13/10/2023
কি হবে চতুর্থ শিল্প বিপ্লবের? কার জন্য এতো আয়োজন? যদি মানুষই ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে! কি লাভ এতো শত মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, আরব লীগ, ওআইসি, পরাশক্তিধর ভারত, রাশিয়া, চীন, কোরিয়া, সৌদি আরবের মতো দেশ থেকে!
ইজরায়েল এগার লক্ষ লোককে একদিনের মধ্যে গাজা ছাড়তে বলেছে- যাদের মধ্যে বেশির ভাগই শিশু, নারী ও বৃদ্ধ। একদিন পরই মোসাদ বাহিনী গাজায় হামলা করবে। মারমার,কাটকাট করে মানুষগুলোকে মেরে ফেলবে!!!! আহ মানুষ! কি নিদারুণ জীবন-মৃত্যু!
অথচ, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট ঘোষণা দিয়েছে, গাজার মানুষকে রেখে তারা গাজা ত্যাগ করবেনা। ইজরায়েল গাজা আক্রমন করলেও তাদের প্যারামেডিক্স আমৃত্যু সেবা দিয়ে যাবে!
(লিংক কমেন্ট বক্সে)
লোক দেখানো পুঁজিবাদী মানবতা ও পরাশক্তির কপালে ঊষ্টামারি--লাথ্থি মার ললাট জুড়ে! বুক ছিরে খা শকুনীর কলিজা!
বিংশ শতাব্দীর শতচেষ্টা ছিল একবিংশ শতাব্দী হবে শান্তির পৃথিবী। না, তা আর হলোনা। একবিংশ শতাব্দী হবে ট্রমাটিক্স, ভাল কিছু করার চিন্তা শক্তিও থাকবেনা। আক্রান্ত গাজাকে কেন্দ্র করেই সংগঠিত হবে একবিংশে আরো কযেকটি রক্তক্ষয়ী যুদ্ধ -- হ্যা, মানুষ ঝলসানোর যুদ্ধ।
প্রিয় গাজাবাসী ক্ষমিও মোদের অক্ষমতা, স্রষ্টা অবশ্যই সব অবলোকনকারী।
#গাজা
#হামাস
#ইসরায়েল