কুমিল্লা সদর দক্ষিণ বার্তা

কুমিল্লা সদর দক্ষিণ বার্তা কুমিল্লা সদর দক্ষিণে আমরাই প্রথম

শীতের দাপটে গরম কাপড়ের খোঁজে কুমিল্লায় ফুটপাতে ভিড়নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ কয়েকদিন ধরেই কুমিল্লাসহ দেশজুড়ে বইছে হিমে...
03/01/2025

শীতের দাপটে গরম কাপড়ের খোঁজে কুমিল্লায় ফুটপাতে ভিড়

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কয়েকদিন ধরেই কুমিল্লাসহ দেশজুড়ে বইছে হিমেল হাওয়া। সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা থেকে বাঁচতে হালকা উষ্ণতার জন্য গরম পোশাক কিনতে ছুটছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ। কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় শপিং মহলগুলোর পাশাপাশি ফুটপাতে ক্রেতার ভিড় লেগেই আছে।

শুক্রবার (৩জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী বাজার, চৌয়ারা বাজার, বিজয়পুর বাজার, এয়াসিন মার্কেটসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, শপিং কমপ্লেক্সগুলোর তুলনায় ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। ক্রেতার চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী বিভিন্ন দামে মিলছে শীতের বাহারি পোশাক।

এছাড়াও রাস্তার দু'পাশের ফুটপাতে শীতের কাপড়-চোপড় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। কয়েকজন মধ্যবিত্ত ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, শীতে নতুন কাপড়-চোপড় কিনতেই তারা ফুটপাতে এসেছেন। স্বল্প মূল্যে আরামদায়কভাবে কেনাকাটা করা যাচ্ছে। বাচ্চাদের গরম কাপড়, পুরুষদের হুডি, জ্যাকেট, ফুলহাতা টি-শার্ট কেনার প্রবণতা বেশি দেখা গেছে। মেয়েরা ব্যস্ত সোয়েটার, চাদর, হুডি কিনতে। এছাড়া শিশুদের জন্য জাম্পার, গেঞ্জি, মাথার টুপি, কাপড়ের জুতা কিনতে দেখা যায় অনেক নারী ক্রেতাকে।
তবে শিশুদের শীতবস্ত্র সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ফুটপাতের কাপড় কিনতে আসা আব্দুল্লাহ বলেন, “শীত নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়। মার্কেটে কাপড়ের দাম বেশি। ফুটপাতে নতুন ও পুরোনো কাপড়ের দাম তুলনামূলক কম, আর দেখতেও ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানে কিনতে এসেছি। যে চাদর ও সোয়েটার আমি এখান থেকে ৪০০/৫০০ টাকা দিয়ে কিনতে পারছি, সেটা মার্কেটের দোকানে গেলে হাজার বারো'শ টাকা লাগত। গরিবের জন্য এই দোকানগুলো অনেক উপকারের।”

তানজিলা নামের এক নারী ক্রেতা বলেন, “প্রতিবারই শীতের সময় কিছু গরম কাপড় কিনতে হয়। শপিং মহলের পাশাপাশি রাস্তার পাশেও স্বল্প দামে ভালো মানের কেনাকাটা করা যায়। শপিং মলের তুলনায় ফুটপাতে পোশাকের দাম অনেক কম, সঙ্গে ভালো মানের পোশাকও পাওয়া যায়। তবে গতবারের তুলনায় এবার পোশাকের দাম একটু বেশি।

ফুটপাতে শীতের কাপড় বিক্রি করা কয়েকজন দোকানদার জানান, এসব কাপড় তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন বাজার ও রাস্তায় বিক্রি করেন। দাম কম হওয়ায় বেচাকেনা ভালোই হচ্ছে। শীত যত বাড়বে, এই কাপড়ের চাহিদাও তত বাড়বে। শীত বাড়ায় বেচাকেনাও বেড়েছে।

কুমিল্লা সুয়াগাজী বাজারে "ট্রাস্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্সি" এর শুভ উদ্বোধন।
02/01/2025

কুমিল্লা সুয়াগাজী বাজারে "ট্রাস্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্সি" এর শুভ উদ্বোধন।

বিদায় ঘটনাবহুল ২০২৪। স্বাগত ২০২৫। নতুন বছর, নতুন স্বপ্ন। চাই পরিপূর্ণ গণতন্ত্র। কুমিল্লা সদর দক্ষিণ বার্তা পরিবারের পক্ষ...
31/12/2024

বিদায় ঘটনাবহুল ২০২৪। স্বাগত ২০২৫। নতুন বছর, নতুন স্বপ্ন। চাই পরিপূর্ণ গণতন্ত্র। কুমিল্লা সদর দক্ষিণ বার্তা পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

22/12/2024

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর লংমার্চ

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দৃষ্টিনন্দন একটি রেষ্টুরেন্ট জাইতুন। এটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সোয়া ১ কিলোমিট...
21/12/2024

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দৃষ্টিনন্দন একটি রেষ্টুরেন্ট জাইতুন। এটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সোয়া ১ কিলোমিটার পূর্বে (মোস্তফাপুর) মহাসড়কের উত্তর পাশে অবস্থিত।

20/12/2024

কুমিল্লা সাবেক-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চে সকলকে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন বৃহত্তর সদর দক্ষিণ ঐক্য সংহতির সভাপতি ইসমাইল মজুমদার।

17/12/2024

কুমিল্লায় সাংবাদিক ও স্থানীয় নেতাদের সাথে পরিবার পরিকল্পনা সমিতির অবহিতকরণ বৈঠক অনুষ্ঠিত

16/12/2024

কুমিল্লা সিটি কর্পোরেশনের উত্তর রামপুর মধ্যম পাড়ার ওয়াজ মাহফিল থেকে সরাসরি...

14/12/2024

কুমিল্লা সাবেক-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চ করবেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

07/12/2024

কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা গ্রামের জুয়েলের বসত ঘর আগুনে পুড়ে ছাই।

05/12/2024

কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কুমিল্লা-১০ সংসদীয় আসনে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা মাহাবুব চৌধুরী।

05/12/2024

কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি

03/12/2024

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল

01/12/2024

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

30/11/2024

বিজয়পুর ইউনিয়নে বিএনপির জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

জুলাই বিপ্লবের আহত শহীদ তিন পরিবার পেল আর্থিক সহযোগিতা স্টাফ রিপোর্টার কুমিল্লায় জুলাই বিপ্লবে গুরুতর আহত ও শহীদ তিন পরি...
29/11/2024

জুলাই বিপ্লবের আহত শহীদ তিন পরিবার পেল আর্থিক সহযোগিতা

স্টাফ রিপোর্টার
কুমিল্লায় জুলাই বিপ্লবে গুরুতর আহত ও শহীদ তিন পরিবার পেল ৫০ হাজার টাকা ও হুইল চেয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ৩পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক ও গ্রান্ড দেশপ্রিয় এর স্বত্বাধিকারী পিংকু চন্দ।

শুক্রবার সন্ধ্যায় হোটেল গ্র্যান্ড দেশপ্রিয়তে তিন পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্মআহবায়ক মাহির তাজওয়ার ওহি, মুখপাত্র জাবেদ, মুখ্য সংগঠক মোস্তফা জিহানসহ আরও মহানগর নেতৃবৃন্দ।

জুলাই বিপ্লবে আজত ও শহীদ পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান। জেলার বিভিন্ন হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আহত এবং শহীদদের বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষা সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।

পুলিশের গুলিতে আহত কামরুলের পরিবারকে প্রতিমাসে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন পিংকু চন্দ। আগামী দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সেবামূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটি গঠন প্রেস বিজ্ঞপ্তিসারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবা...
23/11/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার কুমিল্লা মহানগরের ১৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা- মহানগর পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি।
আজ শনিবার বিকাল চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার এই কমিটিতে আবু রায়হানকে আহ্বায়ক, মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্যসচিব, মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক ও জাবেদ আহমেদ ভূইয়াকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের; ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের; ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের; ১১ নভেম্বর নেত্রকোনা জেলায় ২৫৪ সদস্যের; ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের; ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের এবং গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্যের ও আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি ঘোষনার পর কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন
" কুমিল্লা আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান, জুলাই বিপ্লবের রাজধানী। স্বাধীন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে। সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করে তারা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশা করি। পাহাড়সম চাপ সত্বেও তাদের আগামী দিনের দুর্গম পথচলা নির্ঝঞ্ঝাট হোক ।

18/11/2024

সদর দক্ষিণে ১০ হাজার ৭'শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Address

Comilla Podour Bazer Bisharoad
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা সদর দক্ষিণ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share