23/07/2024
প্রবাস জীবনে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে দেওয়ার পর এসে মনে হচ্ছে জেলখানায় আছি,,,কারণ কাজ শেষে রুমে আসার পর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পরিবার আত্মীয় স্বজন গুলার খোঁজখবর পেতাম কথা না হোক একটা ভয়েস পেতাম মেসেজ পেতাম
দিনে দুএকবার হলেও পরিবারের মানুষগুলার সাথে কথা বলতাম।
কিন্তু এ কয়টাদিন না পারি কারো চেহারা দেখতে না পারছি কারো সাথে যোগাযোগ করতে!
এতোদিন কখনোই মনে হতো না পরিবার ছেড়ে শত হাজার মাইল দূরে আছি,,সবসময় ভিডিও কলে দেখতাম কথা বলতাম মনে শান্তি পাইতাম( তবে এ কয়টাদিন তা না পারার কারণে মনে হচ্ছে লক্ষ্য কোটি মাইল দূরে আছি তাদের ছেড়ে!)
আল্লাহ আপনি আমার পরিবার-পরিজন সহ দেশের সকল পরিবারের মানুষগুলোকে হেফাজতে রাখুন(আমিন)