09/07/2024
জীবনের হিসাব মিলানো খুবই কষ্ট কর হয়ে যাচ্ছে মানুষের
আলু ৬০টাকা
আদা ২২০ টাকা
পিয়াজ ৯০/৯৫টাকা
রসুন ২০০/২২০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ১৭০টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ১৫/২০ টাকা আটি
চিনি প্রতিকেজি ১৪৫৳ টাকা মাত্র।
একটা সময় আমি নিজেকে মনে করতাম আমি মধ্যবিত্ত পরিবারের একজন
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব
চারিদিকে হতাশা
আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।
কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
আমার মত মধ্যবিত্ত পরিবারগুলো হিমসিম খাচ্ছেন সংসার চালাতে
জীবনের হিসাব মিলানো খুব কষ্ট।