Faroke Sha Rezvi TV

Faroke Sha Rezvi TV আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আপনারা।

17/12/2024

#রেজভীর_আদর্শে_মামলা_হামলার_ভয়_নাই
- মুহাম্মাদ আব্দুল আউয়াল

ওরা মুসলমান বেশে মুনাফিক। ওরা মামলা করবে, হামলা করবে এটাই স্বাভাবিক। জুলুম করা ওদের রক্তে মিশে আছে। যদিও ওরা নিজেদেরকে মজলুম দাবী করে। বাংলাদেশের সাধারণ মুসলমান অধিক সরল এবং ধর্মের গভীরতায় পৌঁছে না বলেই ওরা ধোঁকা দিয়ে বোকা বানায় সহজে। তবে সুন্নি আলেমরা থেমে থাকেননি কখনো।

সুন্নিয়ত একটা প্রবহমান স্রোতধারা। কোন বাঁধাই স্রোতধারাকে আটকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম এর সাথে মিলিত না হবে। বাংলাদেশের সুন্নিয়তের ইতিহাস চোখ মেলে দেখলে তা আরো স্পষ্ট করে বুঝা যাবে‌।

শেরে গাজী, শেরে মিল্লাত, মুফতিয়ে বাঙ্গাল, ইমামে আহলে সুন্নাত আল্লামা আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুর সুন্নিয়তের জন্য আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখুন। মামলা হামলার রেকর্ড দেখুন। শিক্ষা গ্রহণ করুন। অনুপ্রেরণা নিন।সামনে এগিয়ে চলুন। বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ।

ঘটনা-১!!
স্বপ্নে পাওয়া ছয় উছুলের তাবলীগ হারাম। আল্লামা রেজভী ফতুয়া দিলেন সেই পাকিস্তান আমলে। ত ব লী গীরা সামরিক আদালতে মামলা করলো। আল্লামা রেজভী ভয় পাননি। হাজির হয়েছেন সামরিক আদালতে।

প্রশ্ন করা হলো- রেজভী সাব তাবলীগ করা হারাম কেন ফতুয়া দিলেন? রেজভী সাহেব বললেন- এটা স্বপ্নে পাওয়া তাই হারাম।

প্রশ্ন করা হলো- "রেজভী সাব স্বপ্ন কি সত্যি হতে পারে না? রেজভী সাহেব চুপ! দ্বিতীয় বার একই প্রশ্ন! রেজভী সাহেব চুপ! তৃতীয় বার একই প্রশ্ন! তখন রেজভী সাহেব জবাব দিলেন- "স্বপ্ন সত্যি হতে পারে। এখন আমি একটা স্বপ্ন দেখছি, আমারটা শুনবেন?"

সামরিক অফিসার বললেন - হ্যাঁ, বলেন শুনি। রেজভী সাহেব বললেন- আমি স্বপ্নে দেখছি আমাকে আদেশ করা হয়েছে যেন ছয় উছুলের তাবলীগ যারা করে তাদের জুতা দিয়া পিটাইয়া মসজিদ থেকে বের দেয়া জন্য। কারণ, তারা হান্ডি পাতিল, ঘটি বদনা নিয়ে মসজিদে ঢুকছে। আল্লাহর পবিত্র ঘর মসজিদকে হোটেল বানাইছে। রেজভী সাহেব এর কথা শুনে সামরিক আদালত চুপচাপ।

রেজভী সাহেব আরো বললেন- তাবলীগীরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না কেন?

আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুর বুদ্ধিমত্তা দেখে সামরিক আদালত থেকে হুজুর কিবলাকে খালাস দেয়া হয়।

ঘটনা-২!!
সেই রেজভী নামে তাবলীগীরা পেরেশান থাকতো। হত্যা চেষ্টা থেমে থাকেননি। আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুও থেমে যাননি। সুযোগ বুঝে মুনাফিকের দল হুজুর কিবলাকে মেরে বস্তায় ভরে তিতাস নদীতে ফেলে দিয়েছিল। ওরা ভেবেছি রেজভী সাহেব মরে গেছে‌। কিন্তু খাজা বাবা এসে নদী থেকে উদ্ধার করে দিয়ে গেছেন‌। তারপরও আল্লামা রেজভী থেমে থাকেননি।

ঘটনা-৩!!
সিলেটের জমিনে ওরা প্রস্তুত ছিল। সুযোগ বুঝে মুনাফিকের দল হুজুর কিবলাকে পেটের নিচে বিষাক্ত ছুরি মেরে চিরতরে পঙ্গু করে দিয়েছিল। ওরা ভাবছে রেজভী মরে যাবে। কিন্তু মদীনা ওয়ালা এবার দয়া করলেন। থেমে যাননি আল্লামা রেজভী। হুইল চেয়ার বসেই সুন্নিয়তের খিদমতে ছুটে চলেছেন সারা দেশ।

ঘটনা-৪!!
অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে ওয়াজ করছেন টঙ্গী গাজীপুরে। তাবলীগীরা প্রশ্ন করলো- ছয় উছুলের তাবলীগ জায়েজ কি না।
হুজুর কিবলা অন্যের সাহায্য ছাড়া চলতে অক্ষম। তিনি দেখতে পারছেন চারদিকে মুনাফিকের দল আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে। কিন্তু হুজুর কিবলা নির্ভয়ে বলে দিলেন "স্বপ্নে পাওয়া ছয় উছুলের তাবলীগ হারাম।"
ফতুয়া বলার সাথে মুনাফিকের দল হুজুর উপরে চাদর ফেলে আঘাত করতে থাকে। হুজুর কিংবা সহ সাথীরা রক্তাক্ত হলেন।

সেদিন ইচ্ছা করলেই আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু নিজেকে বাঁচিয়ে নিতে পারতেন। কিন্তু না, তিনি তা করেননি হক্ক কথা ছাড়েননি। মৃত্যুকে তিনি জয় করেছেন নবীজীর প্রেমে।

আমরা দেখেছি আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু বিছানায় শুয়ে শুয়ে ওহাবী-মওদুদী-তাবলীগীদের মোকাবেলা করার আকাঙ্ক্ষা করতেন।

সুতরাং আল্লামা রেজভী আদর্শ অনুসরণ করলে মামলা, হামলা, মৃত্যু ভয় সুন্নিদেরকে স্পষ্ট করতে পারবে না।

বিনীত,
মুহাম্মাদ আব্দুল আউয়াল
১৬ ডিসেম্বর, ২০২৪ইং

আসছে আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ইং সকাল ১০ ঘটিকায়  মানব বন্ধনে যোগদিন সফল করুন যোগদিন দলে দলে।
16/12/2024

আসছে আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ইং সকাল ১০ ঘটিকায়
মানব বন্ধনে যোগদিন সফল করুন যোগদিন দলে দলে।

আহলে সুন্নাত ওয়াল জামাতের শিরোমণি, বাতেলের আতংক, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত তাহেরি সাহেব এর ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প...
15/12/2024

আহলে সুন্নাত ওয়াল জামাতের শিরোমণি, বাতেলের আতংক, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত তাহেরি সাহেব এর ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানাচ্ছি, ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমাদের গ্রামের ঐতিহাসিক খিরাসার মোহন পুর দাখিল মাদ্রাসার মাঠ পাঙ্গণে ৩৯ তম বাষিক ওরছ মোবারকে দলে দলে যোগ দিন সফল করুন।
03/12/2024

আমাদের গ্রামের ঐতিহাসিক খিরাসার মোহন পুর দাখিল মাদ্রাসার মাঠ পাঙ্গণে ৩৯ তম বাষিক ওরছ মোবারকে দলে দলে যোগ দিন সফল করুন।

03/12/2024

বাহ❕চমৎকার উদ্যোগ ❕ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে।

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ
03/12/2024

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ

হুশিয়ার করে বলছি! 💪
যেই জিহবা দিয়ে ইয়া রাসূলাল্লাহ (ﷺ) স্লোগানকে কটাক্ষ করেছো, সেই জিহবা কেটে দু'ভাগ করতে কুণ্ঠাবোধ করবে না! সুন্নি জনতা
নূর নবীজির (সা:) এ-র শান-মান নিয়ে যদি বিন্দু পরিমাণ কটাক্ষ করা হয়...!
সে যে-ই হোক তাঁকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না..!🥰
নবী আমার জান নবী আমার প্রান..!জিন্দা নবীর আলো ঘরে ঘরে জ্বালো..!💥💥
হুসাইনি তলোয়ার গর্জে উঠো আরেক বার ⚔️⚔️⚔️
নারায়ে রিসালাত ইয়া রাসূলাল্লাহ ﷺ ❤️
—লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ ﷺ ❤️

02/12/2024

নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

হযরতুল আল্লামা মূফতী আলী আশরাফ ফারুকী রেজভী সুন্নী আল ক্বাদেরী সাহেবের শাশুড়ী আম্মা ইন্তেকাল করেছেন সকলে মাগফেরাত জন্য দ...
30/11/2024

হযরতুল আল্লামা মূফতী আলী আশরাফ ফারুকী রেজভী সুন্নী আল ক্বাদেরী সাহেবের শাশুড়ী আম্মা ইন্তেকাল করেছেন সকলে মাগফেরাত জন্য দোয়া করবেন।

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ
23/11/2024

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ

আমি সৌদি আরব আসার আগে জয়নাল আবেদীন কাকার সাথে দেখা করে আমার জন্য একটি মুরগীর খাছা বানানোর জন্য বলছিলাম এক সাপ্তাহ পরে দেওয়ার কথা ছিলো কিন্তু আল্লাহ পাক ওনাকে সময় দেয় নাই,,আল্লাহ পাক ও রাসূলে পাক সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন আমিন আমিন আমিন।

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ
22/11/2024

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ

কুমিল্লা জেলা বরুড়া, থানার খোশবাশ বাজারের বিশিষ্ট ব্যবসায়িক শ্রদ্ধেয় Md Ali Hossain ভাইয়ের বাবা,রেজভীয়া দরবার শরীফের প্রবীণ মুরিদ মরহুম আব্দুর রশিদ রেজভী সাহেব ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ পাক দয়াল নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।
জানাজার নামাজ আজ শুক্রবার বাদ আছর
খোশবাস ফকির বাজার ঈদগাহ মাঠ পাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ
21/11/2024

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ

একটি শোক সংবাদ
মহেশপুর চৌমুহনী বাজার দেড়ারপার নিবাসি হযরত মাওলানা আব্দুর রব রেজভী সুন্নী আল ক্বাদেরী
খলিফা রেজভীয়া দরবার শরীফ সতরশীর নেএকোনা। 🤍🥲
Mahbub Rajj ভাইয়ের বাবা, ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন 🥲🥲
জানাজা আগামীকাল সকাল ৯ টায় মহেশপুর উত্তরপুর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

15/11/2024
11/10/2024

সকলে এই পেইজটি লাইক দিয়ে ফলো করুন ধন্যবাদ

Address

Cumilla

Telephone

+966559258520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faroke Sha Rezvi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faroke Sha Rezvi TV:

Videos

Share

Category