ওমান প্রবাসী - Oman Probashi

ওমান প্রবাসী - Oman Probashi ওমান প্রবাসীদের চাকরির খবর সহ অন্যান্য খবর জানতে আমাদের সাথেই থাকুন।

আজকের এক্সচেঞ্জ রেট, প্রতিদিনের এক্সচেঞ্জ রেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।  #ওমান  #সৌদি  #কাতার  #আরবআমিরাত  #বাহরাইন  #...
15/10/2025

আজকের এক্সচেঞ্জ রেট, প্রতিদিনের এক্সচেঞ্জ রেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।

#ওমান #সৌদি #কাতার #আরবআমিরাত #বাহরাইন #কুয়েত

ওমানে ভ্রাতৃপ্রতিম সফরে আগমন করলেন কুয়েতের আমির।ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েতের আমির আজ ওমানের  সুলতান হাইসাম বিন তারিকের...
14/10/2025

ওমানে ভ্রাতৃপ্রতিম সফরে আগমন করলেন কুয়েতের আমির।

ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েতের আমির আজ ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করতে ওমান সফরে এসেছেন। এয়ারপোর্টে কুয়েতের আমির'কে রিসিভ করেন সুলতান নিজেই।

আল বারাকা প্রাসাদে অনুষ্ঠিতব্য এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এই সফর ও বৈঠক ওমান ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

#ওমান #কুয়েত #গালফসম্পর্ক #কূটনীতি #ভ্রাতৃসফর_

ওমানে ভ্রাতৃপ্রতিম সফরে আসছেন কুয়েতের আমির।ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েতের আমির আজ ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে...
14/10/2025

ওমানে ভ্রাতৃপ্রতিম সফরে আসছেন কুয়েতের আমির।

ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েতের আমির আজ ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করতে ওমান সফরে আসছেন। আল বারাকা প্রাসাদে অনুষ্ঠিতব্য এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এই সফর ও বৈঠক ওমান ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

#ওমান #কুয়েত #গালফসম্পর্ক #কূটনীতি #ভ্রাতৃসফর_

আজকের এক্সচেঞ্জ রেট, বিভিন্ন এক্সচেঞ্জে রেট কিছুটা কম/বেশি হতে পারে।
14/10/2025

আজকের এক্সচেঞ্জ রেট, বিভিন্ন এক্সচেঞ্জে রেট কিছুটা কম/বেশি হতে পারে।

13/10/2025

রাসুল (সঃ) এর সাহাবী ও ওমানের প্রথম মুসলিমের মাজার জেয়ারত। ভিডিওতে দেখুন সেই ঐতিহাসিক স্থান। #ওমানপ্রবাসী #প্রবাস

আজকের এক্সচেঞ্জ রেট।
11/10/2025

আজকের এক্সচেঞ্জ রেট।

ওমানে যাত্রী পরিবহনে নিরাপত্তা লঙ্ঘন: রয়্যাল পুলিশ চালাচ্ছে বিশেষ অভিযান।ওমানের আল-ওস্তা প্রদেশে যাত্রী পরিবহনের ক্ষেত্র...
10/10/2025

ওমানে যাত্রী পরিবহনে নিরাপত্তা লঙ্ঘন:
রয়্যাল পুলিশ চালাচ্ছে বিশেষ অভিযান।

ওমানের আল-ওস্তা প্রদেশে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রয়্যাল ওমান পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারা এমন যানবাহন থামাচ্ছে যেগুলো যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত নয়, অথচ তাতে যাত্রী বহন করা হচ্ছে। এসব যানবাহনে যাত্রী পরিবহন তাদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে এবং এটি আইন লঙ্ঘনের শামিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, "যেসব গাড়িতে যাত্রী পরিবহন করা যায় সেসব গাড়ই ব্যবহার এবং নিরাপত্তার সব শর্ত পূরণ করতে হবে।"

এই সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে রয়্যাল ওমান পুলিশ জনগণকে সতর্ক করছে, যেন তারা খোলা ট্রাক বা পিকআপের পেছনে বসে যাতায়াত না করেন।
এ ধরনের যাত্রা শুধু বিপজ্জনকই নয়, বরং আইনের চোখে অপরাধও।

পুলিশ আরও জানিয়েছে, যারা এই নিয়ম ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র:
রয়্যাল ওমান পুলিশ

#ওমানপ্রবাসী #প্রবাস

কী ভয়ংকর!  গায়ের লোম দাঁড়িয়ে যায়। সুন্দরবন থেকে দস্যুদের ব্যবহৃত একটি ট্রলার ঢাকার নিকটবর্তী নদীর তীরে রেখে দেওয়া হতো।  ...
10/10/2025

কী ভয়ংকর! গায়ের লোম দাঁড়িয়ে যায়।

সুন্দরবন থেকে দস্যুদের ব্যবহৃত একটি ট্রলার ঢাকার নিকটবর্তী নদীর তীরে রেখে দেওয়া হতো। ট্রলারটা সেখানেই থাকতো। “গুম” করা মানুষদের এখানে আনা হতো। রাতের অন্ধকারে ট্রলার নদীর বুক চিড়ে এগোত, নদীর নিস্তব্ধতা ভাঙত সেই আওয়াজে। তখনই “পার্সেল” বা “প্যাকেট” তারা যে নামই বলুক , তাকে প্রস্তুত করা হতো। ব্যাক্তির পায়ের সাথে সিমেন্টের ব্যাগ বেঁধে দেওয়া হতো।

সিমেন্টের ব্যাগ দুটোসহ তাকে ট্রলারটির কিনারে দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা হতো। অফিসাররা নির্দেশ দিতেন অথবা নিজেরাই কাজ করতেন। নলের সামনে বালিশ দিয়ে মাথায় ১ বা ২ রাউন্ড গুলি, ঠিক এর কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ ধারালো ছুরি দিয়ে পেটটা কেটে চিড়ে দিত। তারপর পায়ের সাথে বেধে রাখা সিমেন্টের ব্যাগ নিয়ে তাকে পানিতে ছেড়ে দেয়া হতো। মাথায় গুলি, পেট কাটা, পায়ে বাধাঁ সিমেন্টের ব্যাগ এভাবেই নিঃশব্দে আওয়ামীলীগ বিরোধী হতভাগা মানুষটা নদীর গভীরে হারিয়ে যেত।

ব্যস মিশন শেষ।

এভাবেই গুমের একেকটা সাবজেক্ট শেষ করতেন খুনি জিয়াউল আর তার ফোর্স। এটা একটা সংষ্কৃতি ছিলো। জিয়াউল একাই নিজ হাতে মেরেছেন হাজারখানেক। কিন্তু পুরো প্রক্রিয়াতে ছিলো "চাকরি" করা আরো অনেকে।

এরা কি শুধুই চাকরির জন্য এগুলো করেছে? এটা কি ডিফেন্সের অফিসারদের কাজ?

দেশপ্রেমিকের লাইসেন্স নিয়ে সেনাবাহিনীর যেসকল অফিসার নিজেরা এসব করেছে এবং অন্যদের করতে বাধ্য করেছে তাদের ঝেড়ে ফেলে তাদের বিচারের মুখোমুখি করে ফ্রেশ স্টার্ট করুক এটি আমাদের চাওয়া।

শুধু সেনাবাহিনী না একইভাবে পুলিশ, র‍্যাবের দায়ী সবার এই বিচার হওয়াটা দরকার।

এরা এখনও অধিকাংশই চাকরীতে আছে , আর তাদের প্রভু দিল্লিতে অবস্থান করতেছে। দিল্লির হয়ে তারা এই দেশে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।

10/10/2025

সহসায় খুলছেনা ওমানের ভিসা।
দালালকে টাকা দিয়ে প্রতারিত হবেন না।

10/10/2025

আমেরিকা পাকিস্তান আর্মিকে দিয়ে আবারো আ'ফগা'নিস্তান যুদ্ধ শুরু করলো। পাকিস্তান আর্মি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী।

09/10/2025

ওমানের দুকুমের দূর্ঘটনার ভিডিও আপলোড করে থাকলে ডিলেট করে দিন। পুলিশ একজনকে গ্রে'ফতার করেছে।

ওমানের আইন অনুযায়ী এধরণের ভিডিও আপলোড একদম নিষিদ্ধ।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when ওমান প্রবাসী - Oman Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ওমান প্রবাসী - Oman Probashi:

Share

Category