মাধাইয়া ইউনিয়ন বি. এন. পি

মাধাইয়া ইউনিয়ন বি. এন. পি সত্য খবর প্রচারে এগিয়ে

07/02/2025
30/01/2025

ইউনুস চাচা দেশ এতো সাজানো কেনো ?
আর আপা কোথায়...!!😂😂

বি: দ্র: ফানি পোস্ট!

06/01/2025
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।রোববার, জানুয়...
05/01/2025

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।

রোববার, জানুয়ারি ৫, ২০২৫।

তবে কি আবারো ফিরে এলো রগকাটা সন্ত্রাসীরা!এবার চট্টগ্রামে পায়ের রগ কেটে শ্রমিক দলের সভাপতিকে হত্যা!👇চট্টগ্রামের সীতাকুণ্...
03/01/2025

তবে কি আবারো ফিরে এলো রগকাটা সন্ত্রাসীরা!
এবার চট্টগ্রামে পায়ের রগ কেটে শ্রমিক দলের সভাপতিকে হত্যা!
👇

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৪, সন্ধ্যা ৭টার দিকে সনমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মীর আরমান হোসাইন (৩৫) সলিমপুর ইউনিয়নের মৃত মোতাহের হোসেনের ছেলে ও ছিন্নমূলের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন মেয়ের আরমান হোসাইন। এ সময় তার মুঠোফোনে একটি কল এলে তিনিসেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও বলতে থাকেন। পরে স্থানীয়রা দেখেন তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। তারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্রঃ কালবেলা/ জানুয়ারি ২,২০২৫

02/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

02/01/2025

হাসিনাকে ফিরিয়ে আনতে ওয়াকারের পরিকল্পনা pinaki bhattacharya ...

নেতারা অভিযোগ করেন, দেশে ধর্মান্তরকরণবিরোধী আইনের অপব্যবহার হচ্ছে
02/01/2025

নেতারা অভিযোগ করেন, দেশে ধর্মান্তরকরণবিরোধী আইনের অপব্যবহার হচ্ছে

কাহিনি তো ওইডা না, আসল কাহিনিতো অন্য জায়গায়😝ইউনুস স্যার জায়গা মতো হাত দিসে এইবার..! রংপুর লালমনিরহাটে একটা বিমানঘাঁটি আছ...
06/12/2024

কাহিনি তো ওইডা না, আসল কাহিনিতো অন্য জায়গায়😝ইউনুস স্যার জায়গা মতো হাত দিসে এইবার..! রংপুর লালমনিরহাটে একটা বিমানঘাঁটি আছে আমাদের, যেটা ১৯৩১ সালে বৃটিশ সরকার বানায় গেসিলো যেইটারে মানা হয় এশিয়ার মধ্যে ২য় বৃহত্তম বিমানঘাঁটি।

৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর দিল্লি এই বিমানঘাঁটি সচল করতে দেয় নাই ভ`য়ে। ৪৭-এ দেশ ভাগ হওয়ার পরে কিছুদিন এক্টিভ থাকলেও ৭১ এর পর দিল্লির চা`পে বন্ধ করে দিতে হয় এইটা। দুই হাজার একর নিয়া এই ঘাটিতে রানওয়ে আছে ৪ কি.মি. এবং একসাথে ৫০/৬০ টা যু` দ্ধবিমান উড়তে পারে। আর এইটা নিয়াই প্যারা দাদাদের, কারন এই বিমানঘাঁটির মাত্র ১২ কি.মি. দূরেই চিকেন নেক(টুনটুনি)😝 পুরা মাইনকারচিপা!

ভারতের শিলিগুড়ি বিমানঘাটি থিকা ওরা উড়তে উড়তে আমরা চিকেন নেক ফ্রাই কইরা ফ্লাইতে পারুম🐔

এইদিক দিয়া আবার এই বিমানঘাঁটির সব রকমের প্রযুক্তিগত সহায়তা দিবো চীন..লও ঠ্যালা🤣এই কারনে মোদি বাবু প্রভুরে দিয়া কিছুদিন আগে রংপুরে বিশাল এক সমাবেশ করাইসিলো মনে আছে?😝 রংপুর চায় ঘাটির লিগা আর চিটাগং চায় বন্দরের লিগা, সনাতনী সনাতনী খেলতে চাইসিলো, কিন্তু হাতে ল্যা`ওরাডা ধরায় দিসে স্যার🤣 হে প্রভু ইয়ে ক্যায়া হুয়া গামছা ভি খুল গ্যায়া।

খুব তাড়াতাড়ি লালমনিরহাটের এই বিমানঘাঁটি চালু হবে ইনশাআল্লাহ! ইউনুস স্যারের thought আর রাজনীতি তোমগো মতো নসুগো বুঝতে হইলে আরো ২/৩ জনম পাড় করতে হইবো সোনা😝

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাধাইয়া ইউনিয়ন বি. এন. পি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share