Adventure Jewel

Adventure Jewel পৃথিবী আমার স্বপ্নছোঁয়া বই,
আমি তার নগণ্য পাঠক!
(3)

14/06/2024

পাহাড়ের রুক্ষ আবরণ, ঝর্ণার কোমল পরশে পরিণত হলো নৈসর্গিক সৌন্দর্য। দিন যায় আর সম্পর্কের তুমুল জোয়ারে ভাসতে থাকে দুজন।

📍 নাপিত্তাছড়া ঝর্ণা

#ঝর্ণা #নাপিত্তাছড়া #খৈয়াছড়া

01/06/2024

ঝর্ণা হতে নিঃসরিত জলতরঙ্গ বাদ্য যন্ত্রের রিনিঝিনি নুপুরের ধ্বনি যেন সহস্র ধারার কল্লোলের শ্রুতিমাধুর্যে আমাকে মুগ্ধ করেছে। 🖤

📍 ধুপপানি ঝর্ণা | বিলাইছড়ি



31/05/2024

অথৈ জলরাশি, সবুজে ঘেরা চারপাশ, পানির মধ্যখানে উঁচু টিলা লেকের সৌন্দর্য কে করেছে মনোমুগ্ধকর। নীল রঙের পানির ঢেউ, পাহাড় পর্বতের উঁচুনিচু টিলা আর গিরিপথ নিয়ে গড়ে ওঠা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি কাপ্তাই লেক।

📍 কাপ্তাই লেক

#কাপ্তাই

30/05/2024

The dusty mountain roads are quite silent. A strange heavenly feeling is created to take a little rest with the tired body on such a path, instills peace in the mind. Such a wonderful creation of the Lord creates peace in the mind as well as deprived the locals from the touch of modernity. Lack of clean water during dry season, lack of access to proper medical care and education. Even after that there is immense peace here. 🏔🌺💚

📍 Bandarban

28/05/2024

আমার চোখে মিশে গেছে জলধারার তীব্রতা,
প্রকৃতির অসমাপ্ত রূপকথা!

📍 সীতাকুণ্ড


22/05/2024

The mountains are where I feel most alive. The mountains are where I go to find myself and lose myself at the same time. 🏔🌱🌿💚

📍 Matamuhuri Reserve Forest | Bandarban



22/05/2024

আলহামদুলিল্লাহ
সহি সালামতে সুস্থ শরীরে এভারেস্ট ও লোৎসে পর্বত জয়ী বাবর আলী ভাই বেইস ক্যাম্পে পৌঁছে গেছে 🥰

ইনশাআল্লাহ আগামী ৩রা জুন নেপাল থেকে দেশের মাটিতে পা রাখবেন বাবর আলী ভাই।

© video by V:D:

21/05/2024

cute ☺



©

অবশেষে!!আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।অভিনন্দন Babar Ali ভাই।পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা!!! ১১...
19/05/2024

অবশেষে!!
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।
অভিনন্দন Babar Ali ভাই।
পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা!!! ১১ বছর প্রতীক্ষার পর আজ তৃতীয় মেরুতে উড়েছে লাল-সবুজ!!

ঠিক শুনছেন। আমাদের স্বপ্ন সারথি বাবর আলী আজ সকাল স্থানীয় সময় ০৮:৩০ (বাংলাদেশের সময় ০৮:৪৫ এ) আকাশ ছুঁয়েছে।
সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর ভাই আছে ক্যাম্প-৪ এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।
আমরা ভীষণ আনন্দিত। কিন্তু ভুলে গেলে চলবেনা আমাদের মূল লক্ষু কিন্তু শুধু এভারেস্ট নয়, লোৎসেও। তাই দোয়াতে থাকুক বাবর আলী ভাই।
🇧🇩

17/05/2024

One of the best ways to beat depression is to spend time by the sea. 🌊

📍 Saint Martin Island

13/05/2024

প্রকৃতির এই নির্মল সৌন্দর্যের অনুভূতি আমাকে শুধু হাতছানি দেয়! মন চলে যায় দিগন্ত ছোঁয়া আকাশ পানে। 💚

📍 সাদা পাথর | ভোলাগঞ্জ | সিলেট

#সাদাপাথর #ভোলাগঞ্জ #সিলেট

12/05/2024

Definitely a place of peace 💚

📍 Sada Pathor | Bholaganj | Sylhet

#সাদাপাথর #ভোলাগঞ্জ #সিলেট #জাফলং
#রাতারগুল

08/05/2024

Definitely a place of peace 🏔💚

📍 Matamuhuri Reserve Forest | Bandarban

07/05/2024

আমার চোখে মিশে গেছে জলধারার তীব্রতা,
প্রকৃতির অসমাপ্ত রূপকথা!

📍 মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট | বান্দরবান

05/05/2024

ঝর্ণার আসল রূপ 🔥

📍 খৈয়াছড়া ঝর্ণা

02/05/2024

Rain is luxury in the mountains. May such times come again and again in life 💭🏔💚

📍 Alikadam | Bandarban

28/04/2024

ফুল ছাড়া প্রকৃতি হলো একপ্রকার প্রেমহীন জীবনের মত। ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই। ফুলের সৌন্দর্য সব সময় মানুষকে বিমোহিত করে। ফুল এবং ভালোবাসা এ দুটি যেন একই সুতোয় গাঁথা।

📍 নাগরিয়াকান্দি মিনি পার্ক | নরসিংদী

28/04/2024

The mountains are where I feel most alive. The mountains are where I go to find myself and lose myself at the same time. 🏔🌱🌿💚

📍 Saka Haphong | Bandarban



27/04/2024

USC Muslim students are praying Jumma (Friday prayer) and non-muslim students made a wall, surrounding them for their safety. How beautiful scene!

©

26/04/2024

Adhyapak Abdul Majid College Documentary-2024

25/04/2024

The mountains are where I feel most alive. The mountains are where I go to find myself and lose myself at the same time. 🏔🌱🌿💚

📍 Bandarban

17/04/2024

Rudiger "Allahu Akbar" 🖤

পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের জীবনে বয়ে আনুক  অনাবিল শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। সংযম, শান্তি আর মানবিকতার বার্তা নিয়ে এগিয়ে যাক...
10/04/2024

পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, আনন্দ ও সমৃদ্ধি।
সংযম, শান্তি আর মানবিকতার বার্তা নিয়ে এগিয়ে যাক গোটা মুসলিম বিশ্ব। ফ্রেন্ডলি ট‍্যুর অর্গানাইজার
Tour Valley BD টিমের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই,
ঈদ মোবারক।

05/04/2024

ম্রো বা মুরং জাতিগোষ্ঠীর "চিয়া-ছট-প্লাই” অর্থাৎ গো-হত্যা উৎসব এবং ধর্মীয় বিশ্বাস।
যে উৎসবে পুং ( বাঁশি ) এর সুরে পাহাড়ের মহামারি দূর করে!! ম্রো সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব "চিয়া-ছট-প্লাই”

(লেখাটা একটু বড় কিন্তু অনেক অজানা কিছু জানতে পারবেন পুরো লেখায়। যারা গবেষণায় লিপ্ত তারা উপকৃত হবেন )

ম্রো বা মুরং জাতিগোষ্ঠী কেউ বৌদ্ধ ধর্মাবলম্বী আবার কেউ ক্রামা ধর্ম পালন করে থাকে। কিছু ম্রো ইতিমধ্যে খ্রীষ্টান ধর্মও গ্রহণ করেছে। আবার অনেকেই সনাতন বিশ্বাস অনুসরণ করে। বিভিন্ন বিশ্বাসের অনুসারী হলেও ম্রোরা এখনো প্রকৃতি পূজারী বা সর্বপ্রাণবাদী। বিশেষ করে জুমচাষকে কেন্দ্র করে প্রকৃতি সম্পর্কীয় দেবদেবীদের তারা পূজা করে থাকে।
গো-হত্যা উৎসব ম্রো সমাজে সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান। সাধারণত এই উৎসব আয়োজন করা হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে। যখন তাদের বাৎসরিক ফসল উত্তোলন শেষ হয়। গৃহের রোগ মুক্তির কামনায়, গৃহ শান্তি ও উচ্চ ফলনের আশায় ‘থুরাই’ বা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মানত করে পূজা দেওয়া হয় এ উৎসবে। আবার পরিবারের কোনো সদস্য দুরারোগ্য রোগে আক্রান্ত হলে তখনো ম্রোরা গো-হ'ত্যা অনুষ্ঠানের মানত করে। ম্রোদের বিশ্বাস, গরুর আত্মা তাদের জাতির শ'ক্র। কোনো পরিবারের উপর যখন গরুর আত্মার নজর পড়ে তখনই সে পরিবারের সদস্যরা নানা ধরনের রোগশোকে ভোগে। তখন এ থেকে মুক্তি পেতে তারা গো-হ'ত্যা অনুষ্ঠান মানত করে।
তিনটি গরু হ*ত্যার মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ম্রোরা ঝর্ণার পানি দ্বারা জীবন যাপন করে। তাই ঝর্ণার দেবতাকে সন্তুষ্ট করা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য তারা জীবের বলিদান করে। এ কারণে কোনো পরিবার যখন গো-হ'ত্যা অনুষ্ঠানের আয়োজন করে তখন ঝর্ণার দেবতার জন্যও একটি গরুকে বলি দিতে হয়। অপর দুটো গরুকে হ'ত্যা করা হয় পাড়ার মধ্যস্থলে।
অনুষ্ঠানের এক সপ্তাহ আগে পাড়ার সবাই একত্রে বাঁশের চাঁচারী এবং দুতলা বিশিষ্ট একটি মাচাং তৈরি করে নেয়। মাচাংয়ের নিচে তৈরি করা হয় ছোট্ট আকারের একটি ঘের। এ ঘেরের ভেতরই বাঁধা হয় গরু। অনুষ্ঠানের দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি, গোত্রের লোকজন, নিকট আত্মীয়স্বজন ও বিভিন্ন পাড়াবাসীরা অনুষ্ঠান আয়োজনকারীকে সম্মানস্বরূপ এক বোতল করে মদ উপহার দেয়। চলে মদ্যপানের আসর। ম্রো ভাষায় এ আসরকে বলা হয় ‘তাঅই’।
উৎসবের রাতে নাচার প্রস্তুতি নিয়ে যুবতীরা নানা ধরনের রুপার অলংকার ও রংবেরঙের ফুলে রূপসজ্জা করে। তারা খোঁপায় ও কানে নানা রকম নানা রঙের ফুল, গলায় পুঁতির মালা, বিভিন্ন ধরনের কোমরবন্ধ, হাতে রুপার চুড়ি, পায়ে ঘুঙুর পরিধান করে। রূপসজ্জা শেষে যুবতীরা নাচের জন্য গাছের তলায় সমাবেত হয়। তাদের ঘুঙুরের আওয়াজে চারপাশের নিস্তব্ধতা ভাঙ্গে। যুবকরা ১০/১২ হাত লম্বা পুং (বাঁশের তৈরি বাঁশি) নিয়ে মাচাং হতে সারিবদ্ধভাবে নিচে নামে। এ সময় এক প্রকার জঙ্গলী লাউকে ছিদ্র করে ১০/১২ হাত লম্বা চিকন বাঁশ ঢুকিয়ে মোম লাগিয়ে বাঁশির সুর তোলা হয়। এতে সমস্ত পাহাড়ী বনভূমি কেঁপে উঠে। তখন যুবকরা বাঁশি বাজায় আর যুবতীরা বাঁশির তালে তালে তাল মিলিয়ে নাচতে থাকে। অদ্ভুত এক বাঁশির সুর যেন গরুকে ঘুম পাড়িয়ে দেয়। বাঁশির সুরে ও নাচের তালে সেও তার শেষ জাবর কাটতে থাকে। সারারাত চলে এমন আচার।
সকালে পাড়ার কারবারি এক হাতে ধারালো বল্লম আর মুখে আদার জলের মিশ্রিত মদ মুখে পুরে গরুর গায়ে ফুঁ দেয় এবং মন্ত্র উচ্চারণ করে। মন্ত্র পড়া শেষ হওয়ার সাথে সাথেই তিনি গরুর ডান পার্শ্ব হৃদপিণ্ড বরাবর বল্লমের খোঁচা দেন। বল্লমের আঘাতে যখন গরুটি মৃ'ত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে তখন ম্রোদের নাচ ও গানের গতি আরও বাড়তে থাকে। গরু যখন মৃ'ত্যুর জন্য ছটফট করছে কারবারি তখন বল্লম দিয়ে তার জিহ্বা বের করে কেটে ‘লিং’(গরু বাঁধার খুঁটি) এর উপর গেঁথে রাখে। এর অর্থ হলো, এককালে গরু ম্রোদের বর্ণমালা সম্বলিত ধর্মীয় গ্রন্থ খেয়ে ফেলেছিল। তাই গরুর জিহ্বা আজ খুঁটির মাথায় গেঁথে রাখা হয়েছে। পরে আনন্দ-ফুর্তি করে সবাই গরুর মাংস দিয়ে নানা পদ রান্না করে আহার করে।
ম্রোদের গো-হ'ত্যা অনুষ্ঠান আয়োজনের পেছনে লুকিয়ে আছে একটি ধর্মীয় বিশ্বাস। ম্রোরা বিশ্বাস করে চাঁদ, সূর্য, গ্রহ-নক্ষত্র, পৃথিবী বা ভূমণ্ডলের জীবকুল ও উদ্ভিদকুল সৃষ্টির পেছনে রয়েছেন এক মহাশক্তিমান। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা বা থুরাই। একদিন সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট মানুষজাতিসহ জীবকুলকে সঠিক পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বর্ণমালা সম্বলিত ধর্মীয় গ্রন্থ দান করবেন বলে মনোস্থির করেন। তিনি ওই পুস্তক বা ধর্মীয় গ্রন্থ গ্রহণের জন্য পৃথিবীর সকল জাতির নেতাকে উপস্থিত থাকার জন্য একদিন আহ্বান জানালেন। তখন জুমের ফসলাদি উঠছিল। তাই কাজের ব্যস্ততায় ওই অনুষ্ঠানে ম্রো জাতির নেতা যথাসময়ে উপস্থিত থাকতে পারেনি। অন্য জাতির নেতাগণ যখন গ্রন্থখানা নিয়ে ফিরে আসছে তখন ম্রো প্রধান সবেমাত্র সেখানে উপস্থিত হলেন। ততক্ষণে সৃষ্টিকর্তা বা থুরাই স্বর্গে ফিরে গেছেন।
পরদিন সকালে সৃষ্টিকর্তা বা থুরাই গরুর মাধ্যমে ম্রোদের কাছে তাদের গ্রন্থ পাঠানোর উদ্যোগ নিলেন। গ্রন্থে বারমাসিক চাষাবাদ, ধর্মীয় নীতিমালা, সামাজিক-সাংস্কৃতিক সম্পর্কে উল্লেখ ছিল। ধর্মীয় সমস্ত বিধিনিষেধ ও উপদেশবাণীও লিখা ছিল কলার পাতায়।
থুরাইয়ের নির্দেশে গরু গ্রন্থখানা নিয়ে রওনা হল। সময়টা ছিল গ্রীষ্মকাল। প্রখর রোদে গরুটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। পথিমধ্যে ছিল এক প্রকাণ্ড বটগাছ। তার ছায়ায় গরু গ্রন্থের উপর মাথা রেখে বিশ্রাম নিতে গিয়ে মনের অজান্তেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো ততক্ষণে বিকেল ঘনিয়ে এলো। ক্ষুধার জ্বালায় তার পেট চু চু করতে লাগল। কোনো উপায় না দেখে কলা পাতার গ্রন্থখানা সে খেয়ে ফেলল।
বর্ণমালা ও ধর্মীয় বিষয় ছাড়াও ওই পুস্তকে আরও নির্দেশাবলী ছিল যে, বৎসরে তিনবার ধান, তিন বার তুলা, তিনবার তিল-তিসি ফসল তোলা যাবে এবং মাত্র একবার নিড়ানী দিতে হবে। পুস্তকবিহীন অবস্থায় সে যখন ম্রোদের নিকট উপস্থিত হলো, তখন সে সমস্ত বিষয়গুলোই ভুলে গেল। কোনো উপায় না দেখে গরু ম্রোদের কাছে গিয়ে বললো- ‘গতকাল পুস্তক প্রদান অনুষ্ঠানে তোমরা যে সঠিক সময়ে উপস্থিত থাকতে পারনি তার জন্য থুরাই তোমাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়েছেন। তাই তোমাদের গ্রন্থ দেওয়া হবে না বলে তোমাদের ভবিষ্যৎ করণীয় বিষয় নির্দেশের জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। নির্দেশাবলী জানতে চাইলে, গরুটি বলে- ‘জুম হতে একবার ফসল উত্তোলন করা যাবে এবং জুমের ফসলাদি রক্ষণাবেক্ষণসহ বহুবার নিড়ানী দিতে হবে।’ বলেই সে সৃষ্টিকর্তার কাছে ফিরে গেল।
গরু ফিরে গেলে থুরাই ম্রোদের কাছে সঠিকভাবে গ্রন্থ পৌঁছানো হয়েছে কিনা প্রশ্ন করলে গরুটি অগোছালোভাবে জবাব দিতে থাকে। থুরাই তখনই বুঝতে পারেন বিষয়টি। এদিকে ম্রোরা অপরাপর জাতির সঙ্গে নিজেদের নির্দেশের পার্থক্যটা লক্ষ্য করল। একদিন তারা থুরাই বা সৃষ্টিকর্তার কাছে গেল এর কারণ জানতে।
সব শুনে থুরাই গরুকে স্বর্গ থেকে বিতাড়িত করে তাকে অভিশাপ দিলেন- ‘যতদিন ম্রো জাতি বর্ণমালা সম্বলিত ধর্মীয় গ্রন্থ পাবে না, ততদিন পর্যন্ত তোমাদের (গরুর) উপর ম্রোরা নির্যাতন চালাবে। তোমাদের শাস্তি হবে ম্রোদের গ্রামের মধ্যখানে লিম্পুতে (পাড়ার মাঝখানে) পিঞ্জরে আবদ্ধ করে তোমাদের চারদিকে ঘুরে ঘুরে তারা সারারাত নাচবে। আর ভোরের ঊষারে তোমাদের বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করবে। আর তোমাদের মিথ্যা আশ্রিত জিহ্বা কেটে বাঁধানো খুঁটির মাথায় গেঁথে রাখবে। এটাই হচ্ছে তোমাদের মিথ্যা বলার ‘উপযুক্ত শাস্তি।’ মূলত এই ঘটনার পর থেকেই মুরং বা ম্রোরা গো-হ'ত্যা অনুষ্ঠানের আয়োজন করে এবং গরু ও তার আত্মাকে তারা অসুর ভাবে।
কিন্তু বর্তমানে ম্রোদের মধ্যে যারা ক্রামা ধর্ম গ্রহণ করেছে তারা গো-হ'ত্যা থেকে বিরত থাকে। কারণ ‘ক্রামা’ধর্মাবলম্বীদের কাছে বর্তমানে বর্ণমালা ও ধর্মীয় গ্রন্থ রয়েছে। ফলে তারা মনে করেন, গরু এখন সৃষ্টিকর্তার অভিশাপ থেকে মুক্ত।
সূত্র:- উকিপিডিয়া এবং রিজার্ভ ফরেস্ট এর দুই মুরং কারবারি থেকে তথ্য সংগ্রহ।

#মুরং #ম্রো #ক্রামা

01/04/2024

ঝর্ণা হতে নিঃসরিত জলতরঙ্গ বাদ্য যন্ত্রের রিনিঝিনি নুপুরের ধ্বনি যেন সহস্র ধারার কল্লোলের শ্রুতিমাধুর্যে আমাকে মুগ্ধ করেছে। 🖤

📍 খৈয়াছড়া ঝর্ণা | মিরসরাই


31/03/2024

ঝর্ণা হতে নিঃসরিত জলতরঙ্গ বাদ্য যন্ত্রের রিনিঝিনি নুপুরের ধ্বনি যেন সহস্র ধারার কল্লোলের শ্রুতিমাধুর্যে আমাকে মুগ্ধ করেছে। 🌱🗻 💚

📍 খৈয়াছড়া ঝর্ণা | মিরসরাই


সাকা হাফং থেকে সূর্যোদয়! ( সাকা হাফং আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় )হাজারো প্রতিকূলতায় দুর্গম পথ পাড়ি দিয়ে ...
29/03/2024

সাকা হাফং থেকে সূর্যোদয়! ( সাকা হাফং আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় )
হাজারো প্রতিকূলতায় দুর্গম পথ পাড়ি দিয়ে মানসিক দৃঢ়তার জন‍্যই এই মুহূর্তটির সাক্ষী হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ্। 🏔💚🖤💖

28/03/2024

I want to live like myself, I want to be close to mountains, springs, streams, nature, because nature keeps me good. 🌿🌲💚

📍 Khoiyachara Waterfalls


27/03/2024

It is possible to get lost in an unknown heavenly joy by seeing the beautiful natural beauty of Kaptai Lake, the waterfall and the boats moving on the water. 🖤

📍 Kaptai Lake

© where's irfan

Address

Dhaka To
Cumilla

Telephone

+8801710945315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventure Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure Jewel:

Videos

Share