Umme hani

Umme hani Assalamu-Oylaikum,This is Hani.Welcome to my page Umme Hani And I’trying to share my enjoyable moment
(8)

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়?...
21/11/2024

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়?এই কেনোর উত্তর নেই।কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী।তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের? কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান।টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে।বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়।কি কঠিন সত্য তাই না!

একটা লোক ভাত খাচ্ছে। খাওয়ার আগে তাকে ইচ্ছে মতো পেটানো হয়। খাওয়ার সময় পায়ের গোড়ালি দিয়ে রক্ত বের হচ্ছে। সেদিকে তার...
20/09/2024

একটা লোক ভাত খাচ্ছে। খাওয়ার আগে তাকে ইচ্ছে মতো পেটানো হয়। খাওয়ার সময় পায়ের গোড়ালি দিয়ে রক্ত বের হচ্ছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কারণ তার খিদে পেয়েছে। পেট ভরাতে হবে।

ভর্তা মেখে প্রথম লোকমা মুখে দেওয়ার পর একজন জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে?

লোকটা নীরব অভিমান আর ভাত পাওয়ার খুশিতে বললো, আল্লার রহমতে ভালো হইছে।

পাশ থেকে একজন হো হো করে হেসে উঠলো। বললো, হাহা খাবার নাকি ভালো হইছে!

তার তো হাসি আসবেই। না আসার কোনো কারণ নেই। কারণ সে জানে খাবার শেষ হলেই তারা ঐ মানুষটিকে পেটাবে। ইচ্ছেমতো পেটাবে। যতক্ষণ খায়েশ না মেটে, ততক্ষণ পেটাবে। যদি মরে যায় তো গেলো। না মরলে কিছুক্ষণ বেঁধে রাখবে। ফলমূল খেয়ে গায়ে শক্তি আসবে, তারপর আবার পেটাবে।

ছোটবেলায় দাদী-নানীর মুখে গল্প শুনতাম। আদিম কালে যারা বনজঙ্গলে বাস করতো, তারা শিকারকে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করতো। আগুনের চারপাশে নাচতো। নেচে নেচে উৎসব করতো। এরপর তাকে খেয়ে ফেলতো।

ঢাবিতে কি এরকম কোনো কোর্স চালু হয়েছে?

© সাদমান সাকিব

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/08/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সকাল আটটায় ক্লাস ছিলো। মুগ্ধ কাক ভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেনি। তারমানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণ...
01/08/2024

সকাল আটটায় ক্লাস ছিলো। মুগ্ধ কাক ভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেনি। তারমানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণে আসতে পারেন নি স্যার ঐদিন। আমরা খুব হাসাহাসি করতেছিলাম ঐদিন ওরে নিয়ে। ও নাকি ক্লাস করবেই!

যাইহোক, পরে দুজন মিলে বাইকে করে গেলাম খান জাহান আলী হলের ২২৯ নাম্বার রুমে। আমার একটা জার্সি দিলাম পড়তে আর ওর শার্টটা বারান্দায় মেলে দিলাম। গামছা দিলাম ভেজা চুলগুলো মুছতে। বলতেছে, "আরে এইসব লাগবে না!" পরে আমি ই জোর করে মুছে দিলাম ভেজা চুলগুলো। বারান্দায় ঐদিন মুগ্ধর যে শার্টটা আমি মেলে দিয়েছিলাম ঐ শার্টটা পরেই মুগ্ধর নিথর দেহটা আজ মাটিতে পরে আছে। গু*লি লাগার পর রক্তভেজা সেই শার্টটা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে।

মুগ্ধ আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম বন্ধু একই সাথে প্রথম রুমমেট ছিল। তখন দুজন স্বপ্নপুরী আবাসিক এলাকায় থাকতাম। ২০১৯ সালের জানুয়ারি মাস। শীতকাল ছিলো তখন। আমাদের রুমের উপরে টিনশেড। সারারাত টিনে কুয়াশা জমে জমে ফোটায় ফোটায় বৃষ্টির মত পড়ে পড়ে ল্যাপ তোষক ভিজে যাইতো।

সকাল হইলে আর মুগ্ধর দেখা পাওয়া যেত না। সারাদিন এখানে ওখানে ঘুড়ে বেড়াবে। ইউনিভার্সিটিতে এমন কেউ নেই যে কি-না মুগ্ধর বন্ধু নয়। আড্ডা, ছোটাছুটি আর দূরন্তপানা নিয়ে এতই ব্যস্ত থাকতো ল্যাপ তোষকটা যে একটু রোদে দেয়া দরকার এইসব ভাবার সময় কোনোদিন ই মুগ্ধর হয়নি।

আমি ই দিতাম দুজনেরটা, রুমে নিতামও আমি। এসে যখন দেখতো এইসব, হেসে দিয়ে বলতো "আমাকে দিয়ে এইসব জীবনেও হবে না"। পরে অবশ্য দুজন মিলে পলিথিন বেধে দিছিলাম রুমে যেন পানি না পরে নিচে।

আন্টিকে ফোনে এইসব কথা বলতো। মুগ্ধর কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে প্রায়ই কথা বলতেন আন্টি। আন্টি অনেক স্নেহ করতেন আমাকে। কি সুন্দর করে বাবা ডেকে ডেকে কথা বলতেন। আমি যেন মুগ্ধকে দেখে রাখি এইসব বলতেন। যখন এইসব ওরে বলতাম "আন্টি আমাকে বলছে তোরে যেন দেখে রাখি"। এইসব শুনে হেসে গড়াগড়ি দিতো। বলতো ❝আমি এখন যথেষ্ট বড় হইছি রবিউল❞।

এভাবেই কেটে গিয়েছিল আমাদের ইউনিভার্সিটি লাইফ। কত শত স্মৃতি জমে আছে এখনো মনে। খুলনা ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগেও গেলাম একসাথে জবদ হোটেলে খেতে। একসাথে ঘুরাঘুরি,আড্ডা, সিনিয়রদের সাথে রাতের মিটিং, খেলাধুলা, ট্যুরের সেই ৭ টা দিন আরও কত কি! এমন অসংখ্য স্মৃতি ভুলব কিভাবে মুগ্ধ?

হ্যাঁ, সত্যিই মুগ্ধ বড় হইছে। বড় হইছে বলেই সে পুরো ব্যাচটাকে
Copied

18/07/2024

আজকে প্রাইভেট ইউনিভার্সিটি শহীদদের লিস্ট

Inna Lillahi Wa Inna Ilaihi Rajiun
IUB -- 5
AIUB--3
BRAC-- 1
Northern --3
IUBAT --1
East West-1
Shanto mariam-1
UITS - 1
****
IUT - 1
Colg students -2
MIST - 1
UAP - 2

injured almost 1500+ students

কাপুরুষ তুই কোন মায়ের সন্তান, কোন কন্যার পিতা হবি একদিন,এই ছবি দেখে লজ্জিত হবি, আঁচলে মুখ ঢাকবি সেইদিন।-আতিকুর রহমান
17/07/2024

কাপুরুষ তুই কোন মায়ের সন্তান, কোন কন্যার পিতা হবি একদিন,
এই ছবি দেখে লজ্জিত হবি, আঁচলে মুখ ঢাকবি সেইদিন।

-আতিকুর রহমান

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল...
17/07/2024

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে।

তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল।
তার বিশ্বাস হলোনা , ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…

কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে
বন্ধুরা কী বলবে! একটা গুলির আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই।
আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মত দাঁড়াইছিলাম? হুহ!

আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গুলি ছোঁড়া হয়েছে।
এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল।
তার রোগা-পাতলা,বাঙাল , অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেই ছিলনা।

হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়।
সে ফাইভে বৃত্তি পেয়েছিল, এইটে পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে।
বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল।

আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়।

দশটা কি বেজে গেছে?
মায়ের গায়ের গন্ধ টা বারুদের মত হয়ে গেল কী করে?

- জাহান সুলতানা

ভাগ্নি আমার যখন কবি হয়ে যায় ❤️☺️
16/07/2024

ভাগ্নি আমার যখন কবি হয়ে যায় ❤️☺️

15/07/2024

মুড়ি দিয়ে মজাদার বিকেলের নাস্তা বানিয়ে ফেললাম☺️।

আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পেজে ৪০০০ হাজার মেম্বার হয়েছে 😊 এই পুরটাই হলো আল্লাহ্ রহমতে আর আপনাদের সাপোর...
14/07/2024

আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পেজে ৪০০০ হাজার মেম্বার হয়েছে 😊 এই পুরটাই হলো আল্লাহ্ রহমতে আর আপনাদের সাপোর্ট এ আপনারা আমার পাশে না থাকলে আমি কখনোই এতো দূর আসতে পারতাম না আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আশা করি সামনের দিন গুলোতেও আপনারা আমার পাশে থাকবেন । সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 🥰☺️
Umme hani

12/07/2024

দেখেন তো আজ কি বানাই ফেলছি🧐।

hani

09/07/2024

ঘুম থেকে উঠে কই গেলাম,,,,,,!

08/07/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Pabling Molina, Shakila Akther, Rubul Hoque, Mahin, Md Sabbir Hosain Shimul, মোঃ হারুন অর রশীদ

04/07/2024

ঘুম থেকে উঠে আমার যে চাকরি শুরু হয়ে যায় ,,,,,!

02/07/2024

যাদের পেজে ফলোয়ার বাড়ছেনা ভিডিও টি তাদের জন্য,,,,!

01/07/2024

মেয়ের বায়নাতেই আজ সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা বানিয়ে ফেলাম😊😊

29/06/2024

পাউরুটি দিয়ে মজাদার নাস্তা😋।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme hani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category