14/01/2025
দুইদিন আগে সকাল থেকে একটা বিড়ালের চিল্লানোর আওয়াজ আমরা শুনছিলাম। যদিও বাথরুম এর ভেন্টিলেটর থেকে বেশি শোনা যাচ্ছিলো। আমি মনে করেছিলাম যে safe জায়গায় আছে। বিড়াল টা ছোট ওর মা হয়তো মুখ দিয়ে ওকে নিতে গিয়ে ফেলে দিছে। আমার ভাই আবার প্রাণীদের কষ্ট দেখতে ই পারে না। সে সন্ধায় এসেই খুঁজা শুরু করলে কোথায় আওয়াজ হচ্ছিলো। পরে রাহির রুম এর জানালা খুলে দেখা গেলো ও একটা নেট এ আটকা পরছে। ওর গলায় তিনটা চারটা দরি আটকা পরছে। পরে আমি রাহি খালামনি মিনে অনেকক্ষন try করে ওকে বাঁচাতে পারি কিন্তু শেষে ও ভয় পেয়ে রাহির হাত থেকে ছুটে নিচে পরে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সে বেঁচে আছে।
゚