এখনো ভালোবাসি তোমাকে-

এখনো ভালোবাসি তোমাকে- Somewhere from Bangladesh
(1)

28/12/2024

*"কখনো কখনো, কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। কিছু অনুভব করি, কিন্তু সেটা অন্যদের কাছে বোঝাতে পারি না। কষ্টগুলো আমার ভেতরে জমে থাকে, আর বাইরে হাসিমুখে সময় পার করি। কিন্তু জানি, একদিন এই সমস্ত চুপ থাকা শব্দ হয়ে ফিরে আসবে, একদিন এই নীরবতা জ্বলে উঠবে আগুনের মতো।"*😭💔🥀

27/12/2024

নিঃসঙ্গতা কখনোই সহজ নয়,
কিন্তু সবথেকে বড় কষ্ট হলো,
যখন তুমি জানো, কিছুই আর আগের মতো হবে না।
তবুও প্রতিদিন বাঁচতে হয়,
যতটা কষ্টই হোক না কেন,
অথবা হয়তো, এই কষ্টই
অপরাধবোধের চেয়ে অনেক বেশি সহ্যযোগ্য।🥹💔

26/12/2024

মধ্যবিওের আত্নসম্মানবোধ প্রবল। তারা কম খেয়ে
কম পরে নিজের আত্নসম্মান বজায় রেখে সমাজে চলতে চায়। তাদের কাছে নিজের আত্নসম্মান সবকিছুর ঊর্ধ্বে। তারা অন্যের কাছে তেমন কিছু চায় না, চায় মানুষ
হিসাবে সবাই তাদের প্রাপ্য সম্মানটুকো করুক।
ব্যাস এইটুকোই।❤️

25/12/2024

এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই একটা না একটা গল্প থাকে যেটা শুধু ওই মানুষটাই জানে।
প্রতিটা মানুষের ভিতরেই কোন না কোন না পাওয়ার আক্ষেপ আছে,
আছে যন্ত্রণা।
যে আক্ষেপ বা যন্ত্রণাটার খবর তার পাশের
বালিশে শুয়ে থাকা মানুষটাও জানেনা।
আর এভাবেই কেটে যায় প্রতিটা রাত।
কেটে যায় বছরের পর বছর।
বুকের ভিতর এরকম কত শত যন্ত্রণা আর আক্ষেপ নিয়ে রোজ কত মানুষ ঘুমোতে যায় তার হিসেব কেউ জানেন না,

25/12/2024

কিছু অসহ্য রাত আসে আমাদের জীবনে , মানুষ নিজের ভিতরে না পাওয়ার ভাঙ্গনে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু তারপরও বিশ্বাস করতে শিখে এই কষ্টের কান্না গুলো লম্বা এই সময়ের জন্য হবে না ।নিজের ভিতরের দহন চিরদিনই জ্বলবে না ।তখন প্রচন্ড বিশ্বাস নিয়ে সে রাতগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবং একটি সুন্দর ভোরের স্বপ্ন দেখে ।

বিশ্বাস করো এই দির্ঘরাত গুলোও কিন্তু ফুরোয় শুধু মনে ক্ষতের মত দাগ থেকে যায় ।

24/12/2024

ভিতরে ভিতরে শে!ষ হয়ে যাচ্ছি,কাউকে কিছু বলতেই পারতেছি না।জোরে চিৎ!কার করে কা!ন্না করতে ইচ্ছা করতাছে কিন্তু সেটাও পারতেছি না।
কাউকে বোঝাতেই পারছি না,আমি কেমন আছি?কিভাবে কাটছে আমার দিন-রাত।শুধু এটা জানি আমি ভালো নেই,সত্যি আমি ভালো নেই 🌼🥀💔🥹

24/12/2024

- সময়টা সেই আগের মতোই
আছে🌸🥀

- কিন্তু আগের মতো আনন্দ টা
আর নেই💔😢

23/12/2024

মুখ দেখে যদি, মুখোশের অন্তরালকে চেনা যেত।
তাহলে ঠকতো না মানুষ,কিছু অমানুষদের কাছে।
পরিচয়টা মানুষদের সাথেই হতো🙂🙂

22/12/2024

__যাকে কোনো দিন চিনতাম না..!!

__আজ তাকে ভূলতে পারি না..!!😨

22/12/2024
20/12/2024

জীবনে সুখী হবার ৫ টি উপায়ঃ
১/- ঘৃণাবোধ থেকে দূরে থাকুন।
২/- অহেতুক দুশ্চিন্তা থেকে মনকে দূরে রাখুন।
৩/- সাদাসিধে জীবন যাপন করুন।
৪/- খুব বেশী প্রত্যাশা করবেন না।
৫/- সৃষ্টিকর্তার সাথে সম্পর্ককে আরও মজবুত করুন।

আমি ৫ টা থেকে ২ টা উপায় মানতে পারি বাকিগুলা পারি না🥹

19/12/2024

দিনশেষে এ শহরের সবার মাঝেই চলে দ্বীর্ঘশ্বাসের মেলা🙂
সবাই তো ভোগে সুখের অসুখে কম বেশি,ধনী গরীব।
তবুও সেই সুখের লোভেই চলে রঙ বেরঙের বৈষম্য ময় খেলা🙂

18/12/2024

আমাদের ছোট ছোট অভিমান গুলো জমে মনের কোনে আটকে রেখে আমরা ভাবি দিন কেটে যায় । আসলে দিন যতটা কাটে তার চেয়ে বেশি দুরত্বের দেয়াল তৈরী করে এ অভিমান ।আজ যে মানুষটা অনেক কাছের কাল সে মানুষটা বহুদূরের ।

17/12/2024

দুপুরে শূন্য লাগে, বিকেল হলেই একা, সন্ধ্যায় মন খারাপ, রাতে হয় না ঘুম। জীবন'টা তো এমন হওয়ার কথা ছিল না।

14/12/2024

- মানুষ দুটো 'সময়' চুপ থাকে!😔
- যখন তার কথা বলার কিছু থাকে না!😥

- যখন তার 'অনেক কিছু বলার থাকে' কিন্তু সে-বলতে পারে না..!😓🥀

12/12/2024

Dear 2025

আর মন ভেঙে দিও না , ইচ্ছেপূরণের বছর হয়ে ধরা দিও , সবচেয়ে প্রিয় একটা বছর হয়ে এসো লাইফে, খুব বেশি কিছু চাই নাহ নতুন বছরে , একটু শান্তি চাই , মানসিক শান্তি ..,❤️🌹

10/12/2024

ভালবাসলে নত হতে হয় যদি বিপরীত মানুষটিও ভালবাসে। কিন্তু যেখানে শুধু তোমাকেই নত হতে হয় সেখানে তুমি কি করে ভালো থাকবে বলো?
তাছাড়া যে ছেড়ে যেতে চায় সে তো কখনো ভালোই বাসে না, আর যে তোমায় ভালোই বাসে না তাকে তুমি নিজের করে রেখে কি করবে?

09/12/2024

"যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে, তবে তার কথার জবাব দিও না। কেননা, হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে!"

~হযরত আলী (রা.)🌸

Address

Cumilla
COMILLA

Alerts

Be the first to know and let us send you an email when এখনো ভালোবাসি তোমাকে- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share