Ruhul Amin

Ruhul Amin Hi,I am RUHUL AMIN. I'm professional digital marketer.
(1)

03/07/2024

Alhamdulillah

16/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

21/04/2024

“কাউকে ভাল উপহার দিতে চান ? তাহলে তার জন্য গোপনে দোয়া করে দিন,কারন দোয়াই হচ্ছে সবচেয়ে দামি ও ভাল উপহার। কেননা,যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে,ফেরেস্তারা তার জন্য দোয়া করে, অতএব, দোয়ার এত বেশি শক্তি ও পাওয়ার যে তা বান্দার তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে, কারন দোয়া ব্যতীত ভাগ্য পরিবর্তন হয় না, (তিরমিজি -2139)”

____ হযরত দাউদ (আ.)

21/04/2024

“যদি ভালো হতে চাও তাহলে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

আল্লাহ আমাদের কে সঠিক বুঝ দান করুক,,,
21/04/2024

আল্লাহ আমাদের কে সঠিক বুঝ দান করুক,,,

20/04/2024

16/04/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।
(সংগৃহীত)

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বেসাব...
22/03/2024

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে

সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute

বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme

টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste

চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute

গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship

ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet

চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)

শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus

সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh

Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,

মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme -

Room Freshner - Spring, Basundhara

ময়দা, আটা – Teer, Basundhara, Fresh

নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi

চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer

চিনি - Teer, Fresh, আখের চিনি

সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer

বিস্কুট - Radisho, Olympic

লবণ- Teer, ACI, Fresh

পানি - Jibon, MUM

টিস্যু - বসুন্ধরা, Fresh

18/03/2024

হোক গরিব বা ধনী প্রতিটি মানুষের মধ্যে বিশ্বাস এবং ঈমানদারী থাকা অত্যন্ত জরুরী, তাহলেই মানুষ প্রকৃতপক্ষে সুখী হতে পারবে ❤️

16/03/2024

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত
জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায়
কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু
পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ
দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে।
তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলাে, কিন্তু
ভালােবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ
করে ভালাে কিছু করার জন্যে চলে যান দেশের
বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের
ভালােবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে
প্রবাসী বলে বিবাহ দেননি। ভালাে চাকুরী মানেই কি
সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা
জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায়
বিষ ঢেলে দিলাে। ভালােবাসার জন্যে ঘর ছেড়েছিলাে,
সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা
জানি। শুধু গায়ের রঙটা কালাে বলে প্রেমিকের বাবা
মায়ের হাজারাে অবহেলার কথা মাথায় তুলে নিয়ে
রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলাে। সেরা
বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী
হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে
বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ
পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী
সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার
থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়ােজনটা থামাতে
পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা
গেলাে। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে
সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের
গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন,
সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব
জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ
আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলাে।
তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী
অসুস্থ। আজ বারাে বছর হলাে দুই সন্তান ও অসুস্থ
স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই
ছিলাে, ভালাে চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের
সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও
এখন হােমিওপ্যাথিক চিকিৎসক এবং হােমিওপ্যাথিক
কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএলবি পাশ
করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ
ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!
আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে
কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা
জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

🙂আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনাে
আসে না। আমরা কখনাে পরিপূর্ণভাবে সুখী হতে পারি
। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতাে রঙিন হয় না।

12/03/2024
11/03/2024

রমাদান মুবারাক 🌙

11/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

“তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর  তুমি ব্যর্থ হলে তোমার সুট পড়াটাও উপহাস ।”
07/03/2024

“তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার সুট পড়াটাও উপহাস ।”

06/03/2024

নামাজের সাথে মনস্তাত্ত্বিক কেমন জানি একটা সম্পর্ক আছে বুঝলেন তো!😃

লক্ষ্য করবেন যখন আল্লাহর রহমতে নামাজ ঠিকঠাক মত হচ্ছে তখন কেমন জানি মনের মাঝে একটা অজানা মানসিক শান্তি কাজ করে☺️।

খারাপের মাঝেও নিজেকে কেমন জানি একটা সুখী সুখী মনে হয়😇।

আর যখন নামাজ ঠিকঠাক মত হয় নাহ তখন দেখবেন প্রতিদিনের সব কাজ ঠিকঠাক মতো হলেও কেমন জানি একটা বিষন্নতা কাজ করে😓।

মানসিক যে শান্তি যেই তৃপ্তি এর ব্যাপারটা সেটা ঠিক আসে নাহ🙂।

20/02/2024

অমর ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া ।।

“চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে”
20/02/2024

“চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে”

20/02/2024

বাঙালির ভাষা দিবস‌টাও ইংরেজি তারিখ অনুযায়ী পালিত হয়।

19/02/2024

ধৈর্য্য ধরুন! একদিন আপনি বুঝতে পারবেন আপনার রবের পরিকল্পনা আপনার জন্য কতটা নিখুঁত ও সুন্দর ছিলো!🥰
আলহামদুলিল্লাহ 🥀

09/02/2024

আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করিয়া দিয়েন,,আমিন,,,,আমিন

আরো  একটি উইকেটের পতন
09/02/2024

আরো একটি উইকেটের পতন

Address

Debidwar
Cumilla
3530

Telephone

+8801823035951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruhul Amin:

Videos

Share

Nearby media companies


Other Cumilla media companies

Show All