Gaming Zone

Gaming Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gaming Zone, Gaming Video Creator, Cumilla.

Link in bio/ comment ☝🏻 🍿 Name : No gain no love"🔥 Your next drama obsession is just a click away! 🎬 Get the latest epis...
26/01/2025

Link in bio/ comment ☝🏻

🍿 Name : No gain no love

"🔥 Your next drama obsession is just a click away! 🎬 Get the latest episodes in HD, only on our Telegram channel. Don’t miss out—

link in bio! 📥✨"

ভালোবাসা কি জানেন? 🥰ফ্রান্ৎস কাফকা (Franz Kafka) কখনও বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স যখন ৪০, তখন এক...
14/01/2025

ভালোবাসা কি জানেন? 🥰
ফ্রান্ৎস কাফকা (Franz Kafka) কখনও বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স যখন ৪০, তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা, দু’জনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা।

কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তারা দু’জনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন সেখানে।

কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন। আর বললেন, ‘এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’। সে চিঠিতে লেখা ছিল, ‘দয়া করে তুমি কেঁদো না। আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণকাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাব।’

এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত।

ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো। আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে, বলতেন সেই একই কথা, ‘চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব-ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত।

এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, ‘এই নাও, তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল।’

মেয়েটি বললো, ‘এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়।’

কাফকা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ‘ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি।’

ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল।

এর এক বছর বাদে কাফকা মারা যান।

বহু বছর বাদে, সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট সে চিঠিটিতে লেখা ছিল, ‘Everything you love will probably be lost, but in the end, love will return in another way.’ ....

💙
[ফ্রান্ৎস কাফকা ছিলেন জার্মান ভাষার উপন্যাস ও ছোটগল্প লেখক।]

টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার   available on telegram check comment
13/01/2025

টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার available on telegram check comment

Your Fault (Culpa Tuya) 2024🥵 🎥Full Movie in comments ⤵️
28/12/2024

Your Fault (Culpa Tuya) 2024🥵
🎥Full Movie in comments ⤵️

অনলাইনে স্কুইড গেম সিজন টু চলে এসেছে।
26/12/2024

অনলাইনে স্কুইড গেম সিজন টু চলে এসেছে।

চলে এসেছে বহুল আলোচিত সিরিজ Squid Game 2বিস্তারিত কমেন্ট বক্সে:
26/12/2024

চলে এসেছে বহুল আলোচিত সিরিজ Squid Game 2

বিস্তারিত কমেন্ট বক্সে:


২০১০ সাল থেকে প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থার,  এরপর, সবিতার সাথে নাহা চৈতন্য'র পরিচয় হয় ২০২০ ...
07/12/2024

২০১০ সাল থেকে প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থার, এরপর, সবিতার সাথে নাহা চৈতন্য'র পরিচয় হয় ২০২০ সালে, মাত্র তিন বছর সামান্থা সুখে সংসার করতে পেরেছিল, তখন সামান্থার সাথে নাগা চৈতন্য'র সংসার কেবল জমে উঠেছিল, সামান্থা বেবি প্লানিং করতেছিল, একদিকে নাগা চৈতন্য আর সবিতা পরকীয়া সম্পর্কে মেতে উঠেছে অন্যদিকে বেচারি সামান্থা একের পর এক মুভি রিজেক্ট করতেছিল কারন সামান্থা তখন মা হতে চাচ্ছিল, এক শো-তে সামান্থা এটা বলেছিলো তার খুব ইচ্ছে মা হবার, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আরকি, নাগা তখন সবিতার প্রেমে হাবুডুবু খাচ্ছে তার কি এখন আর সামান্থাকে ভালো লাগে, সামান্থা বেবী প্লানিং করলে নাগা সামান্থার থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরাতে থাকেন, সামান্থা যতদিনে এই দুরত্বের কারন আবিষ্কার করেন ততদিনে অনেক দেরী হয়ে গেছে, সামান্থা একপর্যায়ে সবিতার সাথে কথাও বলেন নাগার সাথে কথা বলে কিন্তু নাগা চৈতন্য জানায় সে ডিভোর্স চায় 😂😂 সামান্থার আত্মসম্মান মনে হয় অনেক বেশী, সেও বিনা বাধায় ডিভোর্স মেনে নেয়, ডিভোর্সের পর নাগা চৈতন্য ২০০ কোটি টাকা খরপোশ দিতে চাইলেও সামান্থা তা নিতে অস্বীকার করে, সামান্থা বলেছিল আমার সম্পর্ক দরকার ছিল, সেই সম্পর্কই যখন নেই তাইলে সেই সম্পর্ক থেকে কোন কিছুর প্রয়োজনই আমার নেই। ডিভোর্সের পর সামান্থা খুবই ভেংগে পরেছিল, অসুস্থ হয়ে হাসপাতালেও কয়েকমাস ভর্তি ছিলেন। সামান্থাকে তখন এই বলে ব:দনাম দেয়া হয়েছিল সে সামান্থা পরকীয়া করে, সে সংসারী না, মুভিতে খোলামেলা পোশাক করে। বেচারীকে একরাশ যন্ত্রণা দিয়ে ডিভোর্স দিয়েছিল আর সাথে দিয়েছিল ব'দনাম। সত্যি কোনদিন চাপা থাকে না, নাগা চৈতন্য নিজে পরকীয়া করে সেই দায় দিয়েছিল সামান্থার কাধে, যে সামান্তাকে খোলামেলা পোশাকের অযুহাত দিয়ে ছেড়ে দিয়েছিলো এখন সেই সামান্থার চেয়েও খোলামেলা পো'শাক পরা সবিতাকে বিয়ে করেছেন। একেই বলে পুরুষ মানুষ।

🔴রতন টাটার জীবনে প্রেম এসেছিল,  তবে   বিয়েটা...আর  হয়নি 🥲🔴ভারতের শিল্পপতি রতন টাটা ছিলেন  চিরকুমার, তবে তাঁর জীবনেও প্রে...
11/10/2024

🔴রতন টাটার জীবনে প্রেম এসেছিল, তবে বিয়েটা...আর হয়নি 🥲🔴

ভারতের শিল্পপতি রতন টাটা ছিলেন চিরকুমার, তবে তাঁর জীবনেও প্রেম এসেছিল। বিয়েটাও প্রায় হয়েই যাচ্ছিল। ফেসবুক পেজ হিউম্যানস অব বম্বেতে সে গল্পই বলেছিলেন রতন টাটা।

হিউম্যানস অব বম্বেতে রতন টাটা তাঁর জীবনের অনেক গল্পই বলেছেন। এর মধ্যে আছে, মা-বাবার বিচ্ছেদের পর তাঁর জীবনটা কেমন ছিল, কীভাবে দাদির সঙ্গে শৈশব কেটেছে, দাদি তাঁকে জীবনে কী শিখিয়েছেন, কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ার জীবন, সে সময়ে প্রেমে পড়ার গল্প।

হিউম্যানস অব বম্বেতে নিজের জীবনের তিন অধ্যায়ের গল্প বলেছিলেন রতন টাটা। এনডিটিভিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। রতন টাটা বলেছেন, তাঁর শৈশব ছিল খুব আনন্দের। যদিও মা-বাবার বিচ্ছেদের প্রভাব তাঁর ও তাঁর ভাইয়ের ওপর পড়েছিল।

১০ বছর বয়সে রতন টাটার মা নাভাল ও বাবা সোনি টাটার বিচ্ছেদ হয়। দাদি নাভাজবাই টাটার কাছেই বড় হন রতন টাটা।

রতন টাটা বলেন, ‘এখনো মনে পড়ে, দাদি আমাকে ও আমার ভাইকে গরমের ছুটিতে লন্ডন নিয়ে যেতেন। দাদি আমাদের জীবনের বিভিন্ন মূল্যবোধের বিষয়ে জ্ঞান দিতেন। শেখাতেন কোন কথা বলতে হয় না, কোন পরিস্থিতিতে চুপ করে থাকতে হয়।’

বাবার সঙ্গে বেশ দূরত্ব ছিল রতন টাটার। বলেছেন, ‘আমি বেহালা বাজানো শিখতে চাইতাম। কিন্তু বাবা আমাকে পিয়ানো শেখাতে চাইতেন। আমি যুক্তরাষ্ট্রে কলেজে পড়তে চাইতাম। কিন্তু তিনি চাইতেন আমি যুক্তরাজ্যে পড়ি। আমি স্থপতি হতে চেয়েছিলাম। বাবা আমাকে প্রকৌশলী বানাতে চেয়েছিলেন।’

যুক্তরাষ্ট্রে কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রতন টাটা। সে জন্য তিনি ধন্যবাদ জানান দাদিকে। স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করার পর বাবার সঙ্গে বিরোধটা বাড়ে। লস অ্যাঞ্জেলসে চাকরি নেন। সেখানে তিনি দুই বছর চাকরি করেন।

রতন টাটা স্মৃতিচারণা করে বলেন, ‘সে সময়টা খুব ভালো ছিল। আবহাওয়া ছিল সুন্দর। আমার নিজের একটি গাড়ি ছিল। চাকরিটা করতেও খুব ভালো লাগত।’

লস অ্যাঞ্জেলেসেই এক নারীর প্রেমে পড়েন রতন টাটা। বিয়েটাও প্রায় হয়ে যাচ্ছিল। সে সময়ই দাদির অসুস্থতার জন্য টাটাকে ভারতে ফেরার সিদ্ধান্ত নিতে হয়। তিনি ভেবেছিলেন, যে নারীকে তিনি ভালোবাসেন তিনিও তাঁর সঙ্গে ভারতে যাবেন। ১৯৬২ সালে ইন্দো-চীন যুদ্ধের কারণে ওই নারীর মা-বাবা তা চাননি। টাটার সঙ্গে সেই নারীর সম্পর্কের সেখানেই শেষ।

পরবর্তীতে রতন টাটা আর বিয়ে করেন নি।

এটা দেখে এত কান্না পাচ্ছে কেন?বাবাদের কান্না পায় বলে?
18/08/2024

এটা দেখে এত কান্না পাচ্ছে কেন?
বাবাদের কান্না পায় বলে?

🎬 Dus June Ki raat
07/08/2024

🎬 Dus June Ki raat

🙂
11/07/2024

🙂

06/07/2024

😂🤣😂

Movie: Kalki 2898 AD (2024)Genre : Action,Adventure,Sci-fi,Fantasy Language : HindiQuality : HDTS -[ Super clean print]আ...
30/06/2024

Movie: Kalki 2898 AD (2024)
Genre : Action,Adventure,Sci-fi,Fantasy
Language : Hindi
Quality : HDTS -[ Super clean print]

আগের চেয়ে আরও ভালো কোয়ালিটি সাইটে সকল রেজুলেশন সহকারে পুনরায় আপলোড করা হয়েছে!

Link in comment 📌

"সংসার সুখী হয় রমণীর গুনেগুনবান পতি যদি থাকে তার সনে" শেষ লাইনটা খেয়াল করুন।সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট টা ঘুরছে খুব।হ্যাঁ ...
29/05/2024

"সংসার সুখী হয় রমণীর গুনে
গুনবান পতি যদি থাকে তার সনে"

শেষ লাইনটা খেয়াল করুন।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট টা ঘুরছে খুব।
হ্যাঁ নিচের সারির ছবিগুলোর মানুষরা সত্যিই সত্যি তারা নিজের ফিল্ডে অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব কোনো সন্দেহ নেই। গুন দোষ বিচার আমি করছি না।
কোনো বিতর্কিত বা রাজনৈতিক কমেন্ট করবেন না।ডিলিট করব। কারণ পোস্টের উদ্দেশ্য সেটা না।
তবে এটাই যে এদের সাফল্য বলুন বা উপস্থিতি বলুন তার পিছনে কারণ একজন বিপরীত লিঙ্গের না থাকা? প্রতিভা বা সাফল্য শুধু এর উত্তর নির্ভর করে?? বাহ! এতটা ছোট বোধহয় পুরুষ জাতির নিজেকে করা উচিত না
একজন মানুষ সে যদি আপনার জন্য সঠিক না হয়,স্বার্থসিদ্ধির জন্যই জীবনে আসে সে পুরুষ হোক বা নারী সে কখনই আপনাকে এগোতে দেবে না। যে তিনজন খেলোয়াড় এর ছবি রয়েছে প্রত্যেকে খারাপ ফেজের মধ্যে দিয়ে গেছেন,সবাই যায়। সঙ্গের নারী খারাপ হোক বা ভালো। তারা যেন সেই ফেজ কাটিয়ে ওঠেন এই প্রার্থনা করি🙏।

কিন্তু তার জন্য নারীসঙ্গকে দোষারোপ করা শুরু করলে পাড়ার মোড়ে বসে থাকা চায়ের দোকানের নারীসঙ্গ বর্জিত ফ্রাস্ট্রেটেড পচার সাথে আপনার পার্থক্য রইল কোথায়? যে দিনের বেলায় উত্তাল মেয়েদের গালাগালি দেয় আর রাতে মাল্লু সিনেমার সফট পানু দেখে ঘুমায়।
নাকি আপনি সেই বৃহদাংশ পুরুষ জাতির মধ্যে পড়েন যারা মনে করেন শুধুমাত্র তাদের মায়েরা ই ভালো বাকি সব "মেয়েরা শুধু চিটিংবাজ চিটিংবাজ চিটিংবাজ"

এই তো ঘটা করে কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মনে নেই উনি কি বলেছিলেন

"আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।"

একজন নারীর স্থান অস্বীকার করা মানে সৃষ্টিকে অস্বীকার করা। জীবনে স্ত্রীর অবদান অস্বীকার করা মানে দাম্পত্য জীবনকে অস্বীকার করা। অবশ্যই সেই অপশন থাকে বিয়ে না করে জীবন কাটিয়ে দেওয়ার। কিন্তু বন্ধ দরজার বাইরে থেকে ভিতরে কী হয় সব সময় আন্দাজ করে মেয়েদের গালাগালি করার আগে রিংটাতে নেমে দেখুন একবার। সব কিছু সবক্ষেত্রে প্রযোজ্য করে দেওয়ার রোগকে বলে একপেশে ভাবার প্রবনতা।

মানুষ খারাপ অবশ্যই খারাপ।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এসব তো মানুষের ই রিপু। উভয়ের ই দোষ এগুলো।
তাই একটি লিঙ্গের উপর সবটা দোষ চাপিয়ে আবার নারীরা যখন বলে "সব পুরুষ ধর্ষক' তখন রাগ করবেন না যেন!
এটুকু ই বললাম যে মানুষ আসলে রাগ,ক্ষোভের বশবর্তী হয়ে অতীতে তিক্ত অভিজ্ঞতার বশবর্তী হয়ে অনেক কিছুই বলে বসে ঠিক ই। কিন্তু আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি হই কিছু মানুষের জন্য গোটা জাতি বা লিঙ্গের প্রতি বিদ্বেষ প্রকাশ কাম্য না।
আর হ্যাঁ men with right women কেমন হয় দুটো ছবি যোগ করলাম।
Ms dhoni তাঁর স্ত্রী সাক্ষীর সাথে
পেরি কুরি মারি কুরির সাথে।
ভালো থাকুন
ভালোবাসায় থাকুন।❤️
-বিদিশা

08/05/2024

🩷

..


Manjummel Boys(2024)🎬মালায়ালাম ইন্ডাস্ট্রি একের পর এক কি সব কাজ এনে যাচ্ছে দেখে অবাক হয়ে যাচ্ছি🫡 Bramayugam, Premalu, ...
08/05/2024

Manjummel Boys(2024)🎬

মালায়ালাম ইন্ডাস্ট্রি একের পর এক কি সব কাজ এনে যাচ্ছে দেখে অবাক হয়ে যাচ্ছি🫡 Bramayugam, Premalu, Manjummel Boys🥹❤️ভালো সিনেমা বানাতে গেলে অনেক বাজেটের দরকার পড়ে না। ভালো কনটেন্ট হলেই হয়ে যায় 🙌🏻

২ ঘন্টা ১৪ মিনিটের একটা সিনেমা জাস্ট দেখো কি কাজ করেছে🫶🏻

📌 Movie download link
https://t.me/moviewebmax

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Gaming Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gaming Zone:

Videos

Share