27/11/2024
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা কালিকাপুর -বাকশীমূল রোডে ট্রেন এর ধাক্কায় অটোরিকসার ৭ জনের মৃত্যু😥
#ঘটনা-১: ৯ মাসের পেটে জমজ বাচ্চা সহ হাতে ছিল একটা বাচ্চা কিন্তু কেউ নেই। বাচ্চা চেক-আপ করার জন্য গেলো কিন্তু সব হারালো।
#ঘটনা-২: দাদির সাথে নাতি যাচ্ছে বেড়াতে নেই।
#ঘটনা-৩: মেয়ের বাড়িতে পিঠা বানিয়ে নিয়ে যাবে চাউল চুড়ানোর জন্য রওনা দিলো আর ফিরলোনা।
#ঘটনা-৪: জন্মনিবন্ধন সংশোধন করার জন্য রওনা হলো কিন্তু জন্মনিবন্ধন আর সংশোধন করা হলো নাহ।
#ঘটনা-৫: বাজার করে নিয়ে আসি বাজার করা হলো নাহ।
#ঘটনা-৬: আরেকটা বয়স্ক মানুষ আনুমানিক বয়স ৯৫ বছর কিন্তু নামাজ রোজা করে পাঁচ ওয়াক্ত কিন্তু পান আনতে গেলো সেই আসবোনা।
#ঘটনা-৭: অটোরিকশার ড্রাইভার কোন দিন ১০ টার আগে ঘুম থেকে উঠে নাহ কিন্তু সে আজকে ৯ টা বাজে উঠে গেছে। ওনার একটা ছেলে ৭ম শ্রেণিতে পড়ে মেয়ে একটা ৫ম শ্রেণিতে পড়ে আরেকটা ছেলে হাফিজিয়া৷ মাদ্ররাসায় পড়ে আরেকটা বাচ্চা মায়ের পেটে ৫ মাসের।
😥😭😭
আল্লাহ এরকম মৃত্যু কাউকে দিওনা