Md Selim Miah

Md Selim Miah দেখতে পারলেই সুন্দর - সব চোখ দেখেনা।

20/11/2024

শিক্ষার্থীরা যে কোন যুক্তিক-অযুক্তিক আন্দোলনে যখন আইনশৃংখলা বাহিনীর সামনে গুলি নিতে বুক পেতে দেয়া শিখে গেছে, তখন আইনশৃংলা বাহিনীও ভঙ্গুরতায় পরিণত হচ্ছে। তারা বুঝে গেছে আইনশৃংখলা বাহিনী গুলি করলে তাদের চাকুরী যাবে, বিচার হবে। যার জন্য দেশে আইনের শাসন মুখ থুবড়ে পড়বে, অরাজকতা- নৈরাজ্য বিরাজ করবে, আইনশৃংখলা বাহিনীর মনোবল দূর্বল হয়ে যাবে। আজ বাংলাদেশ সেনাবাহিনীকে ভুয়া-ভুয়া বলে ভৎসনা করেছে ঢাকা কলেজের তরুনরা!

04/11/2023

...পৃথিবীতে শান্তি, অন্যের অনিষ্ট ও নিজেকে বাচালতা থেকে বাঁচাতে,--সব কথা বলতে নেই, সব কথার রিয়েক্ট নেই/দেয়া ঠিক নয়। চুপ করে খেলারামের খেলা দেখে যাওয়া উত্তম l দিনশেষে প্রকৃতি তার প্রতিদান দিবেই -সুনিশ্চিত 🔴

28/10/2023

তোর গরুর গুতায় কিচ্ছু হবেনা!

কি আর করবেন? সব ম্যাজিক দেখা শেষ, হল রুম খালি করুন।

খাইলিও না, চুইলিও না-- দশ হাতি কাপড় ভরাইলি মফিজ।

13/10/2023

কি হবে চতুর্থ শিল্প বিপ্লবের? কার জন্য এতো আয়োজন? যদি মানুষই ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে! কি লাভ এতো শত মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, আরব লীগ, ওআইসি, পরাশক্তিধর ভারত, রাশিয়া, চীন, কোরিয়া, সৌদি আরবের মতো দেশ থেকে!

ইজরায়েল এগার লক্ষ লোককে একদিনের মধ্যে গাজা ছাড়তে বলেছে- যাদের মধ্যে বেশির ভাগই শিশু, নারী ও বৃদ্ধ। একদিন পরই মোসাদ বাহিনী গাজায় হামলা করবে। মারমার,কাটকাট করে মানুষগুলোকে মেরে ফেলবে!!!! আহ মানুষ! কি নিদারুণ জীবন-মৃত্যু!

অথচ, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট ঘোষণা দিয়েছে, গাজার মানুষকে রেখে তারা গাজা ত্যাগ করবেনা। ইজরায়েল গাজা আক্রমন করলেও তাদের প্যারামেডিক্স আমৃত্যু সেবা দিয়ে যাবে!
(লিংক কমেন্ট বক্সে)

লোক দেখানো পুঁজিবাদী মানবতা ও পরাশক্তির কপালে ঊষ্টামারি--লাথ্থি মার ললাট জুড়ে! বুক ছিরে খা শকুনীর কলিজা!

বিংশ শতাব্দীর শতচেষ্টা ছিল একবিংশ শতাব্দী হবে শান্তির পৃথিবী। না, তা আর হলোনা। একবিংশ শতাব্দী হবে ট্রমাটিক্স, ভাল কিছু করার চিন্তা শক্তিও থাকবেনা। আক্রান্ত গাজাকে কেন্দ্র করেই সংগঠিত হবে একবিংশে আরো কযেকটি রক্তক্ষয়ী যুদ্ধ -- হ্যা, মানুষ ঝলসানোর যুদ্ধ।

প্রিয় গাজাবাসী ক্ষমিও মোদের অক্ষমতা, স্রষ্টা অবশ্যই সব অবলোকনকারী।

#গাজা
#হামাস
#ইসরায়েল

Address

Cumilla
Cumilla
3581

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Selim Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Selim Miah:

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All