Gauche Mahee

Gauche Mahee ✨ Facebook Ad Expert ✨Search Engine Optimization✨Social Media Marketing
Instagram, Google Ad Expert

15/04/2024

Hi there! I Appreciate that You have visited my Profile. Since 2022, I have been providing social media marketing services. My name is Umme Afsana Mahi , and I have an academic background in marketing. I have a strong desire to use my expertise to assist businesses discover the magic. Through my marketing (Facebook Ads, Instagram Ads, Google Ads, Analytics Tracking and Ads management)I've assisted numerous clients in a variety of professions.
✨✨ If you need any of my Digital Marketing services, feel free to knock me. ✨✨

Contact us ⤵
☎ WhatsApp: +8801846128089
📩Mail: [email protected],, [email protected]

Visit or Inbox on my Profile for more information. Thanks.

09/03/2024

Every Ramadan, we all focus on completing the whole Quran recitation, whether 1, 2, or 3. But this Ramadan, Everyone please try to understand the Quran by reading translations, tafseer, etc. Maybe this Ramadan is your last Ramadan and Allah knows, Maybe Allah opens your heart and guides you to the pathway of jannah when He sees the sincerity and hardwork you put into learning and understanding His words. 🤍

09/03/2024

"ওহে যুবকেরা, আখিরাতের তালাশ করো। আমরা এমন মানুষ প্রচুর দেখেছি, আখিরাত তালাশ করতে করতে ব্যক্তি আখিরাতের পাশাপাশি দুনিয়াও পেয়ে গেছে এবং দুটোই ঠিক রেখেছে। কিন্তু এমনটা দেখিনি, দুনিয়া তালাশ করতে গিয়ে দুনিয়ার পাশাপাশি আখিরাতও পেয়ে গেছে এবং দুটোই তার ঠিক আছে।"

— হাসান বাসরি (রহ.)
(আয-যুহদুল কাবীর, ইমাম বাইহাকী, ১২)

Ameen
06/03/2024

Ameen

05/03/2024

আল্লাহ ১০০ জিনিস দেওয়ার পর একটা জিনিস নিয়েছে। ঐ একটা ও সময় হলে বহু গুণে ফিরিয়ে দিবে। এ দুনিয়ায় না দিলেও ঐ দুনিয়ায় দিবেই দিবে। তখন আমি বলবো,"দুনিয়ার সব চাওয়া যদি অপূর্ণ থাকতো,কতো ভালো ই না হতো!!" আমরা নিজেদের উপর নিজেরা অন্যায়, জুলুম করি, আল্লাহর অবাধ্যতা করি কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু , লাজুক, কাউকে খালি হাতে ফিরাতে জানে না। বান্দারে দিবার লাগি খালি উসিলা খুঁজে। কতো নরম আমার রব! নিজেদের পাপ অন্যদের কাছে বলা ও আল্লাহর অপ্রিয় । কতো ভালোবাসে আল্লাহ তার বান্দারে। নিজেদের কর্মের জন্য গর্তে পড়ি, কিন্তু তখন ও আল্লাহ মুখ ফিরিয়ে নেয় না, কতো সুন্দর করে গর্ত থেকে বের করে আনে। দুনিয়া ক্ষণস্থায়ী, মানুষ ক্ষণস্থায়ী, মানুষের দুঃখ, কষ্ট ও ক্ষণস্থায়ী। মরা ছাগলের যদ্দুর ভ্যালু, এর ও কম দুনিয়ার ভ্যালু।

""তোমরা যা-কিছু চেয়েছ, তিনি তার মধ্য হতে (যা তোমাদের জন্য মঙ্গলজনক তা) তোমাদেরকে দান করেছেন। তোমরা আল্লাহর নি‘আমতসমূহ গুণতে শুরু করলে, তা গুণতে সক্ষম হবে না। বস্তুত মানুষ অতি অন্যায়কারী, ঘোর অকৃতজ্ঞ।"" —ইব্রাহীম - ৩৪

"""রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা [কারাগার] এবং কাফিরের জন্য জান্নাততুল্য।"" সহীহ মুসলিম ২৯৫৬

""রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ আমি আমার বান্দার কাছে তার ধারনা অনুযায়ী থাকি। যখন সে আমার যিকর (আমাকে স্মরণ) করে তখন আমি তার সঙ্গী হয়ে যাই। যখন সে একাকী (মনে মনে) আমার যিকির করে তখন আমি একাকী তাকে স্মরণ করি। যখন সে কোন মজলিসে আমার যিকর করে তখন আমি তাকে তার চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক বাম (সাড়ে তিন হাত) এগিয়ে আসি। যদি সে আমার দিকে পায়ে হেটে আস আমি তার দিকে ছুটে আসি। """
সহীহ মুসলিম ৬৫৮৮


""তাঁর ব্যাপার তো এই যে, তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন, তখন কেবল বলেন, ‘হয়ে যা’। অমনি তা হয়ে যায়।"" ইয়াসীন - ৮২

“সে কী পেলো যে আল্লাহকে হারালো ?
সে কী হারালো যে আল্লাহকে পেলো?”
— ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)

03/03/2024
23/02/2024

There will be days where you will not understand what is going on or why life is happening the way it is, when you feel like this, turn to Allah swt and pray for clarity, pray for Him to open your eyes and see what is going on and the reasoning behind it. Life can be really confusing, it can be full of happiness, sorrow and grief. Pray to Allah swt to help you find your place in this world, pray to Allah and find peace in your heart. You may wake up today feeling confused, lost and hurt, but today is temporary as is every other day, your relief is coming. 🌷

20/02/2024

Never stop making that dua yes it might get tiring and you might start losing hope, but this is all part of Sabr and tawakkul. Make yourself worthy for what you want, show Allah that you deserve what you want so bad. Show that you have trust in Him and Him only, show Allah that you'll wait as long as it takes because you know it's His plans over yours. Just wait a little longer for that dua to be accepted because you never know you could be one dua away from getting what you want. So don't stop making dua because Allah has guided you to make the dua, or else you wouldn't be making it. Keep patience and have tawakkul in Allah swt because He has it all planned out and written for you. 🌷
©

20/02/2024

surah baqarah verse 27

26/01/2024

বিয়ে বাড়ির স্টাইলে সবজি

30/12/2023

তারপরও যদি তোমরা এ কাজ করতে না পার আর এটা তো নিশ্চিত যে, তোমরা তা কখনও করতে পারবে না, তবে ভয় কর সেই আগুনকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে।
—আল বাকারা - ২৪

25/12/2023

You are trying and Allah ﷻ is seeing.

That's enough!

-Tuaha ibn jalil

14/12/2023

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ বলেন: আমার বান্দা যখন নেকি করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে, যখন সে করে আমি তার দশগুণ লিখি। আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে, অতঃপর যখন সে তা করে তখন আমি তার সমান লিখি”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “ফেরেশতারা বলে : হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, -যদিও আল্লাহ তাকে বেশী জানেন- তিনি বলেন: তাকে পর্যবেক্ষণ কর যদি সে করে তার জন্য সমান পাপ লিখ, যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে।

[মুসলিম]
হাদীসে কুদসি

12/12/2023

নানুর দেখানো রেসিপিতে 🫰/ ফুলকপির ডাটা শুঁটকি দিয়ে

09/12/2023

অনুবাদ
আর তাদের উদাহরণ সেসব লোকের মত যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎচমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়। অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্ঠিত।

07/12/2023

লাউ শাক ভাজি।

06/12/2023

বাংলা অনুবাদ
মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মু’মিন পুরুষ ও মু’মিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যনিষ্ঠ পুরুষ ও সত্যনিষ্ঠ নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযাপালনকারী পুরুষ ও রোযাপালনারী নারী, যৌনাঙ্গের সুরক্ষাকারী পুরুষ ও যৌনাঙ্গের সুরক্ষাকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী- আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান।

Surah Al- Ahzab
Verse 35

03/12/2023

Surah baqarah ayat 14-18

01/12/2023

আযতুল কুরসি
Voice : Omar Hisham Al Arabi

01/12/2023

Abu Huraira reported the Messenger of Allah (ﷺ) as saying:

The best day on which the sun has risen is Friday; on it Adam was created. on it he was made to enter Paradise, on it he was expelled from it. And the last hour will take place on no day other than Friday.

Sahih Muslim 854b

Address

Badurtala
Cumilla
3500

Telephone

+8801846128089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gauche Mahee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gauche Mahee:

Videos

Share