আজ ৩ রা ডিসেম্বর ২০২৪ বি-বাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার চান্দুরা খেলার মাঠে
বিজয়নগর উপজেলা চান্দুরা ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে সূর্য তরুন স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুনামেন্টে আজ০৩/১২/২০২৪ ইং বিকাল ৪'০০ ঘটিকায় ফাইনাল খেলায় অংশ গ্রহন করে সূর্য তরুন স্পোর্টিং ক্লাব বনাম আলমগীর ফুটবল একাদশ, আলমগীর ফুটবল একাদশ ৩ গোলে জয় লাভ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলা বিএনপি নেতা মোঃছায়েদ খন্দকার, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃরফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুনছর আলী। ভিডিও ধারন :-আবদুল্লাহ আল হৃদয়
ধুমপান বিষপান " ধুমপান করলে নিজের যেমন ক্ষতি হয় ' তেমন অন্যেরও ক্ষতি হয়৷ তবু কিছু কিছু মানুষ ধুমপান করে৷ এক সময় বিড়ি সিগারেটের চাইতে হুক্কা কদর ছিল বেশি৷ কিন্তুু আধুনিকতার ছোঁয়ায় হুক্কা প্রায় বিলুপ্ত হয়ে গেছে৷ তবুও কিছু মানুষ শখের বশে এখনও হুক্কা পান করছে৷ তেমনি বি-বাড়ীয়া জেলার বিজয়নগর আমতলী বাজারের পান ব্যবসায়ী মোঃজজ মিয়া ৩০ বছর বয়সে হুক্কা পান শুরু করেন বর্তমানে তার বয়স ৭০ বছর, দীর্ঘ ৪০ বৎসর যাবত হুক্কা পান করছে৷ ,তিনি বলেন আমি পুরানো ঐতিহ্য ধরে রেখেছি৷ বিস্তারিত ভিডিও তে ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার, চালিতাডাঙ্গা ইউনিয়নেন, গাড়াবের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ' ২০২৪সালে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বক্তব্য রাখছেন 'বক্তব্য রাখছেন জয়নুল মাস্টার । ভিডিও ধারন :- অন্জনা চৌধুরী
আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় বি- বাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার বুধন্তী খেলার মাঠে বুধন্তী ইউনিয়ন আয়োজিত জনসভায় ' ৩১ দফা বাস্তবায়নের লহ্মে বক্তব্য রাখছেন - বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল৷ :- ভিডিও ধারন আবদুল্লাহ আল হৃদয়
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার, চালিতাডাঙ্গা ইউনিয়ন, গাড়াবের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ' ২০২৪সালে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বক্তব্য রাখছেন গাড়াবের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলাম নান্নু মাস্টার। ভিডিও ধারন :- অন্জনা চৌধুরী
সুপ্রিয দর্শক আমরা আজ বি -বাড়ীয়া জেলার একটি গ্রামিন বাজারে গিয়ে শীতের সবজির বাজার দর যা পেয়েছি তা বিস্তারিত ভিডিও তে তুলে ধরলামঃ :- ভিডিও ধারন আবদুল্লাহ আল হৃদয়
আলু ছাড়া রান্না ভাবা যায়না। এমনকি অনেক খাবার আলু ছাড়া তৈরি হয়না। হাতে সময় না থাকলে, শুধু আলু সিদ্ধ করে বা পুড়িয়ে খাওয়া যায়। রাস্তা ঘাটে একটু নজর দিলেই দেখা মিলবে আলু দিয়ে তৈরি হাজার, হাজার জিনিস। ধান ও গমের পর আলু সমগ্র পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফসল। পৃথিবীর মানুষের প্রধান খাদ্য হিসেবে ভুট্টা, গম আর চালের পরই আলুর অবস্থান। বিশ্বের অনেক দেশেই রুটি বা ভাতের বদলে আলু খাওয়ার প্রচলন আছে। আর আলু নিয়ে আমাদের আজকের প্রতিবেদন৷ বিস্তারিত ভিডিও তে দেখুন ---
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিজয়নগর উপজেলার ২ নং চান্দুরা ইউনিয়নের আনন্দ গ্রামের রেমিট্যান্স যোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর মোঃকাউছার মিয়া। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক। তিনি ২ নং চান্দুরা ইউনিয়ন বাসীর দোওয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন৷ বিস্তারিত ভিডিও তে দেখুন৷ সাক্ষাৎকার গ্রহন ও ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়
আজকের বাজার দর৷ শীতকালীন সবজিসহ মাছ ' মাংস ' ডিমের দাম আজকের বাজার দরে কিছুটা সহনশীল৷ কুমিল্লার গ্রামীন একটি বাজারে গিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যা পেয়েছি তা ক্রেতাদের উদ্দেশ্যে তুলে ধরলামঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ঐতিহাসিক চান্দুরা ফুটবল খেলার মাঠে সূর্য তরুন স্পোর্টিং ক্লাব আয়োজিত আজ২২শে নভেম্বর বিকাল ৪টা উদ্ভোদন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ছায়েদ খন্দকার৷ ভিডিও ধারন :- আবদুল্লাহ আল হৃদয়
ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর দেওয়ান বাজার৷
এ বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম পাখি৷ প্রতি শুক্রবার ও সোমবার এ বাজারে হাঁস মোড়গ ও বিভিন্ন জাতের কবুতর পাখি সহ গরু মহিষ ছাগল পাওয়া যায়। বিভিন্ন রকম পশুপাখি কিনতে আসুন এ বাজারে৷ :- ভিডিও ধারন = আবদুল্লাহ আল হৃদয়
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে বুধন্তীগুচ্ছগ্রামের ১০টি পরিবারকে আর্থিক অনুদান ও ১৬টি গ্রামে টি-শার্ট বিতরন৷ ভিডিও :- ধারন আবদুল্লাহ আল হৃদয়