Al Hamim tv

Al Hamim tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Hamim tv, TV Channel, Cumilla.

04/12/2024

বাংলাদেশ থেকে বিশ্বঃ দাঈদের ভাবনা।

📝 জুলাই অভ্যুত্থান, বাংলাদেশ ২.০, তারুণ্যের আত্মত্যাগ, ইউএস ইলেকশন ২০২৪, ডোনাল্ড ট্রাম্প, ভূ-রাজনীতি, ফি*লি*স্তি*ন, দ্বিতীয় স্বাধীনতা, তরুণ্যের করনীয়।

🔸 শায়েখ হারুন ইযহার হাফি.
🔸 আহমদ রফিক
🔸 ড. মেহেদী হাসান
🔸 আসিফ মাহতাব উৎস

সাধারণ আলেম সমাজ প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ৩ আগস্ট, ২০২৪ছাত্রজনতার একদফা দাবি আদায়ে দেশব্যাপী ‘গাশত কর্মসূচি’ পালন প্রসঙ্গে।...
03/08/2024

সাধারণ আলেম সমাজ
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৩ আগস্ট, ২০২৪

ছাত্রজনতার একদফা দাবি আদায়ে দেশব্যাপী ‘গাশত কর্মসূচি’ পালন প্রসঙ্গে।

শ্রদ্ধেয় আলেম সমাজ!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রজনতা।

সাধারণ আলেম সমাজ বিশ্বাস করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবি শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এ আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এ আন্দোলন বাঁচার আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, জালিমের কবল থেকে মজলুমের মুক্তির আন্দোলন। এক দফা দাবি এখন গোটা বাংলাদেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সাধারণ আলেম সমাজ ৩৫ জুলাই (৪ আগস্ট) রোববার বাদ আসর সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে ‘গাশত কর্মসূচি’ পালন করবে।

এতে সারাদেশের প্রতিটি কওমি মাদরাসার ক্যাম্পাস, জুমা এবং ওয়াক্তিয়া মসজিদের বারান্দা থেকে শিক্ষক-ছাত্র, অভিভাবক, স্থানীয় মুসল্লি সকলকে সঙ্গে নিয়ে দেশের প্রতিটি নাগরিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি আদায়ের পক্ষে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার দাওয়াত দেবেন ইনশাআল্লাহ।

সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে গোটা বাংলাদেশের মানুষের মুক্তির এই সংগ্রামকে সফল করতে প্রতিটি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, আলোচক, আলেম ব্যবসায়ী, লেখক-অনুবাদক, সাংবাদিক, বুদ্ধিজীবি সকলকে গাশতে অংশগ্রহণের আহ্বান করা হলো।

বার্তা প্রেরকঃ
সাধারণ আলেম সমাজ
৩ আগস্ট, ২০২৪ ইং

30/04/2024

শহুরে কালচারের সাথে ইসলামের দূরত্ব তৈরি হচ্ছে ক্রমাগত। পোশাকআশাক, পরিবার, মনমানসিকতা সর্বত্র শহুরে কালচারের সাথে ইসলামের সংঘর্ষ হচ্ছে।
- নারীদের মাঝে ওড়না ত্যাগ, পশ্চিমা পোশাকের প্রবণতা
- ছেলেদের মাঝে হাফপ্যান্ট পরার প্রবণতা
- ঘন্টায় ১ তালাক
- কিশোর-কিশোরীদের দৈহিক সম্পর্ক
- কিশোর গ্যাং
- সংমকামিতা ও ট্রাংন্স
- মদপান
এসব শহরের রোগ রিলেটিভলি।
এজন্য শহুরে কালচারকে ইসলামের দিকে টেনে রাখতে হবে।
তাই বিভিন্ন এপার্টমেন্ট বিল্ডিংগুলোর মালিক সমিতির সাথে বসে এপার্টমেন্টের বাসিন্দাদের নিয়ে দ্বীনি আলোচনার আয়োজন করতে হবে।
চলুন সকলে মিলে এই ইনিশিয়েটিভ নেই।

Shamsul Arefin Shakti

বিফ...গরুর গোশত।
21/03/2024

বিফ...
গরুর গোশত।

17/03/2024

সপ্তাহিক উন্মুক্ত দারস্||মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার ||

04/02/2024

বিশ্ব এজতেমার উপর আরোপিত প্রশ্ন সমূহ ও তার উত্তর -02।

03/02/2024

বিশ্ব এজতেমার উপর আরোপিত প্রশ্ন সমূহ ও তার উত্তর -১।

02/02/2024

তিলাওয়াতুল কোরআন।
মিশরে চলছে পক্ষকাল ব্যাপী বিশ্বের দ্বিতীয় বৃহত্তর বইমেলা। বেশ বড় পরিসরে আন্তর্জাতিক এই মেলায় একদিন গিয়ে সবকিছু কাভার করা সম্ভব নয়। এজন্য বই প্রেমীরা প্রত্যেকে প্রায় দিনই হাজির হন।

এই মেলায় অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৭০ টি দেশের মতো। ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে মেলায় বই প্রদর্শনী এবং বিক্রির পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনীযও। নিয়মিত হাজির হন শিক্ষাবিদ সাংবাদিক লেখক কলামিস্ট গবেষক ও সাংস্কৃতিক কর্মীগণ।

আমরা প্রথম দিন গিয়েছিলাম আজহার ইনস্টিটিউট এর পক্ষ থেকে আজহারের ব্যবস্থাপনায়। সেদিন আযহারের নির্দিষ্ট নানা আনুষ্ঠানিকতা ছিল। তাই নিজের মতো করে তেমন কিছু করা যায়নি।

পরে গত কালও যাওয়া হয়েছিল। সেখানে আজহারের প্রদর্শনী কেন্দ্রে চমৎকারভাবে আরবিতে ফ্রিতে নাম লেখানো যায় খত্তে আরবি কর্ণারে।লম্বা সিরিয়ালও ধরতে হয় ।
ঘটনাক্রমে সিরিয়ালে দেখা হয়েছিল মিশরীয় কয়েকজনের সাথে। পরে নাম লেখানো শেষে
আমি প্রদর্শনী কেন্দ্রের সামনে চ্যানেলের জন্য
ভিডিওতে কথা বলছিলাম।

পরে মিশরীয় ভাইয়েরা আশা ব্যক্ত করল তারা আমার সাথে কোন গজল অথবা কোরআন তেলাওয়াত অথবা কোনো হামদ নাত ইত্যাদি গাইতে চায় যৌথ কন্ঠে। আর এর জন্য কোনভাবেই তখন আমি প্রস্তুত ছিলাম না।
পরে বলল যে ঠিক আছে আমাদের সাথে দাঁড়িয়ে থাকেন। এরপর দাঁড়িয়ে থাকলাম।
আর সে চমৎকার কন্ঠে কোরআন তেলাওয়াত করল। (ওদেরও মিডিয়া আছে)

তেলাওয়াতটি একেবারে রিয়েল তার কন্ঠে।
সামান্য একটু ইকু দেওয়া হয়েছে শুধু।

কায়রো,মিশর।
০৩.০২.২০২৪

আলহামদুলিল্লাহ! আমাদের ইউটিউব চ্যানেলটি সফলভাবে মনিটাইজেশন হয়েছে। 👇👇👇https://youtube.com/?si=1a1TbzV50_aUAAV1
22/01/2024

আলহামদুলিল্লাহ!
আমাদের ইউটিউব চ্যানেলটি সফলভাবে মনিটাইজেশন হয়েছে। 👇👇👇
https://youtube.com/?si=1a1TbzV50_aUAAV1

17/01/2024

ওয়াজ মাহফিলে আলেমদের সমালোচনা নিয়ে যা বললেন মাওলানা হাসান জামিল দা.বা.

15/01/2024

রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে রজব মাস।।

13/01/2024

চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন -বাস্তবতা কতটুকু!? মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার -মিশর।

12/01/2024

পবিত্র কোরআন তিলাওয়াত।
ক্বারী জহিরুল ইসলাম -মিশর।
অধ্যায়নরত আল আযহার ইউনিভার্সিটির, কায়রো,মিশর।

12/01/2024

কোরআনের জ্যোতি ভার্চুয়াল কনফারেন্স।। তিলাওয়াত ও আলোচনা। ১ম পর্ব।

এই পর্বে তিলাওয়াত করেছেন
বিশ্বজয়ী হাফেজ, হাফেজ নাহিয়ান কায়সার।
বিশিষ্ট কারী, ক্বারী নাছির উদ্দিন চট্টগ্রাম।
আলোচনা করেছেন :শায়েখ মহিববুর রহমান আল আযহারী( হাফিজাহুল্লাহ)

ইউটিউবে 👇
https://youtu.be/Le3Da8cL8I8?si=COwbVGx7YJH2b2RL
সম্পূর্ণ লাইভটি ইউটিউবে 👇👇
https://www.youtube.com/live/EkQGMzpBgAs?si=6k8wqEk1CYzTSWBp

Address

Cumilla

Telephone

+201550998219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hamim tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Hamim tv:

Videos

Share

Category


Other TV Channels in Cumilla

Show All