Nill Dairy

Nill Dairy সর্বদা আল্লাহর ইবাদত করতে চাই ইনশাআল্লাহ 🥀🥰

comilla

Nangalkot

06/03/2024

~নারীর ভালোবাসা ভয়ংকর,,,

~যাকে একবার মন থেকে ভালোবসে তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যায়🥰🥀😍

29/12/2023
24/12/2023
24/12/2023
____সব কিছুই ঠিক হয়      কিন্তু আগের মতো না🖤🥀😟
19/10/2023

____সব কিছুই ঠিক হয়
কিন্তু আগের মতো না🖤🥀😟

24/07/2023

~পাশে থাকলেই
মানুষ আপন হয়ে যায়না🥀🖤

24/05/2023

~কেউ কাউকে প্রতারণা করলো
সে আমার লোক নয়
[সহীহ মুসলিম ]

14/05/2023

~আমি দিনে দুইবার পাগল হই🤣

হাজ্জাজ বিন ইউসুফ একদিন ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতেএক সময় সাথীদের থেকে আলাদা হয়ে যায় এ সময় এক বৃদ্ধর সাথে তার সাক্ষাৎ হয়।
হাজ্জাজ বৃদ্ধকে ডেকে বলে, ওহে বড়ো তুমি কেথায় থেকে এলে?
বৃদ্ধ বলে ঐ যে গ্রাম দেখা যাচ্ছে সেখান থেকেই এলাম,
হাজ্জাজ বললো তেমার প্রশাসক কেমন
বৃদ্ধ :আনাদের প্রশাসকগন খুবই খারাপ। তারা সাধারন মানুষকে জুলুম নির্যাতন করে। তাদের ধন সম্পদ নিজের জন্য হালাল মনে করে,
হাজ্জাজ, আচ্ছা তাই নাকি?
হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে তোমার মন্তব্য কি?
বৃদ্ধ : ইরাকের ভূমিতে ইতঃপূর্বে তার মতো কোনো খারাপ প্রশাসক নিযুক্ত হয়নি,
আল্লাহ তায়ালা তার অমঙ্গল করুক।
সেই সাথে তার ও অমঙ্গল করুক যে তাকে এ কাজে নিযুক্ত করেছে,
হাজ্জাজ: তুমি কি জানো আমি কে?
বৃদ্ধ : নাহ জানিনা
হাজ্জাজ: আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ।
বৃদ্ধ : আপনি কি জানেন আমি কে?
হাজ্জাজ: না
বৃদ্ধ : আমি আজাল গোত্রের এক পাগল। দিনে দুইবার করে পাগল হয়ে যাই।
হাজ্জাজ এই কথা শুনে খুশি হয়ে তাকে ভালো মানুষের পুরস্কার দেয়।

শিক্ষা : হাজ্জাজ ছিলে অনেক বড় জালিম ও পাপী। অযথা এমন নিষ্ঠুরদের জুলুমে শিকার না হওয়া ভালে কখনো কোনো কারনে দেখা হয়ে গেলে এদের পাশ কাটিয়ে যাওয়া শ্রেয়।

~পুকুরের সমান গ্লাস🤣একজন ইংরেজি শিক্ষিত লোক এক মাদ্রাসায় গিয়ে এক তালেবে ইলমকে জিজ্ঞেস করলো,-বলো তো এই পুকুরে কয় গ্লাস পা...
14/05/2023

~পুকুরের সমান গ্লাস🤣

একজন ইংরেজি শিক্ষিত লোক এক মাদ্রাসায় গিয়ে এক তালেবে ইলমকে জিজ্ঞেস করলো,-বলো তো এই পুকুরে কয় গ্লাস পানি আছে?
তালেবে ইলম প্রশ্ন শুনে অবাক হলো।
সাথে সাথে এটাও বুঝতে পারলো যে তাকে ঠেকানোর জন্য এই অদ্ভুত একটা প্রশ্ন করলো।
তাই সেও চমৎকার জবাব দিল। সে বললো আচ্ছা আপনার গ্লাসটা ঠিক কত বড়?
শিক্ষিত লোকটি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিলো, "কেনো ?"
তালেবে ইলম বললো, না মানে_ আপনার গ্লাসটি যদি এই পুকুরের সমান হয় তাহলে এখানে মাত্র এক গ্লাস পানি আছে। আর যদি গ্লাসটি পুকুরের অর্ধেক হয় তাহলে দুই গ্লাস পানি আছে, আর যদি চার ভাগের এক ভাগ হয় তাহলে চার গ্লাস পানি আছে,
ছাত্রটির মুখে এমন যথোপযোগী জবাব শুনে লোকটি লজ্জা পেয়ে গেলো এবং বললো থাক আর বলতে হবে না। বুঝেছি তুমি কি বলতে চাইছো,

শিক্ষা: যেকোনো মানুষকে নিজের চেয়ে ছোট ও জ্ঞানহীন ভাবা নিতান্তই বোকামি ছাড়া কিছুই নয়।

04/04/2023

নিজের পোস্টে নিজে সবার আগে রিয়েক্ট করা কোনো বকার কাজ নয়😁😁

04/04/2023

~তোমার জীবনে দু:খ কষ্ট নেই মানেই এমন নয় যে তুমি সুখী🥀💔😕

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nill Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All