Nipa's mood

Nipa's mood আসসালামু আলাইকুম,,, ��

"যে দেশে সূর্য ওঠে না" সেখানে সকাল 11টা এমনই দেখায় নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জের স্যাভালবার্ডের কেন্দ্রস্থলে অবস্থিত লংইয়া...
28/11/2024

"যে দেশে সূর্য ওঠে না"
সেখানে সকাল 11টা এমনই দেখায়
নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জের স্যাভালবার্ডের কেন্দ্রস্থলে অবস্থিত লংইয়ারবাইন, বিশ্বের উত্তরতম আর্কটিক শহর, 78 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। 2,000 মতো জনসংখ্যার এখানে ।এখানে একটি সুপারমার্কেট, বার, গির্জা, সিনেমা, স্কুল এবং এমনকি একটি পৌরসভার সুইমিং পুল রয়েছে।

লংইয়ারবাইনকে যা অনন্য করে তোলে তা হল এর চরম অবস্থান এবং মেরুর দীর্ঘ অসামাপ্ত রাতের ঘটনা, যে সময়ে সূর্য দিগন্তের উপরে কয়েক সপ্তাহ বা এমনকি মাস পর্যন্ত ওঠে না, একটি রহস্যময় এবং মন্ত্রমুগ্ধ পরিবেশ তৈরি করে।

© First Alert Weather

তৃতীয়বারের মতো চীন সফর শেষ করে চীন থেকে দেশের ফেরার সময় ফিরতি পথে মাওলানা ভাসানী এক যাত্রাবিরতিতে পাকিস্তানে থেমেছিলেন।য...
24/11/2024

তৃতীয়বারের মতো চীন সফর শেষ করে চীন থেকে দেশের ফেরার সময় ফিরতি পথে মাওলানা ভাসানী এক যাত্রাবিরতিতে পাকিস্তানে থেমেছিলেন।

যেই শহরে যাত্রাবিরতিকালে নামেন সেই শহরের গভর্ণর এবং মেয়র মাওলানা ভাসানীর সন্মানে তাকে এক নাগরিক গণসংবর্ধনা দেয়ার আয়োজন করে।
কেননা পূর্ব পাকিস্তান হোক আর পশ্চিম পাকিস্তান - দুই ভূখণ্ডেই মাওলানা ভাসানী ছিলেন তুমুল জনপ্রিয়।

মাওলানার আগমনের সংবাদ শুনে সংবর্ধনাটি ক্রমে বিশাল জনসভা এবং সময়ের সাথে সাথে জনসভাটি গণজোয়ারে রূপ নেয়।

মাওলানাকে সভামঞ্চে আমন্ত্রণ জানানো হলো প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষমাণ উৎসুক জনতার উদ্দেশ্যে কিছু বলার জন্য।

মাওলানার মাথায় সেই চিরচেনা তালপাতার টুপি, গায়ে জোব্বা, পরনে লুঙ্গি; একদম সাদামাটা বেশভূষা!

মাওলানা মঞ্চে উঠলেন তার বক্তব্য দেয়ার জন্য।

মাওলানার বেশভূষা আর সুরতহাল উপস্থিত শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠলো -

“আরি! ইয়ে তো দিখনেসে মিসকিন হ্যায়”

মাওলানা মাইকের সামনে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে তার বক্তব্য আরম্ভ করার আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করলেন।
তার দরাজ কণ্ঠে টানা টানা সুমধুর সুরে সহিহ কায়দায় কোরআন তিলাওয়াত শুনে ঐ শ্রোতারাই এবার মৃদুস্বরে বলাবলি শুরু করলো -

“আরি! ইয়ে তো মৌলভি [হাফেজ/ক্বারি/মাওলানা] হ্যায়!”

কোরআন তিলাওয়াতের পরে মাওলানা তার বক্তব্যে রাজনৈতিক চিন্তাপ্রসূত আলোচনা শুরু করার পর তার কথাবার্তা শুনে ঐ শ্রোতারাই এবার একে অন্যের মুখ চাওয়াচাওয়ি শুরু করলো -

“আরি! ইয়ে তো সিয়াসাত দান [পলিটিশিয়ান/রাজনীতিবিদ] হ্যায়!”

এরপর মাওলানা যখন তার বক্তব্যের এক পর্যায়ে তৎকালিন বিশ্বপরিস্থিতি, ভূরাজনৈতিক হালচাল ও ঘটনাপ্রবাহ, পুঁজিবাদী পশ্চিমাবিশ্বের আধিপত্যবাদ নিয়ে কড়া সমালোচনা করে ঝাঁঝালো কণ্ঠে ভাষণ দেয়া শুরু করলেন, তখন ঐ একই শ্রোতারাই এবার হতবিহ্বল হয়ে অবাক বিস্ময়ে মাওলানার দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো -

“আরি! ইয়ে তো উজিরে আজম [রাস্ট্রপ্রধান/স্টেটসম্যান] হ্যায়!”


এমনই বহুমাত্রিক প্রজ্ঞা আর জ্ঞানের এক নির্ভেজাল মানুষ ছিলেন আমাদের মাওলানা ভাসানী;
আমাদের "রেড মাওলানা"।

বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায় আসলে তখন কিচ্ছু করার থাকে না হাসিমুখে সব মেনে নিতে হয় ধৈর্য্য ধরে সহ্য করে নিতে হয় 💔
13/11/2024

বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায় আসলে তখন কিচ্ছু করার থাকে না হাসিমুখে সব মেনে নিতে হয় ধৈর্য্য ধরে সহ্য করে নিতে হয় 💔

মাইশা মাইশা  আপুর থেকে এই সুন্দর শাড়ি টা নিয়েছি সরাসরি শাড়ি টা এতত সুন্দর,, আপনারা যারা মাল্টি কালার পছন্দ করে শাড়িটা দে...
02/11/2024

মাইশা মাইশা আপুর থেকে এই সুন্দর শাড়ি টা নিয়েছি সরাসরি শাড়ি টা এতত সুন্দর,, আপনারা যারা মাল্টি কালার পছন্দ করে শাড়িটা দেখতে পারেন।।

01/11/2024

"মুমিন ব্যক্তি চিন্তাশীল, গম্ভীর ও ভদ্র হয়ে থাকে। আর পাপিষ্ঠ ব্যক্তি প্রতারক, ধোঁকাবাজ, কৃপণ, নীচ ও অসভ্য হয়ে থাকে।" (তিরমিজি, ১৯৬৪)❤️

  Fbh fashion  এর নতুন ঠিকানা 👇" মাহমুদ প্লাজা/সিরাজ ম্যানশন এর ২য় তলা "শপ নং ০১(( সমবায় এবং সাত্তার মার্কেট এর রাস্তা...
18/10/2024



Fbh fashion এর নতুন ঠিকানা 👇

" মাহমুদ প্লাজা/সিরাজ ম্যানশন এর ২য় তলা "
শপ নং ০১
(( সমবায় এবং সাত্তার মার্কেট এর রাস্তার অপর পাশে))
কান্দিরপাড়, কুমিল্লা

সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয়।

Tanmee Tasnuva Tanmee আপুকে অনেক অনেক শুভ কমনা
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

এটা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত রাস্তা,,??
17/10/2024

এটা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত রাস্তা,,??

13/10/2024

পিচকু পিচকু এই বাচ্চা গুলো কে কার এলাকায় কি নামে ডাকা হয় শুনি,,???

কোন রকম কন্টেন্ট বানানো ছাড়া....কারও কাছে সাপোর্ট ভিক্ষা না চেয়েকাউকে স্টারের বিনিময়ে ফলো না করে⭐🌟🌟কোন রেস্তোরাঁয় গিয়ে হ...
12/10/2024

কোন রকম কন্টেন্ট বানানো ছাড়া....
কারও কাছে সাপোর্ট ভিক্ষা না চেয়ে
কাউকে স্টারের বিনিময়ে ফলো না করে⭐🌟🌟
কোন রেস্তোরাঁয় গিয়ে হাতজোড় করে বলতে হয়নি, আমি আপনাদের খাবারের রিভিউ দিব ভিডিও করতে দিন প্লিজ

এক্কেবারে নিজের বুদ্ধি খাটিয়ে 🧠🧠
ফেসবুক থেকে এই....
প্রথম টাকার ছবি ডাউনলোড করে পোস্ট করলাম

©©
কেউ হা হা রিয়েক্ট না দিয়ে যাবেন না

03/10/2024

সব ভালবাসায় দায়িত্ব থাকলেও কিন্তু সব দায়িত্বে ভালবাসা থাকে না 🤍

16/09/2024

ফারহান ফাইয়াজের মায়ের চিঠির প্রতিটি লাইন হৃদয় বিদীর্ণ করে দিল … মায়ের চিঠি পড়ে চোখ ভিজে গেল অজান্তেই …

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!

জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রান দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।

অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

ফারহান ফাইয়াজ ১৮তম বছর অতিক্রম করত, যদি তার গল্পের শেষ পাতাটি ফুরিয়ে না যেত । নির্ম/ম স্বৈরা/চার এর বুলে/ট যদি তার প্রাণ কেড়ে না নিত 💔

Farhan Faiyaaz could have walked into his 18th year if his life hadn't been taken by the rut/hless bull/et of a Dic/tator. 💔

©

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa's mood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipa's mood:

Videos

Share