Md Mohibullah

Md Mohibullah এগিয়ে যাও News & Media Website

19/11/2024

মাহফুজ একদম স্পষ্ট বলেছিলেন, আগামী নির্বাচনে যাতে আওয়ামীলীগ অংশ নিতে না পারে, এইজন্য সরকার সম্ভাব্য সবকিছুই করবে।
নাহিদ বলেছিলেন, মুজিবকে আমি জাতির পিতা মানি না।
আসিফ বলেছিলেন, মুজিববাদ মানেই ফ্যা'সি'বা'দ।
ইউনূস বলেছিলেন, আওয়ামীলীগ আর ফ্যা'সি'বা'দের কোন জায়গা বাংলাদেশে নাই।

আর গতকাল বিএনপি যাইয়া বলে আসছে, আওয়ামীলীগসহ সব দলকেই তারা ইলেকশনে চায়।
ডক্টর ইউনূসও বলে দিয়েছেন, বিএনপি যেহেতু চাইতেসে, সো আওয়ামীলীগ সহই ইলেকশন হবে।
আর আজ আওয়ামীলীগ নেতা কামরুল কোর্টে হুমকি দিয়ে বলেছে, এই দিন দিন না। আরো দিন আছে।

বিএনপি ১৯৭৯ সালেও আওয়ামীলীগ পুনর্বাসন করেছিলো। সেইটার ফলাফল জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে দিয়েছিলেন।
আর বাংলাদেশের মানুষকে হারাতে হয়েছিলো স্বাধীনতা। সেনাবাহিনীকে হারাতে হয়েছিলো ৫৭ জন সেনা অফিসার।
আবারও বিএনপি আওয়ামীলীগের পুনর্বাসন চাইলো।

ঐ দিনই কামরুল হুমকি দিলেন, এই দিন দিন না। আরো দিন আছে....
জানি নি, এবারের আওয়ামীলীগ পুনর্বাসন আমাদের আরো কোনদিন দেখাবে ভবিষ্যতে।

শুধু ইতিহাসে লেখা থাকবে, দুই দুইবার বাংলাদেশ সুযোগ পেয়েছিলো আওয়ামীলীগ নামের এই অ'ভি'শা'প থেকে মুক্ত হওয়ার। বাট বিএনপির কারণে এই অ'ভি'শা'প থেকে বাংলাদেশের আর মুক্ত হওয়া হয়নাই।

ইতিহাস যেমন আওয়ামীলীগের নৃ'শং'স'তা মনে রাখবে, তেমনি আওয়ামীলীগের এতো নৃ'শং'স'তার পরেও কারা আওয়ামীলীগকে বারবার নৃ'শং'স হওয়ার সুযোগ করে দিয়েছিলো, সেটাও ইতিহাস মনে রাখবে নিশ্চয়ই!!

একটু দোয়া কইরেন ডিমটা যেনো দেশি মুরগীর দেওয়া হয়...
19/11/2024

একটু দোয়া কইরেন ডিমটা যেনো দেশি মুরগীর দেওয়া হয়...

আসসালামু আলাইকুম তিনদিন আগে পোস্টে ছোট ভাইদের দূর্ঘটনার কথা শেয়ার করেছিলাম। ভালো খবর হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে দু...
19/09/2024

আসসালামু আলাইকুম
তিনদিন আগে পোস্টে ছোট ভাইদের দূর্ঘটনার কথা শেয়ার করেছিলাম। ভালো খবর হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু দূঃখের একটা খবর আছে, সেটা মোঃ ওমর ফারুকের অবস্থা এখনো অনেক খারাপ। গতকাল উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সিদ্ধান্ত ছিলো ঢাকা মেডিকেল হাসপাতাল অথবা পিজি হাসপাতালে ভর্তি করানো। কিন্তু দূঃখের বিষয় এমন একটা রোগীর জন্য একটু চিকিৎসা ব্যবস্থা তো দূরে থাক একটা বেডের ব্যবস্থাও হয়নি। তাদের অবস্থান হয়েছে ঢাকা মেডিকেলের বারান্দায়। এই বিষয়টা কি চিন্তার নয়। যেখানে প্রয়োজন দ্রুত চিকিৎসা, সেখানেই কিনা হচ্ছে বিলম্ব। কার প্রতি রাগ,ক্ষোভ কিংবা অভিমান দেখাবো। দেশ, জনতা, সরকার নাকি নিজের উপর। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা শুধুই ক্ষমতাবান ও ধনীদের জন্য। আমরাতো এদেশে বেঁচে আছি তাদের কাজকে সহজ করার জন্যই।😭😭😭

10/09/2024

লাজাদার উপর এই দারুণ ব্যাপারটা পেলাম! দেখে নাও! পণ্যের নাম: Yes Power Plus Toilet Cleaner Liquid - 750ml পণ্যের মূল্য: ৳130 ছাড়ের মূল্য: ৳61

28/08/2024

এই রাজনীতি করলে চান্দিনার জনগণ আপনাকে বয়কট করবে।

27/08/2024

আলহামদুলিল্লাহ আমরাও যাচ্ছি... তৃণমূল পর্যন্ত পৌছাবো ইনশাআল্লাহ

21/08/2024

আমি আমার বন্যা নিয়েই থাকতে চাই। ইনশাআল্লাহ আমার কাজ শুরু করার সময় এসে গেছে।
ফারাজ করিম বাটপারি

কোথায় ছিলো আপনাদের লজ্জা? কোথায় ছিলো বিবেক? কোথায় ছিলো বাকস্বাধীনতা? এখন আসছেন ইতরামি করতে?জুলুমের কালে চুপচাপ ছিলেন, এখ...
16/08/2024

কোথায় ছিলো আপনাদের লজ্জা? কোথায় ছিলো বিবেক? কোথায় ছিলো বাকস্বাধীনতা?
এখন আসছেন ইতরামি করতে?
জুলুমের কালে চুপচাপ ছিলেন, এখন প্রতিবাদী!! আপনিই জুলুমকারীদের দোসর।

16/08/2024

১৫ বছরের লুটপাট নৈ'রাজ্য দেখে যারা হতাশ হননি তারা দেখি দুদিনে হতাশ হয়ে যাচ্ছেন। স্বৈ'রাচার তো সুন্দর কোন সমাজ ব্যবস্থা রেখে যায়নি, যে আপনি সুঘ্রান পাবেন। সমাজটা গড়ুন , সুঘ্রাণ পাবেন।

এখন আলাপ তোলা দরকার গনহত্যার অপরাধে দল হিসাবে আওয়ামীলীগের বিচার হওয়া দরকার। ৭১ এর কালিমা যদি জামায়াতকে অর্ধশতাব্দী ধরে ব...
12/08/2024

এখন আলাপ তোলা দরকার গনহত্যার অপরাধে দল হিসাবে আওয়ামীলীগের বিচার হওয়া দরকার।
৭১ এর কালিমা যদি জামায়াতকে অর্ধশতাব্দী ধরে বয়ে বেড়াতে হয়, তবে গনহত্যাকারী একটা দলের প্রতি সপ্তাহ পার হতে না হতেই রেসপেক্ট আসে কেমন করে?
এখনো আওয়ামীলীগ প্রতিবিপ্লবের চেষ্টা করে যাচ্ছে। আপনি কঠোর হাতে সেটা দমন না করে রেসপেক্টের কথা বলেন কেমন করে?

স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি। অবিলম্বে গনহত্যার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

11/08/2024

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে এস আলম গ্রুপ...
সোর্স কমেন্টে

11/08/2024

এই মুহুর্তে কোনভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের কোন প্রোগ্রাম করা ঠিক হবেনা। আমাদের কাছে থাকা তথ্যমতে এই প্রোগ্রামগুলোতে আওয়ামীলীগ ব্যাপকভাবে যুক্ত হবে। এমনকি হ*ত্যা, অঘটনও ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করবে। গণঅভ্যুত্থানের সময় সকল ধর্মের মানুষ আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এখানে ধর্মীয় পরিচয়টা টেনে আনা একধরনের ষড়যন্ত্রের অংশ। কত মুসলমান গণহত্যার শিকার হয়েছে, এটা কি আপনারা জানেন না?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত আমাদের হত্যা চেষ্টা করে, আমার এলাকার একজন আওয়ামীলীগ নেতা ( হিন্দু ধর্মের লোক) আমাকে তুলে নিয়ে যায়। আমরা ওসি প্রদীপসহ এমন অসংখ্য ব্যক্তির কথা জানি। অপরাধীর কোন ধর্ম থাকতে পারেনা, সে সন্ত্রাস। এটাই তার একমাত্র পরিচয়। বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ইতোমধ্যে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিকদলগুলোর এই ধারাবাহিক নিরাপত্তা প্রদান কর্মসূচি চলবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের বলবো, আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামীলীগের মত গণহ*ত্যাকারী দল আবারও ষড়যন্ত্র করতে চাচ্ছে, আপনারা কি সেই সুযোগ করে দিবেন?

10/08/2024

পরের ক্ষতি করার নেশায় যদি কাউকে একবার পেয়ে বসে। নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ ফিরে না।

10/08/2024

‘র’ -এর ষ'ড়যন্ত্র কিন্তু অব্যহত রয়েছে! প্রিয় ছাত্র-জনতা রাজপথে সতর্ক এবং সজাগ থাকুন। এক মুহুর্তের জন্য রাজপথ ছাড়া যাবেনা।।

10/08/2024

৫ ক্লাস পাশ গায়িকাকে ম্যাডাম বলতে সমস্যা হয়নি! গ্রাজুয়েট কমপ্লিট করা ছাত্রকে উপদেষ্টা মেনে নিতে আপনার সমস্যা?

09/08/2024
17/07/2024

‘অচিরেই জালিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।'
- (সুরা : শু'আরা, আয়াত : ২২৭)

Good Morning, Neighbours.
07/07/2024

Good Morning, Neighbours.

Address

Cumilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when Md Mohibullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mohibullah:

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All