Rakib Uddin Sha Rubel

Rakib Uddin Sha Rubel মন যাহা চায় তাহা প্রকাশ করি,এইটা আমার অভ্যাস।

কথা সঠিক👍
13/10/2023

কথা সঠিক👍

রাহমাতাল্লিল আলামিন দয়াল নূর নবীজি(সাঃ) এর শুভ আগমন দিবসে নূর নবীজির নূরানী কদম মোবারকে লাখো কোটি ভক্তিপূর্ণ তাজিমী দুরু...
28/09/2023

রাহমাতাল্লিল আলামিন দয়াল নূর নবীজি(সাঃ) এর শুভ আগমন দিবসে নূর নবীজির নূরানী কদম মোবারকে লাখো কোটি ভক্তিপূর্ণ তাজিমী দুরুদ ও সালাম।

জানাজায় লাখো মানুষের উপস্থিতি নিয়ে যারা গর্ব করেন বা ভালবাসার প্রমাণ খুঁজেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই,,,,,,,✅১০ হিজরীতে ...
16/08/2023

জানাজায় লাখো মানুষের উপস্থিতি নিয়ে যারা গর্ব করেন বা ভালবাসার প্রমাণ খুঁজেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই,,,,,,,

✅১০ হিজরীতে মুসলমানের সংখ্যা ছিলো প্রায় ১৫০,০০০.০০ জন।

✅১১ হিজরীতে নবীজির আওলাদ জান্নাতের সর্দারিনী হযরত মা ফাতেমা (আঃ) এর জানাজায় কতজন লোক উপস্থিত ছিল?? কতজন লোকে দাফন করেছিল??

✅৩৫ হিজরীতে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রাঃ) এর জানাজায় কত জন লোক উপস্থিত ছিল??

✅৪০ হিজরীতে নবীজির আওলাদ মাওলা ইমাম আলী (আঃ) এর জানাজায় কতজন লোক উপস্থিত ছিল??

✅৫০ হিজরীতে নবীজির আওলাদ জান্নাতের সরদার ইমাম হাসান (আঃ) এর জানাজায় কত জন লোক উপস্থিত ছিল??

✅৬১ হিজরীতে নবীজির আওলাদ শহীদে আজম জান্নাতের সরদার ইমাম হুসাইন (আঃ) এর জানাজায় কারবালার ময়দানে কত জন লোক উপস্থিত ছিল??

বিঃদ্রঃ- উপরে যাদের নাম উপমা দিয়েছি তাদের জুতার সমতুল্য কোন মানুষ বর্তমানে নেই, উপমা দিয়েছি শুধুমাত্র আবেগী মুসলমানদের বুঝানোর জন্য।

রকিব উদ্দিন শাহ্ রুবেল

09/08/2023

খেলিছো এ বিশ্ব লয়ে বিরাটও শিশু আনমনে
- কাজী নজরুল ইসলাম (রহঃ)

মাওলা হুসাইন (রা) এর শাহাদাত সম্পর্কে ভবিষ্যদ্বাণী---------------------------★★★★★----------------------------হুসাইন (রা...
27/07/2023

মাওলা হুসাইন (রা) এর শাহাদাত সম্পর্কে ভবিষ্যদ্বাণী
---------------------------★★★★★----------------------------
হুসাইন (রা)-এর শাহাদাত সম্পর্কে হাদীসে ভবিষ্যদ্বাণীর উল্লেখ পাওয়া যায়। ইমাম আহমদ আবদুস সামাদ আনাস (রা) সূত্রে বর্ণনা করেন। একদা বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আগমনের অনুমতি প্রার্থনা করেন। তিনি তাঁকে আসার অনুমতি দিলেন। নবী করীম (সা) উম্মে সালামাকে বললেন : দরজার দিকে লক্ষ্য রাখবে, যেন কেউ প্রবেশ করতে না পারে। কিছুক্ষণ পর শিশু হুসাইন (রা) এসে ফাঁক দিয়ে দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করেন। তিনি নবী করীম (সা)-এর ঘাড়ে চেপে বসতে প্রয়াস পেলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি কি একে খুব বেশি ভালবাসেন ? নবী করীম (সা) বললেন, হাঁ। ফেরেশতা বললেন-আপনার উম্মতরাই একে হত্যা করবে। যদি আপনি দেখতে চান তবে সেই স্থানও আমি দেখিয়ে দিতে পারি, যেখানে তাকে হত্যা করা হবে। এরপর হাত বাড়িয়ে ফেরেশতা এক মুঠো লাল মাটি এনে দিলেন। উম্মে সালামা (রা) ঐ মাটি আপন কাপড়ের আঁচলে বেধে রাখেন। আনাস (রা) বলেন, আমরা প্রায়ই শুনতাম যে, হুসাইন (রা) কারবালায় শহীদ হবেন।

(সূত্র- আল বিদায়া ওয়ান নিহায়া)

23/07/2023

আল্লাহর রাসুল (সাঃ) একদিন মসজিদে নব্বীতে আসরের নামাজের ইমামতি করছিলেন, রুকু শেষে নবীজী (সাঃ) সেজদায় গেলেন, হঠাৎ হযরত ইমাম হোসেন (আঃ) তাঁর প্রিয় নানাজীর (সাঃ) পিঠের উপর উঠে বসে পড়লেন, ছোট্ট নাতি খেলার ছলে নানার পিঠে উঠে পড়েছে, মহানবী (সাঃ) বিলক্ষন বুঝতে পারলেন যে, আদরের নাতি মাওলা হোসেন (আঃ) পিঠে সওয়ার হয়েছেন, সেজদারত অবস্থায় মহানবী (সাঃ) আদরের নাতি হোসেনকে (আঃ) পিঠ থেকে নামাতেও পারছেন না, পাছে পিঠ থেকে পড়ে গিয়ে নাতি (আঃ) যদি ব্যাথ্যা পায় ! কেননা ছোট্ট দুই নাতি ইমাম হাসান (আঃ) ও ইমাম হোসেনকে (আঃ) মহানবী (সাঃ) প্রচন্ড মহব্বত করতেন, নিজের প্রানের থেকে দুইনাতিকে (আঃ) প্রচন্ড ভালবাসতেন, তাঁদেরকে কেউ কষ্ট দিলে আল্লাহর রাসুল (সাঃ) অন্তরে খুব ব্যাথা পেতেন ।

এদিকে নাতিও (আঃ) পিঠ থেকে নামছেন না, মহানবী (সাঃ) সেজদা থেকে উঠতেও পারছেন না, এরজন্য সেজদাও প্রলম্বিত হচ্ছে, সেজদা এতটাই দীর্ঘায়ীত হচ্ছিল যে, অনেক সাহাবী তখন নিজ সেজদা থেকে মাথা খানিক উঁচু করে দেখছিল যে, এরকম অস্বাভাবিক দেরী হচ্ছে কেন? যারাই মাথা তুলছিলেন তারাই স্বচক্ষে অবলোকন করলেন যে, এক নূরের উপরে আরেক ছোট্ট নূর সওয়ারী হয়েছে, তৎক্ষনাত তারা পুনরায় সেজদাতে চলে গেলেন যতক্ষন নবীজী (সাঃ) নিজে সেজদা থেকে না উঠছেন ।
----------------------★----------------------★-----------------------
আল-বারাআ ইবনু আযিব (রাযিঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে দেখে বললেনঃ হে আল্লাহ! আমি এ দু’জনকে মুহাব্বাত করি, সুতরাং তুমিও তাদেরকে মুহাব্বাত কর। (তিরমিজী-৩৭৮২)

আলোচকঃ- ড. মুহাম্মদ তাহের উল কাদরী
আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও বক্তা।

22/07/2023

দয়াল নবী (সাঃ) এর সন্তুষ্টি তার পরিবারবর্গের প্রতি সদাচরণের মাধ্যমে অর্জন কর।
বুখারী- ৩৭৫১

15/07/2023

আলোচক- সূফী সাধক কাজী বেনজির হক চিশতী।

08/07/2023

ইসলামের এক গুরুপূর্ণ ভাষণ গাদিরে খুম
আলোচক- আন্তর্জাতিক ইসলামিক স্কলার
ড. মোহাম্মদ তাহের-উল কাদরী

02/07/2023

না থাকিলে নসিবে ডাকলে কি আর আসিবে,,,,,
- বারেক বৈদেশি

25/06/2023

নবীর দ্বীনে আয় রে,,,,,

❣️❣️❣️❣️❣️
23/06/2023

❣️❣️❣️❣️❣️

22/06/2023

#মোহাম্মাদ_নাম_যতই_যপি_ততই_মধুর_লাগে।

19/06/2023

সৎপথে অর্থ উপার্জন কম হলেও আয় বরকত বেশি,
আলহামদুলিল্লাহ্।

19/06/2023

বর্তমান সময়ের স্কলারশিপ শায়েখরা এই পাগল আলেমের কাছে অনেক কিছু শিক্ষার আছে।

16/06/2023

রাসুলুল্লাহ সাঃ বলেছেন, আমি জান্নাতের ভেতর উঁকি দিলাম,আর দেখতে পেলাম তারা অধিকাংশই দুঃস্থ গরীব লোক।
(মুসলিম-৬৮৩১)

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Uddin Sha Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All