Nahimul Hoque

Nahimul Hoque সত্যের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় �

19/07/2023

Very Hard match



প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের। #ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর অনুরোধ ফিরি...
07/07/2023

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের।
#ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর অনুরোধ ফিরিয়ে দেওয়া যায়না।এটা স্বাভাভিক। কথা হচ্ছে মুল গোড়ায় কেউ হাত দিতে চায় না। BCB তে কেন খেলোয়ারদের অসন্তোষ? তামিমের ক্যাপ এর আড়ালে চোখের পানি বিদায় তে গড়িয়েছে। কিন্তু এমন বিদায় কেন? কিসের সংকট? এটার স্থায়ী সমাধান কি ?নিশ্চয়ই প্রধানমন্ত্রী #পাপন সাহেব কে জিজ্ঞেস করেছে সিনিয়র ক্রিকেটাররা কেন অভিমান নিয়ে অবসর নিচ্ছে?আসল কথা হচ্ছে মুল গোড়ায় কেউ পোসমার্টেম করতে চাচ্ছেনা। শুধু আগায় পানি দিলে কি লাভ? ফুটবল নিয়েও একই অবস্থা। একজনের কাছে জিম্মি পুরো ফুটবল ফেডারেশন। কোন সমাধান নেই।

06/05/2023

বেয়ে ওঠার শক্তির চ্যালেঞ্জ আইশার এর সাথে নেয়ার ক্ষমতা কোন গাড়ির আছে? আইশার প্রো ১০৮০xpt সকল রাস্তার রাজা

26/04/2023

বাংলাদেশী এই হাজী গতকাল থেকে হারাইছেন। ছেলের সাথে উমরাহ করতে আসছেন। ছেলে রিয়াদ আল খারিজ থাকেন। ছেলের নাম : হিরণ

হাজীর নাম : আব্দুল বারেক
গ্রাম : আদ্রা, মজুমদার বাড়ী, বৌলাই বাজার, লাঙ্গল কোট, কুমিল্লা।

⚠️ হাজী খুবই কান্না করতেছেন 😭 শেয়ার করুন এবং হাজীকে তাঁর ছেলের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন।

11/04/2023

সারা বিশ্ব হেরে যাচ্ছে তাপমাত্রার কাছে..!!
তাপমাত্রা হেরে যাচ্ছে একজন রোজাদার ব্যক্তির কাছে. আলহামদুলিল্লাহ

04/04/2023

ঢাকা বঙ্গবাজারে ভয়াবহ আগুন
আল্লাহ হেফাজত করুক

19/03/2023

কি সব চলছে ভিতরে 😒
অতিরিক্ত নয়েসের জন্য সাউন্ড মিউট করা হয়েছে।

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ ক...
05/03/2023

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।

তার কান্না শুনে আবারও জলপরী এলো তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক
মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"

কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"

কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"

জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ
হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"

তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।

আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী।

আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো
কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে।

এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো 🙂

04/03/2023
10/01/2023

গোছল করা নিয়ে কিছু কুটুক্তি করা সাধু ব্যক্তিদের বয়কট করুন।
আবহাওয়া দেখেন, এমন আবহায় ও যারা ডেইলি গোছল করে৷ তাগো সমস্যা আছে নির্ঘাত 🫣

HappY New YeaR 2023
31/12/2022

HappY New YeaR 2023

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Nahimul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahimul Hoque:

Videos

Share