MD IKBAL HOSSAN

MD IKBAL HOSSAN This is MD IKBAL HOSSAN. I am sincere & responsible. I am dynamic as I am capable of managing & handl
(1)

পেঁপের গায়ে আঠা বের হয় কেনো?অনেকে সময় দেখা যায়, গাছে পেঁপের গা থেকে কস বা আঠা বের হচ্ছে। এর কারণ আসলে মাছি পোকার আক্রমণ।...
02/10/2024

পেঁপের গায়ে আঠা বের হয় কেনো?
অনেকে সময় দেখা যায়, গাছে পেঁপের গা থেকে কস বা আঠা বের হচ্ছে। এর কারণ আসলে মাছি পোকার আক্রমণ।

যেভাবে ক্ষতি করে-
✔️স্ত্রী পোকা ফলের গায়ে হুল ফুটিয়ে ডিম পারার সময় গায়ে ছিদ্র করে। তখন কস বের হয়ে আসে।
✔️ ডিম ফুটে লার্ভা ফলের ভেতরে চলে যায়। বীজ থেকে খাবার গ্রহণ করে। এতে ফল শুকিয়ে যায় বা হলুদ হয়ে ঝরে পড়ে।
✔️ অনেক সময় ফলে পচন ধরে। বিশ্রী গন্ধ বের হয়।
✔️ ফলের উপরে ফোস্কার মতো গর্ত তৈরি হয়। হলুদাভাব হয়।

করণীয় কী তাহলে!!
এ পোকা দমন করা কঠিন। স্ত্রী পোকা দমন করা গেলে এ সমস্যা দূর করা সম্ভব। এজন্য ফলের বাড়ন্ত অবস্থায় -
১. ম্যালাথিয়ন/ সাইপারমেথ্রিন / এমামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক স্প্রে করা যায়।
২. ফেরোমন লিউর কার্যকর। তবে এটার লিউর সম্ভবত বাংলাদেশে তেমন পাওয়া যায় না।
৩. ফলের ভেতর থেকে লার্ভা বের হয়ে মাটিতে বড় হয়। তাই পচা ও ঝরে পড়া ফল সংগ্রহ করে দূরে ফেলতে হবে। মাটিতে পিউপা ধ্বংস করতে গাছের গোড়ার চারদিকে মাটি আলগা করে #ট্রাইকোম্যাক্স স্প্রে করবেন।

এছাড়াও ছত্রাকজনিত এনথ্রাকনোজ ও শুটিমোল্ড রোগ হলে আঠা দেখতে পাওয়া যায়। তবে সেক্ষেত্রে পেঁপের গায়ে কালচে দাগ পড়ে।

বনকুটির বার্ড, কোটবাড়ি, কুমিল্লা।
02/10/2024

বনকুটির
বার্ড, কোটবাড়ি, কুমিল্লা।

🍆ফলনে সুপারহিট - ফিল্ড লিডার জাতের হাইব্রিড বেগুন 🌱✅এগ্রো-১ এর হাইব্রিড বেগুন ফিল্ড লিডার এর বৈশিষ্ট্য সমূহঃ -➡ ফল দেখতে...
01/10/2024

🍆ফলনে সুপারহিট - ফিল্ড লিডার জাতের হাইব্রিড বেগুন 🌱
✅এগ্রো-১ এর হাইব্রিড বেগুন ফিল্ড লিডার এর বৈশিষ্ট্য সমূহঃ -

➡ ফল দেখতে লম্বাটে গাঢ় বেগুনী বর্ণের
➡ প্রতিটি ফলের গড় ওজন ১৪০-১৫০ গ্রাম
➡ গাছ প্রতি ফলন ১০-১২ কেজি
➡ মাত্র ৫৫-৬০ দিনে ফল হারভেস্ট করা যায়

🍆 চারার মূল্যঃ ২.৫০ টাকা/পিস
🍆 বীজের মূল্যঃ প্রতি প্যাকেট ৩০০ টাকা (১০ গ্রাম)
বীজ/ চারা অর্ডার করতে কল করুনঃ 0967 866 2828
#এগ্রো_১
#এগ্রো_১সীড
#আধুনিক_কৃষি
#স্মার্ট_কৃষি

28/09/2024

কোন রুমের কোনো দরজা জানালা থাকেনা?
অবশ্যই কমেন্ট করে জানাবেন।

সফলতার ১৫টি সূত্রঃ১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের...
16/09/2024

সফলতার ১৫টি সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

সংগৃহীত পোস্ট

16/09/2024

নিয়োগ বিজ্ঞপ্তি :
পোস্টঃ ফার্ম ইনচার্জ
যোগ্যতা:
√ এইচএসসি/ সমমানের যে কোনো ডিগ্রি।
√ মৎস এবং গবাদিপশু পালনে দক্ষতা থাকতে হবে।
√ ফার্মের সকল কাজের পরামর্শ এবং সর্বদা মনিটরিং ও উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে হবে।
√ ভালো লিডারশীপ দক্ষতা থাকতে হবে।
লোকেশনঃ বরুড়া, কুমিল্লা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ : +8801813822299 (হোয়াটসঅ্যাপ)

মনোযোগ দিয়ে শুনুনআমরা সাধারণত বলতে পছন্দ করি। কিন্তু অন‌্যদের কথাও তো শোনা দরকার। যাঁরা অন‌্যের কথা মন দিয়ে শোনেন, তা...
15/09/2024

মনোযোগ দিয়ে শুনুন

আমরা সাধারণত বলতে পছন্দ করি। কিন্তু অন‌্যদের কথাও তো শোনা দরকার। যাঁরা অন‌্যের কথা মন দিয়ে শোনেন, তাঁদের মানুষ পছন্দ করেন। কথায় আছে, ‘কান দুইটা, মুখ কিন্তু একটা’। তাই আগে কথা শুনুন।

সহানুভূতি দেখান

অন্যের অনুভূতি ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। এটা তাঁর সঙ্গে দৃঢ় সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে। পারস্পরিক বিশ্বাস গড়ে উঠবে। মানুষ তাঁকেই পছন্দ করেন, যাঁকে তিনি বিশ্বাস করতে পারেন।

প্রতিশ্রুতি রাখুন

মার্কিন কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, ‘তোমার প্রতিশ্রুতিই মানুষের কাছে তোমার মুখের কথার মূল্য নির্ধারণ করবে।’ তাই সব সময় প্রতিশ্রুতি রাখতে চেষ্টা করুন। তাহলে মানুষ আপনাকে পছন্দ করবে।

ইতিবাচক হোন

নেতিবাচকতা কেউ পছন্দ করেন না। সব সময় ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। এমনকি, যখন কঠিন সময় ও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তখনো ইতিবাচক থাকুন। হতাশাবাদ অন‌্যদের হতাশ করে দেয়। ইতিবাচকতা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারে।

অন্যকে সম্মান করুন

বলা হয়, ‘সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়’। তাই নিম্নপদস্থ হোক কিংবা উচ্চপদস্থ—সবাইকে সম্মান দিতে হবে। পারস্পরিক সম্মান সম্পর্কের গভীরতা বাড়ায়। ভাববেন না, সম্মান করলে আপনি ছোট হয়ে যাচ্ছেন। বরং এতে আপনার জনপ্রিয়তা বাড়বে।

কার্যকরভাবে যোগাযোগ তৈরি করুন

নিজেকে সুস্পষ্টভাবে প্রকাশ করুন। আর সবার সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করুন। খুব ভালো যোগাযোগ ভুল-বোঝাবুঝি কমায় এবং সম্পর্কের ভিত্তি মজবুত করে।

সব সময় সাহায্য করুন

যখনই পারবেন, সাহায্য করার চেষ্টা করুন। অন্যকে বোঝান যে আপনি যেকোনোভাবে সাহায্য করতে আগ্রহী। ভালো কাজে উৎসাহ দিন, সমর্থন দিন। এই প্রচেষ্টাগুলো থাকলে লোকে বুঝবে—আপনি তাঁদের মঙ্গল কামনা করেন এবং তাঁদের সাফল্যের বিষয়ে যত্নশীল।

‘রসবোধ’ ব্যবহার করুন

হিউমার বা হাস্যরস এমন এক জিনিস, যা কম-বেশি সবাই পছন্দ করেন। একজন রসবোধসম্পন্ন ব্যক্তি সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারেন। বন্ধন তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী হাস্যরস ব্যবহার করুন। তবে কেউ যেন আঘাত না পায়, সেদিকে খেয়াল রাখা জরুরি। হাস্যরসের একটি ভালো অনুভূতি মানুষ সব সময় মনে রাখেন।

Morphological Characteristics of Mustard Plants 🔶
10/09/2024

Morphological Characteristics of Mustard Plants 🔶

10/09/2024
এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে এয়ারপোর্টে যাত্রীদের জন্য ১.ফ্রি টেলিফোন ২. ফ্রি ওয়াইফাই ৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্...
30/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে
এয়ারপোর্টে যাত্রীদের জন্য

১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।

আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। ডক্টর ইউনুস স্যার 🤍🫡

30/08/2024

বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা😜

ঢাকা-চট্টগ্রাম রোডের গতকালের চিত্র ❤️বিগত ১৭ বছর ছিল ত্রাণের চাল/ডাল মেরে খাওয়ার প্রতিযোগিতা। আর এখন চলছে শুধু দেওয়ার প্...
28/08/2024

ঢাকা-চট্টগ্রাম রোডের গতকালের চিত্র ❤️
বিগত ১৭ বছর ছিল ত্রাণের চাল/ডাল মেরে খাওয়ার প্রতিযোগিতা। আর এখন চলছে শুধু দেওয়ার প্রতিযোগিতা।

এ এক অপরূপ নতুন বাংলাদেশ❤️🇧🇩

এয়ারপোর্টে নতুন ভাবে ফ্রী যে সকল সুযোগ সুবিধা পাবেন- 💕১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস...
28/08/2024

এয়ারপোর্টে নতুন ভাবে ফ্রী যে সকল সুযোগ সুবিধা পাবেন- 💕

১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যারকে।

❤️🤲

ফারাক্কার ১০৯ গেট খোলায় বন্যাঝুঁকিতে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জসহ  আশ...
26/08/2024

ফারাক্কার ১০৯ গেট খোলায় বন্যাঝুঁকিতে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জসহ আশপাশের এলাকা…

আমিই বাংলাদেশ। ৪০ কোটিতেই কাজ সমাধান! বাকি ২৬০ কোটির ইতিহাস টা অজানাই থেকে গেল। এক বছর লাগবে চালু হতে!মিথ্যা একটা শিল্পে...
26/08/2024

আমিই বাংলাদেশ।

৪০ কোটিতেই কাজ সমাধান!
বাকি ২৬০ কোটির ইতিহাস টা অজানাই থেকে গেল।

এক বছর লাগবে চালু হতে!
মিথ্যা একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল।

প্রিয় বাংলাদেশ!
দেশটা কারো "বিজনেস এসেট" হতে দিয়েন না,
সুশাসন ই দুঃশাসন কে দূরীভূত করতে পারে।

দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে অঙ্গীকার করতে হবে, প্রতিটি মানুষের মগজে ঢুকিয়ে দিতে হবে "আমিই বাংলাদেশ" ।

25/08/2024

ড. মুহাম্মদ ইউনূস এর সাথে ৪৪টি এনজিও এর বৈঠকে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

ইতিহাসের এই প্রথম এতো বড়সড় তহবিল আসতে যাচ্ছে।

💠আগাছা কত প্রকার হতে পারে?🔹জীবনকালের ভিত্তিতে: বর্ষজীবী (শ্যামা, বথুয়া), দ্বি-বর্ষজীবী (বন্য গাজর) এবং বহুবর্ষজীবী (দূর্...
24/08/2024

💠আগাছা কত প্রকার হতে পারে?

🔹জীবনকালের ভিত্তিতে: বর্ষজীবী (শ্যামা, বথুয়া), দ্বি-বর্ষজীবী (বন্য গাজর) এবং বহুবর্ষজীবী (দূর্বা, ভেদাইল)। পাতা ও কান্ডের আকৃতির ভিত্তিতে: ঘাস-জাতীয় (শ্যামা, ক্ষুদে শ্যামা, দূর্বা, আরাইল, গৈচা, ফুলকা ঘাস, মনা ঘাস, ঝরা ধান), সেজ(Sedge)(হলদে মুথা, বড় চুচা, চেঁচড়া, জয়না, পানি সেজ) ও চওড়া পাতা-জাতীয় (পানি কচু, শুসনি শাক, ঝিল মরিচ, পানি লং, পানি ডোগা, চাঁদমালা, হেলেঞ্চা, ঘেঁচু, বড় পানা, ক্ষুদে পানা ও কচুরি পানা)।

বন্যায় ভাসছে পূর্বাঞ্চলের ১১ জেলা
24/08/2024

বন্যায় ভাসছে পূর্বাঞ্চলের ১১ জেলা

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।

Address

Barura, Cumilla
Cumilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when MD IKBAL HOSSAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD IKBAL HOSSAN:

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All