Daily Amader Nangalkot

Daily Amader Nangalkot দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সকল ? দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার অফিসিয়াল পেইজ।
(14)

03/05/2024

আগামীকালের মধ্যে তিন ব্যাগ A+ পজেটিভ ব্লাড প্রয়োজন।

01711-286173

06/04/2024

আমি ক্ষমাপ্রার্থী!
ইসলামে নির্দেশ দেয়া হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না!! যতক্ষণনা সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।
আমাকে যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন, আমি তাদের ক্ষমা করে দিলাম।
আমি একজন মানুষ, আমি হয়তো আপনার গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।
আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের সিয়াম, কিয়াম এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমিও আপনার জন্য দোয়া করব, ইনশা আল্লাহ্
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত,
হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন। আমীন।

17/03/2024

নাঙ্গলকোটের ছাত্রনেতারা
আবুল বাশার জয় ভাইকে দেখে কিছু শিখুন।

16/03/2024
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা
11/03/2024

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা

02/03/2024

আমরা কি সম্পদের জন্য পিতা-মাতাকে ভালোবাসি...?
এই প্রশ্ন কি কখনো নিজেকে করেছেন?

29/01/2024

দুই তিন দিন জ্বর, ঔষধ না খেলেও চলতো, এমনিতেই আপনি কয়েক দিনের মধ্যেই সুস্থ হতে পারতেন, কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলেন।
ডাক্তার সাহেব আপনাকে শুরুতেই তিনটি পরীক্ষা বা টেস্ট দিলেন। টেস্ট রিপোর্টে জ্বরের কারণ খুঁজে পাওয়া না গেলেও কোলেস্টেরল আর ব্লাড সুগার লেভেল সামান্য একটু বেশি পাওয়া গেল, যা একটু এদিক ওদিক হতেই পারে।
এখন আপনি আর জ্বরের রোগী নন। ডাক্তার সাহেব বুঝালেন- আপনার কোলেস্টেরল বেশি আর প্যারা-ডায়বেটিস হয়ে আছে। আপনাকে এখন থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ খেতে হবে, সঙ্গে অনেকগুলো খাবারে নিষেধাজ্ঞা। আপনি খাবারের নিষেধাজ্ঞা ঠিকঠাক না মানলেও ওষুধ খেতে ভুল করলেন না।
এইভাবে তিন মাস যাওয়ার পর আবার টেস্ট। এবারে দেখা গেল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমেছে, কিন্তু রক্তচাপ সামান্য বেড়ে গেছে । যেটাকে নিয়ন্ত্রণ করতে তিনি আরেকটি ওষুধ দিলেন। এখন আপনার ঔষধের সংখ্যা হলো ২ টি ।
‘কখন কী হয়ে যায়, এখনও তো কিছুই গোছানো হয়নি....’ এমন দুশ্চিন্তায় আপনার রাতের ঘুম কমে যাচ্ছে, ফলে ডাক্তার সাহেবের পরামর্শে আবার ঘুমের ওষুধ খাওয়া শুরু করলেন। এখন আপনার ঔষধের সংখ্যা হলো ৩টি।
একসঙ্গে এতগুলি ওষুধ খাওয়ামাত্রই আপনার বুক জ্বালাপোড়া আরম্ভ হলো, ডাক্তার সাহেব বিধান দিলেন- প্রতিবেলা খাওয়ার আগে খালিপেটে দুইটি করে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। ঔষধের সংখ্যা বেড়ে হলো ৪টি।
এইভাবে বছরখানেক যাওয়ার পর আপনি বুকে ব্যাথা অনুভব করায় একদিন হাসপাতালের ইমার্জেন্সিতে ছুটলেন। ডাক্তার সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে বললেন- সময়মতো আসায় এই যাত্রায় বেঁচে গেলেন। আরেকটু দেরি করলেই সর্বনাশ হয়ে যেতো। তারপর আরও কিছু বিশেষায়িত পরীক্ষা করতে বললেন ।
অনেক টাকার পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারসাহেব বললেন- আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, ওভাবেই চলবে। তবে তার সাথে হার্টের জন্য আরও দুইটি ঔষধ খেতে হবে। আর অবিলম্বে একজন এন্ডোক্রিনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। ঔষধের সংখ্যা বেড়ে হলো ৬টি।
আপনি একজন হরমোন বিশেষজ্ঞের সাথে দেখা করলেন, সেখানে যাওয়ার পরে তিনি যোগ করলেন ডায়বেটিসের অর্থাৎ সুগারের ওষুধ ১ টি । আর থাইরয়েড হরমোন সামান্য বেশী হওয়ায় তার জন্য ১টি। আপনার রোজ ঔষধ খাওয়ার সংখ্যা দাঁড়ালো ৮টি।
এখন আপনি জানলেন ও ভেবে থাকলেন আপনি একজন বড় রোগী-
হার্টের রোগী, সুগারের রোগী, অনিদ্রার রোগী, গ্যাসট্রিকের রোগী, থাইরয়েডের রোগী, কিডনির রোগী, ইত্যাদি।
আপনাকে ইচ্ছাশক্তি বাড়িয়ে, মনোবল বাড়িয়ে সুস্থভাবে বাঁচার রসদ বাড়িয়ে বেঁচে থাকার পরিবর্তে জানানো হলো, শেখানো হলো- আপনি রোগী, বড় রোগী, আপনি অসুস্থ ব্যক্তি, একজন অসমর্থ, বিধ্বস্ত, ভঙ্গুর, নড়বড়ে ব্যক্তি!
এভাবে আরও ছয় মাস চলার পর ঔষধগুলির সাইড এফেক্টস হিসাবে একটু প্রস্রাবের সমস্যা দেখা দেবে। ডাক্তারসাহেব সবরকম রুটিন চেকআপ করতে দিলেন। রুটিন চেক-আপ করানোয় জানতে পারলেন- আপনার কিডনিতে সামান্য সমস্যা আছে। ডাক্তার সাহেব আবার নানারকম কিডনি ফাংশনের পরীক্ষা দিলেন।
রিপোর্ট দেখে তিনি বললেন- ক্রিটিনিন একটু বেশি। তবে নিয়মিত ওষুধ খেলে আর কোনো চিন্তা থাকবে না। আরও ২টি ঔষধ তিনি যোগ করলেন।
ফলে বর্তমানে আপনার মোট ওষুধের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০টি ।
আপনি এখন খাবারের চেয়ে ওষুধ বেশি খাচ্ছেন, আর সব রকম ঔষধের নানারকম পার্শ্বপ্রতিক্রিয়ায় দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন!
অথচ যে জ্বরের জন্য আপনি সর্বপ্রথম ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি যদি বলতেন- চিন্তার কোন কারণ নেই, এই সামান্য জ্বরে কোন ওষুধ খেতে হবে না, কয়েকদিন একটু বিশ্রামে থাকেন, পর্যাপ্ত পানি পান করুন, টাটকা শাকসবজি ও ফল বেশি করে খান। শরীর ভালো রাখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাটি করুন, ব্যাস, তাহলেই আপনার শরীর ফিট থাকবে। যান, বাড়ী যান- কোন ঔষধের প্রয়োজন নেই।
কিন্তু সেটা করলে ডাক্তার সাহেব আর ওষুধ কোম্পানিগুলোর পেট ভরবে কিভাবে?
-
★ ১৯৭৯ সালে রক্তে শর্করার মাত্রা 200 ml/dl পেলে ডায়বেটিস রোগী হিসেবে গণ্য করা হতো। সেই হিসেবে তখন সমগ্র পৃথিবীর মাত্র ৩.৫ % মানুষ টাইপ-২ ডায়াবেটিস রোগী হিসাবে চিহ্নিত হতেন।
★ ১৯৯৭ সালে ইনসুলিন প্রস্তুতকারকদের চাপে সেই মাত্রা এক লাফে কমিয়ে 126 ml করা হয়। ফলে ডায়বেটিস রোগীর সংখ্যা ৩.৫ % থেকে এক লাফে বেড়ে ৮ % হয়ে যায় , অর্থাৎ রোগের কোনরূপ বহিঃপ্রকাশ ছাড়াই স্রেফ ব্যবসায়িক স্বার্থে ৪.৫ % মানুষকে রোগী বানিয়ে ফেলা হলো!
★ ১৯৯৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই মানদন্ডে সায় দেয়।
★ ২০০৩ সালে রক্তে শর্করার মাত্রা 100 ml কে ডায়াবেটিস রোগের মানদন্ড হিসেবে গণ্য করার ঘোষণা দেয় American Diabetes Association (ADA), ফলে কোনো কারণ ছাড়াই একলাফে পৃথিবীর ২৭% মানুষ ডায়বেটিস রোগী হয়ে যায়।
★ বর্তমানে ADA কর্তৃক ঘোষিত মানদন্ড হচ্ছে 140 mg P.P -এ হিসাবে বিশ্বের ৫০% মানুষকে কৌশলে ডায়বেটিস রোগী বানিয়ে ফেলা হয়েছে। এদের অধিকাংশ ডায়াবেটিস রোগী না হওয়া সত্ত্বেও নিয়মিত ওষুধ খেয়ে নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ায় নানা রোগে আক্রান্ত হয়ে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে মারা যাচ্ছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, টেস্ট করালেই যে কোনো মানুষ প্রি-ডায়াবেটিক রোগী হিসেবে গণ্য হবেন।
-
“ভবিষ্যতের ডাক্তাররা কোন ঔষধ দিবেন না বরং তাঁর রোগীকে মানব শরীরের গঠন ও তার যত্ন নেওয়া, খাদ্যাভাস নির্ধারণ এবং রোগের কারণ এবং নিবারণ সম্পর্কে প্রশিক্ষণ দিবেন।

-টমাস আলভা এডিসন, মার্কিন আবিষ্কারক

25/01/2024

জগৎজুড়ে অবাক সবে, জয়ের দেশের জয়;
রোহিঙ্গাদের ক্যাম্পে ঢোকো, হিংসে যাদের হয়।
হিংসে হলো পাপের শেকড়, পতন আনে, পতন;
দিল্লি-দুবাই চাইছে হতে কেবল ঢাকার মতোন।

17/01/2024

হে আল্লাহ, আমাকে মেজাজের ভারসাম্য রক্ষা করার এবং উত্তম ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহআপনাদের অকৃত্রিম ভালোবাসায় সফলতার ৪র্থ বর্ষে।
13/01/2024

আলহামদুলিল্লাহ
আপনাদের অকৃত্রিম ভালোবাসায় সফলতার ৪র্থ বর্ষে।

11/01/2024

একজন ঋণগ্রস্ত ব্যক্তি কতটা অসহায় একমাত্র আল্লাহই ভালো জানেন।

নাঙ্গলকোট থানা কমপ্লেক্স শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলছে ভোট গ্রহণ...এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা-৫৫৪...
07/01/2024

নাঙ্গলকোট থানা কমপ্লেক্স শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলছে ভোট গ্রহণ...

এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা-৫৫৪৯জন
মোট বুথ সংখ্যা-১০টি
৯:১০মিনিটে ভোট পড়েছে-৭৭টি

মুসলিমদের প্রধান শত্রু মুখোধারী মুসলমান
29/12/2023

মুসলিমদের প্রধান শত্রু মুখোধারী মুসলমান

25/12/2023

পূর্ব কে যদি নেতা বলে
এটাই পশ্চিম দিক
সঙ্গে সঙ্গে তুমিও বলাে
যা বলেছেন ঠিক।

উচিত কথা বলতে মানা
অপরাধ হয় মস্ত
বললে উচিত কথা
পদে পদে হবে অপদস্থ।

পচে যাওয়া মস্তিষ্ক, বিক্রি করে দেয়াই শ্রেয়।

21/12/2023

এই ১৪ ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী শূন্য হয়েছিলাম। দেশটা আরো ৫০ বছর এগিয়ে যেতে পারতো। এই দেশে একজন ভালো গ্রাজুয়েট তার মেসের সিট ভাড়ার জন্য টিউশনি খুঁজে পায় না। ঢাবি শিক্ষক তার প্রতিষ্ঠানে মতামত প্রকাশ করতে পারে না!
সেই সমাজে ল্যা*টা পোলাপান প্রিন্স মামুন সাংবাদিক ও মানুষের আগ্রহ হয়,হিরো আলম ডিবি অফিস থেকে বার্থডে কেক উপহার পায়, সো কল্ড গায়িকা নায়িকারা সংসদে যায়!
এই সমাজ থেকে ভালো কি আশা করা যায়? সমাজের আইডল ও গসিপ এখন সো কল্ড কিছু ইনফ্লুয়েঞ্জা, ফুড ভালগারস ও টিকটিকি!! এরা আসলে আমাদের সমাজের আবর্জনা।
কেন হবে না, এই রাষ্ট্রও চায়,দেশের কথা না বলে এইসব লুতুপুতু কন্টেন্ট ক্রিয়েটররাই মানুষের সামনে থাকুক,কারন মূর্খরা কখনো হুমকি না!!

30/09/2023

৫ই অক্টোবর তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথি জনাব আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া

রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমা...
27/09/2023

রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রত্যেক ব্যবসায়িক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারী ক্লাবের সদস্য হয়ে থাকেন।

বাপ্পি মজুমদার ইউনুস কুমিল্লা। কুমিল্লার নাঙ্গলকোটে রোটারি ক্লাবের আয়োজনে কলার হেন্ডওভার, অসহায়দের মাঝে নগদ অর...

12/09/2023

বাপ্পি মজুমদার ইউনুস, কুমিল্লা।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অলিপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গ্রাহক ও সুধী সমাবেশ মঙ্গলবার সকালে ব্যাংক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নাঙ্গলকোট শাখার সিনিয়র অফিসার বোরহান উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অলিপুর বাজার এজেন্ট আউটলেট শাখার সত্ত্বাধিকারী হাফেজ মোহাম্মদ মজিবুল হক(মজিব)।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নাঙ্গলকোট শাখার ম্যানেজার ও এফএভিপি জনাব মোঃ আবু নাইম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা শাখার ম্যানেজার ও এফএভিপি মোহাম্মদ সাজ্জাদ হোসেন,ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ সিনিয়র অফিসার মোহাম্মদ মামুনুর রশীদ,বিনিয়োগ ইনচার্জ ও সিনিয়র অফিসার ফয়াসাল আহমেদ ভূঁইয়া, বোরহান উদ্দিন, মাওঃ শফিকুর রহমান, সমাজ সেবক গিয়াস কামাল।

এসময় উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখার এজেন্ট ইনচার্জ ফরমান উল্লাহ,অলিপুর বাজার এজেন্ট ব্যাংক আউটলেটের ইনচার্জ মোবারক হোসাইন,ক্যাশিয়ার তানভীর আলম, খোরশেদ আলম,আরিফ, মহিন উদ্দীন, ফাহাদ, রাকিব প্রমুখ।

কিছুদিন যাবৎ দেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তিমূলক, অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শিমুল এন্টারপ্রাইজসহ ৮টি প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে- তা যথাযথভাবে উপস্থাপিত হয়নি। ঋণ-আমানত, রেমিট্যান্স যে কোনো বিচারে শক্তিশালী অবস্থানে আছে ইসলামী ব্যাংক। তাই ব্যাংক নিয়ে গ্রাহকদের আস্থার কোনো সংকট নেই।

৩০ হাজার গ্রাম মাইক্রো ফাইন্যান্সের আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকের ১৬ লাখ গ্রাহকের মধ্যে ৯২% নারী গ্রাহক। এই গ্রাহকরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখছেন। প্রবাসী আয়েও বড় ভূমিকা রাখছেন।

ইসলামী ব্যাংক অলিপুর বাজার এজেন্ট আউটলেট শাখার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
12/09/2023

ইসলামী ব্যাংক অলিপুর বাজার এজেন্ট আউটলেট শাখার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নাঙ্গলকোট শাখার সিনিয়র অফিসার বোরহান উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় সভাপতিত্ব কর.....

26/08/2023

মানবিক সেচ্ছাসেবী সংগঠন মশাল ২৬ শে আগস্ট ২০২১ প্রতিষ্ঠা হয়।মশাল এর একটি শ্লোগান সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্.....

নাঙ্গলকোট মশাল-সংগঠন এর উদ্যোগে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। রিপোর্টারঃ মনির হোসেন নাঙ্গলকোটে মশাল- সংগঠন আলো চরাচ্ছে গরীব ...
25/08/2023

নাঙ্গলকোট মশাল-সংগঠন এর উদ্যোগে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

রিপোর্টারঃ মনির হোসেন

নাঙ্গলকোটে মশাল- সংগঠন আলো চরাচ্ছে গরীব অসহায় মানুষদের, আজ প্রায় ১০০ জন মাদ্রসা পড়ুয়া ছাত্রদের কে একবেলা আহার বিভিন্ন কেটাগরিতে পুরষ্কার দেন মশাল- সংগঠন, পরে সাংস্কৃতিক প্রোগ্রাম শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন সম্পুর্ন করেন। পরে সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ধন্যবাদ জানান,
যারা এই ইভেন্ট এ আর্থিকভাবে কিংবা মানসিকভাবে সাহায্য করেছেন তাদেরকে।

21/08/2023

নাঙ্গলকোট উপজেলায় ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
রিপোর্টারঃ মনির হোসেন

13/08/2023

ট্রাইল ভার্সন

18/07/2023

বিপদের বন্ধু আমরা প্রবাসী সংগঠন এর পক্ষ থেকে মসজিদ উন্নয়নে নগদ অর্থ হস্তান্তর

কুমিল্লার নাঙ্গলকোট দৌলখাঁড় ইউনিয়ন কান্দাল উত্তর পূর্বপাড়া বাতুল মামুর জামে মসজিদের ভবন নির্মাণে বিপদের বন্ধু আমরা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর অনুষ্ঠান সোমবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, মসজিদ কমিটির সভাপতি হাজী তাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল গফুর, সেক্রেটারী আব্দুল আউয়াল, সহ-সেক্রেটারী আব্দুস সামাদ, ক্যাশিয়ার মোঃ ইউসুফ আলী মজুমদার, মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম, সহকারি ক্যাশিয়ার মোঃ সাইফুল ইসলাম, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন, রঙ্গু মিয়া প্রমুখ।

মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ ইউসুফ আলী মজুমদার বলেন, এখন পর্যন্ত কান্দাল উত্তর পূর্বপাড়া বাতুল মামুর জামে মসজিদের নির্মাণ কাজ প্রায় ২০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। টাকার অভাবে বাকী কাজ শেষ করা যাচ্ছে না। মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে আরও প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন। তিনি বিপদের বন্ধু আমরা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা প্রদানের জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। তিনি দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা কামনা করেন।


#ডিএমটেলিভিশন
#বাপ্পিমজুমদারইউনুস
#আয়াতডিজিটালসাইন

অভিনন্দন Bappy Mozumder Younus  সহ সবাইকেনবনির্বাচিত সভাপতি পদে জয় লাভ করায় অভিনন্দন
03/07/2023

অভিনন্দন Bappy Mozumder Younus সহ সবাইকে

নবনির্বাচিত সভাপতি পদে জয় লাভ করায় অভিনন্দন

দু'দিন আগেও তিনি চেয়ারম্যান।এখন সব শেষ। বাপ-ছেলে দল থেকে বহিষ্কৃত। খুনি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার।সাংবাদি...
19/06/2023

দু'দিন আগেও তিনি চেয়ারম্যান।এখন সব শেষ। বাপ-ছেলে দল থেকে বহিষ্কৃত। খুনি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার।সাংবাদিকদের ওপর যারা হামলা মামলা করতে চান, তারা জামালপুরের বাবু চেয়ারম্যানের দিকে তাকিয়ে অন্তত ১০০ বার ভাবুন।সাংবাদিকদের ওপর হামলা-মামলা এবং খুন করে কেউ পার পাবেন না l

Address

Nangalkot
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Daily Amader Nangalkot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Amader Nangalkot:

Videos

Share

Category



You may also like