Raqib Hossain O Positive

Raqib Hossain O Positive Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqib Hossain O Positive, Digital creator, Cumilla.

আলহামদুলিল্লাহ
29/09/2023

আলহামদুলিল্লাহ

09/09/2023

🌹 তাহাজ্জুদ নামাজের ফজিলত🌹

🌹 তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম 💞❤️

তাহাজ্জুদ নামাজ একটি নফল ইবাদত।
❤️ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের (তাহাজ্জুদের) নামাজ।
(মুসলিম, হাদিস : ১১৬৩)
❤️রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, ‘যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। বুখারী -(১১৪৫),মুসলিম -(৭৫৮)

❤️আল্লাহপাক বলেন- “বস্তুতঃ রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্যে খুব বেশি কার্যকর এবং সে সময়ের কুরআন পাঠ বা যিকির একেবারে যথার্থ”।
[সূরা মুয্যাম্মিল-৬]।

❤️আল্লাহ তাআলা বলেন- আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়।
[সূরা ফুরকান:৬৩-৬৪]

❤️কোন_সময়_পড়বেন :
তাহাজ্জুদ এশার নামাজ আদায়ের পর থেকে সুবেহ সাদিকের আগ পর্যন্ত পড়া যায়। তবে অর্ধ রাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম।

❤️কত_রাকআত_পড়বেনঃ
: সর্ব নিম্ন দু রাকআত। আর সর্বোচ্চ ৮ রাকায়াত পড়া উত্তম। তবে আরও বেশী পড়া জায়েজ আছে। এরপরে বিতর নামায পড়া।রাসুলুল্লাহ (সা.) তাহাজ্জুদ নামাজ কখনো ৪ রাকাত, কখনো ৮ রাকাত এবং কখনো ১২ রাকাত পড়েছিলেন। কিন্তু যদি কেউ এ নামাজ ২ রাকাত আদায় করেন, তাহলেও তাঁর তাহাজ্জুদ আদায় হবে। হজরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, ‘যে ব্যক্তি এশার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয়, সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী।

❤️তাহাজ্জুদ_পড়ার_নিয়ম :
তাহাজ্জুদ নামায পড়ার জন্য নির্দিষ্ট কোন সুরা নেই। যে কোন সুরা দিয়েই এই নামায আদায় করা যাবে। তবে যদি বড় সুরা বা আয়াত মুখুস্ত থাকে তবে, সেগুলো দিয়ে পড়াই উত্তম।
কারন রাসুল (সাঃ) সব সময় বড় বড় সুরা দিয়ে তাহাজ্জুদ নামায আদায় করতেন। তাই আমাদেরও বড় সুরা মুখুস্ত করে, তা দিয়ে তাহাজ্জুত আদায় করা উচিৎ। তবে বড় সুরা মুখস্ত না থাকলে ছোট সুরা দিয়েই পড়বেন কবুল করার মালিক আল্লাহ্।

🌹তাহাজ্জুত এমন তীর যার লক্ষ কখনো ভ্রষ্ট হয় না।
তাহাজ্জুদ নামাজ আল্লাহর সাথে বান্দার কথোপকথনের এক মহান অবলম্বন। স্রষ্টা ও সৃষ্টির মাঝে সেতুবন্ধন রচনা করে।
🌹আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে হেফাজত করুন আমিন ইয়া রব।

08/09/2023

★অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌:-

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়।
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছেন,

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ:করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন, ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন বিয়ে করতে এত দেরি করছেন, আল্লাহ তায়ালা তো অফার দিয়ে রেখেছেন। আল্লাহ আপনাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন। বিয়েকে সহজ করুন, দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে।
🌹🌹🤲🤲🌹🌹

07/09/2023

ঈমাম গাজ্জালি(রহঃ)একটা গল্প বলে ছিলেন :-

এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাটছিলেন,
হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে।

তিনি প্রানের ভয়ে দৌড়াতে লাগলেন
কিছুদুর গিয়ে দেখলেন পানি হীন একটা কুয়া।

তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাপ,
পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পেলেন
এবং সেটা ধরে ফেললেন এবং ঐ অবস্তায় ঝুলে রইলেন।

উপরে তাকিয়ে দেখলেন
সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাড়িয়ে আছে।

অতঃপর নিচে তাকিয়ে দেখলেন
বিশাল সাপ তার নামার অপেক্ষায় রয়েছে।

বিপদের উপর আরো বিপদ!
কিছুক্ষণ পর দেখতে পেলেন একটি সাদা এবং
একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে।

এমতাবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না।

তখন হঠাৎ কুয়ার সাথে
লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন।

তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল দিলেন
এবং তা চেটে খেলেন,সেই মধু এতটায় মিষ্ট ছিল যে তিনি মূহুর্তের জন্য উপরে গর্জন রত সিংহটি,নিচে হা করে থাকা সাপ এবং দড়ি কাটতে থাকা ইদুরের কথা ভুলে গেলেন।

ফলে তার বিপদ অবিশ্যম্ভবি হয়ে দাড়ালো।

ঈমাম গাজ্জালি(রঃ)এই গল্পের ব্যখ্যা দিতে গিয়ে বলেন:-

🌹 এই সিংহ হচ্চে আমাদের মৃত্যু যা সর্বক্ষন আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
🌹সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে সর্বক্ষণ।

🌹আর সাদা ইদুর হলো দিন আর কালো ইদুর হলো রাত। যা প্রতিনিয়ত আমাদের আয়ুকে কমিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

🌹আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেই আমরা ভয়ানক বিপদের কথা ভুলে যায়।

তাই আসুন আমরা দুনিয়া কে পেয়ে পরকালকে ভুলে না যাই।

দৈনন্দিন জীবনে পাচ ওয়াক্ত নামাজ পড়ি,
এবং আল্লাহ ও তার রাসুল (সঃ) পথ অনুসরন করে জীবন গড়ি।

আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক।
আমীন

24/08/2023

⭕ আজ বৃহস্পতিবার সন্ধা থেকে জুম্মাবার শুরু হয়েছে।
⭕জুমার দিনের বিশেষ আমল
অনেক বেশি দরুদ পাঠ করা🌺
صلى الله عليه وسلم
(সল্লল্লহু আলাইহি ওয়াসাল্লাম)

🌺(দরুদে ইবরাহিম হলো শ্রেষ্ঠ দরুদ)🌺
⭕ জেনে নিন দরুদ পাঠ এর অসংখ্য ফজিলত👇👇👇

১. প্রতিবার দুরুদ পাঠে ১০বার রহমত নাজিল হয়।
২.প্রতিবার দুরুদ পাঠে ১০টি নেকি লাভ হয়।
৩.প্রতিবার দুরুদ পাঠে ১০টি গুনাহ মাফ হয়।
৪.প্রতিবার দুরুদ পাঠে ( জান্নাতে) ১০টি মর্যাদার ধাপ বৃদ্ধি পায়।
৫.পেরেশানি দূর হয়।
৬.রাগ নিয়ন্ত্রণ হয়।
৭.স্মরণশক্তি বৃদ্ধি পায়।
৮.রাসূল (সাঃ) বলেছেনঃযদি তুমি কোন কিছু ভুলে যাও তাহলে আমার উপর দুরুদ পাঠ কর ইনশাআল্লাহ ভুলে যাওয়া জিনিস মনে পড়বে।
৯.সকল প্রকার বিপদ আপদ দূরীভূত হয়।
১০.দেহ রোগমুক্ত থাকে।
১১.হায়াত বৃদ্ধি পায়।
১২.যাবতীয় অভাব অনটন দূর হয়।
১৩.দোয়া কবুল হয়( কোনো দোয়ার মধ্যে দুরুদ না থাকলে সেই দোয়া আল্লাহর কাছে পৌছায় না)।
১৪.সকল বিষয় এ উন্নতি সাধন হয়।
১৫.যাবতীয় সমস্যার সমাধান হয়(চাকরী না হওয়া,ব্যবসায়ে লোকসান, বিয়ে না হওয়া, সন্তান হয়না,মনের আশা পূরণ হয়না অথবা যেকোনো সমস্যার সমাধান হবে)।
১৬. দ্বীন দুনিয়ার সকল উদ্দেশ্য পূরণ হবে।
১৭. সমস্ত গুনাহ মাফ হবে।
১৮. সপ্নযোগে হযরত মুহাম্মদ (সাঃ) এর দীদার নসিব হয়।
১৯.নিয়মিত বেশি বেশি দুরুদ পাঠকারীর হাশরের ময়দান এ হযরত মুহাম্মদ (সাঃ) এর শাফায়াত লাভ করবে।ফুলসিরাত পার করা সহজ হবে।
২০. জা'হান্নাম হারাম, জান্নাত অনিবার্য হয়ে যাবে।

[তিরমিজি,মুসলিম,মেশকাত,নাসাঈ]

23/08/2023

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ দামী গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

21/08/2023

#ইস্তেগফার:
আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ।

#জিকির:
সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার

#তওবা:
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা
হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।

#দোয়া_ইউনুস:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ জোয়ালীমিন।

#দুরুদ_শরীফ: সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়াঃ

আল্লাহুম্মা ইন্নীআস আলুকাল জান্নাতা,
ওয়া আউযুবিকা মিনান্নার।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।

#পড়ে_শেষ_হলে_আলহামদুলিল্লাহ💚💚

Address

Cumilla

Telephone

+8801731424344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqib Hossain O Positive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raqib Hossain O Positive:

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All