) মিয়ার মেয়ে "তানজিম সুলতানা ঝুমু (৯)
,
উপযুক্ত বিচারের অভাব এমন ঘটনা দিনে দিন বেড়েই চলেছে। আমরা নিশ্চুপ এ থেকে যাবো সারা জীবন।

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে এটা ভুল ধারণা আমাদের।মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক...
29/04/2024

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে
এটা ভুল ধারণা আমাদের।
মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে, তারপর ওকে লিখতে হবে।তবেই ১ টাকা তাদের দেশে যাবে।আপনি সারাদিন মোজো খেলেন তাতে কোন লাভ নেই।যতক্ষণ পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন না ততোক্ষণ পর্যন্ত তাদের একাউন্টে ১ টাকাও জমা হবে না। তাই যারা মোজো খাবেন অবশ্যই মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করে প্রসেস টা কমপ্লিট করবেন।

সবাইকে জানিয়ে দিতে শেয়ার করে দেন।

25/04/2024

সতর্কতা মূলক ভিডিও এজন্য শেয়ার করলাম

24/04/2024

যারা বাইক ওয়াস করলেই বৃষ্টি হয়।
প্লিজ, আপনারা বাইক ওয়াস করুন।

~ দুনিয়াটা বড় আজব? কেউ  খুজে কোটি টাকা...! ~ আর কেউ খুজে একটু খাবার ...? 🥀😌
23/04/2024

~ দুনিয়াটা বড় আজব? কেউ খুজে কোটি টাকা...!

~ আর কেউ খুজে একটু খাবার ...? 🥀😌

৭ কোটি টাকা খরচে হাওরের সড়ক রং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, অথচ জনপ্রতি ১০০ টাকা খরচ করলে ৭ লক্ষ লোককে ১ বেলা খাবার ...
19/04/2024

৭ কোটি টাকা খরচে হাওরের সড়ক রং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, অথচ জনপ্রতি ১০০ টাকা খরচ করলে ৭ লক্ষ লোককে ১ বেলা খাবার খাওয়ানোর রেকর্ড করা যেত।😥😥

আমি ফিলিস্তিনকে ১ টাকা দেওয়ার নিয়তে মজু খাইশেয়ার করে অন্য কে সচেতন করুন  🇯🇴
17/04/2024

আমি ফিলিস্তিনকে ১ টাকা দেওয়ার নিয়তে মজু খাই
শেয়ার করে অন্য কে সচেতন করুন
🇯🇴

16/04/2024

ডিপ্রেশন থেকে মুক্তির দোয়া

Address

জোরপুনী, মাধাইয়া, চান্দিনা
Cumilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakir Hossen:

Videos

Share

Category



You may also like