Alif Mahmud

Alif Mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alif Mahmud, Digital creator, Cumilla.
(186)

পৃথিবীটা আমার কাছে একটা গ্রন্থ🌏
দেখেছি ৬৪ জেলা🇧🇩
ইচ্ছে বিশ্ব ভ্রমণ🌍
Youtube and tik tok : alif mahmud
Instagram :alif mahmud adib
entry : 🇧🇩🇮🇳🇵🇰🇮🇷🇦🇪🇧🇴🇸🇦
upcoming tour : all asia

for sponsors👇
mail:[email protected]

৪৫তম জেলা বগুড়ার বিখ্যাত দই খেয়ে রাওনা হইলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে সবার কাছে দোয়া চাই🇧🇩
08/12/2024

৪৫তম জেলা বগুড়ার বিখ্যাত দই খেয়ে রাওনা হইলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে সবার কাছে দোয়া চাই🇧🇩

বাংলাদেশ পাকিস্তান একসাথে হলে ভারতের অস্তিত্ব থাকবে না,সাবধান হয়ে যাও বন্ধু রাস্ট্র ভারত🇧🇩🇵🇰
05/12/2024

বাংলাদেশ পাকিস্তান একসাথে হলে ভারতের অস্তিত্ব থাকবে না,সাবধান হয়ে যাও বন্ধু রাস্ট্র ভারত🇧🇩🇵🇰

ইতিহাস সাক্ষী মুসলিম কোনদিন যুদ্ধে পরাজিত হয়নি।ভারত যদি বাংলাদেশ মাটিতে পা রাখিতে চায় আল্লাহর কসম ভারত নামে দুনিয়ায় কোন...
04/12/2024

ইতিহাস সাক্ষী মুসলিম কোনদিন যুদ্ধে পরাজিত হয়নি।ভারত যদি বাংলাদেশ মাটিতে পা রাখিতে চায় আল্লাহর কসম ভারত নামে দুনিয়ায় কোনো দেশ থাকিবে না।

পূর্ব কাল থেকে বাংলাদেশের ইতিহাস ঘেটে আসুন"ব্রিটিশ থাকাকালীন সময় থেকে শুরু করে ব্রিটিশরা এইখানে যে কয়টা বড় আন্দোলন ফেস করেছিলো সবগুলোর উৎস এই বাংলাই ছিল। শুধু তাই নয় এদেশ পাঞ্জাবী আর পাঠান পিডায়া দূর করা দেশ।

বাঙালি উড়ে এসে জুড়ে বসে নি আপনারা চাইবেন আর নিয়ে নিবেন।বেশী লাফালে ক্ষতি আপনাদের"হয়তো আমাদের আসাম আমরা আবার ফিরিয়ে ও নিয়ে আসতে পারি যে আসাম আমাদের থেকে কেরে আলাদা করেছেন। হায়দ্রাবাদ থেকে সিকিম এরকম ভারতের অধিকাংশ জায়গা জোরপূর্বক দখল করেছেন ইতিহাস সাক্ষী লজ্জা ছাড়া ভারতের নেই আর কিছু।

ভারতীয় মিডিয়াদের বলছি মিথ্যা সংবাদ দেখিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফালাবেন না আমাদের দেশে কোন হিন্দুকে ছোট করে দেখা হয় না যেমন টা আপনাদের দেশে দেখে এসেছিপাম টুপি পরলেও সামনে এসে জয় শ্রী রাম জয় শ্রী রাম বলে চিৎকার করে।ভুলেও চিন্তা কইরেন না আপনাদের দেশের মুসলিম দুর্বল শুধু শান্তি চায় বলে তারা চুপ করে আছে যেদিন মুসলিমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে সেদিন ভারত শাসন করবে মুসলিমরা যেমনটা পূর্বকালেও ভারত শাসন করেছিলো মুসলিম💚

ভালো থাকুন আমরাও আপনাদের ভালোবাসি তবে ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করা বন্ধ করুন পিছন থেকে ছুরি মারাও বন্ধ করুন।মনে রাখবেন আপনাদের দেশ ছবিতে সুন্দর বাস্তবে নয়।

-আলিফ মাহমুদ

শুধু খাঁটি আম নয় আপনারা যদি খাঁটি মানুষ দেখতে চান চাপাইনবাবগঞ্জ থেকে ঘুরে আসতে পারেন এটি আমার ৩৪ তম জেলা🇧🇩
02/12/2024

শুধু খাঁটি আম নয় আপনারা যদি খাঁটি মানুষ দেখতে চান চাপাইনবাবগঞ্জ থেকে ঘুরে আসতে পারেন এটি আমার ৩৪ তম জেলা🇧🇩

ইন্ডিয়াতে যারা আন্দোলন করেছিলেন এবং বলেছিলেন আপনাদের চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা খুলনা লাগবে তাদের সবাইকে আমার ৬৪ জেলা...
01/12/2024

ইন্ডিয়াতে যারা আন্দোলন করেছিলেন এবং বলেছিলেন আপনাদের চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা খুলনা লাগবে তাদের সবাইকে আমার ৬৪ জেলা ভ্রমণের ৩১তম জেলা পাবনার পাগলা গারদে ফ্রিতে ভর্তি করে দিতে চাই এবং রাজু দাদার ৩০ টাকার ডাল এবং পরোটা আর কিনে খেতে হবে না,আমাদের পাবনা বাসীর পক্ষ থেকে ফ্রিতে দেওয়া হবে ইনশাআল্লাহ💚🇧🇩✊

৬৪ জেলা ভ্রমণে ২৬তম জেলা মাগুরা🇧🇩বর্তমানে আমার ৬৪ জেলা ভ্রমণের স্লোগান-ভারত হাঁটাও বাংলাদেশ বাঁচাও।
28/11/2024

৬৪ জেলা ভ্রমণে ২৬তম জেলা মাগুরা🇧🇩

বর্তমানে আমার ৬৪ জেলা ভ্রমণের স্লোগান-
ভারত হাঁটাও বাংলাদেশ বাঁচাও।

এই প্রথম কোন এভারেস্ট জয়ী আমার মন জয় করল এর বেশ কিছু কারণ আছে🟢আমি সব সময় চাই আমার দেশের নাম সবার উপরে থাকুক আমার দেশে...
27/11/2024

এই প্রথম কোন এভারেস্ট জয়ী আমার মন জয় করল এর বেশ কিছু কারণ আছে🟢

আমি সব সময় চাই আমার দেশের নাম সবার উপরে থাকুক আমার দেশের মানুষ সারা বিশ্বের যত বড় বড় রেকর্ড আছে সেগুলোই অর্জন করুক।কেউ চায় না তার দেশের নাম সর্বশেষ তালিকায় থাকুক আমিও চাই না।

বিগত সময় অনেকেই এভারেস্ট জয় করেছেন কিন্তু তারা আমার মন জয় করতে পারেনি কারণ হাজার হাজার মানুষ আছে যারা এভারেস্ট জয় করেছেন কিন্তু সে সংখ্যার দিক দেখলে বাংলাদেশে আছে মাত্র পাঁচ থেকে ছয় জন কিন্তু এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় যেতে পারেনি একজন বাংলাদেশীও তাই এভারেস্ট জয় করা নিয়ে একজন বাংলাদেশী হয়েও আমি কখনো গর্ব করেতে পারিনি।

আমার দেশেও এভারেস্ট জয়ী আছে কিন্তু তাম্মাত ভাই যেটা করেছেন উনি এখন শুধু বাংলাদেশের গর্ব নয় সারা বিশ্বের গর্ব।এখন শুধু বাংলাদেশী নয় সারা বিশ্ববাসী বলতে পারবে এমন একজন দুনিয়াতে এসেছিলেন যে সাইকেলে জয় করেছে এভারেস্ট বেসক্যাম্প এছাড়াও জয় করেছে আরো ৩ টা পর্বত আর ৩ টা পাস এবং যা আগে কখনো কেউ করতে পারেনি সেটাই করে দেখিয়েছে বিশ্ববাসীর গর্ব বাংলাদেশী তরুণ তাম্মাত।

একজন বাংলাদেশী হয়ে এর চাইতে বড় গর্ব করার মত বিষয় আর হতে পারে না,হয়তো এর পরবর্তীতে অনেকেই এই রেকর্ড ভাঙবে কিন্তু প্রথম যে ব্যক্তি করে সেই হয় শ্রেষ্ঠ এবং পৃথিবীর শ্রেষ্ঠতম এভারেস্ট জয়ী এখন বাংলাদেশী যুবক তাম্মাত🇧🇩

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাম্মাত বলেছেন তার মনটাও বর্তমানে ভালো নেই কারণ বাংলাদেশের পরিস্থিতি খারাপ এবং আমি মনে করি সে এখন মুসাফির সে যদি দেশের জন্য দোয়া করেন অবশ্যই সেটা কবুল হবে।

অভিনন্দন ভাই আপনার জন্য দোয়া থাকবে🇧🇩

হিন্দু মুসলিম রাজনীতি ভারত করে বাংলাদেশ নয়।পায়ে হেঁটে মক্কা সফরে আমার সাথেও ভারতে বেশকিছু ঘটনা ঘটেছিলো সেগুলো কখনোই বলিন...
27/11/2024

হিন্দু মুসলিম রাজনীতি ভারত করে বাংলাদেশ নয়।পায়ে হেঁটে মক্কা সফরে আমার সাথেও ভারতে বেশকিছু ঘটনা ঘটেছিলো সেগুলো কখনোই বলিনি, না হয় ভারতে আমাকে লুকিয়ে লুকিয়ে হাঁটাহাঁটি করতে হতো না। যদি ভারতে হিন্দু মুসলিম রাজনীতি না চলতো তবে কেনো ভারতের মুসলিম ভয়ে ভয়ে জীবন পার করছে? কেনো একজন মুসলিম একজন বিদেশি মুসলিম ভাইকে মেহেমানদারি করতে ভয় পাচ্ছে আমি কি টেরোরিস্ট ? এটা আজকের কথা নয় হিন্দু মুসলিম রাজনীতি ভারত অনেক আগে থেকেই করে আসতেছে যেগুলো সাধারণ মানুষের বুঝে উঠার ক্ষমতা নেই।
কি হচ্ছে ভারতীয় মুসলিমদের সাথে! টুপি পরে যখন হাঁটাহাঁটি করতাম আমাকে নানান ভাবে ছোট করা হতো, আমাকে ব্যঙ্গাত্মক করে বলাতো 'জয় শ্রী রাম' তাহলে কিভাবে আমাকে বুঝাবেন আপনার দেশে মুসলিম এর নিরপেক্ষতা আছে? গত দুইদিন আগে ভারতে মুসলিমদের ঐতিহাসিক মসজিদ ভেঙ্গে ফেললো ভারতের হাইকোর্ট, এই নির্দেশে কারণ কী ? হিন্দুদেশ বলে ?
হিন্দু-মুসলিম দ্বৈত রাজনীতি কি শুধু ভারতের মাঝে সীমাবদ্ধতা আছে? একদমই নয়! হিন্দু-মুসলিম রাজনীতি বাংলাদেশের মানুষ করে না। তবে যা চলছে বাংলাদেশে সব কিছুর পিছনে থাকার একমাত্র কারণ বদমাইশ ভারতের এই নোংরা রাজনীতি। বাংলাদেশে প্রতিটি হিন্দু-মুসলীম দাঙ্গা লাগানোর পিছনে হাত ভারতীয় নোংরা রাজনীতির। ইতিহাস সাক্ষী, যুগের পর যুগ ভারত হিন্দু মুসলিম রাজনীতি করে আসছে। তাদের গদি সরকার এই রাজনীতীর মাধ্যমেই আসন ধরে রেখেছিলো।
আজকের যে ঘটনা চলছে, ইটি কারা ঘটিয়েছে?
হাসু আপা দিল্লির গদি সরকারের পাশে বসে নতুন রাজনীতি শিখছে এবং তা অবলম্বন করছে। বাংলাদেশের সকল ধর্মের ভাইবোনদের বলছি কেউ আবেগে পড়ে নিজের দেশের মানুষ ও দেশকে বিপদে ফালাইয়েন না।

ইনকিলাব জিন্দাবাদ

এখন আমি আছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা ঐতিহ্যবাহী যশোরের লাল কোর্টে এবং ৬৪ জেলা ভ্রমণে ইহা আমার ২২তম জেলা যশোর🇧🇩
26/11/2024

এখন আমি আছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা ঐতিহ্যবাহী যশোরের লাল কোর্টে এবং ৬৪ জেলা ভ্রমণে ইহা আমার ২২তম জেলা যশোর🇧🇩

৬৪ জেলা ভ্রমণে রয়েল বেঙ্গল টাইগারের দেশ খুলনা ২০ তম এবং গতকাল আবাগে পরে কিছু সমস্যার কারনে বলেছিলাম ৬৪ জেলা সফর বন্ধ কর...
25/11/2024

৬৪ জেলা ভ্রমণে রয়েল বেঙ্গল টাইগারের দেশ খুলনা ২০ তম এবং গতকাল আবাগে পরে কিছু সমস্যার কারনে বলেছিলাম ৬৪ জেলা সফর বন্ধ করবো কিন্তু আজ বিশ্রাম করার পর বিবেক দিয়ে চিন্তা করলাম ভুল আরেকজনের শাস্তি কেন নিজেকে দিব তাই আবার ৬৪ জেলা ভ্রম শুরু করলাম।দোয়া চাই💚

৬৪ জেলার ভ্রমণে ১৯তম জেলা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে🇧🇩
24/11/2024

৬৪ জেলার ভ্রমণে ১৯তম জেলা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে🇧🇩

৬৪ জেলা ভ্রমণে এখন আছি বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে আলোচিত জেলা গোপালগঞ্জে এবং এটি আমার ১৮তম জেলা গোপালগঞ্জ🇧🇩
23/11/2024

৬৪ জেলা ভ্রমণে এখন আছি বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে আলোচিত জেলা গোপালগঞ্জে এবং এটি আমার ১৮তম জেলা গোপালগঞ্জ🇧🇩

৬৪ জেলা ভ্রমণ,১৭তম জেলা এখন আমি শরীয়তপুর🇧🇩
23/11/2024

৬৪ জেলা ভ্রমণ,১৭তম জেলা এখন আমি শরীয়তপুর🇧🇩

সবাইকে পবিত্র জুম্মা মোবারক💚আজ পবিত্র জুমার নামাজ পড়লাম ঝালকাঠি ঐতিহাসিক নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে।
22/11/2024

সবাইকে পবিত্র জুম্মা মোবারক💚
আজ পবিত্র জুমার নামাজ পড়লাম ঝালকাঠি ঐতিহাসিক নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে।

৬৪ জেলা ভ্রমণে এখন আছি ১১তম জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি নৌ পরিবহন চলা বরিশাল লঞ্চ ঘাটে🇧🇩
20/11/2024

৬৪ জেলা ভ্রমণে এখন আছি ১১তম জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি নৌ পরিবহন চলা বরিশাল লঞ্চ ঘাটে🇧🇩

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।          বিদায় কিংবদন্তীর বিদায়🇧🇩বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে।বাংল...
20/11/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিদায় কিংবদন্তীর বিদায়🇧🇩

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে।

বাংলাদেশের অন্যতম কিংবদন্তি আব্দুল কাদের হাওলাদার যার লিখা গান শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।এই বেক্তি দেশ কে যা দিয়েছেন পায়নি তার কিছুই। আহারে কতটা কষ্ট ছিলো ওনার মনে কেও যদি বুজতো।যে লোক দেশ কে এতো কিছু উপহার দিলেন তার জন্য আমরা কিছুই করতে পারলাম না।আমরা কত বড় হতভাগা জাতি আমরা শুধু নিতে জানি দিতে জানিনা।
এরকম মানুষ গুলো যতদিন বেঁচে থাকবে দেশ তত এগিয়ে যাবে আজ আমি ওনার যতই প্রশংসা করব ততই কম হবে।গতকাল হোসাইন ভাই কল দিয়ে আমাকে বললো আর মনে হয় বাঁচবে না বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে গজলের লেখক।বিশ্বাস করুন আমার সাথে প্রায় সময় ওনার কথা হইতো এবং আমি ওনার মনের জ্বালা গুলো অনুভব করতে পারতাম মনটার মধ্যে হয়তো অনেক কষ্ট ছিল কিন্তু কখনো কাউকে বলে বেড়াইনি।

যার গান নিয়ে অনেকেই বিখ্যাত কিন্তু তাকেই কেও চিনে না,আমার জন্য একটা গান লিখতে বলেছিলাম উনিও আমাকে অনেক ভালোবাসে তাই আর না বলতে পারলেন না।প্রায় সম্পয় কল দিতেন আমার খবর নিতেন।আমার কপালে আর জুটলো না লিজেনকে দিয়ে আমার গজলটি লেখা।আমি লজ্জিত আজ শেষ বারের মতো আপনাকে দেখতে যেতে পারলাম না।মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন,সব সময় আপনার জন্য প্রার্থনা করবো 🇧🇩

৬৪ জেলার ভ্রমণে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলা ১১তম🇧🇩
19/11/2024

৬৪ জেলার ভ্রমণে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলা ১১তম🇧🇩

৬৪ জেলা ভ্রমণের নবম জেলা সুপরী বাগানের দেশ লক্ষীপুর🇧🇩
18/11/2024

৬৪ জেলা ভ্রমণের নবম জেলা সুপরী বাগানের দেশ লক্ষীপুর🇧🇩

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alif Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alif Mahmud:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All