Neaz Morshed

Neaz Morshed বাঙালির অর্ধেক জীবন পার হয়ে যায় জন্ম নিবন্ধন,এন আইডি,কাবিন নামা, পাসপোর্ট। সমাধানের লক্ষ্যে এই পেইজ
(12)

এই পেজটি একটি সেবামূলক পেজ। এর মাধ্যমে মানুষকে পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্ধন এবং ভিসা , বিষয়ে তথ্য সরবরাহ করে থাকি। বৃহৎ আকারে সেবা প্রদানের উদ্দেশ্য
নতুন, পুরাতন, প্রয়োজনীয় বৈধ নথি তৈরি করতে সহায়তা ও পরামর্শ দাতা।
ইদানিংকালে আমাদের কাগজ পত্র নিয়ে সবচেয়ে ভেশি যেই সমস্যা গুলা মুখামুখি হই তারমধ্যে অন্যতম হলো পাসপোর্ট, এনআইডি এবং জন্মনিবন্ধন এর সমস্যা গুলা।

ইতিমধ্যে বাংলাদেশ সরকার এই য

াবতীয় সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য সব কিছু অনলাইনে নিজে করার ব্যাবস্থা করে দিয়েছে। কিন্তু আমারা সাধারন মানুষ ইন্টারনেটের সঠিক ব্যবহার না জানায় নিজেরা করে নিতে পারি না।

মূলত আমারা এই যাবতীয় সমস্যা গুলা আপনাদের সমাধান দেয়াড় জন্য এই পেইজে খোলা হয়েছে। আপনারা আপনাদের সমস্যা গুলা সুন্দর করে লিখে কমেন্ট/ইনবক্সে মেসেজে করবেন, আপনাদের সহযোগিতা করার জন্য থেকে যেটুকু সম্ভব তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
এই সমস্যাগুলোর সমাধান হিসেবে নাগরিকগনের মৌলিক প্রয়োজনের সকল সনদ বাংলাদেশের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নির্দেশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে “জনগণের দোরগোড়ায় সেবা“ পৌছে দেয়ার উদ্ভাবনী উদ্যোগে সরকারী সেবায় নাগরিকগণের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
পাসপোর্ট অফিস,জাতীয় পরিচয় পএ জেলা জনশক্তি অফিস
আপনি কি পাসপোর্ট, এন আইডি এবং অনলাইনে যাবতীয় কাজ করতে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুচ্ছেন? তাহলে এই পেইজটি আপনার জন্য। আপনার সুবিধার্থে আমরা প্রতিনিয়ত সরকারি নিয়মানুসারে সকল প্রকার অনলাইন আবেদন প্রক্রিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিবো যাতে করে ঘরে বসে নিজেই সঠিক ভাবে আবেদন করতে পারেন। নয় কোন প্রতারকের শিকার।

সার্বক্ষণিক কল সেন্টার এবং চ্যাট সেবা।
বিদেশযাত্রার ধাপগুলো আরও সহজ করতে সঠিক তথ্য ও পদ্ধতিসহ আরও অনেক কিছু!

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Neaz Morshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All