15/12/2024
এক নেতার মেয়েকে এসএসসির ইংলিশ আর ম্যাথ পড়াইতো বল্টু! বল্টু কে আংকেল ফোন দিয়ে জানালেন, মেয়ে A+ পাইছে। সেজন্য তারা অনেক খুশি। তাই আজ বল্টুকে ‘চিফ গেস্ট’ করে বাসায় ছোটখাটো একটা ঘরোয়া প্রোগ্রাম প্লাস খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। বল্টু যেন অবশ্যই থাকে।
নেতার বাড়িতে ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম মানেও বিশাল ব্যাপারস্যাপার। এমন আমন্ত্রণ ফেলে দেওয়া যায় না। তাই সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে রওনা দিলো বল্টু স্টুডেন্টের বাসার উদ্দেশ্যে। কিন্তু খালি হাতে তো আর যাওয়া যায় না। তাই রাজভোগের দুই কেজি মিষ্টিও নিলো সাথে।
মিষ্টি হাতে বাসে যেতে যেতে প্ল্যান করছে বল্টু — খাবার টেবিলে বসে কোন খাবারটা আগে খাবে, কোন খাবারটা পরে খাবে, আর কোন খাবারটা এভয়েড করবে! এমন সময় ফোনে স্টুডেন্টের মেসেজ— “স্যার, আপনি আজকে কোনোভাবেই আমাদের বাসায় আইসেন না। আমি আপনার পড়ানো ম্যাথ ইংলিশসহ তিন সাব্জেক্টে ফেল করছি। এখন আব্বা আপনারে খুঁজতাছে। কাজী ডাকাও শেষ। আপনি আসলেই আব্বা আমাদের দুইজনের বিয়া দিয়া দিবে।” 🙂
এখন আপনারাই বলেন বল্টুর কি যাওয়া দরকার নাকি বাড়িতে আবার ফিরে যাওয়া দরকার
কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ৃষ্ঠা