02/10/2024
পেঁপের গায়ে আঠা বের হয় কেনো?
অনেকে সময় দেখা যায়, গাছে পেঁপের গা থেকে কস বা আঠা বের হচ্ছে। এর কারণ আসলে মাছি পোকার আক্রমণ।
যেভাবে ক্ষতি করে-
✔️স্ত্রী পোকা ফলের গায়ে হুল ফুটিয়ে ডিম পারার সময় গায়ে ছিদ্র করে। তখন কস বের হয়ে আসে।
✔️ ডিম ফুটে লার্ভা ফলের ভেতরে চলে যায়। বীজ থেকে খাবার গ্রহণ করে। এতে ফল শুকিয়ে যায় বা হলুদ হয়ে ঝরে পড়ে।
✔️ অনেক সময় ফলে পচন ধরে। বিশ্রী গন্ধ বের হয়।
✔️ ফলের উপরে ফোস্কার মতো গর্ত তৈরি হয়। হলুদাভাব হয়।
করণীয় কী তাহলে!!
এ পোকা দমন করা কঠিন। স্ত্রী পোকা দমন করা গেলে এ সমস্যা দূর করা সম্ভব। এজন্য ফলের বাড়ন্ত অবস্থায় -
১. ম্যালাথিয়ন/ সাইপারমেথ্রিন / এমামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক স্প্রে করা যায়।
২. ফেরোমন লিউর কার্যকর। তবে এটার লিউর সম্ভবত বাংলাদেশে তেমন পাওয়া যায় না।
৩. ফলের ভেতর থেকে লার্ভা বের হয়ে মাটিতে বড় হয়। তাই পচা ও ঝরে পড়া ফল সংগ্রহ করে দূরে ফেলতে হবে। মাটিতে পিউপা ধ্বংস করতে গাছের গোড়ার চারদিকে মাটি আলগা করে #ট্রাইকোম্যাক্স স্প্রে করবেন।
এছাড়াও ছত্রাকজনিত এনথ্রাকনোজ ও শুটিমোল্ড রোগ হলে আঠা দেখতে পাওয়া যায়। তবে সেক্ষেত্রে পেঁপের গায়ে কালচে দাগ পড়ে।