11/11/2024
আরবের নর্তকীরা নাচের সময় এক ধরনের নিকাব পরিধান করতো যাতে বিভিন্ন কারুকার্য থাকতো এবং তুলনামূলক অনেক ছোট ছিল। তবে এটা পর্দার জন্য না তখনকার ফ্যাশন হিসেবে এবং মানুষকে আকৃষ্ট করার লক্ষ্যে।
তেমনি বর্তমানে কিছু মেয়েরা নিকাব পরিধান করে কারুকার্য খচিত এবং ছোট, বিভিন্ন ডিজাইনের। এই নিকাব পর্দার জন্য না বরং মানুষকে আকৃষ্ট করার জন্য। তারাও ওইসব নর্তকীদের অনুসারী।
-সংগৃহীত
#পর্দা #নাকি #অবাধ্যতা !