Acp production

Acp production AB+

24/08/2024

কুমিল্লা সদর দক্ষিণ এর বন্যা

22/08/2024

Cumilla valo nei🥲

শেষ বয়সের ভালোবাসা!রুদ্র কিশোর।তুমি বরং আমায় বৃদ্ধ বয়সেই ভালোবেসো!আমার সাথেই না হয় তুমি শেষ হাসিটাই হেঁসো! 😊বৃদ্ধ বয...
30/07/2022

শেষ বয়সের ভালোবাসা!
রুদ্র কিশোর।

তুমি বরং আমায় বৃদ্ধ বয়সেই ভালোবেসো!
আমার সাথেই না হয় তুমি শেষ হাসিটাই হেঁসো! 😊
বৃদ্ধ বয়সে কেউ দেবে না আশা, তুমি না হয় আমার জন্যে জমিয়ে রেখো একটু ভালোবাসা! 🖤
শেষ বয়সে যখন কেউ হবে না সাথী!
তখন আমি না হয় ঘটা করে বলবো
তোমায় অনেক অনেক ভালোবাসি..!! 🦋♥️💫

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে।🥀 তো,...
28/07/2022

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে।🥀 তো, লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো!🌺
এই ৪০ কোটি শুক্রাণু, মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু।

আর বাকিরা ? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু, যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে। তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে, অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি, অথবা আমরা সবাই।

কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?

১। আপনি যখন দৌড় দিয়েছিলেন" তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

২। আপনি যখন দৌড় দিয়েছিলেন"তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।

৩। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।

৪। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

- এর পর, বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় । কিন্তু আপনি মারা যান নি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন ।
- বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন ।
- বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায়। আপনি এখনো বেঁচে আছেন ।
- অনেক শিশু অপুষ্টিতে মারা যায়। আপনার কিছুই হয় নি ।
- বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখনো আছেন ।

আর আজ......

আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন ? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন ? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে, ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।

কেনো আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন??
কেনো বলেন আমি আর বাচতে চাইনা?
কেনো বলেন আমি হেরে গিয়েছি?
এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেনো হতাশ হয়ে পড়েন?
আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার। মনের চাওয়া কে সব সময় মূল্য দিন, সব সময় সৃষ্টিকর্তা কে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন 🙂🙂

একটা মানবিক আবেদন...আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম খাবেন,খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সে...
08/05/2022

একটা মানবিক আবেদন...

আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম খাবেন,
খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নিবে। যদি এদের মধ্যে একটা গাছও বেচেঁ থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়।।

তাছাড়া ও এই গাছ হতে যাঁরা ফল খাবে বা ব্যাবহার করবে আপনার জন্য থাকবে নেকি ও সওয়াব ইন শা আল্লাহ🌹🌹

12/04/2022

পাবলিক ভার্সিটিগুলোতে ছেলেমেয়ে একসাথে ইফতার করতে দেখা হয়। শুধু পাবলিক না অন্যান্য ভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানেও হয় তবে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন জায়গায় বেগানা নারী পুরুষরা একসাথে মিশে ইফতার পার্টি করে৷ তাদের মধ্যে কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউবা মেয়ে-ছেলে বেস্টফ্রেন্ড কেউবা ছেলে-মেয়ে জাস্ট ফ্রেন্ড। আবার কেউ নন-মাহরাম(যাদের সামনে পর্দা ফরজ) ভাই-বোন। এখন যে ফ্রেন্ডই হোক আর যে ভাই-বোন হোক না কেন; নন-মাহরাম মানেই সবাই সবার জন্য হারাম।

ইফতার অনেক গুরুত্বপূর্ণ একটি সময় আর এই সময় বান্দার দু'আ কবুল হয়। আর এই সময় হারামে লিপ্ত থেকে অর্থাৎ যিনায় লিপ্ত অবস্থায় তারা ইফতার করে।

আপনার সিয়াম আল্লাহর নিকট কতটা গ্রহণযোগ্য ভেবে দেখবেন। যে মন্দ কাজ ত্যাগ করতে পারে না তার পানাহার পরিত্যাগ আল্লাহর কোন প্রয়োজন নেই।

‘যে ব্যক্তি মিথ্যা বলা ও তদনুযায়ী আমল করা বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’[১]

এতো কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলেন আর ইফতারের সময় হারাম অবস্থায় থেকে খাদ্য গ্রহণ করলেন। মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা। ফলাফল শূন্য।

ইফতার করুন সমস্যা নেই!
তবে ছেলে ছেলে বন্ধু এবং মেয়ে মেয়ে বান্ধুবী বা ছেলে ছেলে ভাই বা মেয়ে মেয়ে বোন কিংবা মাহরাম ছেলে মেয়ে করুন।

ফ্রি মিক্সিং হারাম। হারামকে হারাম মনে না করা যেমন অন্যায় তেমনি হারাম জেনোও তাতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে লিপ্ত থাকাও অন্যায়।

ছেলেরা মেয়ে বন্ধু পরিহার করুন আর মেয়েরা ছেলে বন্ধু।
এই মাসে যদি নিজেকে গুনাহ থেকে মুক্ত নাই করতে পারেন উল্টো গুনাহে লিপ্ত থাকেন তাহলে আপনার জন্য আফসোস ছাড়া আর কি থাকতে পারে।

রোজা রেখেও যে আপনি যে সেই ধ্বংসশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন না যারা রমজান মাসেও আল্লাহর নিকট থেকে ক্ষমা আদায় করে নিতে পারে; তার কি গ্যারান্টি আছে আপনার?

ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল, তবু তার গুনাহ মাফ হলো না।[২]

১.[সহিহ বুখারি, হাদিস : ১৯০৩]
২.[সহীহ মুসলিম ২৫৫১ তিরমিজি ৩৫৪৫]

একদিন না একদিন যুদ্ধ ঠিকই শেষ হবে।(যুদ্ধের সময় বড়ো বড়ো ভাষণ দেয়া নেতারা যেন কিছুই হয় নি এমন ভাব ধরে) হাসিমুখে হাত মেলাবে...
04/03/2022

একদিন না একদিন যুদ্ধ ঠিকই শেষ হবে।

(যুদ্ধের সময় বড়ো বড়ো ভাষণ দেয়া নেতারা যেন কিছুই হয় নি এমন ভাব ধরে) হাসিমুখে হাত মেলাবেন।

কেবল ওই বুড়িমা'টা তার শহীদ ছেলের অপেক্ষায় উসকোখুসকো চুলে উঠোনে বসে থাকবেন।

আর সেদিনই বিয়ে হওয়া মেয়েটা তার প্রিয় স্বামীর বিরহে দিন কাটাবে।

অপেক্ষায় থাকবে ওই বাচ্চাগুলোও, কখন তাদের বাবা বীরবেশে ঘরে প্রবেশ করবেন।

এই দেশটা কে কিনে নিয়েছে আমি জানি না।

আমি শুধু দেখেছি, কারা এই দেশের জন্যে মূল্য চুকিয়েছে।

— মাহমুদ দারবিশ (ফিলিস্তিনের জাতীয় কবি)

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Acp production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share