News All Bangla TV

News All Bangla TV journalist
(4)

28/01/2025

বগুড়া জেলার ধুনুট উপজেলার খানপুর গ্রামের বাউল শিল্পী ' বাউল আলম খান গান গাইছেন
ভজনের গুরু ধন তোরে কোথায় যাইয়ালে পাবো, ভিডিও ধারন :- অন্জনা চৌধুরী৷

24/01/2025

গতকাল ২৩/১/২০২৫ ইং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলার দহ্মিণ পাশে আলহাজ্ব আবদুল হাকিম সুপার মার্কেটে তাহফিজুল কোরআন মাদ্রাসায়,চান্দুরা হিলফুল ফুজুল যুব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়,সভাপতি হাফেজ ক্বারী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নিজাম উদ্দিন,৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।:- ভিডিও ধারন আবদুল্লাহ আল হৃদয়

11/01/2025

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ১১ জানুয়ারী ২০২৫ শনিবার চম্পকনগর কলেজ মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত বিজয়নগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল৷:- ভিডিও ধারন আবদুল্লাহ আল হৃদয়

04/01/2025

গতকাল ৪ঠা জানুয়ারী ২০২৫ শনিবার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়

30/12/2024

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর প্রেসক্লাবের সামনে আলেম ওলামা মশায়েখগনের সাদ পন্থীদের বিরুদ্ধে মানববন্ধন করেন,মানববন্ধন শেষে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেন আলেমসমাজের নেতৃবৃন্দ ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়

25/12/2024

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরায় ইউনিয়নে ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আগমন উপলক্ষে আজ ২৫শে ডিসেম্বর তারিখে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট গোলাম সারুয়ার ভূইয়া খোকন ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়

22/12/2024

রূপের রানী শীতকাল
==============
সুজলা-সুফলা শস্য-শ্যামলা অপরূপ বাংলাদেশ। বলা হয় ষড়ঋতুর দেশ। এই ঋতুবৈচিত্র বাংলাদেশকে সাজিয়ে তোলে বিচিত্র রঙের সাজে। ঋতুচক্রে হেমন্তকালের পরই প্রকৃতি ঘন কুয়াশায় মুখ ঢেকে উত্তরের হাওয়া নিয়ে ধরণীর মাঝে উপস্থিত হয় শীতকাল।
গ্রামে গ্রামে রং-বেরঙের পিঠা, ক্ষীর ও পায়েস খাওয়ার ধুম পড়ে শীতমৌসুমে। আর হতদরিদ্র মানুষের বাড়িতেও হরেক রকমের পিঠাপুলির আয়োজনের দৃশ্য সত্যিই যেন সর্বশ্রেণীর মানুষদেরকে আনন্দ দেয়।
সরিষা ফুলের হলুদ ক্ষেত আর মৌমাছির গুঞ্জনের দৃশ্য মনকে খুব পুলকিত করে। আহা!! কি আনন্দ আকাশে- বাতাসে! শীতে শিশিরভেজা বনেজঙ্গলে মধু পিয়ে নেচে পাপিয়ারা পিয়া পিয়া বলে ডাকে গুনগুন করে এক দল মৌমাছি, মহুয়া গাছের ফাঁকে ফাঁকে। কতোই মধুর সুরে কতো পাখিরা গায়; কতো না রঙিন ফুলের ডালে ডালে, বাঁশবনে ডাকে আপন খেয়ালে ঝুঁটিবাঁধা হরিয়ালী। তাই অরূপ রূপের এই শীতে কালকেই বাংলার 'রূপের রানী' বললে ভুল হবে না।

21/12/2024

ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা হরষপুর ইউনিয়নের সোনা মোড়া গ্রামের অন্ধ সোহেল মিয়া বিভিন্ন হাট বাজারে, দোকান পাটে গান বাজনা করে দুই ছেলে দুই মেয়েকে নিয়ে কোন রকম ভাবে জীবিকা নির্বাহ করছে৷ আমরা তার গাওয়া একটি গান নিউজ অল বাংলা টিভির দর্শকদের উদ্দেশ্য তুলে ধরলামঃ-- ভিডিও ধারন আবদুল্লাহ আল হৃদয়। গানের কলি ====মা আমার গিয়াছে মরিয়া ' আমারে রাখিয়া ' মা ' গেছে চলিয়া৷ শিশু কালে মা মরিলো--

17/12/2024

সিরাজগন্জ জেলার কাজীপুর উপজেলা প্রশাসন আয়োজিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গান গাইছেন অধ্যাপক আব্দুল জলিল সাংবাদিক৷ ভিডিও ধারন:- অন্জনা চৌধুরী

16/12/2024

আজ মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৪,বিজয় নগর,উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমদাদুল হক (এমদাদ বারী),সাধারণ সম্পাদক জামাল খাঁন,উপজেলা যুব সংহতি সভাপতি মাটি ফারুকসহ নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শহীদ মিনারে শ্রদ্ধানিবেদন শেষে বিজয়নগর প্রেসক্লাবের সমানে সংহ্মিপ্ত আলোচনা করেন মাটি ফারুক' জামাল খান,এমদাদুল হক এমদাদবারী, ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়

14/12/2024

সিরাজগন্জের কাজিপুরে বরইতলী গ্রামে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে বললে ' গাড়ি চাপা দিয়ে কৃষক হবিবর রহমান হবি(৬০) হত্যার অভিযোগ
জানা যায় শনিবার সকালে মাটি ভরাট করতে থাকেন। এসময় মাটিভর্তি গাড়ির সামনে গিয়ে বাধা দেন হবিবর রহমান। এক পর্যায়ে মাটি ভর্তি গাড়িটি হবিবরকে চাপা দেয়। কৃষক হাবিবুর রহমান ঘটনাস্হলে মারা যায়৷ চালক অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। ভিডিও ধারন :-অন্জনা চৌধুরী

03/12/2024

আজ ৩ রা ডিসেম্বর ২০২৪ বি-বাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার চান্দুরা খেলার মাঠে
বিজয়নগর উপজেলা চান্দুরা ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে সূর্য তরুন স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুনামেন্টে আজ০৩/১২/২০২৪ ইং বিকাল ৪'০০ ঘটিকায় ফাইনাল খেলায় অংশ গ্রহন করে সূর্য তরুন স্পোর্টিং ক্লাব বনাম আলমগীর ফুটবল একাদশ, আলমগীর ফুটবল একাদশ ৩ গোলে জয় লাভ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলা বিএনপি নেতা মোঃছায়েদ খন্দকার, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃরফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুনছর আলী। ভিডিও ধারন :-আবদুল্লাহ আল হৃদয়

03/12/2024

ধুমপান বিষপান " ধুমপান করলে নিজের যেমন ক্ষতি হয় ' তেমন অন্যেরও ক্ষতি হয়৷ তবু কিছু কিছু মানুষ ধুমপান করে৷ এক সময় বিড়ি সিগারেটের চাইতে হুক্কা কদর ছিল বেশি৷ কিন্তুু আধুনিকতার ছোঁয়ায় হুক্কা প্রায় বিলুপ্ত হয়ে গেছে৷ তবুও কিছু মানুষ শখের বশে এখনও হুক্কা পান করছে৷ তেমনি বি-বাড়ীয়া জেলার বিজয়নগর আমতলী বাজারের পান ব্যবসায়ী মোঃজজ মিয়া ৩০ বছর বয়সে হুক্কা পান শুরু করেন বর্তমানে তার বয়স ৭০ বছর, দীর্ঘ ৪০ বৎসর যাবত হুক্কা পান করছে৷ ,তিনি বলেন আমি পুরানো ঐতিহ্য ধরে রেখেছি৷ বিস্তারিত ভিডিও তে ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়

30/11/2024

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার, চালিতাডাঙ্গা ইউনিয়নেন, গাড়াবের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ' ২০২৪সালে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বক্তব্য রাখছেন 'বক্তব্য রাখছেন জয়নুল মাস্টার । ভিডিও ধারন :- অন্জনা চৌধুরী

29/11/2024

আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় বি- বাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার বুধন্তী খেলার মাঠে বুধন্তী ইউনিয়ন আয়োজিত জনসভায় ' ৩১ দফা বাস্তবায়নের লহ্মে বক্তব্য রাখছেন - বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল৷ :- ভিডিও ধারন আবদুল্লাহ আল হৃদয়

29/11/2024

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার, চালিতাডাঙ্গা ইউনিয়ন, গাড়াবের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ' ২০২৪সালে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বক্তব্য রাখছেন গাড়াবের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলাম নান্নু মাস্টার। ভিডিও ধারন :- অন্জনা চৌধুরী

26/11/2024

সুপ্রিয দর্শক আমরা আজ বি -বাড়ীয়া জেলার একটি গ্রামিন বাজারে গিয়ে শীতের সবজির বাজার দর যা পেয়েছি তা বিস্তারিত ভিডিও তে তুলে ধরলামঃ :- ভিডিও ধারন আবদুল্লাহ আল হৃদয়

26/11/2024

আলু ছাড়া রান্না ভাবা যায়না। এমনকি অনেক খাবার আলু ছাড়া তৈরি হয়না। হাতে সময় না থাকলে, শুধু আলু সিদ্ধ করে বা পুড়িয়ে খাওয়া যায়। রাস্তা ঘাটে একটু নজর দিলেই দেখা মিলবে আলু দিয়ে তৈরি হাজার, হাজার জিনিস। ধান ও গমের পর আলু সমগ্র পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফসল। পৃথিবীর মানুষের প্রধান খাদ্য হিসেবে ভুট্টা, গম আর চালের পরই আলুর অবস্থান। বিশ্বের অনেক দেশেই রুটি বা ভাতের বদলে আলু খাওয়ার প্রচলন আছে। আর আলু নিয়ে আমাদের আজকের প্রতিবেদন৷ বিস্তারিত ভিডিও তে দেখুন ---

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when News All Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share