দৈনিক একুশে সংবাদ - অনলাইন

দৈনিক একুশে সংবাদ - অনলাইন আপনার এলাকায় যে কোন অসংগতি হলে আমাদের পেইজ লিখে,, নাম ছবিসহ ইনবক্সে করুন
(1)

27/01/2025

হাসিনার শাসন-টিউলিপের দুর্নীতি বিতর্ক, স্টারমারের সিধান্ত নিয়ে প্রশ্ন!

বিস্তারিত কমেন্টে

চান্দিনায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত আরিফুল ইসলাম। চান্দিনা...
27/01/2025

চান্দিনায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
আরিফুল ইসলাম।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে চান্দিনা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর) এর বাস্তবায়নে উপজেলা চত্বরে ওই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন এর সভাপতিত্বে মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ মোতালেব।

সেমিনারে বায়োগ্যাস ও উন্নত চুলা তৈরি ও ব্যবহার বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার জসীম উদ্দিন।

চান্দিনা ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম,উপজেলা সিনিয়র মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা অফিসার আনোয়ারুল আজীম,ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুর রহমান কিরণ।

বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্ধ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। এসময় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেম,জেলি, জুস তৈরিসহ নানা বিষয়ে অজানা তথ্য জানানো হয়।

আলোচনা শেষে অতিথিগন প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্কুল, কলেজ এবং দফতরের আঠারোটি ষ্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে চান্দিনা মহিলা কলেজ প্রথম,কংগাই উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং উপজেলা কৃষি বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এছাড়া প্রদর্শনীতে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানদের মাঝে গাছের ফলজ চারা বিতরণ করা হয়।

খুলনার দৌলতপুরে যুবদল নেতা জসিমের দৌরাত্ম্য, ব্যবসা-বাণিজ্য, দোকান পাট ও ঘাট দখলের অভিযোগ মল্লিক জামাল স্টাফ রিপোর্টারঃ-...
23/01/2025

খুলনার দৌলতপুরে যুবদল নেতা জসিমের দৌরাত্ম্য, ব্যবসা-বাণিজ্য, দোকান পাট ও ঘাট দখলের অভিযোগ

মল্লিক জামাল স্টাফ রিপোর্টারঃ-
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে খুলনা আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।এমন পরিস্থিতিতে দীর্ঘদিন তাদের দখলে থাকা বিভিন্ন মাছের ঘের ব্যবসা-বাণিজ্য দোকান পাট এবং ব্যক্তি মালিকানাধীন নানা সম্পদ দখল হয়ে গেছে।বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একে একে এসব সম্পদ দখল করার অভিযোগ উঠেছে। নৈরাজ্য থেকে বিরত থাকতে দলটির পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হলেও তা অনেকেই মানছেনা।এমনই এক অভিযোগ এসেছে খুলনা মহানগরী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক দৌলতপুর থানা যুবদল, এম এম জসিম এর নামে। লিখিত অভিযোগে জানা যায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জসিমের নাম গন্ধ শোনা যায়নি ক দিন আগেও, সেই জসিম এখন ৪ মাসের ব্যবধানে নব্য কোটিপতি।দৌলতপুর এলাকায় রয়েছে তার ব্যাপক প্রভাব।আর এ সবই করেছেন তিনি ৫ আগষ্টের পর চাঁদাবাজী ও হামলা মামলার ভয় দেখিয়ে।অভিযোগ রয়েছে দৌলতপুরে চিহ্নিত মাদক কারবারীদেরকে নিয়ে গত ৫ আগস্ট এর পর জসিম ও তার ভাই অসিম এলাকায় একটি বাহিনী গঠন করে।সেই বাহিনী প্রথমেই দখল করে দৌলতপুর বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা দুটি দোকান ঘর ও একটি ক্লাব।পরে দোকান দুটি ভাড়া দিয়ে ক্লাব ঘরে বসানো হয় কেরাম বোর্ড, সেখানে চলে জুয়ার আসর।পাশাপাশি এলাকায় যাতায়াত কারী বালুর ট্রাক থেকে নেওয়া হয় টোকেন মানি। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ ব্যবসায়ীরা। এ বিষয়ে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, ৫ই আগস্ট এর পর বিএনপি’র নেতাকর্মীরা শহরের একাধিক প্রতিষ্ঠান দখল করেছে। একই সাথে দৌলতপুরে বিনাপানি স্কুলের সামনে থাকা আমার চেম্বারটিও দখল করেছে।আমার অপরাধ আমি ফ্যাসিষ্টদের সাথে সঙ্গ দেই। এদিকে দৌলতপুর বাজার বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছে জসিম।নাম প্রকাশে অনিচ্ছুক দৌলতপুর বাজার ব্যবসায়ী রহমান (ছদ্মনাম) জানান জসিম বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক। স্বৈরাচার সরকার বিদায়ের পর কমিটি বিলুপ্ত হলে বর্তমানে পুরো সমিতির একক নিয়ন্ত্রক তিনি।দৌলতপুর বাজারে কয়েকটি দোকান ঘর দখল সহ কেনা বেচায় রয়েছে তার আধিপত্য।অভিযোগ রয়েছে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে নানা অজুহাতে মামলা হামলার ভয় দেখিয়ে জসিম বাহিনী টাকা হাতিয়ে নিচ্ছে।তিনি বলেন আমাকে ফ্যাসিষ্ট সরকারের দোশর আক্ষা দিয়ে সময়ে অসময়ে টাকা চায়।চাহিদা মাফিক টাকা না দিলে মিথ্যা মামলার ভয় দেখায়।জসিম ও তার ভাই অসিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে তার ছিলো দারুন সক্ষতা।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগিনা সদ্য গণপিটুনিতে নিহত মাদক কারবারী রুপমের সহযোগী ছিলো জসিম ও তার ভাই অসিম।অভিযোগ আছে দৌলতপুরে পরিত্যাক্ত লঞ্চঘাটটি নিয়ন্ত্রণে ছিলো সেলিম নামে এক ব্যাক্তির।৫ আগস্ট এর পর সেই ঘাট দখল করে জসিম ও তার বাহিনী।পরবর্তীতে তাদের উভয়ের মধ্যে একটা সমঝোতা হয় বলে জানাগেছে।অভিযোগ রয়েছে দৌলতপুর নিশাত কমপ্লেক্সের একজন স্বর্ন ব্যবসায়ীর দোকানে তালা লাগিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পরবর্তীতে তালা খুলে দেয় জসিম।এ জাতীয় কিছু ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি এসেছে আমাদের কাছে।এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা খান রবিউল ইসলাম রবি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠোর নির্দেশনা থাকা সত্বেও যারা ফ্যাসিস্ট সরকারের ন্যায় দখল দারিত্বের মত অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবেন, মাদকের সঙ্গে যুক্ত হবেন তাকে দল ছেড়ে বিদায় নিতে হবে।জসিমের বিরুদ্ধে অভিযোগের সততা পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।অভিযোগের বিষয়ে জসিমের নিকট জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন যদি কেউ প্রমাণ করতে পারে সে কোন দোকান ঘর দখল করেছেন তাহলে তিনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন।একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।

22/01/2025
18/01/2025

ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

বিস্তারিত কমেন্টে

18/01/2025
18/01/2025

৩৩ জি’ম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তি’নিকে মুক্তি দেবে ইসরা’য়েল

বিস্তারিত কমেন্টে

দিনে দিনে এই দেশে গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য লেখাপড়া কঠিন হয়ে যাচ্ছে!একই বিদ্যালয়ে পাশ করার পরেও অতিরিক্ত ১০ হাজার/১...
17/01/2025

দিনে দিনে এই দেশে গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য লেখাপড়া কঠিন হয়ে যাচ্ছে!

একই বিদ্যালয়ে পাশ করার পরেও অতিরিক্ত ১০ হাজার/১৫ হাজার টাকা, কোন কোন প্রতিষ্ঠানে খোঁজ নিলে হয়তো দেখবো তারও অনেক বেশি টাকা কেন দিতে হবে?

এটি একটি ভয়ংকর লুটপাট এবং দুর্নীতিযুক্ত! এটি একপ্রকার শোষণ ও জুলুম অত্যাচার! এটি অমানবিক ও অবিবেচক কাজ! এটি হটকারিতা ও মহা অন্যায়! এটি একটি জাতিকে উঠতে না দেয়া, একটি জাতিকে মেধাশূন্য করে ধ্বংসের পায়তারা! এট জাতির সঙ্গে হটকারিতা ও মশকরা করার নামান্তর!

শিক্ষা খাতে সকল ধরনের লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে হবে, তা না হলে দেশের গরিব মানুষ শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে! পৃথিবীর যে জাতি যতবেশি শিক্ষিত, সে জাতি যতবেশি উন্নত! আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত! ইমারতের ভিত্তি মজবুত না হলে যেমন ইমারত মজবুত ও টেকসই হয় না, তেমনি শিশুরা যদি সুশিক্ষিত না হয়, তাহলে দেশের উন্নতি ও অগ্রগতি থেমে যাবে, আধুনিক যুগে জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে পড়বো। দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা তা হতে দিতে পারি না।

একান্ত সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এর প্রতিবাদ করতে বাধ্য হয়েছি।

আমরা যথাযথ সম্মান ও বিনয়ের সহিত বলছি,,,
আমরা চাই এই বিষয়ে জনগণের সরকার, এই অন্তর্বতী সরকারের বোধদয় হোক এবং জনগণের চাওয়া পাওয়া পূর্ণ করুক। সকল প্রকার অনিয়ম দূরীভূত হোক এবং একটি আদর্শ রাষ্ট্র গঠন করে মানুষের দোয়া ও ভালোবাসায় আজীবনের জন্য সিক্ত হোক এবং যুগ যুগ ধরে মানুষের হৃদয়ের মনিকোঠায় এই সরকারের স্থান হোক।

দেশের নিরীহ জনগণের দাবিসমুহ:

জনসংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করা প্রয়োজন।

শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বাড়ানো দরকার।

প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার মান বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে!

শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, শিক্ষা গ্রহণের পরিবেশ সহজ ও উন্নত করতে হবে।

বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করতে হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সরকারি কড়া নজরদারিতে আনতে হবে।

সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট শিক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে, যে যার খেয়াল খুশি মতো শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবেন না।

শিক্ষাকে বৈষম্যমুক্ত করতে হবে।

গরিব, স্বল্প মেধার অধিকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবক গণকে অযাচিত হয়রানি, তিরস্কার, অপমান করা বন্ধ করতে হবে।

Intentionally কোনো কোনো শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার কর্তৃক শিক্ষার্থী ও তাদের অভিভাবক গণকে হয়রানি, শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি বন্ধ করতে হবে।

জোর পূর্বক ডে কিংবা নাইট কোচিং করানো বন্ধ করতে হবে। কোচিং না করলে বার্ষিক কিংবা টেস্ট পরীক্ষায় যাতে শিক্ষার্থী এলাউ না হয় সেরকম অনৈতিক অযাচিত হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

টাকা কামানোর ধান্দা হিসেবে কোচিং এর নামে অযথা ক্লাসে শিক্ষার্থীদের বসিয়ে রেখে তাদের মূল্যবান সময় নষ্ট ও স্বাস্থ্যঝুঁকিতে ফেলা বন্ধ করতে হবে। কোচিং এ সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ শিক্ষক দ্বারা সঠিকভাবে পাঠদান করাতে হবে। নচেৎ কোচিং করানো যাবে না। প্রতারণা করে গরিব মানুষের পকেটকাটা বন্ধ করতে হবে!

সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক দ্বারা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করাতে হবে। অপ্রাসঙ্গিক শিক্ষাকে না বলতে হবে।

মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি বিনীত আবেদন দ্রুততার সহিত উপযুক্ত ব্যবস্থা নিন, বাঙালি জাতির ভবিষ্যত প্রজন্মকে সুগঠিত করে একটি শক্তিশালী আদর্শ বাংলাদেশ বিনির্মানে বলিষ্ঠ অবদান রাখতে আপনার সুমর্জি হয়!

লিখেছেন: Md Alauddin

Promotions post:1👁️‍🗨️চক্ষু চিকিৎসা সেবায় সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে হাসপাতাল টি। 👁️চোখের সব ধরনের চিকিৎসা সেবা...
17/01/2025

Promotions post:1

👁️‍🗨️চক্ষু চিকিৎসা সেবায় সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে হাসপাতাল টি।
👁️চোখের সব ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালে পাবেন।
📠বিস্তারিত : 01648-161353

হাসপাতালের মতামত অনুযায়ী সাংবাদিক ভুল সংবাদ প্রচার করেছ্রন। বিস্তারিত কমেন্ট দেখুন....
17/01/2025

হাসপাতালের মতামত অনুযায়ী সাংবাদিক ভুল সংবাদ প্রচার করেছ্রন। বিস্তারিত কমেন্ট দেখুন....

সে তখনো জানতো না তার ইলিশ মাছ শুধুই স্মৃতি হয়ে থাকবে 😔লক্ষ্মীপুরের রামগতি সড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাক...
17/01/2025

সে তখনো জানতো না তার ইলিশ মাছ শুধুই স্মৃতি হয়ে থাকবে 😔
লক্ষ্মীপুরের রামগতি সড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাক কর্মকর্তা নিহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লক্ষ্মীপুরের রামগতি সড়কে মিয়ার বেড়ী সংলগ্ন স্থানে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১। নিহত মোটর সাইকেল চালকের নাম মোহাম্মদ ফয়সাল (৩২)। তিনি কমলনগর শাখার (ফজুমিয়ার হাট) ব্রাক এনজিওতে কর্মরত ছিলেন। অফিসের কাজ শেষে বাড়িতে ফেরার পথে আজ বিকাল আনুমানিক ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

17/01/2025

বাবরের মুক্তিতে ভারতকে ইঙ্গিত করে যা বললেন মাদানী

বিস্তারিত কমেন্টে....

মজলুমরা সব মুক্তি পাক, জালেমরা সব নিপাত যাক।
16/01/2025

মজলুমরা সব মুক্তি পাক, জালেমরা সব নিপাত যাক।

16/01/2025

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু

Address

Chitogong
Cumilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক একুশে সংবাদ - অনলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক একুশে সংবাদ - অনলাইন:

Videos

Share

Category