28/12/2024
*"কখনো কখনো, কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। কিছু অনুভব করি, কিন্তু সেটা অন্যদের কাছে বোঝাতে পারি না। কষ্টগুলো আমার ভেতরে জমে থাকে, আর বাইরে হাসিমুখে সময় পার করি। কিন্তু জানি, একদিন এই সমস্ত চুপ থাকা শব্দ হয়ে ফিরে আসবে, একদিন এই নীরবতা জ্বলে উঠবে আগুনের মতো।"*😭💔🥀