ভালোবাসার-বন্ধন

ভালোবাসার-বন্ধন ভালোবাসায় ভালোবাসে শুধুই তাকে,.......... ভ?
(47)

11/06/2024
11/06/2024

অভিনন্দন বিনোদন শুভ ১০১ ভাই।
দোয়া ও ভালোবাসা রইলো।

অতি সাধারণ হয়ে বাঁচতে চাই।এত হিংসা এত লোভ করে কি হবে সব কিছুই তো রেখে যেতেই হবে।সবাই ভালোবেসে ভালোবাসার-বন্ধন এর সাথেই থ...
10/06/2024

অতি সাধারণ হয়ে বাঁচতে চাই।
এত হিংসা এত লোভ করে কি হবে সব কিছুই তো রেখে যেতেই হবে।

সবাই ভালোবেসে ভালোবাসার-বন্ধন এর সাথেই থাকুন।

08/06/2024

আমি Mohammad Raju Ahmed আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে।
বড়লোক হইতে চাই না।
আর ইচ্ছে ও নাই।
জীবন কে আনন্দ দিয়ে বাঁচতে চাই পরিবার প্রিয়জন নিয়ে আর কিছু ন।

07/06/2024

যে যাই বলেন ভাইদেশের সবচেয়ে ধৈর্যশীল
মানুষ হচ্ছে সিগারেট খোররা।
এমন মানুষ যে
প্রতি বাজেটে সিগারেট এর দাম বাড়ে অথচ তারা
কোন প্রতিবাদ করে না তাদের ভিতরে কি মানবতা চিন্তা করেছেন।
জয় বিড়িখোর এর জয়
🤪
ফান পোস্ট 🤔🤔

07/06/2024

যে মানুষ টা একটা সময় আমাকে ছাড়া তার কেও ছিলো না আজ তার অনেক মানুষ।

যে মানুষ টা কারনে অকারণে কল দিতো আর আজ দিন এর পর দিন চলে যায়।

যে খানে অবহেলা সে খানে না থাকা এ ভালো নয় কি?
দিন এর পর দিন অবহেলার থেকে সরে এসে একা থাকা ভালো নয় কি?

দিন শেষে নিজেই নিজের ভালো বন্ধু সব চলে গেলে ও নিজের ছায়া কোনদিন ছেড়ে চলে যায় না।

tanding

07/06/2024

অটো রিকশাতে কোনো মেয়ের মুখোমুখি বসলে মনে হয়
বউ নিয়া শশুরবাড়ি যাইতাছি 🙈

07/06/2024

জিলহজ্জ মাসের প্রথম দিন ও প্রথম,জুমা 😍

হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে তোমার lরহমতের চাদরে ডেকে রাখো আমিন।

পবিত্র মক্কাতে Mohammad Raju Ahmed মোহাম্মদ হাসান মিয়াজী আমরা।
05/06/2024

পবিত্র মক্কাতে Mohammad Raju Ahmed
মোহাম্মদ হাসান মিয়াজী
আমরা।

ভালোবাসার-বন্ধন পেইজ থেকে যে আয়োজন টা করা হয়েছিলো প্রাকৃতিক ছবি প্রতিযোগিতা, তার ফলাফল ঘোষণা করা হলো।প্রথম হয়োছে- Hafcha...
04/06/2024

ভালোবাসার-বন্ধন পেইজ থেকে যে আয়োজন টা করা হয়েছিলো প্রাকৃতিক ছবি প্রতিযোগিতা, তার ফলাফল ঘোষণা করা হলো।

প্রথম হয়োছে- Hafcha Binta ১৮ টা রিয়েক্ট
দ্বিতীয় হয়েছে Tarannum Tushi ১০ রিয়েক্ট

অভিনন্দন আপনাদের, আরো অভিনন্দন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।অনেক এ হয়তো মজার চলে দেখেছেন, ভেবেছেন উপহার দিবো কি দিবো না।উপহার ছোট হোক বা বড় উপহার, উপহার এ হয় যা হিসাব করা যায় না।

বিজয়ী রা পেইজের ইনবক্সে নাম্বার দিয়ে দিবেন আপনাদের মোবাইল রিসার্চ চলে যাবে মোবাইলে।

এই ভাবেই ভালোবাসার বন্ধন এর পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে।

04/06/2024

বাবা নামক বটগাছ টা হারিয়ে ফেল্লে আমরা বুঝি কি হারিয়ে ফেলছি।
আমরা বাবার ওপরে নিজের চাহিদার জন্য কত এ জোর করি, আমরা একটা বার ও চিন্তা করি না বাবা কি দিতে পারবে কি।

তাই বাবাকে ভালোবাসুন বাবাকে চাপ দিবেন না, বাবার ভরসার হাত হোন।

এই মানুষ টা এক বার হারিয়ে গেলে আর ফিরে আসবে না।

04/06/2024

২৫ জন ফলোয়ার লাগবে,,
তাই সবাই ভালোবেসে সবার বন্ধুদেট ইনভার্ট করুন আর ফলো দিয়ে ভালোবাসার-বন্ধন এর সাথেই থাকুন ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক 🥰

03/06/2024

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।
ভালোবাসা আপনাদের জন্য সব সময়।

Follow to follow 🥰

31/05/2024

ছুটির দিনের আয়োজন আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিলো।।

ভিডিও টা প্রবাসীদের কাজে আসবে যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তারা দেখে চেষ্টা করতে পারেন।

চলছে বিরিয়ানির আয়োজন।

একাই সব খেয়ে ফেলবো কেও খাইতে চাইলে চলো আসো।

31/05/2024

আজ শুক্রবার দরুদ পাঠের দিন। اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَعَلَى آلِ مُحَمَّد (ﷺ)

আল্লাহুমা সল্লি অসল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ।

কমেন্ট করে বলে জান
30/05/2024

কমেন্ট করে বলে জান

পুকুর কে পিছনে রেখে একটা পিক নিলাম বন্ধুরা 🤟যাদের চেহারা মার্কেটে চলে না তারাই শেয়ার দেন 🥱🥱
29/05/2024

পুকুর কে পিছনে রেখে একটা পিক নিলাম বন্ধুরা 🤟

যাদের চেহারা মার্কেটে চলে না তারাই শেয়ার দেন 🥱🥱

29/05/2024

দিন দিন এত অলস হয়ে যাচ্ছি কাজ কাম করতে মন চায় না 🥴

কোকিলা কন্ঠ, দেখতে মোটাতাজা বা হালকা সুন্দরী গার্মেন্টসে কাজ করে এমন রমনী বিয়ে করে ঘরজামাইত থাকতে ইচ্ছুক,,

কারো ঘর জামাই লাগলে বলিয়েন তো 🥱🥴

Md Salah Uddin 🫢কিতাও এখন এডিনি করেন আপনে ইউরোপে গিয়ে,, পান্না ভাবির কি হবে 🙄
29/05/2024

Md Salah Uddin 🫢কিতাও এখন এডিনি করেন আপনে ইউরোপে গিয়ে,, পান্না ভাবির কি হবে 🙄

28/05/2024

আর কিছুক্ষণ বৃষ্টি হলে বাংলাদেশের মানচিত্র থেকে বরিশাল উধাও হয়ে যাবে 🥱

২ টনের এসি কিনে বাড়িতে এনে ওজন করে দেখি মাত্র ৪২ কেজি।ধারনার বাইরে ঠকে যাচ্ছি দিন দিন 🙄🥱
28/05/2024

২ টনের এসি কিনে বাড়িতে এনে ওজন করে দেখি মাত্র ৪২ কেজি।
ধারনার বাইরে ঠকে যাচ্ছি দিন দিন 🙄🥱

27/05/2024

ঝড় এসে কারেন্ট নিয়ে যায়, তুমি এসে আমাকে নিয়ে যেতে পারো না প্রিয়তমা 🥰S

আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখতে  ৩২৩২ ফলোয়ার। ধন্যবাদ সবাইকে। এই ভাবে থাকুন ভালোবাসার-বন্ধন এর সাথে।
27/05/2024

আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখতে ৩২৩২ ফলোয়ার।
ধন্যবাদ সবাইকে। এই ভাবে থাকুন ভালোবাসার-বন্ধন এর সাথে।

নিজের মোবাইল ফোন থেকে তোলা 📸আপনার প্রিয় একটি প্রকৃতির ছবি এখানে তুলে ধরুন।যার ছবিতে বেশি রিয়েক্ট হবে সে পাবে এডমিন থেকে ...
26/05/2024

নিজের মোবাইল ফোন থেকে তোলা 📸

আপনার প্রিয় একটি প্রকৃতির ছবি এখানে তুলে ধরুন।

যার ছবিতে বেশি রিয়েক্ট হবে সে পাবে এডমিন থেকে মোবাইল রিসার্চ।
তাই সবাই সবার কমেন্টে সবার বন্ধুকে মেনশন করুন।
সবাই ভালোবাসার-বন্ধন পেইজ এর সাথেই থাকুন
সময় কিন্তু ৭ দিন।।

26/05/2024

আসসালামু আলাইকুম,,
সবাই কেমন আছেন? এই পেজের বন্ধুরা কে কে প্রবাসে আছেন, আর কোন দেশে বর্তমান অবস্থান করতে আছেন কেমেন্ট করে বলে জান।

25/05/2024

চলছে হিট ওয়েভ,বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই রোদ আর গরম থেকে বাঁচতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে বের হবেন।আর অবশ্যই বেশি বেশি পানি পান করুন।
নিজের প্রিয়জনদের কেও সাবধান করে দিন🥀।

ভালোবাসার-বন্ধন পেইজের সাথেই থাকুন।

25/05/2024

পেইজে ইনভাইট করছেন তো প্রিয়জনদের?
আজকের সর্বোচ্চ ইনভাইট কারির জন্য রয়েছে পেইজের এডমিন মোহাম্মদ হাসান মিয়াজী র পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ☺️।
অবশ্যই কমেন্টে ইনভাইটেশনের স্ক্রীনশট দেখাতে হবে।কক
Stay ভালোবাসার-বন্ধন ✊🏼.

Address

Cumilla
3562

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার-বন্ধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালোবাসার-বন্ধন:

Videos

Share

Category



You may also like