অপ্রতিরোধ্য বীর Unstoppable hero

অপ্রতিরোধ্য বীর Unstoppable hero content creator

17/09/2024

মানুষ সফলতার পরিকল্পনা করে মানুষ সুখী হওয়ার পরিকল্পনা করে না।
#বাংলাদেশ

16/09/2024
05/03/2024

আত্নকেন্দ্রীক না হয়ে সামাজিক হতে চেষ্টা করি চলুন।Let's try to be social rather than self-centered.
। #সুন্দর
# # #

09/02/2024

#সুন্দর জীবনের জন্য আপনাকে সঠিক বন্ধু কে চিনে নিতে হবে। You need to know the right friend for a beautiful life.

28/01/2024

মন নিয়ন্ত্রণ করুন রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে।
Control the mind and anger will be controlled.

25/01/2024

শরিফ থেকে শরিফা গল্পে সমকামিতা নাকি থার্ড জেন্ডারের বিষয় তুলে ধরা হয়েছে?
In Sharif to Sharifa story, homosexuality or the third gender is highlighted?


20/01/2024

মানুষকে ভুল ধরিয়ে দিয়ে লজ্জা দেওয়া থেকে বিরত থাকুন।
Avoid shaming people by misrepresenting them.

18/01/2024

#অন্যের অসামাজিক ভিডিও লুকিয়ে ধারণ করার অনুমতি আপনাকে কে দিয়েছে?
gave you permission to secretly capture others' antisocial videos?

13/01/2024

আমি টাকার বিনিময়ে ভোট বিক্রি করি না, আমি দেশ বিক্রি করি।
I do not sell votes for money, I sell the country.

10/01/2024

হিউম্যান সুনিম এর জীবন নিয়ে বলা কিছু কথা।A few words about the life of Human Sunim

31/12/2023

প্রতিপত্তি ও বন্ধুলাভ রিভিউ #লেখক ডেল কার্নেগী। Prestige and Friendship Review Dale Carnegie.

22/12/2023

চলুননা সবাই ইজরায়েলের পন্য ব্যবহার করা ছেড়ে দেই,ইসলামের জন্য মুসলিম ভাইদের জন্য এইটা সাধারণ বিষয় না এইটাও আমাদের ইমানী দায়িত্ব।
২২/১২/২০২৩....🇵🇸🇧🇩🇵🇸

05/04/2023

উপদেশ দিচ্ছেন নাকি মঞ্চে দাঁড়িয়ে কিছু বলার জন্য বিশেষ ভাবে নিজেকে উপস্থাপন করছেন?

আমি মানুষ শব্দের সাথেও মিল খুঁজে পাইনা কেন জানি। খুব সুন্দর ভাবে সাজানো কথা গুলোর সাথে ব্যক্তির মিল পাওয়া কষ্ট সাধ্য ব্যাপার।

যার কথায় থাকে ভূপেন হাজারিকার গানের ভাষা মতো মানুষ মানুষের জন্য।
মঞ্চে থাকা সময়ের সাথে পরের সময়টা আর সেই গানের ভাষা থাকে না, থাকে উলটানো পথের নীতি।

ঠিক সেই নীতি নিয়ে নিজেকে সঠিক মানুষ হিসেবে মনে করি তবে অন্যে কি মনে করে তাতে কিছু আসে যায় না।

কিছু মানুষ আমি দেখেছি যারা অন্যের ভুল ধরে খুব সুন্দর ভাবে তবে সেই ভুল আবার নিজে চমৎকার সাজিয়ে নিজেও করে তখন আর এইটা ভুল থাকে না।

আর যদি ভুর ধরাও হয়ে যায় তাহলে তো হলোই যার আগে ভুল ধরেছিলো সেই ব্যক্তির উদাহরণ টানে।
তাহলে নিজে সঠিক আসলে কোন যায়গা থেকে হয় মানুষ আমার বোধগম্য হয়না।

মানুষের কিছু ব্যবহার কেমন জানি পাষণ্ড যেমন
সামনে যার প্রশংসায় পঞ্চমুখ পিছনে তার বিপরীত আচরণ।

এক সাথে চলা একই পথের পথিক তবে সাথে থাকার সময় আন্তরিক পিছনে শত্রুর বিরুদ্ধে যেন এক কঠিনতম অনাস্থা উপস্থাপন করতে ব্যস্ত অন্যকোন ব্যক্তিরদের সাথে।

চলছে মানুষ এক সাথে তবে আপন যেন কেউ নেই শুধু যেন নিজেই যেন নিজের আপন।

দাঁড়িয়ে খুব সুন্দর ভাবে যার প্রশংসা করি সেই প্রশংসা করা বক্তৃতা থেকে আমরা আসলে সত্য না মিথ্যে শিখতে থাকি।

এই দুই রুপ নেওয়া মানুষ হিসেবে মানুষ আসলে কতটা সফল তা কেউ মেপে দেখতে পারলে তার অবস্থান কোথায় সে এট্টু হলেও জানতে পারতো।

আমরা কাউকে নিয়ে মিথ্যা বাহবাও দেওয়া ছেড়ে দেই।
সত্য যা তাই বলতে শিখি ভুল গুলো সামনে ধরিয়ে দিয়ে পিছনে সমালোচনা না করে আন্তরিক ভাবে মনের হাত টুকু বাড়িয়ে দেই নিজে ভালো থাকি অন্যকেও ভাল থাকতে সহায়তা করি।
তবে মানুষ শব্দের ব্যবহার আমাদের সাথে সার্থকতা পাবে।

অন্যের দোষ খুঁজে আবার তা নিজে করে মনে করা যে যেহেতু সে করেছে তবে আমি এমন করলে কোন দোষ নেই এই নীতি নিয়ে সমাজ এখন এগিয়ে যাচ্ছে বহু দূর।
মানুষ হিসেবে এই নীতি থেকে মুক্তি পাওয়া প্রয়োজন।

খারাপ কে ভালো বলার অভ্যাস গড়ে তুলতে পারা মানে ব্যর্থতা দিয়ে সমাজকে আলোকিত করার ব্যর্থ প্রচেষ্টা। নিজেকে সেই আলোতে উজ্জ্বল করে ভুল পথে মানুষকে সচেতন হওয়ার বার্তা দেওয়া।

নিজের বিবেককে প্রশ্ন করে চলতে শিখতে হবে তবে একজন মানুষ পাবে সমাজ।
আর সেই সমাজের ভালবাসা নিয়ে পথ চলা হবে পরিপূর্ণ।

সৈয়দ সাইদুল হক
০৫/০৪/২০২৩

05/04/2023

ভালো মানুষ শব্দের ব্যবহার হয় হৃদয়ের গহিন থেকে। আমরা যখন কাউকে ভালো বলি তখন খুব হিসেব করতে হবে তা না খুব কম সময়ে ভালো বলার অভ্যাস টা আমাদের আছে, তবে কিছু মানুষের সাথে মিশে যখন তাকে ভালো মানুষ বলা হয়, তা হয় মন থেকে বিবেচনা করে।

আবদুল্লাহ আবু সায়িদ স্যার বলেছেন ভালো মানুষ এখন এক সাথে থাকে না ভালো মানুষ গুলো আলাদা আলাদা থাকে আর খারাপ মানুষ এক সাথে থাকে কারোর কোন প্রয়োজনে সব এক সাথে চলে আসে।

ভালো মানুষের সমীকরণ মিলাতে আমি অনেকটা হিমসিম খেয়ে যাই।
ভালো শব্দের ব্যবহার আসলে কোন অর্থে ব্যবহার করে থাকি আমরা,তা আমার সৎ চিন্তা চেতনায় বিশ্বাসী হয়ে উঠে না।

সমাজের বখাটে ছেলেদের হঠাৎ করে মানুষের বড় বিপদের সময় নিজেকে উজাড় করে উপকার করার দৃশ্যে ভালোদের খুঁজে পাওয়া যায় না।
তখন আমার কাছে মনে হয় ভালো শব্দটা অসহায় হয়ে পড়ে।

নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকা প্রয়োজনে কারো পাশে না দাড়ানো মানুষ গুলো ভালো তকমা নিয়ে সমাজে বসবাস করে।

ভালো মানুষ গুলো একা ভালো থাকতে চায় মানুষ ভালো থাকুক তাও চায়।
তবে মানুষের পাশে দাড়াতে চায় না। আমাদের সমাজে এখন এমন ভালো মানুষই বেশি।

নিজেকে সব কিছু থেকে বাচিয়ে একা চলতে যাওয়ার নাম এখন ভালো মানুষ।

আমরা নিজে ভালো থাকার পাশাপাশি অন্যকে ভালো রাখতে চেষ্টা করি একলা চলার নীতি থেকে সরে অন্যদেরকে নিয়ে সমাজের জন্য একটু সময় বের করি
একতাবদ্ধ হয়ে ভালো শব্দের সাহসী ভূমিকা পালন করি।

সৈয়দ সাইদুল হক
০৪/০৪/২০২৩

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when অপ্রতিরোধ্য বীর Unstoppable hero posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share