07/12/2024
২০১০ সাল থেকে প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থার, এরপর, সবিতার সাথে নাহা চৈতন্য'র পরিচয় হয় ২০২০ সালে, মাত্র তিন বছর সামান্থা সুখে সংসার করতে পেরেছিল, তখন সামান্থার সাথে নাগা চৈতন্য'র সংসার কেবল জমে উঠেছিল, সামান্থা বেবি প্লানিং করতেছিল, একদিকে নাগা চৈতন্য আর সবিতা পরকীয়া সম্পর্কে মেতে উঠেছে অন্যদিকে বেচারি সামান্থা একের পর এক মুভি রিজেক্ট করতেছিল কারন সামান্থা তখন মা হতে চাচ্ছিল, এক শো-তে সামান্থা এটা বলেছিলো তার খুব ইচ্ছে মা হবার, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আরকি, নাগা তখন সবিতার প্রেমে হাবুডুবু খাচ্ছে তার কি এখন আর সামান্থাকে ভালো লাগে, সামান্থা বেবী প্লানিং করলে নাগা সামান্থার থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরাতে থাকেন, সামান্থা যতদিনে এই দুরত্বের কারন আবিষ্কার করেন ততদিনে অনেক দেরী হয়ে গেছে, সামান্থা একপর্যায়ে সবিতার সাথে কথাও বলেন নাগার সাথে কথা বলে কিন্তু নাগা চৈতন্য জানায় সে ডিভোর্স চায় 😂😂 সামান্থার আত্মসম্মান মনে হয় অনেক বেশী, সেও বিনা বাধায় ডিভোর্স মেনে নেয়, ডিভোর্সের পর নাগা চৈতন্য ২০০ কোটি টাকা খরপোশ দিতে চাইলেও সামান্থা তা নিতে অস্বীকার করে, সামান্থা বলেছিল আমার সম্পর্ক দরকার ছিল, সেই সম্পর্কই যখন নেই তাইলে সেই সম্পর্ক থেকে কোন কিছুর প্রয়োজনই আমার নেই। ডিভোর্সের পর সামান্থা খুবই ভেংগে পরেছিল, অসুস্থ হয়ে হাসপাতালেও কয়েকমাস ভর্তি ছিলেন। সামান্থাকে তখন এই বলে ব:দনাম দেয়া হয়েছিল সে সামান্থা পরকীয়া করে, সে সংসারী না, মুভিতে খোলামেলা পোশাক করে। বেচারীকে একরাশ যন্ত্রণা দিয়ে ডিভোর্স দিয়েছিল আর সাথে দিয়েছিল ব'দনাম। সত্যি কোনদিন চাপা থাকে না, নাগা চৈতন্য নিজে পরকীয়া করে সেই দায় দিয়েছিল সামান্থার কাধে, যে সামান্তাকে খোলামেলা পোশাকের অযুহাত দিয়ে ছেড়ে দিয়েছিলো এখন সেই সামান্থার চেয়েও খোলামেলা পো'শাক পরা সবিতাকে বিয়ে করেছেন। একেই বলে পুরুষ মানুষ।