25/11/2024
মা হারা সন্তান দের অনেক কষ্টে লালন পালন করে বড়ো করেছেন বাবা বৃদ্ধ হওয়ার পর বাবার খোঁজ নেয়না কেউ নিজে রোজকার করে নিজে রান্না করে খায়। ভবিষ্যৎ অসুস্থ হলে কে রান্না করে খাওয়াবে কে দেখাশোনা করবে? এই চিন্তা করে হাত পা থাকতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন এই বৃদ্ধ 😅
আহ সন্তান বাবার মূল্য বুঝলো না ঘটনা টা আমাদের এলাকার।😊
©