BJS/Borura Jonokollan Songbad

BJS/Borura Jonokollan Songbad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJS/Borura Jonokollan Songbad, Book & Magazine Distributor, Dhaka, Cumilla.

রোনাল্ডো এখন এশিয়ার, সৌদির ক্লাবে সই সিআর৭-এর
31/12/2022

রোনাল্ডো এখন এশিয়ার, সৌদির ক্লাবে সই সিআর৭-এর

বছরের পর বছর কঠোর পরিশ্রমের এবার মিললো ফল! ৮২ ঘণ্টায় মহাকাশ থেকে এলো ১৮৬৩ টি রেডিও সিগন্যালবিজ্ঞানীর প্রতিনিয়ত মহাকাশ ...
01/10/2022

বছরের পর বছর কঠোর পরিশ্রমের এবার মিললো ফল! ৮২ ঘণ্টায় মহাকাশ থেকে এলো ১৮৬৩ টি রেডিও সিগন্যাল

বিজ্ঞানীর প্রতিনিয়ত মহাকাশ নিয়ে নানা রকম গবেষণা করে যাচ্ছে। গবেষণায় নানা সময় নানা দিক উঠে আসছে। মহাকাশ গবেষণার অন্যতম বিষয়বস্তু হলো এলিয়েনের (Alien) বাস্তবতা। এলিয়ান সত্যিই আছে নাকি তা কাল্পনিক এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্নই জমাট বেঁধেছে। এলিয়নের অস্তিত্ব নিয়ে নানা সময় নানা গবেষণা হয়েছে। সম্প্রতি এলিয়ন নিয়ে এমনই এক চাঞ্চল্যকর গবেষণা উঠে এসেছে, একদল বিজ্ঞানী এলিয়েনদের দুনিয়ার (Alien World) সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত জেনে নিন।

বেশ কিছু বছর ধরে পৃথিবীর বাইরে থেকে আসা সিগন্যাল বিজ্ঞানীরা ধরতে পেরেছেন। গত বছরেও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বিজ্ঞানীরা এমন অনেক সিগন্যাল পেয়েছেন। অন্যদিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী (Scientists Of Massachusetts Institute of Technology) একটি সিগন্যাল রেকর্ড করেছেন। এই সিগন্যাল নতুন ধরনের, যা ফাস্ট রেডিও বার্স্ট (Fast Radio Burst) থেকে অনেকটা আলাদা। অন্যদিকে সিগন্যাল গুলির উৎস জানার জন্য রেডিও টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে। এই পর্যবেক্ষনটি ৯১ ঘন্টা ধরে করা হয়েছে। যেখানে প্রায় ৮২ ঘন্টার ব্যাবধানে ১,৮৬৩ সংকেত ধরা পড়েছে।

বহুদূরে অবস্থিত গ্যালাক্সি থেকে এই সিগন্যাল গুলি আসছে। মূলত মহাকাশের FRB 20201124A নামক গ্যালাক্সি থেকে এটি আসছে বলে জানা গেছে। স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপে (Spherical Radio Telescope) এটি ধরা পড়েছে। প্রসঙ্গত, চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী হেং শু (Heng Shu, an astronomer at Peking University in China) এই সিগন্যালগুলির উপর গবেষণা করছেন। এই বিজ্ঞানী জানিয়েছেন, ‘সেই গ্যালাক্সিতে একটি ম্যাগনেটার বা নিউট্রন স্টার রয়েছে। যেটি এই রেডিও সংকেতগুলি পাঠাচ্ছে। ওই নক্ষত্রের একটি খুব উচ্চ চৌম্বক ক্ষেত্র আছে

বিজ্ঞানীরা FRB 20201124A ক্রমাগত পর্যবেক্ষণ করে চলেছে। এই পর্যবেক্ষণে মহাকাশ থেকে বার বার সিগন্যাল ধরা পড়ছে। এ নিয়ে একটি গবেষণা পত্র প্রকাশ করা হয়েছে। এটি ‘নেচার অ্যান্ড নেচার’ (Nature & Nature) পত্রিকায় প্রকাশ পেয়েছে।

"বৃহস্পতি’ আজ রাতে পৃথিবীর কাছাকাছি আসবে"সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি পৃথিবীর খুব কাছে আসছে। ইতিহাসে এটা খুবই বির...
26/09/2022

"বৃহস্পতি’ আজ রাতে পৃথিবীর কাছাকাছি আসবে"

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি পৃথিবীর খুব কাছে আসছে। ইতিহাসে এটা খুবই বিরল ঘটনা। সৌর চক্রের ৬০ বছর পর পর বৃহস্পতি পৃথিবীর কাছাকাছি আসে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর)রাতে পৃথিবী থেকে বৃহস্পতিকে অনেক বেশি পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দিনে বৃহস্পতি পৃথিবীর খুব কাছে আসবে। সারারাত বৃহস্পতি আকাশে দেখা যাবে। সূর্য এবং বৃহস্পতি উভয়ই একই দিকে থাকবে, পৃথিবীর বিপরীতে। ফলে সূর্যের মতোই বৃহস্পতি গ্রহ পূর্ব দিকে উদিত হবে এবং পৃথিবীর সাপেক্ষে পশ্চিমে অস্ত যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এর বিজ্ঞানীরা বলেছেন, যেহেতু বৃহস্পতি ২৬ সেপ্টেম্বর পৃথিবীর খুব কাছাকাছি আসবে, তাই এটি পৃথিবী থেকে খুব পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে। এই ঘটনাটি বেশ বিরল। চাঁদ ছাড়াও, বৃহস্পতি এই রাতে আকাশে সবচেয়ে উজ্জ্বল হবে। কিন্তু দুঃখের বিষয়, বৃহস্পতিকে পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না। গ্রহটি দেখতে হলে টেলিস্কোপের সাহায্য নিতে হবে। মূল গ্রহ ছাড়াও বৃহস্পতির তিন-চারটি উপগ্রহও ভালো টেলিস্কোপের মাধ্যমে এ সময় দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে দাঁড়াবে ৫৮ মিলিয়ন কিলোমিটার। স্বাভাবিক অবস্থায় এই দূরত্ব ৯৬ মিলিয়ন কিলোমিটার। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। বৃহস্পতি গ্রহের পৃথিবীর কাছে এই ধরনের দৃষ্টিভঙ্গি মহাজাগতিক এবং সৌরজগতের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

বিজ্ঞানীরা বলছেন, আপনি যদি আধুনিক ব্যান্ডেড বাইনোকুলার ব্যবহার করেন তবে আপনি সেদিন পৃথিবীর পৃষ্ঠ থেকে গ্যালিলিয়ান ৩-৮টি উপগ্রহ দেখতে সক্ষম হবেন। এছাড়াও, সবুজ-নীল ফিল্টার সহ একটি ৪-ইঞ্চি টেলিস্কোপ ব্যবহার করে বৃহস্পতির গ্রেট রেড স্পট এবং ব্যান্ডগুলি আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে।

এদিকে, জেমস ওয়েব টেলিস্কোপ বৃহস্পতির একটি আশ্চর্যজনক ছবি তুলেছে। এই ছবিটি ইতিমধ্যেই নাসা প্রকাশ করেছে। এটি বৃহস্পতির বুকে একটি ক্ষতের মতো উজ্জ্বল লাল দাগ দেখায়, যা আসলে একটি ঝড় এবং এর আকার এত বড় যে এটি সমগ্র পৃথিবীকে গ্রাস করতে পারে। ছবিটি গ্রেট রেড স্পটের চারপাশে অসংখ্য ছোট ঝড়ের ট্র্যাক দেখায়।

নাসার প্রকাশিত চিত্রগুলির মধ্যে একটি বিস্তৃত ক্ষেত্রের ছবিতে বৃহস্পতির চারপাশে উজ্জ্বল বলয়ের

Address

Dhaka
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJS/Borura Jonokollan Songbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Book & Magazine Distributors in Cumilla

Show All